ভারতে তিন তালাকে বিচ্ছেদ ‘শাস্তিযোগ্য অপরাধ’ ঘোষণা করে বিল পাস
তাৎক্ষনিক বিচ্ছেদ বা তিন তালাকের মাধ্যমে বিচ্ছেদকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে আজ বুধবার বিল পাস করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা। এখন থেকে তিন তালাকের মাধ্যমে চাইলেই কোন মুসলিম পুরুষ তিন তালাকের মাধ্যমে তার স্ত্রী’র সঙ্গে বৈবাহিক সম্পর্কের সমাপ্তি টানতে পারবে না। গতমাসে রাজ্যসভার সদস্যরা তিন তালাক বিল নিয়ে সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়। প্রস্তাবিত নতুন আইন অনুসারে, মুসলিম পুরুষরা তাৎক্ষনিক বিচ্ছেদ বা তালাক-ই-বিদাত এর মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দিলে এখন থেকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ও জরিমানার সম্মুখীন হবে। সরকারিভাবে তিন তালাক আইন- মুসলমান মহিলা বিল ২০১৭ নামে পরিচিত। বিলটির তিনটি বিতর্কিত আইন সংশোধন করা হয়েছে। প্রথম সংশোধনী অনুসারে, একমাত্র কোনও মহিলা বা তার ঘনিষ্ঠ আত্মীয় বা আত্মীয়াই তিন তালাক নিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবে। প্রসঙ্গত, এতদিন এই ইসলামিক অনুশীলন ‘তিন তালাক’-এর ফলে কোনও স্বামী তার স্ত্রী’কে তিনবার ‘তালাক’ বলে দিলে বা লিখে দিলেই সে তার স্ত্রী’কে বিবাহ বিচ্ছিন্না করে দিতে পারত। দ্বিতীয় সংশোধনী অনুসা...