Posts

এবার ফিলিস্তিনিদের চিকিৎসা সহযোগিতা বাতিল করলেন ট্রাম্প

Image
ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য আড়াই কোটি ডলার অর্থ সহযোগিতা বাতিল করার পরিকল্পনা নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের ছয়টি হাসপাতালকে এ আর্থিক সহযোগিতা দেয়া হতো। গতকাল শনিবার চিকিৎসা সহযোগিতা বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের চিকিৎসা সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করার নির্দেশ দেয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের আওতায় আড়াই কোটি ডলার সহযোগিতা বাতিল হচ্ছে।   ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য যে অর্থ ব্যয় করা হতো তা এখন মার্কিন জনগণের কল্যাণে ব্যয় করা হবে। মার্কিন এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনিরা। তারা বলেছেন, এটা শান্তি প্রতিষ্ঠার কোনো ফর্মুলা হতে পারে না বরং এটা সম্পূর্ণভাবে অমানবিক ও অনৈতিক পদক্ষেপ। এর মাধ্যমে ইসরায়েলের উগ্র নেতাদের খুশি করা হয়েছে এবং ফিলিস্তিনিদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এর আসল লক্ষ্য হচ্ছে- স্বাধীনতার ব্যাপারে ফিলিস্তিনিদের আপোস করতে বাধ্য করা। কিছুদিন আগে ...

ইরানের ড্রোন হামলায় ১২ ইরাকি নিহত

Image
ইরাকের কুর্দিস্তানের বসরায় ইরানের রকেট ও ড্রোন হামলায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিদ্রোহীদের ওপর চালানো এ হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।  এর আগে শুক্রবার কারফিউ ভঙ্গ করে বসরায় ইরানি দূতাবাস জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারপর এ পদক্ষেপ নেয় দেশটির সরকার। আহতদের ইরবিলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ৩০ জনের মধ্যে কুর্দি সংগঠনের মহাসচিব মুস্তাফা মাওলুদি রয়েছেন। হামলার ঘটনাটি তুলে ধরা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও। তাতে বলা হয়, ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তানের দলীয় ভবনে হামলা চালিয়েছে। এ সংক্রান্ত ফুটেজও প্রচার করেছে তারা। ইরাকের রাজনীতিতে নাক গলানোর অভিযোগে শুক্রবার সকালে কয়েকশ বিক্ষোভকারী ইরানি দূতাবাসটি ঘেরাও করে। পরে তারা দূতাবাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। বিডি প্রতিদিন/এনায়েত করিম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলই ইরানের প্রধান শত্রু: রুহানি

Image
বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। এরই মাঝে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দাবি করলেন, আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবে তেহরানকে বার্তা দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে রুহানি বলেছেন, ‘একদিকে তারা ইরানের জনগণের ওপর চাপ প্রয়োগ করছে আরেকদিকে তারা প্রতিদিনই বিভিন্ন মাধ্যমে বার্তা দিচ্ছে যে, আমাদের আলোচনার টেবিলে ফিরে আসা উচিৎ।’ এ সময় তিনি আরও বলেন, ‘তারা বলে আমাদের এখানে আলোচনা করা উচিৎ, আমাদের সেখানে আলোচনা করা উচিৎ। আমরা বিষয়টির পুনরায় সমাধান করতে চাই। আমাদের কি আপনাদের বার্তা দেখা উচিৎ? নাকি আপনাদের নির্মম পদক্ষেপ দেখা উচিৎ?’ ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরান অর্থনৈতিক, মানসিক ও প্রচারযুদ্ধ মোকাবেলা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ইরানের প্রধান শত্রু বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, গত মে মাসে ছয় জাতিগোষ্ঠির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গত মাসে ইরানের ওপর নতুন করে...

'আলিবাবা' থেকে অবসরের সিদ্ধান্ত জ্যাক মা'র

Image
মাত্র ৫৪ বছর বয়সেই নিজের হাতে গড়া কোম্পানি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী চীনা শিক্ষক দিবসে বিখ্যাত অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা থেকে অবসর নিচ্ছেন কোম্পানিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা সহ প্রতিষ্ঠাতা জ্যাক মা।  জ্যাক জানান, সোমবার তার ৫৪ তম জন্মদিন। সেই দিনই অবসর নেবেন। তারপর মানবপ্রেম বা জনহিতৈষণা নিয়ে পড়াশোনা করবেন। ইংরেজির শিক্ষক হিসেবে নিজের জীবন শুরু করা জ্যাক এর আগেও বেশ কয়েকবার মজার ছলে বলেছিলেন, তিনি খাঁটি প্রযুক্তিবিদ নন। কখনও হতেও পারবেন না।  তবে জ্যাকের অবসর নিয়ে এখনও আলিবাবা কোনও প্রতিক্রিয়া দেয়নি। তারপরে পরবর্তী কে এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন সেবিষয়েও কিছু জানায়নি। তবে জ্যাকের অবসরের ঘোষণা শোনার পরই শনিবার সকালে আলিবাবার শেয়ার দু’‌শতাংশ পড়ে যায়।  ১৯৯৯ সালে যৌথভাবে চীনের অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা শুরু করেছিলেন জ্যাক মা। ২০১৩ সালে কোম্পানির সিইও হন তিনি। তার উপদেশ এবং নেতৃত্বেই আলিবাবার ব্যবসা তুমুল সাফল্য পায়। বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

