Posts

বেঙ্গালুরুতে বিষাক্ত ফেনায় গৃহবন্দী মানুষ

Image
ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের বেঙ্গালুরুর বেলান্দুর লেকের চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ফেনা। কোনো কোনো জায়গায় প্রায় ১০ ফুট উঁচু হয়ে বরফের মতো জমে আছে সাদা এই ফেনা। আর এতে বিপাকে পড়েছে ওই এলাকার মানুষ। তারা এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন।  ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এ এলাকার মানুষ খুব আতঙ্কে আছে। বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তায় তারা। কেনান, বিষাক্ত এ ফেনা ত্বকের ক্ষতিসহ নানা সমস্যার সৃষ্টি করে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে লেকের বাইরে চারদিকে ফেনা ছড়িয়ে পড়তে দেখা যায়। এর আগে আবহাওয়ার প্রভাবে সারারাত বৃষ্টি হয় বেঙ্গালুরুতে। ভারী বৃষ্টিপাত হলেই সমস্যাটি দেখা দেয়। আর এখানকার সাম্প্রতিক সময়ের এ সমস্যা সবচেয়ে মারাত্মক আকার ধারন করেছিল গত বছরের জানুয়ারিতে।  ৯০০ একর জায়গাজুড়ে অবস্থিত এই বেলান্দুর এবং শহরের আরও কয়েকটি লেকের দূষণ দীর্ঘদিন ধরে প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে।  বর্তমানে লেক ছাড়িয়ে রাস্তার ওপর উঠে এসেছে ফেনার স্তর। বাতাসেও উড়ে বেড়াচ্ছে। থমকে গেছে জনজীবন। ঝাঁঝালো গন্ধ এড়াতে বাড়ির বাইরে বেরনো বন্ধ করে দিয়েছেন স্থানীয় মানুষ। তবে এখনই রেহাই নেই বলে ...

ইন্দোনেশিয়ার আকাশে ভিনগ্রহী যান, জনমনে চাঞ্চল্য! (ভিডিও)

Image
ইউএফও ইউএফও বা “আন-আইডেন্টিফাইড ফ্লাইং অব্জেক্ট” শব্দ দুটির সাথে আমরা অনেকেই পরিচিত। ইউএফও হচ্ছে এমন একটি আকাশ যান যেটা মানুষের তৈরি নয়, সচরাচর দেখা যায় না এবং সনাক্ত করা যায় নি। ধারণা হয়ে থাকে ভিন গ্রহের প্রাণীরা প্রায়ই আমাদের পৃথিবীতে এইসব ইউএফও –তে চেপে আসে। ভিনগ্রহের এ প্রাণীদের কথা অনেকেই আবার হেসেই উড়িয়ে দেন। কিন্তু আসলেই যদি একটি ইউএফও এসে পড়ে আপনার সামনে, তখন কী করবেন ভেবেছেন কখনো? এমনই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার আকাশে। হঠাৎই ইন্দোনেশিয়ার একটি অংশের আকাশে দেখতে পাওয়া যায় বহুল আলোচিক এই ভিনগ্রহীদের যান। স্থানীয় গণমাধ্যমের খবর, যে একটি মেঘের স্তুপের পেছন থেকে বেরিয়ে আসছিলো এই যানটি। এটির গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ৫০০ মাইল। পরে ইউএফওটি হারিয়ে যায় মেঘের আড়ালে। স্থানীয়রা জানিয়েছেন, ইউএফওটি যখন আকাশ দিয়ে যাচ্ছিল তখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওই অঞ্চলের রেডিও, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা। বিডি প্রতিদিন/ ই-জাহান

ইলিশের ডিম পাচার

Image
রূপালী ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর মাছঘাট থেকে বিদেশে ইলিশের পাশাপাশি ইলিশের ডিমও পাচার হচ্ছে। ইলিশের ডিম স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে পাঠায় ব্যবসায়ীরা। সেখান থেকে ভারত হয়ে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে বলে জানাগেছে। এতে করে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। বাংলাদেশ থেকে সরাসরি রপ্তানি বন্ধ থাকায় ভারত হয়ে ইলিশের ডিম বিভিন্ন দেশে পাঠানো হয় বলে ইলিশ রপ্তানিকারক সূত্রে জানাগেছে। সরেজমিনে গতকাল সোমবার চাঁদপুর মাছঘাটে দেখা গেছে, ব্যবসায়ীরা ৭শ’ থেকে ৮শ’ গ্রামের ইলিশ ক্রয় করে তা থেকে ডিম সংগ্রহ করে প্লাস্টিকের ছোট আকারের বক্সে পাঠানোর জন্যে প্রস্তুত করা হচ্ছে। শত শত প্লাস্টিক বক্সে এভাবে ইলিশের ডিম সংরক্ষণ করা হয়। তারপর বরফজাত করে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে পাঠানো হয়। ডিম খুলে ফেলার পর ইলিশ স্থানীয় হোটেল ব্যবসায়ীদের কাছে বিক্রি করার পাশাপাশি লোনা ইলিশে রুপান্তিত করে দেশের বিভিন্নস্থানে পাঠানো হয়। চাঁদপুর মাছঘাটের ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, বড় সাইজের ইলিশের কেজি আড়াই হাজার টাকা। একই দামে বিক্রি হচ্ছে ইলিশের ডিম। স্থানীয় ক্রেতারা ইলিশের ডিম না কিনলেও বিদেশে চাহ...

