Posts

জম্মু-কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৬ জঙ্গি

Image
ছবি সংগৃহীত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় ভারতীয় সেনা অভিযানে কমপক্ষে ৬ জন জঙ্গি নিহত হয়েছে। খবর এনডিটিভির। আজ শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বিজেহারা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায় দেশটির সেনা কর্মকর্তারা। এরপরই অভিযানে যায় একটি দল। জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলিবিনিময়ে নিহত হয় ৬ জঙ্গি। পুলিশ জানায়, সেনাদের অভিযান টের পেয়ে গোলাবর্ষণ শুরু করে জঙ্গিরা। এতে সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালালে নিহত হয় ৬ জঙ্গি। ইত্তেফাক/এসআর

পুলিশের হাতে হিরো আলম আটক!

Image
বুলবুলি নামের এক মেয়েকে কিছু বখাটে ছেলে উত্তপ্ত করছিল, ঘটনাচক্রে সেখানে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারকা হয়ে ওঠা হিরো আলম  খ্যাত আশরাফুল আলম।   বখাটেদের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে, আলম বখাটেদের মারধর করেন। পুলিশ হাজির হন, আলমকে আটক করা হয়। তবে বুলবুলির স্বীকারোক্তিতে আলমকে ছেড়ে দেয় পুলিশ।   মঈন বিশ্বাস পরিচালিত ‘মারছক্কা’ সিনেমার একটি দৃশ্য এটি। সিনেমাটি দর্শকরা খুব শিগগিরই সিনেমা হলে প্রদর্শিত হবে।  সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পাণ্ডে প্রমুখ।   সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনাল’র ব্যানারে। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি,আশা করি দর্শকদের ভালো লাগবে।   আলম জানান, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাবো। সত্যিই আমি প্রযোজক ও পরিচালকের কাছে কৃতজ্ঞ। আশা করি সিনেমাটি হলে গিয়ে দেখবেন...

সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না এরদোগান

Image
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর তুরস্ক ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এখনও পর্যন্ত সরাসরি সৌদি যুবরাজকে উল্লেখ করে কোনো বক্তব্য দেননি। তবে এ পর্যন্ত যেসব তথ্যপ্রমাণ প্রকাশ পেয়েছে তার ভিত্তিতে সৌদি যুবরাজকেই এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শনাক্ত করা হচ্ছে। আর হত্যাকারীদের তুরস্কের মাটিতেই বিচার করার দাবি জানিয়ে আসছে তুরস্ক। এমন পরিস্থিতিতে চলতি মাসের শেষে তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যিপ এরদোগানের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেখা হওয়ার একটি সুযোগ তৈরি হয়। আগামী ৩০ নভেম্বর 'জি২০' এর ১৩তম সম্মেলন উপলক্ষে আর্জেন্টিনা যাচ্ছেন দুই নেতা। সেখানেই তাদের সাক্ষাৎ হতে পারে বলে এরদোগানের মুখপাত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা ব্যবধানে তুরস্কের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “এ হাবের” জানিয়েছে, আর্জেন্টিনার জি২০ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যিপ এরদোগানের দেখা করার কোনো ইচ্ছা নেই। উল্লেখ্য, গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি (৫৯) তুরস্কের ই...

যুক্তরাষ্ট্রের সব যুদ্ধাস্ত্র ধ্বংস করার সক্ষমতা অর্জন চীনের

Image
ফাইল ছবি চীন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগিয়ে নিচ্ছে তাতে দেশটি মহাকাশে যুক্তরাষ্ট্রের প্রায় সব কিছু ধ্বংস করে দিতে পারে। এমন বক্তব্য স্বয়ং মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ট্রে অবারিংয়ের। সম্প্রতি ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউটে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, চীনের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর কারণে মার্কিন গোয়েন্দা ও পর্যবেক্ষণ কর্মসূচি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। ট্রে অবারিং চিনের ক্রমবর্ধমান সমর শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চীন ২০০৭ সালেই উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা রাখে। এখন তারা মহাশূন্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধাস্ত্র ধ্বংস করার সক্ষমতা অর্জন করে ফেলছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই চীন জাহাজ বিধ্বংসী মধ্যম পাল্লার ‘ডিএফ-টুয়েন্টি ওয়ান’ ক্ষেপণাস্ত্রটি জনসমক্ষে এনেছে। অত্যন্ত উন্নত ও জটিল প্রযুক্তির এই ক্ষেপনাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলির সঙ্গে পাল্লা দিতে সক্ষম৷ বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত...

বঙ্গোপসাগরের নিষিদ্ধ দ্বীপে ঢুকে খুন হলেন মার্কিন নাগরিক

Image
সেখানে পৌঁছানো মাত্রই ঝাঁকে ঝঁকে তির উড়ে আসে তাঁর দিকে। তা সত্ত্বেও হাঁটা থামাননি ওই ধর্ম প্রচারক। ছবি: আনন্দবাজার। বঙ্গোপসা গরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানে এক মার্কিন নাগরিক খুন হয়েছেন। অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে খুন হয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত তাঁর লাশ উদ্ধার হয়নি । বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন নর্থ সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার। বুধবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে খুনের মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণ পর্যটককে সংরক্ষিত নর্থ সেন্টিনেল দ্বীপে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭ মত্স্যজীবীকে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহত ওই মার্কিন নাগরিকের নাম জন অ্যালেন চাও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গির্জার যাজক ছিলেন তিনি। ঘন ঘন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাতায়াত করতেন। সেন্টিনেল প্রজাতির মানুষের সঙ্গে যেচে আলাপ করতেন। চেষ্টা করতেন তাঁদের খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করতে। ‘আন্দামান শিখা’ সংবাদপত্রের দাবি, অতীতে মোট পাঁচবার আন্দামান ঘুরে গিয়েছিলেন জন। দেখা করতে চেয়েছিলেন আদিবাসী নেতাদের সঙ্গে। যা...

পাকিস্তানের ওপর ফের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( ছবি: সংগৃহীত) ফের পাকিস্তানের ওপর আর্থিক সহায়তা বন্ধ করলো আমেরিকা। নিরপত্তা খাতে পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১.৬৬ মার্কিন ডলার সাহায্য গতকাল মঙ্গলবার স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভির। আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র কল রব ম্যানিং গতকাল সংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাকিস্তানের জন্য বরাদ্দকৃত এই অর্থ সাহায্য বাতিলের ঘোষণা করা হয়। এর আগে চলতি সপ্তাহের রবিবার ট্রাম্প বলেন, আমেরিকা পাকিস্তানকে প্রতিবছর বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এসেছে কিন্তু বিনিময়ে কিছুই দেয়নি পাকিস্তান। উল্টো আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান। ট্রাম্পের এমন বক্ত্যবের পর কড়া ভাষায় জবাব দেয় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমাদের বলির পাঁঠা বানানোর চেষ্টা করবেন না। এছাড়া তিনি বলেন, আফগানিস্তানে নিজেদের ব্যর্থতার দায় পাকিস্তানের ওপর চাপাতে চায় আমেরিকা। পাক প্রধানমন্ত্রীর এমন পাল্টা জবাবের মাথায় নতুন করে অর্থ সাহায্...

'ফেসবুক থেকে পদত্যাগ করার পরিকল্পনা নেই'

Image
মার্ক জাকারবার্গ ( ছবি: সংগৃহীত ) কয়েকদিন আগে ফেসবুক বিনিয়োগকারীরা দাবি জানায় মার্ক জাকারবার্গকে পদত্যাগ করতে হবে। এজন্য একপ্রকার প্রতিবাদও জানায় তারা। তবে ফেসবুক থেকে পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। খবর এনডিটিভির। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ফেসবুক থেকে এখনে পদত্যাগ করার কোন প্লান নেই। আর আমি এটা কখোনই করছি না। তিনি আরো বলেন, আমি প্রতিষ্ঠানটি চালাই। এখানে কি ঘটছে এসবকিছুর জন্য আমাকেই জবাবদিহি করতে হবে। এর আগে গত শনিবার দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে বলা হয়, ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রন ফেসবুকের একটি বড় অংশীদারের মালিক। তিনি মার্ক জাকারবার্গের পদত্যাগ চান। ক্রনের ভাষায়, ফেসবুক কোনও প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না। তাদের মনে রাখতে হবে, এটা একটি প্রতিষ্ঠান এবং এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলাদা ব্যক্তি হওয়া প্রয়োজন। ইত্তেফাক/এসআর