Posts

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে

Image
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ ধারণার চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আগামী বছরের দ্বিতীয়ার্ধ বা আরও বেশি সময় ধরে চলতে পারে। অনলাইন পোর্টাল অ্যাক্সিওসডটকমের মতে, এর কারণ হচ্ছে কোনো পক্ষই ঘরে নিজেকে দুর্বল প্রতিপন্ন করতে চায় না এবং উভয়ই অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে তৈরি। এক বছর বা আরও বেশি সময়ের অমীমাংসিত বাণিজ্যযুদ্ধে জয়ী পক্ষ পরিষ্কারভাবে বোঝা না গেলেও লোকসান কাদের হতে পারে, তার একটি সম্ভাব্য ছবি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে কৃষক, ইস্পাত ব্যবহারকারী এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের খুচরা ব্যবসায়ীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আরেক দফা শুল্ক বৃদ্ধির ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। চীনে সব ধরনের প্রস্তুতকারীরা দেখবেন, তাঁদের ব্যবসাগুলো ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো প্রতিবেশীদের কাছে চলে যাচ্ছে। এ ছাড়া উভয় পক্ষেরই অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছর কিছুটা কম হবে এবং—স্টক ও পণ্য বাজারের মতিগতির ওপর নির্ভর করে—বিশ্বের কোনো কোনো এলাকায় আর্থিক মন্দা দেখা দিতে পারে। গত সপ্তাহে দুই পক্ষই এ দুই দেশের মধ্যে ১০ হাজার কোটি ডলারের...

খাগড়াছড়িতে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৩

Image
খাগড়াছড়িতে ইয়াবা ও চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই জনই নারী। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ গোলাম সরোয়ার ওরফে শিমুলকে (৪২) আটক করা হয়। এছাড়া জেলার গুইমারা বাজারে ১৫ লিটার মদসহ আমেনা বেগমকে (২৭) আটক করে পুলিশ। তার বাড়ি বাগেরহাট জেলার সরাইল থানা। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পানছড়ি বাস স্টেশন থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কার্টুন ভর্তি ৭০ লিটার চোলাই মদসহ চিনুকে আটক করা হয়। ইত্তেফাক/বিএএফ

আইএস প্রধান নিহত!

Image
আফগানিস্তান ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু সাদ এরহাবি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। আইএস’র গোপন আস্তানায় অভিযানে এরহাবি নামের ওই আইএস প্রধান নিহত হন। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, নানগরহর প্রদেশে শনিবার রাতে অভিযানে এরহাবি নামের আইএস প্রধান নিহত হন। আইএসের দুইটি গোপন আস্তানায় আক্রমণে বিপুল সংখ্যক ভারী ও হালকা অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।  তবে এ বিষয়ে আইএসের সংবাদমাধ্যম ‘আমাক’ কোন মন্তব্য করেনি। এদিকে ন্যাটো জোটের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডি প্রতিদিন/এ মজুমদার

এখন থেকে গৌরিকে বোরকা পরে বাইরে বের হতে হবে: শাহরুখ

Image
শাহরুখ খান ও গৌরি খান বলিউডের সুখী দম্পতি। ভালোবেসে বিয়ে করেছিলেন কিং খান ও গৌরি। ভিন্নধর্মী হওয়া সত্ত্বেও একে অপরকে পছন্দ করে বিয়ে করেন তারা। অথচ কেউ কারো ধর্ম পরিবর্তন করেননি। কিন্তু সেই সময় শাহরুখের সঙ্গে বিয়ের ব্যাপারে গৌরির পরিবারে দ্বন্দ্ব শুরু হয়। যার প্রতিফলন ঘটেছিল তাদের বিয়ের রিসিপশনেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন শাহরুখ খান। সাক্ষাৎকারে গৌরীর পরিবারের সদস্যদের সেই সব কথা নিয়ে বলতে গিয়ে হেসে ফেলেন শাহরুখ। মজা করেই বলেন, এবার থেকে গৌরিকে ‘বোরকা’ পরে বাইরে বের হতে হবে। নামও পাল্টে ফেলতে হবে। এবার থেকে গৌরি খানের নাম হবে আয়েশা। তিনি বলেন, এসব শুনে গৌরির বাড়ির লোকেরা অবাক হয়ে যান এবং রাগে ফুসতে শুরু করেন। কিন্তু তার মজা করার ফল যে এমন হতে পারে, তা কল্পনাও করতে পারেননি শাহরুখ। শাহরুখ বলেন, বিয়ের পর রিসিপশনের সময় তিনি দেখেন, গৌরির বাড়ির প্রত্যেকে উপস্থিত। তারা নিজেদের মধ্যে পাঞ্জাবিতে কথা বলছেন। শুধু তাই নয়, বিয়ের পর শাহরুখ কি গৌরির ধর্ম পরিবর্তন করে দিয়েছেন, নাম পাল্টে দিয়েছেন, এমন সব আলোচনায় মেতে ওঠেন তারা। যা নিয়ে ওই সময় বিব্রত হন শাহরুখ। উল্লেখ্য, দিনটি ...

