Posts

গাজায় বিক্ষোভে ইসরাইলী সেনাবাহিনীর গুলিতে শিশুসহ নিহত ৩

Image
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী সেনাবাহিনীর গুলিতে এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গাজা-ইসরাইল সীমান্তে ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ এর সাপ্তাহিক বিক্ষোভে এই ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।   ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠিত হয়। তখন ওই ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের জোর করে বের দেওয়া হয়। তখন ১০ লাখ ফিলিস্তিনি শরণার্থী হিসেবে গাজায় বসবাস শুরু করতে বাধ্য হয়। এই বছরের ৩০ মার্চ থেকে ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ নামে একটি ছয় সপ্তাহব্যাপী সাপ্তাহিক বিক্ষোভ শুরু করে গাজার ফিলিস্তিনিরা। তাদের দাবি, নিজের পিতৃপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার ও গাজার ওপর থেকে অবরোধ সরিয়ে নেওয়া। কিন্তু ছয় সপ্তাহ পরেও এখন পর্যন্ত প্রতি শুক্রবার বিক্ষোভ  চালিয়ে আসছে ফিলিস্তিনিরা।    ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গতকাল শুক্রবারের বিক্ষোভে ২০ হাজার বিক্ষোভকারী টায়ার পুড়িয়েছে, ইসরাইলী সেনাদের লক্ষ্য করে বোমা ও গ্রেনেড ছুড়েছে এবং সীমান্ত বেষ্টনী অতিক্রমের চেষ্টা করেছে।    আইডিএফ অভিযোগ করেছে, ১০জন ‘সশস্...

বিশ্বব্যাপী সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে!

Image
রাশিয়ার গোয়েন্দাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সিরিজ সাইবার হামলার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং নেদারল্যান্ডস এই অভিযোগ তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সাইবার হামলার পরিকল্পনার জন্য সাতজন রুশ নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সংস্থা হামলার মূল টার্গেট ছিল।  এদিকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক সাইবার হামলার অভিযোগের ব্যাপারে পশ্চিমাদের ঐক্যবদ্ধ এই অবস্থান রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছিল। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছিল দেশটি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, যুক্তরাজ্য তাদের মিত্রদের নিয়ে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আলোচনা করছে। ডাচ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ার সব কর্মকান্ড তুলে ধরে তারা বলতে চাইছেন যে, রাশিয়াকে এমন কাজ বন্ধ করতে হবে। পশ্চিমারা রাশিয়াকে একঘরে করে ফেলতে চাইছে। এমন পরিস্থিতি রাশিয়াকে বেকায়দায় ফেলেছে বলে অনেকে মনে করেন। রাশিয়ার বিরুদ্ধে কী অভিযোগ আন...

হিন্দু যুবকের সঙ্গে প্রেম করায় মুসলিম তরুণীকে গাছে বেঁধে মারধর

Image
মেয়ে ভিনধর্মের ছেলের সঙ্গে প্রেম করে। আর তাই পঞ্চায়েতের নির্দেশে প্রায় পাঁচ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে সেই তরুণীকে বেধড়ক মারধর করলো খোদ পরিবারের সদস্যরাই। নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের নওদা জেলার যোগীয়া মারান গ্রামে।  জানা গেছে, ১৮ বছর বয়সি সেই মুসলিম তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল হিন্দু যুবক রমেশ কুমারের। রমেশ পাশের গ্রামেই থাকতেন। এদিকে, বাড়িতে নিজের সম্পর্কের কথা জানানোর পর কিছুতেই তা মানতে রাজি হয়নি মেয়েটির পরিবার। এরপর গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে রমেশের কাছে চলে যায় সেই তরুণী। এমনকি বিয়েও করে তারা। কিন্তু মেয়েটির বাড়ির লোক সেকথা জানতে পেরে জোর করে সেই তরুণীকে সেখান থেকে নিয়ে আসে। এরপরই বসে পঞ্চায়েতের সালিশি সভা। সেখানে নির্দেশ দেওয়া হয়, ভিন্নধর্মের ছেলের সঙ্গে প্রেম করায় মেয়েটিকে গাছের সঙ্গে বেঁধে মারা হবে। আর সেই কাজ করবে তার পরিবারই। এই সময় মেয়েটির পরিবার বাধা দেয়নি বরং তার বাবা মহম্মদ ফারিদ আনসারি খোদ এই নির্মম কাজটি করেন।  তার কথায়, মেয়ে একজন অপরাধী। সে অন্য ধর্মের ছেলের সঙ্গে প্রেম করেছে। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বেধড়ক মারধর। পরে পুলিশ ঘটনা...

চীনের আন্ডারগ্রাউন্ড এয়ারবেস তৈরি নিয়ে চিন্তিত ভারত!

