Posts

মালদ্বীপের প্রেসিডেন্টের পরাজয় স্বীকার

Image
মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে আবদুল্লাহ ইয়েমেনকে হারিয়ে বিরোধী দলীয় প্রার্থী ইব্রাহিম মোহাম্মাদ সোলি জয়লাভ করেছেন। সোমবার সকালে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৫৮.৩ ভাগ ভোট পেয়েছেন ইব্রাহিম মোহাম্মাদ সোলি।  এদিকে, দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়েমেন নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। ফলাফল ঘোষণার পর ইয়েমেনি সোমবার পরাজয় স্বীকার করে বলেন, গতকাল রবিবার মালদ্বীপের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমি এই ফলাফল মেনে নিয়েছি। খবর আল-জাজিরা। ইয়েমেন বলেন, আমি আন্তরিকভাবে মালদ্বীপের জনগণের সেবা করেছি। সে সেবার ফলাফল পরিষ্কার। যারা আমার পক্ষে ভোট দিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।  তিনি জানান, ১৭ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাবেন তিনি।  রবিবার মালদ্বীপে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ২ লাখ ৬২ হাজার ভোটারের মধ্যে ভোট প্রদানের হার ছিল ৮৮ শতাংশ। ইব্রাহিম মোহাম্মাদ সোলি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮০৮ ভোট। ইয়েমেন পেয়েছেন ৯৫ হাজার ৫২৬ ভোট। নির্বাচনে আর কোনো প্রার্থী ছিল না। ইব্রাহিম মোহাম্মাদ সোলির প্রতি সমর্থন ছিল মালদ্...

আমেরিকা ও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের

Image
গত শনিবার ইরানের  সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় সেনা ও শিশুসহ কমপক্ষে ২৯ জন নিহত হয়। এ হামলার জবাবে আমেরিকা ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। খবর রয়টার্সের।  ইরানের বিপ্লবী বাহিনীর ডেপুটি প্রধান হোসেইন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ হামলার প্রতিশোধ হবে ভয়াবহ। ইতিমধ্যে তারা আমাদের প্রতিশোধ নিতে দেখেছে। এ হামলার জন্য তাদের অনুতপ্ত হতে হবে। নিহতদের শ্রদ্ধা জানাতে ইরানের 'আহভাজ' শহরের হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তাদের প্রত্যেকে কান্নাজড়িত কণ্ঠে শ্লোগান দিতে থাকেন। ইসরায়েল ও আমেরিকাকে উদ্দেশ্য করে বলে্ন আপনাদেরও এর ফল ভোগ করতে হবে। উল্লেখ্য, গত শনিবার ইরান-ইরাক যুদ্ধের শুরু স্মরণে আহভাজ শহরে একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করে ইরান। কুচকাওয়াজে রেভুলিউশনারি গার্ড ও কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। ইরান সরকার-বিরোধী আরব বিদ্রোহী দল আহভাজ ন্যাশনাল রেজিস্ট্যান্স ও জঙ্গি গোষ্ঠী আইএস উভয়েই হামলার দায় স্বীকার করেছে, তবে কোন পক্ষই তাদের দাবির পক্ষে প্রমাণ সরবরাহ করেনি।  ইত্তেফাক/এসআর

সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত করেছে ইরান, দাবি ইসরায়েলের

Image
সিরিয়া ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। তারই জের ধরে দেশটির আকাশসীমায় রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে রাশিয়া। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে ইসরায়েলের দাবি, এ ঘটনার জন্য দায়ী ইরান। এক বিবৃতিতে রাশিয়ার মেজর জেনারেল আইগর কোনাশেনকভ বলেন, আমরা মনে করি ইসরায়েল এ ঘটনার জন্য দায়ী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ, ইসরাইলি জঙ্গিবিমানগুলো ইচ্ছা করে ওই এলাকায় চলাচল করা অন্যান্য উড়োজাহাজের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছিল। এ সময় ইসরায়েলি চারটি জঙ্গিবিমান সিরিয়ায় হামলা চালায় বলে জানিয়েছে রাশিয়া। দেশটির দাবি, ইসরায়েলি বিমানের পাইলটরা রাশিয়ার উড়োজাহাজটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এতে মিসাইলের আঘাতে রাশিয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। এদিকে, এই ঘটনা নিয়ে রবিবার ইসরায়েলের দাবী প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আবারও ইসরায়েলকে দায়ী করা হয়েছে।  বিডি প্রতিদিন/ ওয়াসিফ

মুকেশ অাম্বানির মেয়েকে বিয়ে করতে যাওয়া কে এই আনন্দ পিরামল?

Image
দীর্ঘদিনের বন্ধু আনন্দ পিরামলকে বিয়ে করতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অাম্বানির মেয়ে ঈশা অাম্বানি। সম্প্রতি ইতালিতে হল তাঁদের এনগেজমেন্ট। চলতি বছরের শেষ দিকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তা ভারতের শীর্ষ ধনীর মেয়েকে কার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে মানুষের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ।  আনন্দবাজার পত্রিকার খবর, ইশা আম্বানি যাকে বিয়ে করছেন তিনি আরেক শিল্পপতি পিরামল এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক আনন্দ পিরামলের সঙ্গে। মহাবলেশ্বরের একটি মন্দিরে দীর্ঘদিনের বন্ধু ঈশাকে সম্প্রতি প্রোপোজ করেন আনন্দ। তারপর সে খবর পৌঁছায় দুই পরিবারে। দুই পরিবারের মধ্যে সম্পর্কও চার দশকের। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করে আনন্দ বর্তমানে পিরামল এন্টারপ্রাইজ-এর নির্বাহী পরিচালক।  আনন্দ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনাও করেছেন। বিজনেস স্কুল থেকে পাশ করে দু’টি স্টার্টআপ তৈরি করেছেন তিনি। একটি স্বাস্থ্য সংক্রান্ত, ‘পিরামল স্বাস্থ্য’ ও অন্যটি জমি-বাড়ি নিয়ে, ‘পিরামল রিয়ালটি’। দু’টিই এখন ৪০০ কোটি ডলারের পিরামল এন্টারপ্রাইজ-এর অংশ। গ্রামীণ...

বাছাইপর্বে সেরা হয়ে পরের ধাপে বাংলাদেশের মেয়েরা

Image
ভিয়েতনামের বিপক্ষে জয়ের পর মেয়েরা। ছবি: শামসুল হক ভিয়েতনাম নিয়ে ভয় ছিল। কিন্তু বাংলাদেশের মেয়েরা সেই ভয়ের বাধা পার হলো ২-০ গোলের জয় দিয়েই। এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ, বাংলাদেশ’—প্রকম্পিত গর্জন। গ্যালারিতে লাল-সবুজ পতাকা। এএফসি অনূর্ধ্ব ১৬ বাছাইপর্বের অলিখিত ফাইনাল ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দেখা গেল এমন দৃশ্য। দর্শকদের সমর্থনের জবাবটা ভালোই দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে পা রেখেছে বাংলাদেশ। একটি করে গোল করেছে ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার আঁখি খাতুন। আজকের ম্যাচের আগে টানা তিন জয়ে দু দলের পয়েন্টই ছিল সমান নয়। কোনো গোল না খেয়ে দুই দলই গোল করেছে সমান ২৫টি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে পা রাখতে দুই দলের প্রয়োজন-ই ছিল জয়।ম্যাচটিকে তাই ধরা হয়েছিল সেয়ানে সেয়ানে লড়াই। কিন্তু কিসের কি। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ভিয়েতনামের মেয়েরা। স্কোর লাইনটা বোঝাতে পারছে না ম্যাচে তহুরা খ...

পাকিস্তানকে ‘যন্ত্রণাদয়ক প্রতিশোধের’ হুমকি ভারতীয় সেনাপ্রধানের

Image
ভারত শাসিত কাশ্মীরে এক সীমান্তরক্ষী ও দুই পুলিশ সদস্যের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ‘যন্ত্রণাদায়ক প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। শুক্রবার নয়া দিল্লি পাকিস্তান ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক বাতিল ঘোষণা দেয়ার পরদিন শনিবার এই হুমকি দেন জেনারেল বিপিন রাওয়াত। রাওয়াত বলেন,  সন্ত্রাসী ও পাকিস্তানের সেনাবাহিনী যেসব বর্বর কাজ করছে তার বিরুদ্ধে আমাদের কঠোর প্রতিশোধ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, হ্যা, সময় হয়েছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার। তবে একই ধরণের বর্বর উপায়ে নয়। যদিও আমার ধারণা তারাও একই ধরণের কষ্টই অনুভব করবে। রাওয়াত বলেন, আমি মনে করি যে, আমাদের সরকারের নীতিমালা বেশ নিখুঁত ও সুস্পষ্ট। আমরা এ বিষয়ে কোন লুকোছাপা করিনি যে, সন্ত্রাসবাদ ও আলোচনা হাতে হাত রেখে চলতে পারে না।  সন্ত্রাসবাদের মাধ্যমে ভীতিপ্রদর্শন বন্ধ করতে হবে পাকিস্তানের। এদিকে, ভারতীয় সেনাপ্রধানের হুমকির জবাবে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চোধুরি বলেন যে, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে। বিশ্ব দেখছে কে শান্তি চার আর কে যুদ্ধ! ফাওয়াদ...

'যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে'

Image
ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সিনিয়র উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করা হবে। জেনারেল সাফাভি শনিবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, ইরান গত চার দশকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত হয়েছে। আজ ইরানের প্রভাব বলয় কাস্পিয়ান সাগর ও পারস্য উপসাগর ছাড়িয়ে ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছে গেছে। জেনারেল রহিম সাফাভি বলেন, আমেরিকা, ইসরায়েল ও কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী ছড়িয়ে দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছিল তা ব্যর্থ করে দিয়েছে ইরান। সেইসঙ্গে ইরাক ও সিরিয়া সরকারের অনুরোধে ওই দুই দেশে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সিনিয়র উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, ইরানের সহযোগিতা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমেরিকা অচিরেই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করে...