পম্পেওর উ. কোরিয়া সফর বাতিলে চীনের ‍উদ্বেগ

Image
উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তার সমালোচনা করেছে চীন। ট্রাম্প উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ বিষয়ে চীনের ভূমিকার সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পিয়ংইয়ং সফর বাতিল করেন। এরপরই চীন তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে। খবর এএফপি’র। চূড়ান্তভাবে পারমানবিক নিরস্ত্রীকরণ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বিষয়ে আলোচনার জন্যে পম্পেওর আগামী সপ্তাহে পিয়ংইয়ং সফরের কথা ছিল। শুক্রবার পম্পেওকে পিয়ংইয়ং সফরে যেতে নিষেধ করার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কারণ আমার মনে হয়েছে কোরীয় উপদ্বীপে পারমানবিক নিরস্ত্রীকরণে আমরা তেমন তাৎপর্যপূর্ণ অগ্রগতি করতে পারিনি। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের শক্ত বাণিজ্যিক অবস্থানের কারণে আমি বিশ্বাস করি না যে পারমানবিক নিরস্ত্রীকরণে আগের মত তারা সাহায্য করবে। এদিকে ট্রাম্পের এই অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিবৃতিটি মৌলিক বিষয়ের বিপরীত এবং দায়িত্বহীন। আমরা এ ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।’ ইত্তেফাক/টিএস

ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত, যুক্ত হচ্ছে ১১১টি হেলিকপ্টার

Image
আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে ভারত নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ১১১টি হেলিকপ্টার। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের পক্ষ থেকে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ট্যুইট করে এই খবর জানান। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেলে এটাই কেন্দ্রীয় সরকারের প্রথম প্রজেক্ট। সার্চ, অ্যাটাক কিংবা রেসকিউ অপারেশনে ব্যবহার করা যাবে এই হেলিকপ্টার। এছাড়াও, সেনাবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে ১৫৫ এমএম অ্যাডভান্সড আর্টিলারি গান সিস্টেম। ডিআরিও এই গান ডিজাইন করবে ও তৈরি করবে বলে জানা গেছে। এছাড়া ২৪টি মাল্টি রোল হেলিকপ্টারও অনুমোদন পেয়েছে যা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে যুক্ত হতে পারবে। উল্লেখ্য, আগেই নৌসেনা কেন্দ্রের কাছে ১১টি ইউটিলিটি ও ১২৩টি মাল্টি রোল হেলিকপ্টারের জন্য আবেদন জানিয়েছিল। এদিনের বৈঠকে ১৪টি শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম কেনার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১০টি ভারতেই তৈরি হবে। বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

চীনে আরও বেশি সন্তান নিতে নাগরিকদের অনুরোধ

Image
চীনে ২০১৫ সাল পর্যন্ত এক সন্তান নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। পরে ওই নীতি থেকে সরে এসে কিছু কিছু দম্পতিকে দুই সন্তান নেয়ার অনুমতি দেয়া হয়। কিন্তু সরকারের পূর্বের কঠোর নীতির কারণে দেশটিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে গেছে। এবার চীনের নাগরিবদের বেশি বেশি সন্তান নেয়ার অনুরোধ জানানো হয়েছে। নাগরিকদের উৎসাহিত করতে নানা ধরনের পদক্ষেপও নেয়া হয়েছে। যারা সংসার শুরু করতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন তাদের সাহায্যেও এগিয়ে এসেছে চীনা সরকার। চীনের সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদপত্রে বলা হয়েছে, জন্ম দেয়া এখন পারিবারিক এবং একই সাথে রাষ্ট্রীয় বিষয়। নতুন বছর উদযাপনে চীনা সরকারের প্রকাশিত স্ট্যাম্প চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলির বিদেশী সংস্করণে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, দেশের অর্থনীতি ও সমাজে এরইমধ্যে নিম্ন জন্মহারের নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/ফারজানা