Posts

ইউরোপের নিজস্ব সেনাবাহিনীর স্বপ্ন দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Image
এমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স মার্কিন ছত্রচ্ছায়া থেকে বেরিয়ে এসে ইউরোপের নিজস্ব সেনাবাহিনীর স্বপ্ন দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। মার্কিন সেনাবাহিনীর ওপর নির্ভরতা কমানোর পক্ষেই যুক্তি দেন তিনি। নভেম্বরের শুরুতেই এক সাক্ষাৎকারে মাখোঁ তাঁর এ ইচ্ছার কথা বলেন। তাঁর ভাষ্য, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো আমাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদের করা উচিত। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপের স্বয়ংক্রিয় কৌশলের দিকে যাওয়া উচিত। এ কৌশলের মধ্যে থাকতে পারে ‘ট্রু ইউরোপিয়ান আর্মি’ তৈরি করা।’ ‘ট্রু ইউরোপিয়ান আর্মি’ বলতে ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গড়ার কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, মাখোঁর ওই কথার পরই তাঁর সুরে সুর মেলান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিট নিয়ে ইউরোপজুড়ে নানা জল্পনাকল্পনা চলছে। ২০১৯ সালের ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা। ব্রেক্সিটের পর ইউরোপের সুরক্ষাব্যবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ইউরোপের নেতারা। তাঁদের মধ্যে আছেন এমানুয়েল মাখোঁ ও ম্যার্কেল। দীর...

‘সৌদিকে সমর্থন না দিলে সঙ্কটে পড়বে ইসরায়েল’

Image
ফাইল ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের প্রতি মার্কিন সমর্থন-সহায়তা বন্ধ হলে ইসরায়েল কঠিন সঙ্কটের শিকার হবে। সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক সাংবাদিক খাশোগি হত্যায় যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের হাত থাকার ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে জোরালো প্রমাণ থাকার খবরের প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেছেন। খাশোগি হত্যায় জড়িত থাকার দায়ে সৌদি সরকারের প্রতি মার্কিন সাহায্য-সহায়তা ও সমর্থন বন্ধের দাবি ঘরে-বাইরে জোরালো হয়ে ওঠার কারণে চাপের মুখে রয়েছে মার্কিন সরকার। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় একই প্রসঙ্গে সৌদি সরকারের প্রতি তার সরকারের সমর্থনের যুক্তি দেখিয়ে বলেন, সৌদি সরকার আমাদের খুবই শক্তিশালী মিত্র। এই সরকারের অনুপস্থিতিতে ইসরায়েল বড় ধরনের সঙ্কটে পড়বে। এদিকে সৌদি সরকার তেলের দর কমিয়ে রাখছে বলেও তিনি উল্লেখ করেন। সৌদি সরকারের সঙ্গে সুসম্পর্ক হারালেই বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেবে এবং তেলের দর ব্যারেল প্রতি ৫০ ডলার করে বেড়ে যাবে। সৌদি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল অংকের পুঁজি বিনিয়োগ করে রেখেছে বলেও ট্রাম্প উল্লেখ কর...

পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক 'মিসাইল সিস্টেম' মোতায়েন করবে ভারত

Image
ফাইল ছবি পাকিস্তান সীমান্তবর্তী দু’টি গ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের রাজস্থানের আলওয়ার এবং পালি গ্রামে এই ব্যবস্থা মোতায়েন করা হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৮০০ কিলোমিটারেও কম দূরত্বে অবস্থিত এই দুই ভারতীয় গ্রাম। ভারতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এ দুই গ্রামে মোতায়েন করা হবে। পৃথিবীর আবহমন্ডলের বাইরে বা ভেতর দিয়ে শত্রুর ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এ ব্যবস্থা দিয়ে ঘায়েল করা যাবে।  জানা গেছে, ১৫ থেকে ২০ কিলোমিটার উচ্চতা দিয়ে ধেয়ে আসা শত্রু-ক্ষেপণাস্ত্র এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘায়েল করা সম্ভব হবে। এছাড়া, দুই হাজার কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে। প্রতিরক্ষা ব্যবস্থাটি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষ করার পর তা ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সর্বশেষ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে আবহমন্ডলের বাহির এবং ভেতর দিয়ে ধেয়ে আসা কল্পিত শত্রুর উভয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়...

