ইউরোপের নিজস্ব সেনাবাহিনীর স্বপ্ন দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট
এমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স মার্কিন ছত্রচ্ছায়া থেকে বেরিয়ে এসে ইউরোপের নিজস্ব সেনাবাহিনীর স্বপ্ন দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। মার্কিন সেনাবাহিনীর ওপর নির্ভরতা কমানোর পক্ষেই যুক্তি দেন তিনি। নভেম্বরের শুরুতেই এক সাক্ষাৎকারে মাখোঁ তাঁর এ ইচ্ছার কথা বলেন। তাঁর ভাষ্য, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো আমাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদের করা উচিত। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপের স্বয়ংক্রিয় কৌশলের দিকে যাওয়া উচিত। এ কৌশলের মধ্যে থাকতে পারে ‘ট্রু ইউরোপিয়ান আর্মি’ তৈরি করা।’ ‘ট্রু ইউরোপিয়ান আর্মি’ বলতে ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গড়ার কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, মাখোঁর ওই কথার পরই তাঁর সুরে সুর মেলান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিট নিয়ে ইউরোপজুড়ে নানা জল্পনাকল্পনা চলছে। ২০১৯ সালের ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা। ব্রেক্সিটের পর ইউরোপের সুরক্ষাব্যবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ইউরোপের নেতারা। তাঁদের মধ্যে আছেন এমানুয়েল মাখোঁ ও ম্যার্কেল। দীর...