বঙ্গবন্ধুতে জামাল ভূঁইয়ার বিশ্বমানের গোল
ফ্রিকিক থেকে গোলের পর জামাল ভূঁইয়া। ছবি: বাফুফে ফ্রিকিক থেকে করা জামাল ভূঁইয়ার দুর্দান্ত গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং। ‘ওয়াও , দুর্দান্ত গোল’! বল জালে জড়াতেই অনেকের মুখ ফুটে স্বতঃস্ফূর্তভাবে বের হলো কথাটি। ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল। প্রশংসা না করে কি আর উপায় আছে! ম্যাচের শেষ দিকে জামাল ভূঁইয়ার পা থেকে ওই গোলেই বিজেএমসিকে ১-০ ব্যবধানে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করল সাইফ স্পোর্টিং ক্লাব। আজই সাইফের ডাগআউটে অভিষেক হয়েছে উত্তর আয়ারল্যান্ডের কোচ জোনাথন ম্যাকেনস্ট্রির। কেতাদুরস্ত পোশাকে ৩২ বছর বয়সী জোনাথনকে প্রথম দর্শনে আর যা–ই হোক, কোচ মনে হয় না। চুলে জেল দেওয়া মিষ্টি হাসির কম বয়সী এই কোচকে সিনেমার রুপালি জগতে চালিয়ে দেওয়া যাবে অনায়াসে। মাত্র ২৭ বছর বয়সে সিয়েরা লিওন জাতীয় দলে কোচের দায়িত্ব পালন করা জোনাথনকে জামাল ভূঁইয়ারাও উপহার দিয়েছে পরিপাটি ফুটবল। ধীরলয়ে খেলা তৈরি করে আক্রমণে উঠে পাসের মালা গাঁথা। অ্যাটাকিং থার্ড পর্যন্ত সাইফের স্পোর্টিংয়ের খেলা ছিল অনেকটাই প্লে-স্টেশনের মতো। তবে ভালো মানের ফাইনাল পাসের অভাবে আক্রমণে আসেনি পরিপূর্ণতা। সঙ্গে যোগ করুন গোল মিস ও ক্রসবার দুর্ভাগ...