জঙ্গি মারার প্রশিক্ষণ নিতে চীনে আফগান বাহিনী

Image
আল-কায়দা ও ইসলামিক স্টেট জঙ্গিদের কীভাবে হত্যা করা যায়, আফগান সেনাবাহিনীকে তার প্রশিক্ষণ দেবে চীন। এই প্রশিক্ষণ নিতে আফগান সেনার একটি বাছাই দল খুব শিগগিরই চীনে যাবে। এমনটাই জানিয়েছেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জনান মোসাজাই। জনান মোসাজাই বলেন, আফগানিস্তানের আর্জি মেনে সেনাবাহিনীকে এই প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে চীন। চীনের সহযোগিতায় তারা 'মাউন্টেন ব্রিগেড' গড়ে তুলবে। এই মাউন্টেন ব্রিগেডকেই আল-কায়দা ও আইসিস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে। সূত্র: এই সময় বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

মঙ্গলে 'মাকড়সা', নাসা'র ছবি ঘিরে চাঞ্চল্য!

Image
আপনি যদি মনে করেন মাকড়সা শুধু পৃথিবীতেই রহস্য তৈরি করে তাহলে ভুল ভেবেছেন ৷ মাকড়সা মঙ্গলগ্রহে মাকড়সাও রহস্য তৈরি করেছে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার এমনি কিছু ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র ৷ তবে মাকড়সা  শব্দটা অবশ্য মঙ্গলে সামান্য আলাদাভাবে ব্যবহার করা হয় ৷ গত সপ্তাহে নাসা মঙ্গল গ্রহের একটি ছবি প্রকাশ করেছে ৷  Mars Reconnaissance Orbiter-র তোলা এই ছবিটি হত ১৩ মে'র ৷ সেই ছবিতে লাল গ্রহের মাটিতে কিছু জিনিস দেখা যাচ্ছে ৷ যেটা কিছু উঁচু নিচু জিনিস আর মাকড়সা সদৃশ জিনিস চলে গেলে যেরকম দাগ পড়ে সেরকম দাগ পড়েছে ৷  এটা দক্ষিণ গোলার্ধে মঙ্গলগ্রহের চিহ্ন ৷ আসলে পৃথিবীতে এই ধরণের মৌসুম পরিবর্তনের সঙ্গে ভূমি পরিবর্তন হয় না। কিন্তু মঙ্গলে হয় ৷ মঙ্গলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে। অতিরিক্ত ঠান্ডায় যার কিছুটা অংশ মাটির তলায় চলে যায়। আর তারপর যখন উষ্ণতা বাড়ে তখন এই বরফ গলে সেই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। তারপরেই এইরকমের মাকড়সার মতো দেখতে বিষয়গুলি তৈরি হয়। এটা মঙ্গলে মরশুম পরিবর্তনের ইঙ্গিতবাহী।  এমনটাই মনে করছে নাসা। বিডি প্রতিদিন/ আব্দ...

মদপানে প্রতি বছর ২৮ লাখ মানুষের মৃত্যু

Image
মাদক ও ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নানা রকম প্রচার লক্ষ্য করা যায়। সিগারেটের প্যাকেট থেকে শুরু করে বিজ্ঞাপন সবখানেই সতর্কবার্তা দেখা গেলেও মদপান রুখতে তেমন প্রচার দেখা যায় না। তবে কেবল মদপানের কারণে প্রতি বছর পৃথিবীতে মারা যাচ্ছে লাখ লাখ মানুষ। সম্প্রতি লানসেট জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় জানা গেছে, পুরো বিশ্বে মদপানের কারণে প্রতিবছর ২৮ লক্ষ মানুষের মৃত্যু হয়। কেবল তাই নয়, ১৫ থেকে ৪৯ বছরের মানুষের প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যুর জন্য দায়ী অপরিমিত মদপান।  সমীক্ষায় আরও জানানো হয়, ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে অ্যালকোহল ব্যবহার ও শরীরের উপর তার কুপ্রভাব ছড়িয়েছে ১৯৫টি দেশে। ধূমপানের মতোই মদ্যপানের ফলেও ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়।  সমীক্ষায় দেখা যায়, বর্তমান বিশ্বে তিনভাগের একভাগ (৩২ দশমিক ৫ শতাংশ) মানুষ মদ্যপানে আসক্ত। যার প্রায় ২৫ শতাংশই নারী। মদ্যপায়ীদের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিডি-প্রতিদিন/ ই-জাহান