Posts

জঙ্গিদের গুলিতে কাশ্মীরে হত বিজেপি নেতা ও তাঁর ভাই, শুরু সেনা টহল

Image
জম্মু-কাশ্মীরে বিজেপি-র প্রদেশ সভাপতি অনিল পারিহার। ছবি অনিল পারিহারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন  জম্মু-কাশ্মীরে  বিজেপির প্রদেশ সভাপতি অনিল পারিহার ও তাঁর ভাই অজিত। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শ্রীনগরের কিশ্‌তওয়ারে গুলিবিদ্ধ হন দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। ঘটনার পরপরই কার্ফু জারি হয় গোটা এলাকায়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনা টহলদারি শুরু হয়ে যায়। এই নিয়ে গত এক মাসে শ্রীনগরে মোট তিনটি ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন রাজনৈতিক নেতা, কর্মী। এর আগে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ন্যাশনাল কনফারেন্সের দুই নেতা ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র এক নেতার। অনিল পারিহার রাজনীতিতে আসেন ২৫ বছর আগে। ২০০৮ সালে তিনি জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে লড়েছিলেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার পার্টি (জেকেএনপিপি)-র টিকিটে। অনিল অবশ্য সে বার ভোটে হেরে যান। শ্রীনগরের সিনিয়র পুলিশ অফিসার দিলবাগ সিংহ বলেছেন, ‘‘কারা এই রাজনৈতিক নেতা, কর্মী খুনের ঘটনায় জড়িত, তাদের কারা মদত দিচ্ছে, তা খুঁজে বের করার চেষ্টা...

দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী নিহত

Image
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। ছবি : গুগল ম্যাপ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী সুকেন্দু চাকমা ওরফে সুমন্ত নামে এক কর্মী নিহত হয়েছে।    শুক্রবার ভোরে দীঘিনালা উপজেলার‍ মনের মানুষ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দীঘিনালার পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।   সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,  দীঘিনালা উপজেলার মনের মানুষ এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী সুমন্তকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। এতে তার মৃত্যু হয়। দীর্ঘিদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে আঞ্চলিক দল ইউপিডিএফ ও নব গঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ এর মধ্যে বিরোধ চলছে।     ইত্তেফাক/ইউবি

পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে রাশিয়ার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Image
পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া। শ্বেতসাগরে থাকা একটি সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হয়। রুশ সামরিক সূত্র এই খবর নিশ্চিত করেছে। জানা গেছে, প্রজেক্ট ৯৫৫ বোরেই শ্রেণির কৌশলগত ইউরি দোলগোরুকি সাবমেরিন থেকে চারটি বুলাভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কুরা রেঞ্জে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। এই ধরনের সাবমেরিন থেকে এই প্রথম রাশিয়া কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পরীক্ষার মধ্যদিয়ে একথা নিশ্চিত হয়েছে যে, প্রজেক্ট ৯৫৫ বোরেই কৌশলগত সাবমেরিন ও বুলাভা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুদ্ধের জন্য প্রস্তুত। আর-৩ বুলাভা হচ্ছে রাশিয়ার সমুদ্রের জন্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ২০১৩ সালের জানুয়ারি মাসে রুশ বাহিনীতে যুক্ত হয়। এই ক্ষেপণাস্ত্র একই সঙ্গে ছয়টি ওয়ারহেড বহন করতে পারে। এবং সর্বোচ্চ ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

হিথ্রো বিমানবন্দরে নেশাগ্রস্ত জাপানি পাইলট গ্রেফতার

Image
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে নেশাগ্রস্ত অবস্থায় এক জাপানি পাইলটকে গ্রেফতার করা হয়েছে।  বৈধ পর্যায় থেকে নয় গুণ বেশি অ্যালকোহল গ্রহণ করেছেন তিনি।  গত ২৮ অক্টোবর গ্রেফতারের পর শ্বাস পরীক্ষায় তিনি তার এটি ধরা পড়ে। খবর বিবিসির।    টোকিও থেকে একটি ফ্লাইট নিয়ে আসা জেআই৪৪ বিমানের এই হিথ্রো বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট ছাড়ার সময়  সময় শ্বাস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন।  তার রক্তে প্রতি ১০০ মিলি লিটারে ১৮৯ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া যায়। ইংল্যান্ডে একজন সাধারণ মানুষের যেখানে ৮০ মিলিয়ন অ্যালকোহল থাকাকে স্বাভাবিক ধরা হলেও  একজন পাইলটের ক্ষেত্রে এর বৈধ পর্যায় ২০ মিলিগ্রাম।   বৃহস্পতিবার প্রথম দফায় তাকে অক্সব্রিজের একটি ম্যাজিস্ট্রেট আদালত দোষী সাব্যস্ত করেছে। এ ধরনের অপরাধে এর আগে একজন ব্রিটিশ পাইলটের এর আগে আট মাসের কারাদণ্ড হয়। এখন জাপানি পাইলটকে কি সাজা দেয়া হয় তা চূড়ান্ত রায়ের পর জানা যাবে।     জাপানি গণমাধ্যমে বলাহয়েছে, দেশটির পুলিশ বিমানের পাইলট ও ক্রোদের অ্যালকোহল গ্রহণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। জাপানি এয়ার লাইন্স এই ঘ...