পাকিস্তানে জঙ্গিদের রুখে দিয়ে আলোচনায় যে নারী পুলিশকর্মী

Image
পা কিস্তানের করাচিতে চীনা দূতাবাসে জঙ্গিহামলা রুখে সংবাদ শিরোনামে পাকিস্তানের এক নারী পুলিশ কর্মকর্তা। গতকাল শুক্রবার সকালে দূতাবাসের ভিতরে ঢোকার চেষ্টা করে বালোচ জঙ্গিরা। তখনই তাদের পথ রুখে দাঁড়ান সুহাই আজিজ। মূলত তার বুদ্ধিমত্তাতেই বাঁচে চিনা কূটনীতিকদের প্রাণ। যদিও ঘটনায় নিহত হয়েছে ২ পাক নিরাপত্তারক্ষী। খবর অনুসারে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের তান্দো মহম্মদ খান জেলার ভাই খান তালপুর গ্রামের বাসিন্দা সুহাই। ২০১৩ সালে পাকিস্তানের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন তিনি। যদিও বেসরকারি স্কুলে ভর্তি হওয়ায় ছোটবেলাতেই সুহাইকে পরিত্যাগ করেছিলেন তার পরিজনরা।   স্থানীয় এক সংবাদমাধ্যমকে সুহাই জানিয়েছেন, 'ছোটবেলায় বাবা-মা আমাকে স্কুলে ভর্তি করায় পরিজনরা গঞ্জনা দিতে শুরু করেন। পরিস্থিতি এমন দাঁড়ায় গ্রাম ছেড়ে কাছের শহরে চলে যেতে হয় আমাদের।'  সুহাইয়ের বাবা আজিজ তালপুর জানিয়েছেন, 'মেয়েকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না করানোয় আত্মীয়রা আমাকে একঘরে করে দেন। কিন্তু মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে আমি বদ্ধপরিকর ছিলাম।' গতকাল শুক্রবার সকাল...

জম্মু-কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৬ জঙ্গি

Image
ছবি সংগৃহীত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় ভারতীয় সেনা অভিযানে কমপক্ষে ৬ জন জঙ্গি নিহত হয়েছে। খবর এনডিটিভির। আজ শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বিজেহারা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায় দেশটির সেনা কর্মকর্তারা। এরপরই অভিযানে যায় একটি দল। জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলিবিনিময়ে নিহত হয় ৬ জঙ্গি। পুলিশ জানায়, সেনাদের অভিযান টের পেয়ে গোলাবর্ষণ শুরু করে জঙ্গিরা। এতে সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালালে নিহত হয় ৬ জঙ্গি। ইত্তেফাক/এসআর

পুলিশের হাতে হিরো আলম আটক!

Image
বুলবুলি নামের এক মেয়েকে কিছু বখাটে ছেলে উত্তপ্ত করছিল, ঘটনাচক্রে সেখানে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারকা হয়ে ওঠা হিরো আলম  খ্যাত আশরাফুল আলম।   বখাটেদের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে, আলম বখাটেদের মারধর করেন। পুলিশ হাজির হন, আলমকে আটক করা হয়। তবে বুলবুলির স্বীকারোক্তিতে আলমকে ছেড়ে দেয় পুলিশ।   মঈন বিশ্বাস পরিচালিত ‘মারছক্কা’ সিনেমার একটি দৃশ্য এটি। সিনেমাটি দর্শকরা খুব শিগগিরই সিনেমা হলে প্রদর্শিত হবে।  সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পাণ্ডে প্রমুখ।   সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনাল’র ব্যানারে। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি,আশা করি দর্শকদের ভালো লাগবে।   আলম জানান, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাবো। সত্যিই আমি প্রযোজক ও পরিচালকের কাছে কৃতজ্ঞ। আশা করি সিনেমাটি হলে গিয়ে দেখবেন...

সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না এরদোগান

Image
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর তুরস্ক ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এখনও পর্যন্ত সরাসরি সৌদি যুবরাজকে উল্লেখ করে কোনো বক্তব্য দেননি। তবে এ পর্যন্ত যেসব তথ্যপ্রমাণ প্রকাশ পেয়েছে তার ভিত্তিতে সৌদি যুবরাজকেই এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শনাক্ত করা হচ্ছে। আর হত্যাকারীদের তুরস্কের মাটিতেই বিচার করার দাবি জানিয়ে আসছে তুরস্ক। এমন পরিস্থিতিতে চলতি মাসের শেষে তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যিপ এরদোগানের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেখা হওয়ার একটি সুযোগ তৈরি হয়। আগামী ৩০ নভেম্বর 'জি২০' এর ১৩তম সম্মেলন উপলক্ষে আর্জেন্টিনা যাচ্ছেন দুই নেতা। সেখানেই তাদের সাক্ষাৎ হতে পারে বলে এরদোগানের মুখপাত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা ব্যবধানে তুরস্কের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “এ হাবের” জানিয়েছে, আর্জেন্টিনার জি২০ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যিপ এরদোগানের দেখা করার কোনো ইচ্ছা নেই। উল্লেখ্য, গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি (৫৯) তুরস্কের ই...