Posts

কারাগার থেকে মুক্ত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

Image
জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একই সঙ্গে মুক্তি পেয়েছেন নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মদ সফদার। উচ্চ আদালত তাঁদের সাজা স্থগিতের আদেশ দেওয়ার পর বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তি পান তাঁরা। ডনের খবরে বলা হয়েছে, রাজনৈতিক দল পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বুধবার সন্ধ্যায় আদিয়ালা কারাগারে পৌঁছান। সেখানে তাঁরা নওয়াজ শরিফকে স্বাগত জানান। এ সময় কারাগারের সামনে দলটির অসংখ্য সমর্থক জড়ো হন। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে মুক্তি পেলেন নওয়াজ শরিফ। ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুলসুম। ওই সময় কয়েক দিনের জন্য প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। বুধবারই নওয়াজের বিরুদ্ধে কারাদণ্ডাদেশের রায় স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। নওয়াজের সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারের বিরুদ্ধে দণ্ডাদেশের রায়ও স্থগিত করা হয়। আদালত বলেন, অকাট্য দলিল দেখাতে না পারায় অ...

নিউইয়র্কে বৈঠক করতে যাচ্ছেন ভারত-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী

Image
ভারত ও পাকিস্তানের দুই পররাষ্ট্রমন্ত্রী আগামী সপ্তাহে নিউইয়র্কে বৈঠকে বসতে যাচ্ছেন। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের চিঠির পর এমন সিদ্ধান্ত নিল দুই দেশ।খবর এনডিটিভির। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রাভেশ কুমার বলেন, এটা একটা বৈঠক হতে যাচ্ছে। কোন সংলাপ নয়। তিনি আরও বলেন, আমরা বৈঠকের ব্যাপারে আগ্রহী হয়েছি কিন্তু তারিখ ও সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে দিল্লির পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান চিঠিতে সন্ত্রাসী নিয়ে কথা বলার জন্য বলেছে, কিন্তু শুধু কথা বলে কোন লাভ নেই। সন্ত্রাসী দমাতে হলে অবশ্যই সন্ত্রাসীর বিপক্ষে লড়তে হবে। কিন্তু পাকিস্তান করবে কিনা সন্দেহ। ইত্তেফাক/ এসআর

মেয়ে-জামাতাসহ নওয়াজ শরিফের আকস্মিক কারামুক্তির নেপথ্যে

Image
দুর্নীতির দায়ে অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আকস্মিক কারামুক্তির পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রিয়াদ সফরের সম্পর্ক রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। খবর রেডিও তেহরানের ইমরান খান অনেকটা লোকচক্ষুর অন্তরালে মঙ্গলবার সৌদি আরব সফরে যান এবং বুধবার সকালে পাকিস্তানের আদালত নওয়াজ শরিফের মুক্তির প্রক্রিয়া সহজ করে রায় দেয়।  বুধবার বিকেলে মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়াম নওয়াজ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মাদ সফদার। রহস্যজনক কারণে সৌদি আরবের গণমাধ্যম ইমরান খানের রিয়াদ সফরের খবর ফলাও করে প্রচার করেনি।   পাকিস্তানের প্রধানমন্ত্রী মূলত সৌদি আরবের কাছ থেকে আর্থিক সহযোগিতা আদায়ের লক্ষ্যে সৌদি আরব সফরে যান। তিনি মঙ্গলবার মদিনা মুনাওয়ারা সফর করেন এবং বুধবার সকালে জেদ্দায় সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। সৌদি গণমাধ্যমে এসব বৈঠকের খবর প্রচারিত হলেও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু...

উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা

Image
পরমাণু নিরস্ত্রীকরণে পুনরায় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা। এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর রয়টার্সের।    চলতি বছরের জুন মাসে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক আলোচনায় বসেন। ওই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়। তারই ফলপ্রসূ হিসেবে এ সপ্তাহে উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন বড় ধরনের মিসাইল সাইট বন্ধে রাজি হন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে, উত্তর কোরিয়ার কমপক্ষে দশ হাজার লোকের সামনে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে বক্তৃতা দেন। এ ব্যাপারে পম্পেও বলেন, কিম পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে রাজি হয়েছে। অনেক ইতিবাচক সিদ্ধান্তও নিয়েছে। শিগগিরই আমেরিকা উত্তর কোরিয়ার সঙ্গে আবার আলোচনায় বসছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছি। পরবর্তী সপ্তাহে তিনি নিউইয়র্কে আসবেন। ইত্তেফাক/এসআর 