সংলাপ ভালো হয়েছে, আমরা আশাবাদী: ড. কামাল

Image
সংলাপ শেষে ড. কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্ট নেতাদের প্রেস ব্রিফিং। ছবি-ফোকাস বাংলা প্র ধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের দলের সঙ্গে রাতে সাড়ে তিন ঘণ্টারও বেশি যে সংলাপে হয়েছে তাতে বিশেষ কোন সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন।     তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়েছিলাম।  প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সংলাপ ছিল।  প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো আমরা সেখানে ছিলাম।  আমাদের নেতারা সবাই বক্তব্য দিয়েছেন।  তারা তাদের নানা ধরনের অভিযোগের কথা বলেছেন।  সরকারের বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।   এরপর প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন।  তবে বিশেষ কোনো সমাধান আমরা পাইনি।  কেবল সভা-সমাবেশের বিষয়েই তিনি একটি ভালো কথা বলেছেন।  এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে কোথাও কোনো বাধা থাকবে না আমাদের জানানো হয়েছে।  এ ব্যাপারে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।     ড. কামাল হোসেন বলেন, আমরা ৭ দফা দাবি প্রধানমন্ত্র...

মৃত্যুদণ্ড পাওয়া আসিয়ার খালাসে উত্তাল পাকিস্তান

Image
মৃত্যুদণ্ড পাওয়া আসিয়ার খালাসে আন্দোলনরত মানুষ ( ছবি: সংগৃহীত ) ব্লাসফেমি আইনে আট বছর আগে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া খ্রিষ্টান নারী আসিয়া বিবিকে বেকসুর খালাস দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।    আর এতেই বিক্ষোভে রাস্তায় নেমে পড়েছে পাকিস্তানের হাজারো মানুষ ও বিভিন্ন ধর্ম সংগঠন। রাস্তাঘাটে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। আসিয়া বিবির খালাস কোনভাবেই মেনে নিতে পারছে না।    আন্দোলনরত এক ব্যক্তি বলেন, আমাদের নবীকে অবমাননা করা হয়েছে আমারা তার ফাঁসি চাই। কিন্তু পাকিস্তান সরকার তাকে খালাস দিয়ে দিল। আরেক বিক্ষোভকারী বলেন, যে এই রায় ঘোষণা দিয়েছে পাকিস্তানের মাটিতে তারও মৃত্যু দণ্ড দেওয়া হোক।   হাজারো মানুষের তীব্র আন্দোলনে ইতিমধ্যে দেশটির বহু স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল গুলোতে জারি করা হয়েছে আলাদা সতর্কতা।   পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান রাস্তায় নেমে আসা সকল বিক্ষোভকারীদের শান্ত থাকতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমি আন্দোলনরত সবাইকে বলতে চাই আপনারা দেশের ক্ষতি করবেন না। আপনারা যদি তা করেন তাহলে প্রশাসন তার উচিৎ জবাব দিবে।   অন্যদিকে ...

ভারত-বাংলাদেশ আকাশ সীমায় মুখোমুখি দুই বিমান

Image
ফের অল্পের জন্য মাঝ আকাশে বড় ধরণের দুর্ঘটনার থেকে রক্ষা পেল ইন্ডিগোর দুইটি বিমান। ভারত-বাংলাদেশ আকাশ সীমায় মাঝ আকাশে প্রায় কাছাকাছি চলে আসে ইন্ডিগোর দুইটি বিমান। দুই বিমানের সম্ভাব্য সংঘর্ষ হওয়ার মাত্র ৪৫ সেকেন্ড আগেই কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে একটি বিমানকে দিক পরিবর্তন করে ডান দিকে যাওয়ার নির্দেশ দেওয়ার পরই কপাল জোরে রক্ষা পায় কয়েক শতাধিক যাত্রী।  বৃহস্পতিবার এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (এএআই) এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান ‘বুধবার সন্ধ্যায় ইন্ডিগোর দুইটি বিমান প্রায় কাছাকাছি চলে এসেছিল এবং এতে উভয়ই দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা ছিল। একটি বিমান চেন্নাই থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল এবং অপর বিমানটি গুয়াহাটি থেকে কলকতার দিকে আসছিল। বিকাল ৫.১০ মিনিট নাগাদ ওই দুইটি বিমান পরস্পরের কাছাকাছি চলে আসে।’ জানা গেছে, সেসময় কলকাতার দিকে আসা বিমানটি বাংলাদেশের আকাশ সীমায় ৩৬ হাজার ফুট উচ্চতায় উড়ছিল এবং অন্য বিমানটি ভারতীয় আকাশ সীমায় ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।  এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সেই কর্মকর্তা আরও জানান ‘ঠিক ওসময়ই বাংলাদেশ এটিসির তরফে গুয়াহাটি-কলকাতা ব...