Posts

বঙ্গোপসাগরের নিষিদ্ধ দ্বীপে ঢুকে খুন হলেন মার্কিন নাগরিক

Image
সেখানে পৌঁছানো মাত্রই ঝাঁকে ঝঁকে তির উড়ে আসে তাঁর দিকে। তা সত্ত্বেও হাঁটা থামাননি ওই ধর্ম প্রচারক। ছবি: আনন্দবাজার। বঙ্গোপসা গরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানে এক মার্কিন নাগরিক খুন হয়েছেন। অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে খুন হয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত তাঁর লাশ উদ্ধার হয়নি । বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন নর্থ সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার। বুধবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে খুনের মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণ পর্যটককে সংরক্ষিত নর্থ সেন্টিনেল দ্বীপে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭ মত্স্যজীবীকে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহত ওই মার্কিন নাগরিকের নাম জন অ্যালেন চাও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গির্জার যাজক ছিলেন তিনি। ঘন ঘন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাতায়াত করতেন। সেন্টিনেল প্রজাতির মানুষের সঙ্গে যেচে আলাপ করতেন। চেষ্টা করতেন তাঁদের খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করতে। ‘আন্দামান শিখা’ সংবাদপত্রের দাবি, অতীতে মোট পাঁচবার আন্দামান ঘুরে গিয়েছিলেন জন। দেখা করতে চেয়েছিলেন আদিবাসী নেতাদের সঙ্গে। যা...

পাকিস্তানের ওপর ফের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( ছবি: সংগৃহীত) ফের পাকিস্তানের ওপর আর্থিক সহায়তা বন্ধ করলো আমেরিকা। নিরপত্তা খাতে পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১.৬৬ মার্কিন ডলার সাহায্য গতকাল মঙ্গলবার স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভির। আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র কল রব ম্যানিং গতকাল সংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাকিস্তানের জন্য বরাদ্দকৃত এই অর্থ সাহায্য বাতিলের ঘোষণা করা হয়। এর আগে চলতি সপ্তাহের রবিবার ট্রাম্প বলেন, আমেরিকা পাকিস্তানকে প্রতিবছর বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এসেছে কিন্তু বিনিময়ে কিছুই দেয়নি পাকিস্তান। উল্টো আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান। ট্রাম্পের এমন বক্ত্যবের পর কড়া ভাষায় জবাব দেয় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমাদের বলির পাঁঠা বানানোর চেষ্টা করবেন না। এছাড়া তিনি বলেন, আফগানিস্তানে নিজেদের ব্যর্থতার দায় পাকিস্তানের ওপর চাপাতে চায় আমেরিকা। পাক প্রধানমন্ত্রীর এমন পাল্টা জবাবের মাথায় নতুন করে অর্থ সাহায্...

'ফেসবুক থেকে পদত্যাগ করার পরিকল্পনা নেই'

Image
মার্ক জাকারবার্গ ( ছবি: সংগৃহীত ) কয়েকদিন আগে ফেসবুক বিনিয়োগকারীরা দাবি জানায় মার্ক জাকারবার্গকে পদত্যাগ করতে হবে। এজন্য একপ্রকার প্রতিবাদও জানায় তারা। তবে ফেসবুক থেকে পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। খবর এনডিটিভির। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ফেসবুক থেকে এখনে পদত্যাগ করার কোন প্লান নেই। আর আমি এটা কখোনই করছি না। তিনি আরো বলেন, আমি প্রতিষ্ঠানটি চালাই। এখানে কি ঘটছে এসবকিছুর জন্য আমাকেই জবাবদিহি করতে হবে। এর আগে গত শনিবার দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে বলা হয়, ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রন ফেসবুকের একটি বড় অংশীদারের মালিক। তিনি মার্ক জাকারবার্গের পদত্যাগ চান। ক্রনের ভাষায়, ফেসবুক কোনও প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না। তাদের মনে রাখতে হবে, এটা একটি প্রতিষ্ঠান এবং এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলাদা ব্যক্তি হওয়া প্রয়োজন। ইত্তেফাক/এসআর

আরব আমিরাতেও আর্থিক সহায়তার আবেদন ইমরানের!

Image
ইমরান খান ( ছবি: সংগৃহীত ) পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ইতিমধ্যে চীন সফর সম্পন্ন করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তিনি আরব আমিরাতেও সাহায্যের আবেদন করেছেন বলে এক খবরে বলা হয়। ইতিমধ্যে আবুধাবির প্রেসিডেন্সিয়াল প্যালেসে আবুধাবির যুবরাজ এবং সেনাবাহিনীর ডেপুটি কমান্ডারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এই নিয়ে গত দু’মাসে দ্বিতীয়বার ইমরান আমিরশাহি সফরে গেলেন। এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বর্তমানে পাকিস্তানের যা আর্থিক অবস্থা তাতে অবশ্যই পাক প্রধানমন্ত্রীর এই সফরের দিকেই তাকিয়ে সবাই। এক খবরে বলা হয়, ‘ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)-এর আওতায় কোটি কোটি ডলার সাহায্য প্রার্থনার জন্যই ইমরান দুবাই সফর করেন। ওই খবরে আরো জানা যায়, আইএমএফ-এর আওতায় নগদ এবং তেল রপ্তানির মাধ্যমে আমিরশাহির কাছ থেকে পাকিস্তান ৬০০ কোটি মার্কিন ডলার সাহায্য চায়। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, আবুধাবিতে ইমরানের সফরের সঙ্গে আর্থিক সাহায্য চাওয়ার কোন সম্পর্ক নেই। ইত্তেফাক/এসআর

শহিদুল আলম মুক্ত

Image
আলোকচিত্রী শহিদুল আলম তিন মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার, রাত সাড়ে আটটা, ২০ নভেম্বর। ছবি: শুভ্র কান্তি দাশ প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন। শহিদুল আলমের মুক্তি পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম। তিনি বলেন, ‘শহিদুল আলমের জামিনের কাগজপত্রে ঠিকানা নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। সেটা সংশোধনের জন্য আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় সে কাগজপত্র পুনরায় কারাগারে এলে সেটা যাচাইবাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়।’ কারাগার থেকে বের হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহিদুল আলম বলেন, ‘মুক্তি তো প্রত্যেকের কামনা। স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিকেরা মুক্ত থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু স্বাধীন নাগরিকেরা যদি তাদের মুক্তচিন্তা বা স্বাধীনভাবে কথা না বলতে পারে, তাহলে তারা পরাধীন।’ এর আগে গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে  শহিদুল আলমকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ  (ডিবি)। ৬ আগস্...

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলেই কঠোর ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

Image
দুদক চেয়ারম্যান (ফাইল ছবি) এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণের নামে কিংবা নির্বাচনী ( টেস্ট পরীক্ষা) পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অনৈতিকভাবে পাশ করিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়ে অবৈধ অর্থ গ্রহণ করলে দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, যখনই কমিশনে এ মর্মে অভিযোগ আসে, কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিকট থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হচ্ছে, দুদক তাৎক্ষণিকভাবেই দেশব্যাপী এ সকল অনিয়ম প্রতিরোধে অভিযান শুরু করে। রাজধানীসহ দেশের বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযানের কারণে অতিরিক্ত অর্থ গ্রহণ বন্ধ হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ফেরত প্রদানে অঙ্গীকার করেছে। শিক্ষার্থী, অভিভাবদের কাছে আমার আহ্বান, আপনারা নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দিবেন না, সম্মানিত শিক্ষকদের কাছে আহ্বান, আপনারা নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি চাবে...

বিয়ে সম্পন্ন করেই নতুন বউয়ের সাজে পরীক্ষার হলে তরুণী!

Image
সংগৃহীত ছবি পরীক্ষার হলে স্তব্ধ নীরবতা। পরীক্ষার্থীরা মন বসানোর চেষ্টা করছেন। কিন্তু সবারই চোখ চলে যাচ্ছে একজনের দিকে। কারণ তিনি তো পুরোদস্তুর বিয়ের সাজে সজ্জিত। নতুন বউকে দেখতে পরীক্ষার হলে অনেক উৎসুক চোখ ঘোরাঘুরি করছিল। তবে নতুন বউয়ের মন ডুবেছে পরীক্ষার খাতাতেই। ঘটনা ভারতের কর্ণাটকের হাসানের। সেই কনের নাম স্বেতা। সবেমাত্রই তার বিয়ে হয়েছে। আর বিয়ে করেই সোজা তিনি চলে আসেন পরীক্ষা দিতে। বিকম ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতেই তিনি এসেছিলেন। পরীক্ষার কিছু ঘণ্টা আগেই নবীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বেতা ৷ পরিবার সূত্রের খবর, তাদের বাগদান হয় ৬ই মে। বিয়ে ঠিক হয় ১৮ ই নভেম্বর। স্বেতার বিকম'র কর্পোরেট অ্যাকাউন্ট ও ল'র পরীক্ষা হওয়ার কথা ছিল ৩রা নভেম্বর। পরীক্ষা শেষে বিয়ে হবে বলেই দিন ঠিক হয়েছিল। কিন্তু নির্বাচনের ফলে পরীক্ষার দিন পিছিয়ে যায়। বিয়ের দিনেই পরীক্ষার দিন ধার্য হয়। কিন্তু তাতে কোন সমস্যাই হয়নি স্বেতার। বিয়ে সম্পন্ন করে দিব্যি চলে আসেন পরীক্ষা দিতে। তাকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দিয়ে যান স্বামী নবীনই। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত