Posts

Buddhaghaya Pic in India

Image
https://www.facebook.com/photo.php?fbid=2059342367443161&set=a.1111241862253221&type=3&theater

চট্টগ্রামে বাসকে ট্রেনের ধাক্কায় নিহত ১ আহত ২২

Image
লেভেল ক্রসিংয়ে গেট না ফেলায় চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের এক আরোহী নিহত হয়েছেন। আহত অন্তত ২২ জন। আজ রবিবার ভোর চারটার দিকে বারইয়াহাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে এস আলম পরিবহনের একটি বাস যাচ্ছিল খাগড়াছড়িতে। রেললাইনের গেট নামানো না থাকায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে বাসটি। এসময় ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সুনির্মল চাকমা নামে একজন নিহত হন। তিনি খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। যমুনা অনলাইন: আরএম https://www.jamunatv.online/news/12078

ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫২৪৪ তম জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা।

Image
ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫২৪৪ তম জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা। ।। হরে, কৃষ্ণ, হরে, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ, হরে, হরে, হরে, রাম, হরে, রাম, রাম, রাম, হরে, হরে।। কৃষ্ণ ভক্তবৃন্দসহ মহানাম সংকীর্তন সহকারে মঙ্গল শোভাযাত্রা দাসগ্রামস্থ শ্রী শ্রী কালা চাঁদ ঠাকুর মন্দির হতে শ্রীবাস পণ্ডিত আশ্রম হয়ে সুপাতলা শ্রী শ্রী বাসুদেব মন্দিরে এসে পরিক্রমা সমাপ্ত হয়। https://www.facebook.com/korunamoydas.das

পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

Image
অল্প কিছুদিন হলো পাকিস্তানে ক্ষমতায় এসেছেন ইমরান খান৷ এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধাক্কা খেলেন তিনি৷ তাও আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাতের আগে৷ পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিল মার্কিন সেনা৷ মার্কিন মুলুক থেকে যে ৩০০ মিলিয়ন ডলার ইসলামাবাদকে দেওয়ার কথা ছিল তা আর দেওয়া হচ্ছে না৷ এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনা৷ অর্থ সাহায্য বন্ধের কারণ জঙ্গিদমনে ইতিবাচক ভূমিকা পালনে ইসলামাবাদ ব্যর্থ৷ পেন্টাগনের মুখপাত্র কে ফউলকনর সংবাদসংস্থা পিটিআইকে জানান, জঙ্গিদমনে ইসলামাবাদ কড়া ব্যবস্থা না নেওয়ায় এই সিদ্ধান্ত৷ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে প্রথমে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের কথা জানায় যুক্তরাষ্ট্র৷ দুটি কিস্তিতে এই অর্থ দেওয়ার কথা ছিল৷ কিন্তু কথামতো জঙ্গিদমনে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় চলতি বছর মার্চ মাসে পাকিস্তানকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সরবরাহ বন্ধ করে দেয় দেশটি৷  এবার দ্বিতীয় কিস্তির ৩০০ মিলিয়ন ডলারও খোয়াতে চলেছে ইসলামাবাদ৷ এই অর্থ অন্য খাতে ব্যবহার করা হবে৷ জানা গেছে, মার্কি...

প্রথম কাশ্মীরি নারী পাইলট ইরাম হাবিব

Image
ইরাম হাবিব। সংবাদ মাধ্যমে এখন জায়গা করে নিয়েছে এই নামটা। কারণ ৩০ বছর বয়স্ক ইরাম হলেন কাশ্মীরের প্রথম মুসলিম নারী পাইলট। এ মাসেই একটি প্রাইভেট এয়ারলাইনে পাইলট হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি। তবে কাশ্মীরের মুসলিম সমাজ থেকে ইরামের এগিয়ে যাওয়ার লড়াইটা সহজ ছিল না বলেই জানা যায়। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষে ইরাম পাইলট হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এক্ষেত্রে তাকে সবাই নিরুৎসাহিত করে। তিনি ফরেস্ট্রিতে দেরাদুন থেকে স্নাতক এবং শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর পাস করেন। ফরেস্ট্রি নিয়ে লেখাপড়া করলেও তার পাইলট হওয়ার স্বপ্ন মরেনি। তার পরিবার চেয়েছিল স্নাতকোত্তরের পর তিনি যেন ফরেস্ট্রিতে পিএইডি নিয়ে সরকারি চাকরি করেন। কিন্তু তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নেয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন। পিএইডি শেষ করার পর ইরাম পাইলট হিসেবে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যান। মিয়ামি থেকে ইরাম তাঁর প্রশিক্ষণ সম্পূর্ণ করেন। বর্তমানে দিল্লিতে কমার্শিয়াল পাইলট লাইসেন্স নেওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।  বিডি প্রতিদিন/২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

ট্রাম্প বলেন এক কথা, পেন্টাগন বলে অন্যটা

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে তখন দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দেশের যৌথ সামরিক মহড়া পরিচালনার কোনো কারণ নেই। হোয়াইট হাউজ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একজন খুবই চমৎকার মানুষ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে বিশাল পরিমাণ অর্থ খরচ করার কোনো কারণ নেই। হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। হোয়াইট হাউজ একইসঙ্গে বলেছে, তবে প্রেসিডেন্ট চাইলে তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া শুরু করতে পারেন। এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বাতিলের আর কোনো পরিকল্পনা নেই। এশিয়ার এ দেশটির সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া বাতিলের ঘোষণা দেয়ার এক পর মাস পর তিনি একথা বলেন।  জিম ম্যাটিস বলেন, শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এর আগে আমেরিকা কিছু গুরুত্বপূর্ণ মহড়া বাতিল করেছিল তবে অন্য মহড়াগুলো অব্যাহত রয়েছে।  তিনি সাংবাদিকদের পরিষ্কার করে ...

পরমাণু চুক্তি বাতিলে প্রস্তুত ইরান: খামেনি

Image
পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিশ্ব শক্তির সঙ্গে সই করা পরমাণু চুক্তি দিয়ে যদি ইরানের স্বার্থ সমুন্নত রাখা না যায় তাহলে তাঁরা এই সমঝোতা পরিত্যাগ করতে প্রস্তুত। খামেনি এমন সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র গত মে মাসে একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে গেছে। এবং এই চুক্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে চুক্তি বাঁচাতে ইউরোপের সঙ্গে যে দেনদরবার চলছিল তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ল। এদিকে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর গত মে মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে দাঁত বসাতে শুরু করলে এটি প্রত্যাহারের জন্য জাতিসংঘের অপরাধ আদালতের দ্বারস্থ হয় তেহরান।  গতকাল বুধবার আদালতের শুনানিতে ইরানের আইনজীবী বলেন, নিষেধাজ্ঞার কারণে ইরানি জনগণ যে ভোগান্তির মধ্যে পড়েছে তা থেকে তাদের উদ্ধারের সময় পার হয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে দেখা করতে যান। তাঁদের মধ্যে দেশটির বর্ত...