খুব শিগগিরই কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক: ট্রাম্প

Image
খুব শিগগিরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় সাক্ষাত হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’ এবং দুই পক্ষই ‘দারুণ অগ্রগতি’ করেছে। খবর ওয়াশিংটন পোস্টের। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিম আমাকে দ্বিতীয় বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। আমরা আবারও মিলিত হবো। আমরা আলোচনার জন্য অনেক কিছু জমিয়ে রেখেছি।  যদিও ট্রাম্প বলছেন উভয় দেশের মধ্যে সবকিছু ঠিকঠাক মতো চলছে। কিন্তু চলতি মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও‘র নির্ধারিত উত্তর কোরিয়া সফর আচমকাই বাতিল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্পের এ ধরনের মন্তব্য গত বছর তার অবস্থান থেকে সুস্পষ্ট পরিবর্তন। গত বছর জাতিসংঘে নিজের প্রথম ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছিলেন, কিম ‘আত্মঘাতী মিশন’ চালাচ্ছে। বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এবার বোরকা নিষিদ্ধ হল সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনে

Image
সুইজারল্যান্ডের দ্বিতীয় অঞ্চল হিসেবে সেন্ট গ্যালেনে বোরকা পরা নিষিদ্ধ হয়েছে। গত রবিবার অনুষ্ঠিত এক গণভোটে ৬৭ শতাংশ ভোটাররা বোরকা নিষিদ্ধের পক্ষে ভোট দেয়। খবর দ্য টাইমস অব ইসরাইল। খবরে বলা হয়, গত বছর সেন্ট গ্যালেন পার্লামেন্টে পাস হওয়া একটি আইন অনুসারে স্থানীয় গ্রিন পার্টি এবং তরুণ সমাজতন্ত্রপন্থিরা এই গণভোটের দাবি করে। এই আইনে বলা হয়, যদি কেউ প্রকাশ্যে মুখ ঢেকে নিজেকে অচেনা করে রাখে এবং তা জননিরাপত্তা, সামাজিক ও ধর্মীয় শান্তির জন্য বিপজ্জনক হয়, তবে তাকে জরিমানা করা হবে। এর আগে দুই বছর পূর্বে দেশটির টিসিনো অঞ্চলে বোরকা পরা নিষিদ্ধ হয়। এটিকে ‘ইসলামোফোবিক’ বলে অভিহিত করেছে স্থানীয় একটি ইসলামি সংস্থা দ্য ইসলামিক সেন্ট্রাল কাউন্সিল অব সুইজারল্যান্ড। এদিকে এ বছর সুইজারল্যান্ডের জুরিখ, সোলোথার্ন ও গ্ল্যারাস প্রকাশ্যে বোরকা নিষিদ্ধের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন চীন-পাকিস্তান

Image
ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণে সাফল্য পেয়েছে ভারত। গত রবিবার রাতে ওড়িশ্যার চাঁদিপুরের উপকূল থেকে এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র (মিসাইল) উৎক্ষেপণ করা হয়।  এদিকে ভারতের এই সাফল্যে চিন্তা বেড়েছে চীন ও পাকিস্তানের। নতুন এই ক্ষেপণাস্ত্র শুধু আঘাত হানাই নয়, শত্রুপক্ষের কোনও মিসাইলকেও নিস্ক্রিয় করতে পারে। বিশেষ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও বিশেষ রাডার প্রযুক্তির মাধ্যমেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানানো হয়েছে। রাডার থেকে পাওয়া তথ্যের সাহায্যে প্রয়োজনে ব্যালিস্টিক মিসাইলের গতিপথ মুহূর্তেই পরিবর্তন করার ব্যবস্থা রাখা হয়েছে। রিডান্ড্যান্ট মাইক্রো ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে ভারতের এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বেশ চিন্তায় রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও চীন। একের পর এক সমরাস্ত্র সংগ্রহে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।  সূত্র: আনন্দবাজার পত্রিকা বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

প্রতিশোধ নিতে চায় ইরান, সহায়তার আশ্বাস রাশিয়ার

Image
ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড সেনাবাহিনী। এ ঘটনায় যারা জড়িত তাদের অদূর ভবিষ্যতে চরম প্রতিশোধ ভোগ করতে হবে বলে এক বিবৃতিতে ওই এলিট বাহিনী এ কথা জানিয়েছে।  ইরানের সরকারি কর্মকর্তারা এ হামলার জন্য উপসাগরীয় দুইটি রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, আঞ্চলিক সন্ত্রাসীদের এ হামলার দায় নিতে হবে। আর এসব সন্ত্রাসীদের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রকে সমর্থন করে এমন আরব দেশগুলোকে দোষারোপ করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাওয়ার আগে তিনি বলেন, ইরানের বিরোধীদেরকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে আরব কয়েকটি দেশ। তবে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত। এ অবস্থা মোকাবেলা করতে পারবে আমার জনগণ। এদিকে এই হামলার প্রতিশোধে ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলার ঘটনায় ‘কড়া জবাব’ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি...