Posts

ছোট্ট বন্ধুর কান ধরে টান দিলেন প্রধানমন্ত্রী মোদি!

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৮ বছর পূর্ণ হয়েছে গত সোমবার। জন্মদিনের দিনটা বারানসিতে কাটিয়েছেন মোদি। সেদিন কিছুটা সময় শিশুদের সঙ্গে কাটান তিনি। আর সেই ছবি অনলাইনে পোস্ট করার পরই শুরু হয়েছে আলোচনা। গত ফেব্রুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারত সফর করেছিলেন। তখন ট্রুডোর ৯ বছরের মেয়ের কান ধরে টেনে মজা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ছবিটি টুইটার থেকে নেওয়া ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জন্মদিনে প্রধানমন্ত্রী মোদি শিশুদের সঙ্গে বেশি কিছুটা সময় কাটান। এ সময় তিনি শিশুদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন, খেলেনও কিছুক্ষণ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই দিনের কিছু ছবি দিয়েছেন নরেন্দ্র মোদি। তাতে দেখা গেছে, হাসিমুখে এক ছেলের কান ধরে টানছেন ভারতের প্রধানমন্ত্রী, আর তাঁর দিকে তাকিয়ে আছে আরেক মেয়ে। নরেন্দ্র মোদি অনলাইনে পোস্ট করা ছবির ক্যাপশন দিয়েছেন, ‘আমার তরুণ বন্ধুরা এবং আমি’। তবে শিশুদের কান ধরে টানার এই ঘটনা মোদির জন্য প্রথম নয়। ২০১৬ সালে বলিউড তারকা অক্ষয় কুমারের ছেলের সঙ্গে এভাবে মজা করেছেন তিনি। ছবিটি অক্ষয় কুমারের টুইটার থেকে নেওয়া ছবি শেয়ারের অ্য...

সৌদিতে প্রথমবারের মতো সংবাদ উপস্থাপনায় নারী!

Image
সৌদি আরবে খবর পড়লেন প্রথম কোনো নারী। গত বৃহস্পতিবার সৌদি সরকারি টিভি চ্যানেলে খবর পড়েন বিয়াম আল দখিল। সহ-সংবাদ পাঠক উমর আল নাশওয়ানের সঙ্গে খবর পড়েন তিনি।  সৌদি প্রশাসনের এই উদ্যোগকে দেশটির নারীদের জন্য নতুন মাইলফলক বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে উল্লেখ করেছেন। সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিয়াম আল দখিল। তবে এই প্রথম সৌদি আরবের টিভি চ্যানেলে খবর পড়লেন তিনি। এর আগে সিএনবিসি আরব-এ কাজ করতেন তিনি। এছাড়া বাহরাইনের আল-আরব চ্যানেলেও সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার।  সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ অধীনে নারীদের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক দশক পর সেদেশে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন নারীরা। অনুমতি পেয়েছেন গাড়ি চালানোর। এছাড়া চলতি দশক শেষ হওয়ার আগে চাকরিতে নারীদের সংখ্যা এক তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছেন যুবরাজ। যদিও আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুসারে এখনো গোটা বিশ্বে নারী স্বাধীনতার নিরিখে সবচেয়ে পিছিয়ে সৌদি আরবে। গত জুনে থমসন রয়েটার্সের করা এক সমীক্ষায় দাবি করা হয়েছে, বিশ্বে নারীদের জন্য সবচে...

ইরানে সামরিক কুচকাওয়াজে সশস্ত্র হামলা, ১২ সেনা নিহত

Image
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তানে সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির বিপ্লবী রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর ১২ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, দুই অস্ত্রধারী এ হামলা চালিয়েছেন। আহতদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে। দেশটির আধা সরকারি ফারস নিউজ জানায়, বিপুল দর্শকদের ভিড়ে দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালায়। পরে উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে হামলার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হন। ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ ফারস নিউজ জানায়, মোটরসাইকেলযোগে খাকি পোশাক পরা দুই ব্যক্তি এসে হামলা চালায়। ইরাক-ইরান যুদ্ধের শুরুর দিনটির এ স্মরণে দেশটির বিভিন্ন শহরে এ কুচকাওয়াজ হচ্ছিল। ১৯৮০ সালে শুরু হয়ে পরবর্তী আট বছর প্রতিবেশী দেশ দুটির মধ্যে এ যুদ্ধ চলে। বিডি-প্রতিদিন/ ই-জাহান

সাহারা মরুভূমিতে দেয়াল নির্মাণের আহ্বান ট্রাম্পের

Image
এবার সাহারা মরুভূমিতে দেয়াল নির্মাণে স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসী আগমন বন্ধ করতে এই দেয়াল নির্মাণের প্রস্তাব দেন ট্রাম্প। তবে তার এমন প্রস্তাব আমলে নেয়নি স্পেনের কর্মকর্তারা। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল চলতি বছরের জুনের শেষে যুক্তরাষ্ট্রে সফরে যান। সে সফরে বোরেলকে ওই পরামর্শ দেন ট্রাম্প। চলতি সপ্তাহে স্পেনের পত্রিকা এল পাইসকে এক সাক্ষাৎকারে বোরেল নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ট্রাম্পের এই কৌশলের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন তিনি। ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বোরেল বলেন, ‘সাহারার সীমান্ত মেক্সিকোর সঙ্গে আমাদের (যুক্তরাষ্ট্রের) সীমান্তের চেয়ে বড় হবে না।’  তিনি আরও জানান, ট্রাম্প তাকে বোঝাতে চান যে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের চেয়ে সাহারায় স্পেনের দেয়াল নির্মাণ সহজ হবে। উল্লেখ্য, সাহারা মরুভূমিতে ট্রাম্পের প্রস্তাবিত দেয়ালকে অনেকেই ব্যঙ্গ করে 'দ্য গ্রেট ওয়াল অব আফ্রিকা' বলছেন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

ভারত-পাকিস্তান সীমান্তে বসছে সেলফি পয়েন্ট!

Image
গ্রাউন্ড জিরো। যেকোনও দেশেরই ভূমি শেষ হয় যেখানে। এমন জায়গায় নতুন একটি পর্যটন কেন্দ্র তৈরি করছে বিএসএফ। গুজরাটের ইন্দো-পাক সীমান্তের নাদবেটে তৈরি হচ্ছে এই পর্যটন কেন্দ্র। যার বিশেষত্ব সেলফি পয়েন্ট। তিনতলা সেই সেলফি পয়েন্টে দাঁড়ালে ১৫০ মিটার দীর্ঘ পাকিস্তান বর্ডার দেখা যাবে।  পাক সীমান্তকে পিছনে রেখে সেলফি তুলতে পারবেন পর্যটকরা। এমনকি, ভারত সীমান্তে থাকা পাকিস্তানের ছোট্টগ্রাম বালতোরার বাসিন্দারাও এক ফ্রেমে চলে আসতে পারে। গত দু’‌বছর আগেই নাকি সীমা দর্শন নামে এই পর্যটন কেন্দ্রটির পরিকল্পনা করেছিল গুজরাট সরকার। জানা গেছে, প্রতি সপ্তাহে ৯০০-৯৫০ পর্যটক আসেন এখানে। সপ্তাহের শেষে সেই সংখ্যা ২০০০ হয়ে যায়।  বিএসএফ'র গুজরাট রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল জিএস মালিক জানিয়েছেন, গত একমাস আগেই সেলফি টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছে। আরও দুটি টাওয়ার তৈরির পরিকল্পনা রয়েছে। এটি তৈরির জন্য গুজরাট সরকার ৩৯ কোটি টাকা দিয়েছে।  কীভাবে ভারতের সীমান্ত রক্ষীরা অতন্ত্র প্রহরায় থাকেন সেটি দেখানোই এই পর্যটন কেন্দ্রের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। গুজরাট সরকারের এই উদ্যোগে স্থানীয় গ্রামবাসীদের জীবনযা...

আড়াই হাজার ফুট উচ্চতায় সপরিবারে কিম-মুন কেন মুনকে বিশেষ সেই 'পবিত্র পর্বতে' নিয়ে গেলেন কিম?

Image
বহুদিন আগে থেকেই উত্তর কোরিয়ার 'পবিত্র পর্বতে' ওঠার স্বপ্ন ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের। বৃহস্পতিবার তার সে স্বপ্ন পূরণ করেন উত্তর কোরিয়ার প্রধান কিম। বিশ্বের প্রথম কোনো রাষ্ট্র নেতা হিসেবে মুনকে ওই পর্বতে ওঠার সুযোগ দিলেন উত্তর কোরিয়ার এই নেতা। এ সময় সঙ্গে ছিলেন তাদের স্ত্রী।  জানা যায়, তিন দিনের এক ঐতিহাসিক সফরে গত মঙ্গলবার পিয়ংইয়ং যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনে। সফরের শেষ দিন বৃহস্পতিবার দুই কোরিয়ার ঐক্যের প্রতীক হিসেবে মুনকে দুই হাজার ৭৪৪ মিটার উচ্চতাবিশিষ্ট উত্তর কোরিয়ার পবিত্র পর্বত মাউন্ট পায়েকতুতে নিয়ে যান কিম। চীন সীমান্তে এই আগ্নেয় পর্বতটির অবস্থান।  কোরীয় লোকগাথায় একে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। কোরীয় জাতির আধ্যাত্মিক উৎসস্থানও বলা হয় একে। কিম পরিবারের বীরত্ব প্রচারেও এ পর্বতের ভূমিকা রয়েছে। কিম জং উনের বাবা কিম জং ইলের যে জীবনী রয়েছে তাতে বলা আছে পায়েকতু পর্বতের চূড়ায় তার জন্ম। কিম প্রায়ই এ পর্বতের চূড়ায় ওঠেন। কিমের ঘনিষ্ঠ কিছু সহযোগী ছাড়া আর কাউকে সেখানে যেতে দেয়া হয় না। সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্ব...

দিনে মাত্র একটি সিগারেট খেলেও বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি: জরিপ

Image
অনেকে মনে করেন দিনে মাত্র একটা সিগারেট পানে আর কি এসে যায়? এতে ঝুঁকি খুব সামান্যই। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। মেডিকেল জার্নাল বিএমজেতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, দিনে পুরো প্যাকেটের ২০টি সিগারেট পান করলে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি, মাত্র একটি সিগারেট পান করলেও তার প্রায় অর্ধেক ঝুঁকি তৈরি হয়। প্রতিবেদনটির প্রধান লেখক অ্যালান হ্যাকশাও বলেন, আমরা মনে করি কেউ দিনে ২০টি সিগারেটের বদলে কেবলমাত্র একটি পান করলে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলো মাত্র পাঁচ শতাংশ। কিন্তু তিনি বলেন, ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হলেও হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এটি ঠিক নয়। দিনে মাত্র একটি সিগারেট পান করেও পুরো প্যাকেট ধূমপানের ঝুঁকির প্রায় অর্ধেক বহন করতে হয়।  তিনি আরো বলেন, অনেকে মনে করেন যে দিনে সামান্য কয়েকটি সিগারেট পান করলে দীর্ঘ মেয়াদি কোনা ক্ষতি হয় না। প্রতিবেদনে বলা হয়, এমন ধারণা একেবারে ভুল। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ধূমপানজনিত কারণে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। ইত্তে...