Posts

বিয়ে সম্পন্ন করেই নতুন বউয়ের সাজে পরীক্ষার হলে তরুণী!

Image
সংগৃহীত ছবি পরীক্ষার হলে স্তব্ধ নীরবতা। পরীক্ষার্থীরা মন বসানোর চেষ্টা করছেন। কিন্তু সবারই চোখ চলে যাচ্ছে একজনের দিকে। কারণ তিনি তো পুরোদস্তুর বিয়ের সাজে সজ্জিত। নতুন বউকে দেখতে পরীক্ষার হলে অনেক উৎসুক চোখ ঘোরাঘুরি করছিল। তবে নতুন বউয়ের মন ডুবেছে পরীক্ষার খাতাতেই। ঘটনা ভারতের কর্ণাটকের হাসানের। সেই কনের নাম স্বেতা। সবেমাত্রই তার বিয়ে হয়েছে। আর বিয়ে করেই সোজা তিনি চলে আসেন পরীক্ষা দিতে। বিকম ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতেই তিনি এসেছিলেন। পরীক্ষার কিছু ঘণ্টা আগেই নবীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বেতা ৷ পরিবার সূত্রের খবর, তাদের বাগদান হয় ৬ই মে। বিয়ে ঠিক হয় ১৮ ই নভেম্বর। স্বেতার বিকম'র কর্পোরেট অ্যাকাউন্ট ও ল'র পরীক্ষা হওয়ার কথা ছিল ৩রা নভেম্বর। পরীক্ষা শেষে বিয়ে হবে বলেই দিন ঠিক হয়েছিল। কিন্তু নির্বাচনের ফলে পরীক্ষার দিন পিছিয়ে যায়। বিয়ের দিনেই পরীক্ষার দিন ধার্য হয়। কিন্তু তাতে কোন সমস্যাই হয়নি স্বেতার। বিয়ে সম্পন্ন করে দিব্যি চলে আসেন পরীক্ষা দিতে। তাকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দিয়ে যান স্বামী নবীনই। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

চালু হচ্ছে ‘মাদার অব হিউম্যানিটি’ পদক

Image
ঢাকা: সমাজকল্যাণে বিশেষ অবদানের জন্য পাঁচটি ক্ষেত্রে ‘মাদার অব হিউম্যানিটি’ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পদক দিতে ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বৈঠক শেষে ব্রিফ্রিংয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, মাদার অব হিউম্যানিটি; আপনারা শুনেছেন যে, প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তাকে মাদার অব হিউম্যানিটি বলা হয় সেইটাই বোঝানো হয়েছে। “তিনি যেহেতু আমাদের অবহেলিত সেক্টরে উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী… তিনি নিজের নামটা ব্যবহার করেননি। মাদার অব হিউম্যানিটি নামে পদক দেওয়া হবে।” অন্যান্য পুরস্কার নীতিমালার মতোই এ পুরস্কারের নীতিমালা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হবে। বয়স্কা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাদের কল্যাণ ও পুর্নবাসনে অবদান; প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, আত্...

সৌদি জোটের ওপর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে হুতিরা

Image
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের ইয়েমেনি মিত্র বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনের প্রধান বন্দর শহর হোদেইদায় হুতিদের বিরুদ্ধে লড়াই স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পর জাতিসংঘের দাবির মুখে সোমবার হুতিরা এ পদক্ষেপের ঘোষণা দেয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের। সম্প্রতি ইয়েমেনের যুদ্ধ এ বন্দরটিকে ঘিরেই আবর্তিত হচ্ছিল।   তিন বছর ধরে চলা ইয়েমেনের যুদ্ধে ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে ও দেশটিকে দুর্ভিক্ষের প্রান্তে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ শেষ করার জন্য ইয়েমেনের লড়াইরত পক্ষগুলোর ওপর প্রবল আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলি আল হুতি এক বিবৃতিতে বলেছেন, “জাতিসংঘের দূতের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করার অনুরোধ করেছেন তিনি। তার অনুরোধে সাড়া দিয়ে আগ্রাসী দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামানোর সিদ্ধান্ত ঘোষণা করছি আমরা।” সেপ্টেম্বরে হুতিরা না আসায় জাতিংঘের একটি শান্তি আলোচনার উদ্যোগ ভেস্তে যা...

হিটলারের আরেক রুপ ট্রাম্প!

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( ছবি: সংগৃহীত ) কয়েকদিন আগে ইহুদিদের এক সঙ্গীত অনুষ্ঠানে 'হাইল হিটলার' 'হাইল ট্রাম্প' বলে চিৎকার করেছিলেন অ্যান্টনি ডার্নুলাস নামের এক ব্যক্তি। এতে ওই অনুষ্ঠানের উপস্থিত সবাই ভয় পেয়ে যান। শুরু হয় ছুটোছুটি। কেননা কয়েকদিন আগেই পিটসবার্গের সিনাগগে গুলি করে মারা হয়েছে ১১ জনকে। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় ওই ব্যক্তিকে। এ ঘটনায় গ্রেপ্তার না করলেও সতর্ক করে দেওয়া হয় অ্যান্টনি ডার্নুলাসকে। তবে সম্প্রতি ওই ব্যক্তি জানান, তিনি ঘোরতর ট্রাম্প বিরোধী। এক মার্কিন টিভি সাক্ষাৎকারে এমন দাবি করেন। সাক্ষাৎকারে জানান, তিনি নাৎসি প্রধান অ্যাডলফ হিটলার বা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরাগী নন। সাক্ষাৎকারে অ্যান্টনি ডার্নুলাস বলেন, ট্রাম্প সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার চেষ্টা করেন স্বেচ্ছাচারী শাসকের মত।ট্রাম্প যেন হিটলারের আরেক রুপ। তবে ইহুদিদের অনুষ্ঠানে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমার জন্য সেদিন যাদের ওই সুন্দর সন্ধ্যাটা নষ্ট হয়ে গেছে তাদের সকলের কাছে আমি লজ্জিত। আমার বোকামির জন্য আমি ক্ষমাপ্রার্থ...

খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে বাঁচাতে পারবেন না ট্রাম্প: মার্কিন সিনেটর

Image
গত  ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সৌদি রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি। এরপরই আন্তর্জাতিক মহলে উঠে সমালোচনার ঝড়। তারই জের ধরে কেন্টাকি রাজ্য থেকে নির্বাচিত মার্কিন সিনেটর র‍্যান্ড পল মন্তব্য করেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সুস্পষ্ট দলিল-প্রমাণ হাতে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সৌদি যুবরাজের সম্পৃক্ততার বিষয়টি ধামাচাপা দিতে পারবেন না। এ ব্যাপারে সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানই যে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন, সে ব্যাপারে সুস্পষ্ট দলিল-প্রমাণ সিআইএর হাতে এসেছে। কাজেই এখন আর তা ধামাচাপা দিয়ে রাখা যাবে না। এ সময় র‍্যান্ড পল আরও বলেন, খাশোগি হত্যার দায়ে সৌদি আরবে আটক গোয়েন্দা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের উচিত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা। তিনি বলেন, মোহাম্মাদ বিন সালমানকে বাঁচানোর জন্য এসব গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়েছে। কাজেই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে মোহ...

মালদ্বীপের প্রেসিডেন্ট সোলিহ’র শপথ অনুষ্ঠানে মোদী

Image
ফাইল ছবি মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র শপথ অনুষ্ঠান হয়েছে গতকাল শনিবার। এতে অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত সাত বছরের মধ্যে মালদ্বীপে এটাই কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধানের সফর। এর আগে ২০১১ সালে মালদ্বীপ গিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই অনুষ্ঠানে মোদীর উপস্থিত থাকা চীনের প্রভাব বলয় থেকে মালদ্বীপের বেরিয়ে আসার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শপথ অনুষ্ঠান শেষ হবার পর প্রেসিডেন্ট সোলিহ’র সঙ্গে একান্তে সাক্ষাত করেন মোদী। আগের সরকারের সময়ে চীনের কাছ নেওয়া বিপুল ঋণ পরিশোধে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সহায়তা চেয়েছেন সোলিহ। মালদ্বীপের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের পরাজয় আঞ্চলিক কৌশলগত রাজনৈতিক সহযোগী হিসেবে চীনকে সরিয়ে সেই স্থান দখলে নিতে ভারতের পথ প্রশস্ত করেছে। আবদুল্লাহ ইয়ামিনের সময়ে চীনের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বির সঙ্গে সম্পর্ক হওয়ায় ভারতের সঙ্গে সম্পর্কে ঘাটতি তৈরি হয় মালদ্বীপের। ফলে শনিবারের শপথ অনুষ্ঠানে মোদির উপস্থিতি সেই পরিস্থিতি অ...

দীপিকার বিয়ের লেহেঙ্গার দাম কত?

Image
ইতালির লেক কোমার ভিলা দেল বালাবিয়ানে শেষ হল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের স্বপ্নের বিয়ের অনুষ্ঠান। অনেক অপেক্ষার পর বিয়ের ছবিও দেখেছে সবাই। জানা যাচ্ছে বিয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন এই তারকা জুটি। কঙ্কনি ও সিন্ধি, দুই রীতির বিয়ের সাজেই মোহময়ী দেখাচ্ছিল 'পদ্মাবতী'। কঙ্কনি রীতিতে বিয়ের দিন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার শাড়িও সিন্ধি রীতিতে বিয়ের দিল সব্যসাচীরই ডিজাইন করা ট্রাডিশনাল লেহেঙ্গা পরেছিলেন দীপিকা। তবে সিন্ধি ওয়েডিংয়ে দীপিকার লেহেঙ্গা যে বেশ মনকাড়া তা বলতেই হয়। বিশেষ করে লাল লেহেঙ্গার উপর সোনালি এমব্রয়ডরি কাজগুলো যে অসাধারণ তা বলাই বাহুল্য। পাশাপাশি চৌকি ডিজাইন করা চুনরি বেশ মনকাড়া। যাতে সোনা দিয়ে লেখা ছিল।  জানা গেছে, এই লেহেঙ্গার দাম ৮.৯৫ লক্ষ টাকা। এর আগে জানা যায়, দীপিকা যে গয়না কিনেছিলেন তাঁর দাম ১ কোটি টাকা। মঙ্গলসূত্রের দাম ২০ লক্ষ টাকা। রণবীর দীপিকাকে বাগদানের সময় যে আংটি পরান তার দাম ১.৩ থেকে ২.৭ কোটি হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি রণবীর যে নৌকায় করে দীপিকাকে বিয়ে করতে গিয়েছিলেন তার দাম ৪ কোটি বলে জানা যাচ্ছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ...