Posts

সৌদি নারীদের ব্যতিক্রমী বিক্ষোভ!

Image
বিশেষ পোশাক আবায়ার (কালো রঙের আপাদমস্তক ঢাকার পোশাক) বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ করছেন রক্ষণশীল সৌদি আরবের নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, নারীরা পোশাকে শরীর ঢেকে রেখে প্রতিবাদ করছেন।  খবর বিবিসির। তেল সমৃদ্ধ কট্টর রক্ষণশীল দেশটিতে নারীদের ওপর বিশ্বের সবচেয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ঘরের বাইরে বেরুতে হলে সৌদি নারীদের আপাদমস্তক ঢাকা কালো বোরকা পরতে হয়। চলতি বছরের মার্চ মাসে সৌদি আরবের ক্ষমতাবান যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইসলামে আপাদমস্তক ঢাকা কালো পোশাক পরা বাধ্যতামূলক নয়। কিন্তু তার এই বক্তব্যে পরও নারীদের পোশাকের ওপর বিধিনিষেধ শিথিল হয়নি। এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন নির্দেশও দেওয়া হয়নি। ‘ইনসাইড-আউট আবায়া’ হ্যাশট্যাগ দিয়ে বেশ কিছু সৌদি নারী আবায়া পরা ছবি পোস্ট করেন। এটি দেশটির নারীদের পোশাকের ওপর কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে একটি ব্যতিক্রমী প্রতিবাদ। মানবাধিকার কর্মী নোরা আব্দুল করিম চলতি সপ্তাহে টুইটারে লিখেন, ‘যেহেতু সৌদি নারীরা অনেক সৃজনশীল, তাই তারা প্রতিবাদের এই ভাষা বেছে নিয়েছে।’ তিনি আরও লেখেন, ‘তারা আপাদমস্তক ঢাকা আবায়া পরা ছ...

উ. কোরিয়ায় অনুপ্রবেশ করায় যুক্তরাষ্ট্রের নাগরিক বহিষ্কার

Image
গত বছর দক্ষিণ কোরিয়া ইয়েনচেওনে ডেমিলিটাইজড জোনের কাছে একই নামের একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। ছবি: বিবিসি উ. কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশ করায় যুক্তরাষ্ট্রের এক নাগরিককে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার এ কথা জানায় পিয়ংইয়ং-এর সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। কেসিএনএ-এর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ওই ব্যক্তির নাম লরেন্স ব্রুস বায়রন। তিনি চীন থেকে উ. কোরিয়ায় প্রবেশ করেন। পরে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। আটকের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইত্তেফাক/জেডএইচ

হাইকোর্টে আলোকচিত্রী শহিদুলের জামিন

Image
আলোকচিত্রী শহিদুল আলম ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামিনের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, রুল মঞ্জুর করে তাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। এখন তার মুক্তিতে আর কোনো বাধা নেই। গত ২৯ অক্টোবর বিদেশি টিভি চ্যানেল আল জাজিরায় প্রচারিত আলোকচিত্রী শহিদুল আলমের বক্তব্য এবং ফেসবুক লাইভে প্রচারিত তথ্য-উপাত্ত চেয়েছিলেন হাইকোর্ট। সে অনুসারে আজ ভিডিও আদালতে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এর আগে ৭ অক্টোবর আলোকচিত্রী শহিদুল আলমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ১ নভেম্বর হাইকোর্টের অপর একটি বেঞ্চ জামিনের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। এরপর উক্ত বেঞ্চে আবেদনটি শুনানির ...

সৌদি আরবে প্রথম রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

Image
প্রথমবারের মত সৌদি আরবে রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনাবাহিনীর সাবেক জেনারেল জন আবিজায়েদকে তিনি মনোনীত করেছেন। এখন তার চূড়ান্ত নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে। গত বছরের জানুয়ারি থেকে সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূতের পদ শূন্য রয়েছে।  খবর আল জাজিরা’র। জন আবিজায়েদ একজন অবসরপ্রাপ্ত চার তারকা আর্মি জেনারেল। তিনি লেবানিজ বংশোদ্ভূত এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার ছিলেন। এই কমান্ডের মধ্যে মধ্যপ্রাচ্য আছে। তিনি মধ্যপ্রাচ্য বিষয়েও বিশেষজ্ঞ। জন আবিজায়েদ মার্কিন মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। এরপর তিনি জর্ডানে আরবি বিষয়ে পড়ালেখা করেন। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মধ্যপ্রাচ্য বিষয়ে মাস্টার্স করেন। ৬৭ বছর বয়সী জন আবিজায়েদকে এমন সময় মনোনয়ন দেওয়া হল যখন সাংবাদিক খাশোগি হত্যা নিয়ে সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্ব চলছে বিভিন্ন দেশের। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। চূড়ান্ত নিয়োগের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন নিতে হবে জন আবিজায়েদকে। ক্ষমতায় আসার পর...

নারী নির্যাতনের অভিযোগে পর্ন তারকা স্টর্মির আইনজীবী মিখায়েল আভেনাত্তি গ্রেফতার

Image
মার্কিন তারকা আইনজীবী মিখায়েল আভেনাত্তি। ছবি: অনলাইন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নারী নির্যাতনের অভিযোগে মার্কিন তারকা আইনজীবী মিখায়েল আভেনাত্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে আইনি লড়াইয়ে লিপ্ত পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসর আইনজীবী। বুধবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ টুইটারে জানায়, এই তারকা আইনজীবীকে বিকেলে গ্রেফতার করা হয়। তবে পরে ৫০ হাজার মার্কিন ডলারের মুচলেকা নিয়ে তাকে জামিন দেয়া হয়েছে। এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী এই আইনজীবী নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনে কখনোই কাউকে শারীরিকভাবে নির্যাতন করিনি। গতরাতেও না।’ তার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর সাথে মিখায়েলের ঝগড়া হয় বলে সেলিব্রিটি ওয়েবসাইট টিএমজেট জানিয়েছে। ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করা হয়। ওয়েবসাইটটি প্রাথমিকভাবে ওই নারীকে মিখায়েলের স্ত্রী লিসা স্টোরি আভেনাত্তি বলে জানিয়েছিল। কিন্তু তার স্ত্রী এনবিসিকে দেয়া এক বিবৃতিতে জানান, মিখায়েল কখনোই...

যুক্তরাষ্ট্র থেকে আরও তেল-গ্যাস আমদানি করবে ভারত!

Image
যুক্তরাষ্ট্র থেকে আরও তেল ও গ্যাস আমদানির জন্য প্রস্তুত ভারত। বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বুধবার সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে একথা জানান। এ ব্যাপারে বিজয় গোখলে বলেন, বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও তেল-গ্যাস আমদানি করতে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। এ সময় তিনি আরও বলেন, চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ভারত ৪ বিলিয়ন ডলারের তেল আমদানি করবে বলে আশা করছি।  উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে চলতি মাসের শুরুতে ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে ভারত, চীন, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, গ্রিস ও তাইওয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।  পরবর্তীতে তেলের দাম বাড়ার আশঙ্কায় ওয়াশিংটন ভারতসহ আট দেশকে ইরান থেকে তেল কেনার অনুমতি দেয়।   বিডি প্রতিদিন/ ওয়াসিফ

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ভারতীয়-বংশোদ্ভূত তুলসী গব্বার্ড

Image
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে নামতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নারী তুলসী গব্বার্ড। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে হাওয়াই থেকে চার বারের ডেমোক্র্যাট সদস্য এই হিন্দু নারীর ঘনিষ্ট কয়েকজন জানিয়েছেন এমন কথা। কংগ্রেসে গব্বার্ডই প্রথম হিন্দু নারী আইনপ্রণেতা। ২০২০ সালের নির্বাচনে তার দেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও আছে বলে মনে করা হচ্ছে। সত্যিই তা হলে তৈরি হবে নতুন ইতিহাস। যদিও তুলসী এখনো নিজে তার প্রার্থী হওয়ার কথা স্বীকার করেননি। আবার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা উড়িয়েও দেননি। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। প্রতিদ্বন্দ্বিতায় নামলে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং হিন্দু প্রার্থী হওয়ার নজির গড়বেন গব্বার্ড। আর নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্র পাবে প্রথম নারী প্রেসেডেন্ট। এনডিটিভি জানায়, সম্প্রতি লস এঞ্জেলেসে একটি সভাকে ঘিরে গব্বার্ডকে নিয়ে জল্পনা জোরদার হয়েছে। সভায় মার্কিন প্রবাসী এক ভারতীয় চিকিৎসক সম্পত শিবাঙ্গি গব্বার্ডকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘‘৩৭...