Posts

উত্তেজনা বাড়িয়ে মহড়ায় নামছে ভারত-যুক্তরাষ্ট্র

Image
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্কর সব মহড়া। তারই জের ধরে এবার যৌথ সেনা মহড়ায় নামতে যাচ্ছে ভারত এবং মার্কিন সেনাবাহিনী। আগামী ১৬ সেপ্টেম্বর হিমালয়ের পাদদেশে দুইদেশের সেনা এই মহড়ায় নামবে বলে জানা গেছে। যুদ্ধ অভ্যাস ২০১৮, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হয়ে চলা সবথেকে পুরনো সামরিক মহড়া, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অঙ্গও। এই ১৪তম মহড়াটি ১৬ সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে ২৯ সেপ্টেম্বরে। দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় উপস্থিত থাকবে মার্কিন সেনার ৩৫০ কর্মকর্তা এবং ভারতীয় সেনার গরুঢ় ডিভিশন। এই মহড়াতে দুই পক্ষ একে অপরের সাংগঠনিক পরিকাঠামো, অস্ত্র, প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অবগত হয়। এদিকে, ২০১৯ সালেন ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেনা বিমান, হেলিকপ্টারের এই প্রদর্শনী। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর এয়ারবেসেই হবে প্রদর্শনী। ৫ দিনের এই প্রদর্শনীতে থাকবে বিভিন্ন বিমান পোত, সেনা বিমান, হেলিকপ্টার। এছাড়াও ডিফেন্স পাবল...

বাংলাদেশ-মিয়ানমার হয়ে চীনের কুনমিং থেকে কলকাতা বুলেট ট্রেন!

Image
চীনের কুনমিং থেকে কলকাতা পর্যন্ত (ভায়া মিয়ানমার ও বাংলাদেশ) দ্রুতগামী ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে চীন। বুধবার একথা জানিয়েছেন কলকাতাস্থ চীনা কনসাল জেনারেল মা ঝানউ। এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে ঝানউ জানান ‘চীন, পূর্ব ভারত, মিয়ানমার এবং বাংলাদেশে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধিতে ভারত ও চীনের যৌথ প্রচেষ্টায় এই দুই শহরের মধ্যে দ্রুতগামী ট্রেন পরিষেবা চালু করা উচিত বলে আমি মনে করি।’ তাঁর অভিমত ২৮০০ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্পটি বাস্তবায়িত হলে কুনমিং থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্রেনে করে কলকাতা পৌঁছে যাওয়া যাবে। ২০১৫ সালে কুনমিং-এ অনুষ্ঠিত ‘গ্রেটার মেকং সাবরিজিয়ন’ (জিএমএস)-এর বৈঠকেও এই দ্রুতগামী রেল পরিষেবা চালু করার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছিল বলেও জানান চীনের কনসাল জেনারেল। ঝানউ জানান ‘এই প্রকল্পটি সংযুক্ত দেশগুলোকে অর্থনৈতিকভাবে অগ্রসর হতে সহায়তা করবে। এই রেললাইন বরাবর আমাদের অনেকগুলো শিল্প থাকতে পারে যেগুলো বাংলাদেশ-চীন-ইন্ডিয়া-মিয়ানমার (বিসিআইএম) করিডোর ভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে আরও বাড়িতে তুলবে’। তিনি আরও বলেন ...

পাকিস্তানের অর্থনীতি টেনে তুলতে মহিষ বিক্রির সিদ্ধান্ত ইমরানের!

Image
প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা সব গাড়ি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। দেনার দায়গ্রস্ত পাকিস্তানের অর্থনীতির হাল ফেরাতে এমন অনেক কিছুই করছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হল মহিষ বিক্রির সিদ্ধান্ত।  ইমরান ঘনিষ্ঠ তেহরিক-ই-ইনসাফের এক নেতা জানিয়েছেন, নওয়াজ শরিফের আমলে পাক প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল আটটি মহিষ। সেগুলিও নিলামে তোলার চিন্তাভাবনা করছেন ইমরান। আগামী ১৭ সেপ্টেম্বর নিলামে উঠবে ৮০টি বিলাসবহুল গাড়ি। এরপরই হেলিকপ্টার ও মহিষগুলি বিক্রি করা হবে বলে জানা গেছে। এর আগে সেই বাসভবনের বিলাসবহুল গাড়িগুলি বিক্রির কথা আগেই জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রীর এক সহকারী নইম-উল-হক। তিনি জানান, প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা গাড়িগুলি নিলামে বিক্রি করে দেওয়া হবে। সেইসঙ্গে চারটি হেলিকপ্টারও বিক্রি করা হবে, যেগুলি ক্যাবিনেট ডিভিশনে পড়ে রয়েছে। বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সিরিয়ায় হামলা চালাতে জোটের সঙ্গে আলোচনায় জার্মানি

Image
সিরিয়ায় বিমান হামলায় অংশ নেওয়ার পরিকল্পনা করছে জার্মানি। গতকাল সোমবার জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় সম্ভাব্য সামরিক হামলা চালাতে মিত্রদের সঙ্গে কথা বলছে তারা। জার্মানির এ পরিকল্পনার বিষয় নিয়ে কঠোর সমালোচনা করেছে সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি)। অতীতের নাৎসি আক্রমণের কথা বিবেচনায় জার্মানির পক্ষে বিদেশে কোনো সামরিক কার্যক্রম অজনপ্রিয় হিসেবে ধরা হয়। সিরিয়ার কোনো বিমান হামলায় অংশ নিলে তা সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়ানোর বিষয় হবে। কারণ, সেখানকার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিচ্ছে রাশিয়া। জার্মান সরকারে মুখপাত্র স্টিফেন সেইব্রেত বলেন, আসাদ সরকারের সেনাদের রাসায়নিক অস্ত্র বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্ভাব্য সামরিক আক্রমণ নিয়ে কথা হয়েছে। অবশ্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার পার্লামেন্টে যাবে। এর আগে সংবাদপত্র বিল্ড জানিয়েছিল, জার্মানির কনজারভেটিভ নেতৃত্বের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবিষ্যতে দামেস্কে রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি পরীক্ষা করছে। যদি জরুরি প্রয়োজন মনে হয়, ঘটনার পরও পার্লামেন্...

কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত

Image
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকারি বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। খবর সিনহুয়ার। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী কুপওয়ারা জেলার গালুরা গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ‘সেখানে সেনা ও পুলিশের একটি যৌথ দলের সাথে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়।’ তবে এতে সরকারি বাহিনীর কোন ক্ষতি হয়নি। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় ক্যাডার হিসেবে পরিচিত। বিডি প্রতিদিন/এনায়েত করিম

ট্রাম্পকে কিমের চিঠি

Image
পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে এখনও উত্তপ্ত যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক। এরইমধ্যে দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিটি খুবই ইতিবাচক এবং উষ্ণতাপূর্ণ উল্লেখ করে স্যান্ডার্স জানান, ওই ‘আন্তরিক চিঠি’তে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতি যে চলমান তা প্রকাশ পায়। হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, ‘ওই চিঠির প্রাথমিক উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নতুন বৈঠকের জন্য অনুরোধ ও সময় বের করা, যা আমরা করতে আগ্রহী এবং ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতা করার জন্য প্রক্রিয়া শুরু করেছি।’ যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইতোমধ্যে দুই নেতার মধ্যে নতুন সম্মেলন আয়োজনের জন্য সময় খুঁজছে। ধারণা করা হচ্ছে, আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের পার্শ্ব বৈঠকে বসতে পারেন দুই নেতা। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

আকাশপথে দিল্লিতে হামলা চালাতে পারে জঙ্গিরা

Image
ভারতের দিল্লিতে হতে পারে জঙ্গি হামলা। সেটি স্থল পথে নয়, আকাশপথে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এমনই রিপোর্ট দিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হামলার জন্য জঙ্গিরা টার্গেট করেছে ভিভিআইপি এলাকা লুটইয়েন জোনকে। যে এলাকায় থাকেন মন্ত্রী থেকে শুরু করে আমলা, সেনা কর্তা ও বিচারপতিরা। এই লুটইয়েন এলাকাতে রয়েছে প্রধানমন্ত্রীর অফিস, রাষ্ট্রপতি ভবন ইত্যাদি। গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পাওয়ার পর চিন্তায় পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই রিপোর্টকে তারা  হালকাভাবে নিতে নারাজ। রিপোর্ট পাওয়ার পরই লুটইয়েন জোরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আকাশপথে বিমান থেকে বোমা বা গুলি বর্ষণ করে হামলা হবে এমনটা নাও হতে পারে। প্যারাগ্লাইড, প্যারাসেইল, ড্রোন, অ্যারো মডেল বা হট এয়ার বেলুনের মাধ্যমে হামলা করতে পারে জঙ্গিরা। লস্কর-ই-তইবা বা অন্যান্য জঙ্গি সংগঠন রাজধানীর অন্যতম পশ এলাকায় হামলার ছক কষেছে। এ দিকে রিপোর্ট পাওয়ার পরই দিল্লি পুলিশ এই ভিআইপি এলাকার নিরাপত্তা আরও জোরদার করেছে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অপ্...