যুদ্ধের শঙ্কা বাড়িয়ে এগিয়ে আসছে ন্যাটো যুদ্ধজাহাজ

Image
সিরিয়া ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। জানা গেছে, পূর্ব ভূমধ্যসাগরে নৌ উপস্থিতি বাড়াচ্ছে ন্যাটো। এ ব্যাপারে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণকারী কয়েকটি ওয়েবসাইটের বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, ন্যাটো মেরিটাইম গ্রুপ-২ এর কয়েকটি যুদ্ধজাহাজ সিরিয়ার উপকূলের দিকে এগিয়ে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ন্যাটোর বহরে রয়েছে হল্যান্ড, কানাডা ও গ্রিসের কয়েকটি ফ্রিগেট। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ভূমধ্যসাগরে তৎপর মার্কিন নৌবহরের সঙ্গে যুক্ত হতে লস অ্যাঞ্জেলেস-ক্লাস সাবমেরিন রওয়ানা দিয়েছে। এ সাবমেরিনে দীর্ঘপাল্লার সাবসনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। উল্লেখ্য, ইদলিব প্রদেশে রাসায়নিক সম্ভাব্য হামলার সাজানো নাটককে কেন্দ্র করে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলা চালাতে পারে বলে যখন দিন দিন শঙ্কা বাড়ছে, তখনই ন্যাটো বাহিনীর উপস্থিতি জোরদারের এই খবর বের হলো।   বিডি প্রতিদিন/ ওয়াসিফ

উত্তর কোরিয়াকে জ্বালানি দেয়ার মার্কিন অভিযোগ প্রতাখ্যান রাশিয়ার

Image
নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়াকে জ্বালানি তেল সরবরাহ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো দলিল-প্রমাণ ছাড়াই এ অভিযোগ এনেছে ওয়াশিংটন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সোমবার অভিযোগ করেন, পিয়ংইয়ং’র ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞাকে 'ধোঁকা দিয়ে' সাগরে জাহাজে করে উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের এ নিষেধাজ্ঞা লঙ্ঘনের 'ব্যাপক প্রমাণ' ওয়াশিংটনের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে খবর দেয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সাগরে জাহাজ থেকে উত্তর কোরিয়ার জাহাজে জ্বালানি তেল সরবরাহের যে প্রক্রিয়া চলছে তা শনাক্ত করতে আমেরিকার নেতৃত্বে জোট গঠনের চেষ্টা চলছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে গত ১৪ সেপ্টেম্বর জার্নাল জানায়, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স আমেরিকার নেতৃত্বাধীন ওই জোটে যোগ দেবে। এসব দেশ উত্তর কোরিয়াকে জ্বালানি তেল সরবরাহকারী জাহাজ শনাক্ত ও তা আটক করতে যুদ্ধজাহাজ দিয়ে সহযোগিতা করবে বলে...

শান্তি আলোচনা শুরু করতে মোদীকে চিঠি ইমরান খানের

Image
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে মাস খানেক আগে চিঠি লিখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেখানে দ্বিপাক্ষিক আলোচনার কোনো ইঙ্গিত ছিল না। তবে এবার নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পাকিস্তান প্রধানমন্ত্রী। আর সেই চিঠিতে শান্তি স্থাপনের জন্য আলোচনার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।  চলতি মাসের শেষে নিউ ইয়র্কে ইউএনজিএ (UNGA) সামিটে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বৈঠকের জন্যও ইচ্ছা প্রকাশ করেছেন ইমরান খান। ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেবে পাকিস্তান। ক্ষমতায় আসার পর এক ভাষণে এমনটাই বলেছিলেন ইমরান খান। এরপর মোদী ফোন করে শুভেচ্ছাও জানান ইমরানকে।  এদিকে, কয়েকদিন ধরে সুষমা ও কুরেশির বৈঠক আদৌ হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছিল। ইমরানের চিঠিতে এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো এক পক্ষে বৈঠকের জন্য আবেদন জানানো হল। সূত্রে জানা যায়, এই চিঠিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার বার্তা দিয়েছেন ইমরান। ...