Image
ফের ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলল চীন। ভারতের একেবারে গা ঘেঁষে মিলিটারি এয়ারবেস বানাচ্ছে বেইজিং। তিব্বতের রাজধানী শহর লাসার এয়ারপোর্টকে মিলিটারি এয়ারবেসে রূপান্তরিত করছে চীন। এটি তিব্বতের একটি সাধারণ এয়ারপোর্ট।  মূলত যোগাযোগ ব্যবস্থা শক্ত করতেই এই বিমানবন্দর বানিয়েছিল চীন। কিন্তু গোয়েন্দা সূত্রের খবর, সেই বিমানবন্দরেই নাকি বম্ব প্রুফ বিশেষ হ্যাঙ্গার বানানো হচ্ছে মাটির নিচে। সেখানে ফাইটার জেটগুলি রাখার ব্যবস্থাও করছে চীন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই আন্ডারগ্রাউন্ড শেল্টার থেকে রানওয়ে পর্যন্ত এক বিশেষ ট্র্যাক বানানো হয়েছে। বিমানবন্দরের পাশেই পাহাড়ি এলাকার তলায় তৈরি করা হয়েছে ওই হ্যাঙ্গার। সেখানে অন্তত ৩৬টি বা তিন স্কোয়াড্রন ফাইটার যেত রাখা সম্ভব বলে খবর। ভারতের কাছে এই খবর বেশ চিন্তার কারণ ওই বিমানবন্দর নয়াদিল্লি থেকে মাত্র ১৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। একইভাবে চীন রাশিয়ার সীমান্তেও এয়ারপোর্ট বেস তৈরি করে রেখেছে। তবে ভারতও চীন সীমান্তে এয়ারস্ট্রিপগুলিকে আপগ্রেড করছে। অরুণাচল সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারস্ট্রিপগুলি তৈরি হয়েছিল। এগুলিকে অ্যাড...

কতটা শক্তিশালী রাশিয়ার সেই 'এস-৪০০' ক্ষেপণাস্ত্রটি?‌

Image
মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে শক্তিশালী 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সই করেছেন ৪০ হাজার কোটি টাকার এই চুক্তিতে। আর এই কারণেই এবার তটস্থ চীন এবং পাকিস্তান।  চীন ও পাকিস্তানকে চাপে রাখতে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য মরিয়া ছিল ভারত। এমনকি যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার ভ্রূকূটি থাকা সত্ত্বেও শুক্রবার সই হয়েছে এই চুক্তি। এর ফলে ভারতীয় সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠল, এমনটাই মত প্রতিরক্ষা বিশারদদের। কারণ এই মারণাস্ত্র বিশেষ খুব কম দেশের হাতেই রয়েছে। জেনে নিন এই 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য- ১। এই 'এস-৪০০' ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটি ভূমি থেকে আকাশে আঘাতকারী। শত্রু দেশের যে কোনও যুদ্ধবিমান আকাশেই ধ্বংস করে দেবে এটি। ২। 'এস-৪০০'র রেডারে সব ধরনের বিমানই ধরা পড়ে। এমনকি স্টেলথ যুদ্ধবিমানগুলিও পার পাবে না। ৩। এটি একসঙ্গে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, এ...

সেন্টমার্টিনের কিছু অংশ দাবি করার পাঁয়তারা মিয়ানমারের

Image
সেন্টমার্টিন দ্বীপের কিছু অংশ মিয়ানমার ইচ্ছাকৃতভাবে নিজেদের দাবি করার পাঁয়তারা করছে। এর প্রতিবাদে আজ শনিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় মিয়ানমার রাষ্ট্রদূতের হাতে সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মালিকানার দাবির বিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের দপ্তরে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হয়। বিস্তারিত আসছে...

ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না হামাস: সিনওয়ার

Image
অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামপন্থী দল হামাস বলেছে, গাজায় আরো একটি যুদ্ধ শুরুর হোক কোন ইচ্ছাই নেই তাদের। গতকাল শুক্রবার হিব্রু দৈনিক ইয়েডিয়োথ আহরনথ ও ইতালির পত্রিকা লা রিপাবলিকা হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারের একটি বিরল সাক্ষাৎকার নিয়েছে। এই সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সিনওয়ার বলেন, যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না। ইতালীয় সাংবাদিক ফ্রানসেসকা বরিকে তিনি বলেন, ২০০৭ সালে গাজার ওপর অবরোধ আরোপের আগ থেকেই ইসরাইল এখানের মানুষদের ওপর আগ্রাসন চালিয়ে আসছে।  তিনি জানান, হামাস ইসরাইলের সঙ্গে ভবিষ্যতে গাজার ওপর থেকে অবরোধ সরিয়ে নেওয়ার কোন চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময় করতে ইচ্ছুক। বলেন, আমরা সবসময়ই দখলীকরণের অধীনে আছি। এটা একটা প্রাত্যহিক আগ্রাসন। কেবল এক এক সময় এক এক আকারের।  ইসরাইলের সঙ্গে লড়াইয়ে হামাস ও তাদের মধ্যে শক্তির ভারসাম্যের তারতম্যতা টেনে সিনওয়ার বলেন, আমরা আমাদের চেয়ে বহুগুণ শক্তিশালী ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু করার মতো বোকা নই।  তবে তিনি আরো বলেন, হামাসের সঙ্গে সামরিক যুদ্ধ জিততে চাইবে না ইসরাইল।  হামাস নেতা বলেন, সত্যটা হচ্ছে কেউই একটা ন...