Posts

আবুধাবিতে বোলারদের দিন

Image
আবুধাবিতে এক দিনেই ১২ টি উইকেটের পতন ঘটলো। তাই বলাই যায়, দিনটা বোলারদের। প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে গেছে ২৮২ রানে। ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়াও। গতকাল মঙ্গলবার প্রথম দিন শেষ করেছে তারা ২ উইকেটে ২০ রানে। দিনের শুরুতে পাঁচ রানের মাথায় ওপেনার মোহাম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলিকে নিয়ে সাবধানে এগোচ্ছিলেন অভিষিক্ত ফখর জামান। দুজন মিলে তুলে ফেলেন ৫২ রান। এরপরই নাথান লিয়ন স্পিন ছোবলে লণ্ডভণ্ড স্বাগতিকদের ব্যাটিং। ১৫ রান করা আজহার আলিকে নিজের ক্যাচ বানিয়ে শুরু। পরে অজি স্পিনার নাথান লিঁও’র বাকি পাঁচ বলে রানের খাতা খোলার আগে একে একে ফিরেছেন হারিস সোহেল, আসাদ শফিক ও বাবর আজম। অল্প রানে গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় তখন ‘প্রবাসে’ স্বাগতিকরা! অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখছেন ফখর। ঘুরে দাঁড়ানো শুরু সেখান থেকেই। ষষ্ঠ উইকেট জুটিতে ফখরকে সঙ্গী করে পাল্টা আক্রমণে ১৪৭ রান যোগ করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ১৯৭ বলে ৯৪ রান করে ফখর ভালোমতই জাগিয়েছিলেন অভিষেক টেস্টে শতক পাওয়ার সম্ভাবনা। ল্যাবুশেনের সোজা বল খেলতে গিয়ে পড়েন এলবিডব্...

একই যানে মানুষ ও গরুর চলাচল

Image
বেবিট্যাক্সির আদলে তৈরি শ্যালো মেশিনে চালিত তিন চাকার লোকাল বাহন ভটভটি। এলাকা ভেদে বলা হয়ে থাকে, নছিমন কিংবা করিমন। গ্রামীণ জনপদে এর কদর একেবারেই কম নয়। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে অল্প ভাড়ায় যাতায়াতের প্রধান বাহনও বলা যায় এটিকে। তাই গরুর সঙ্গে গাঁদাগাঁদি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতেও আপত্তি করেন না যাত্রীরা।  গত সোমবার খালাশপীরের হাটের দিন পীরগঞ্জ থেকে খালাশপীরগামী সড়কে জাফরপাড়া নামক স্থানে মানুষ আর গরুতে ভটভটির ছবিটি ধারণ করা হয়। বেলব্রেক হর্ন ও প্রশিক্ষণবিহীন চালক দ্বারা চালানোর ফলে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানী ঘটছে প্রায়ই।  এসব যান অবৈধ হলেও প্রশাসনের কর্তা-ব্যক্তিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদেরকে নির্দিষ্ট অংকের মাসোহারা দিলেই এটি চালানোর বৈধতা মেলে। তবে ভটভটি ক্রয় করলেই সহজে কোন সড়কে চালাতে পারে না কেউ। এক শ্রেণির শ্রমিক সংগঠনের নেতাদেরকে মোটা অংকের টাকা গুনে দিয়েই তবে সড়কে তুলতে হয়। তা নাহলে সড়ক ও সিরিয়াল মেলে না। নাম প্রকাশ করলে ভটভটি আর চালাতে দেবে না, তাই নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দিলেন বেশকজন ভটভটি চালক ও মালিক।   এ পরিবহ...

চীনের কাছ থেকে সুপারসনিক মিসাইল কিনছে পাকিস্তান

Image
ভারত-পাকিস্তান একে অপরকে সবসময় টক্কর দেওয়ার চেষ্টা করে। ভারত নতুন অত্যাধুনিক কোন অস্ত্র কিনলে পাকিস্তানও পিছিয়ে থাকতে চায়না। ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে নির্মিত ব্রাহ্মস মিসাইলের আতঙ্ক এখনও পিছু ছাড়েনি পাকিস্তানের৷এরই মধ্যে ভারতের হাতে এসে গেছে অত্যাধুনিক এস-৪০০ মিসাইল সিস্টেম৷এমন পরিস্থিতিতে আবারও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাদের 'বন্ধু' চীন৷ ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বেইজিংয়ের কাছ থেকে উন্নত প্রযুক্তির নতুন সুপারসনিক মিসাইল কিনতে যাচ্ছে ইসলামাবাদ, যা কিনা ব্রাহ্মসের সমকক্ষ৷আন্তর্জাতিক বাজারে ব্রাহ্মসকে কড়া টক্কর দিতে পারে চীনা প্রযুক্তিতে তৈরি এইচডি-১ মিসাইল সিস্টেম৷ জানা গেছে, এই নতুন মিসাইল সিস্টেম তৈরি করেছে দক্ষিণ চীনের একটি বেসরকারি সংস্থা৷ যাতে রয়েছে, অত্যাধুনিক লঞ্চ-কন্ট্রোল-টার্গেট সিস্টেম৷ অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেমকেও সহজেই ভেদ করতে সক্ষম এটি৷ চীনা সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, উত্তর চীনের একটি পরীক্ষা কেন্দ্রে গত সপ্তাহেই এই মিসাইলের সফল পরীক্ষা হয়েছে৷ পরীক্ষাতে দেখা গেছে, জল-বায়ু-ভূমি তিনক্ষেত্রেই ব্যবহার করা যাবে এটি৷ জা...

গাজায় ইসরাইলের বিমান হামলা

Image
গাজা উপত্যকা লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানোর জবাবে তারা এ হামলা চালালো। দেশটির সামরিক বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র। বিষয়টি নিশ্চিত করে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, দেশটির বিমানবাহিনী গাজা উপত্যকায় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।  বিডি প্রতিদিন/এনায়েত করিম

নারী ত্রাণকর্মীকে গুলি করে হত্যা করলো বোকো হারাম

Image
ইসলামিক স্টেট অনুগত বোকো হারাম জিহাদিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এক নারী ত্রাণ কর্মীকে গুলি করে হত্যা করেছে। এর এক মাস আগে তার এক সহকর্মীকে তারা হত্যা করেছিল। মঙ্গলবার দেশটির সরকার এ কথা জানায়। খবর এএফপি’র। গত ১ মার্চ বর্নো রাজ্যের রন শহরে বোকো হারামের হামলা চলাকালে তিন নারী স্বাস্থ্য কর্মী অপহৃত হন। ওইদিন শহরটিতে তাদের ওই হামলায় আরো তিন ত্রাণ কর্মী ও নাইজেরিয়ার আট সৈন্য নিহত হয়। অপহৃত এ তিন নারীর মধ্যে দু’জন হৌয়া লিমান ও সাইফুরা খোরসা আন্তর্জাতিক রেডক্রসে (আইসিআরসি) এবং তৃতীয় নারী অ্যালিস লোকশা জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফে কাজ করতেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম

অন্তত ২৫ বছর গুয়ান্তানামো কারাগার চালু থাকবে: মার্কিন অ্যাডমিরাল

Image
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ান্তানামো বে কারাগার বন্ধের অঙ্গীকার করেছিলেন। কিন্তু কারাগারটির দায়িত্বে থাকা কর্মকর্তা বলেছেন, এটি অন্তত আরো ২৫ বছর চালু থাকবে। খবর এএফপি’র।   বারাক ওবামা ২০০৯ সালে কারাগারটি বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু চলতি বছর জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরীর সিদ্ধান্তের বিপরীতে নির্বাহী আদেশ জারি করেন।   এ প্রেক্ষাপটে গুয়ান্তানামোর জয়েন্ট টাস্ক ফোর্সের কমান্ডার রিয়ার এডমিরাল জন রিং মঙ্গলবার বলেন, ‘ট্রাম্পের এই পদক্ষেপের প্রেক্ষিতে, আমরা ২৫ বছর বা তারও বেশি সময় ধরে এখানে অবস্থান করতে যাচ্ছি।’   কমিউনিস্ট কিউবার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত এই গুয়ান্তানামো বেতে বন্দীদের সাথে যে মানবিক আচরণ করা হয় তা সাংবাদিকদের দেখানোর নিয়মিত আয়োজন করে মার্কিন সামরিক বাহিনী। এই আয়োজন উপলক্ষে রিং বলেন, পেন্টাগন প্রেরিত এক স্মারকে কমপক্ষে ২৫ বছরের জন্য এই কারাগার খোলা রাখার পরিকল্পনার কথা আমাদের জানানো হয়েছে।-বাসস   ইত্তেফাক/ জেআর

খাগড়াছড়িতে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স ঘেরাও

Image
খাগড়াছড়িতে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স অফিস ঘেরাও করে অবস্থান র্ধমঘট পালন করেছে দুটি বাঙ্গালি সংগঠন। পার্বত্য চট্টগ্রামে ৮২ হাজার পরিবারকে অবৈধভাবে পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করে ৩৮ হাজার ১শ' ৫৪টি উদ্বাস্তু বাঙ্গালি পরিবারকে পুনর্বাসনের দাবিতে এই অবস্থান ধর্মঘট।  বুধবার পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে শহরের সবুজ বাগ এলাকায় অবস্থিত টাস্কফোর্স অফিস ঘেরাও করে অবস্থান ধর্মঘট শুরু করে তারা। পরে শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির হাতে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।  এসময় টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, পার্বত্য অধিকার ফোরামের সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে টাস্কফোর্স চেয়ারম্যান ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের উদ্দেশে বক্তব্য রাখেন।  এসময় তিনি বলেন, ৮২ হাজার পরিবারকে পুনর্বাসন প্রক্রিয়া শুরুর বিষয়টি ভিত্তিহীন। মূলত টাস্কফোর্সের ৯ম বৈঠকে একটি খসরা তালিকা উপস্থাপন করা হয়েছে।...