Posts

বিশ্বকে নৌশক্তি দেখাল পুতিন

Image
রাশিয়ার নৌবাহিনী দিবসের কুচকাওয়াজে যুদ্ধজাহাজ পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি সেন্ট পিটার্সবার্গের কাছে পানিতে ৪০টি যুদ্ধজাহাজ চালিয়ে নৌশক্তির প্রদর্শন করল রাশিয়া। দেশটির বার্ষিক নৌবাহিনী দিবস উপলক্ষে রোববার নৌ-কুচকাওয়াজের এ আয়োজন করা হয়। যুদ্ধট্যাংক বহনে সক্ষম নতুন উভচর জাহাজ, ডুবোজাহাজ, দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী জাহাজও প্রদর্শন করা হয়। সিএনএন ও এএফপির খবরে বলা হয়, রাশিয়ার নৌবাহিনীর চার হাজারেরও বেশি সদস্য কুচকাওয়াজে অংশ নেন। ৪০টি যুদ্ধজাহাজের মধ্য প্রথমবারের মতো পানিতে ভাসে রণতরি অ্যাডমিরাল গরশকভ। যুদ্ধজাহাজের ২৬টি ছিল নতুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ বছরের মার্চে পুতিন ঘোষণা দিয়েছিলেন, তাঁর সামরিক বাহিনীতে নতুন এমন অস্ত্র যুক্ত হতে চলেছে, যা ন্যাটো জোটের প্রতিরক্ষাকে ‘অকার্যকর’ করে দিতে সক্ষম। তাঁর এ ঘোষণার কারণেই কুচকাওয়াজের দিকে মনোযোগ ছিল সবার। আর এ সুযোগে বিশ্বকে নিজের নৌশক্তি দেখিয়ে দিলেন পুতিন। ৪০টি যুদ্ধজাহাজ চালিয়ে বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া। ছবি: তাস রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, কুচ...

ফেসবুকে ভাইরাল : 'উই ওয়ান্ট জাস্টিস'

Image
বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী। এসময় 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখরিত হয়ে উঠে বিমানবন্দর সড়ক। বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার এবং ফেস্টুন দেখা যায়। তবে অধিকাংশ শিক্ষার্থীর ফেস্টুনে লেখা ছিল 'উই ওয়ান্ট জাস্টিস'।     সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় বিমানবন্দর সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গতকাল কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।  বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৮/আরাফাত

মিয়ানমারের ভূমিধ্বসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

Image
মিয়ানমারের উত্তরাঞ্চলের খনি এলাকায় গত সপ্তাহের ভূমিধ্বসের পর রবিবার ২৩ টি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির কচিন রাজ্যে এ ভূমিধ্বসে ২৭ জন নিখোঁজ হয়। সোমবার স্থানীয় ৭-ডে নিউজ একথা জানায়। উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে দু’টির পরিচয় পাওয়া যায়নি। হপাকান্ত খনি অঞ্চলে হওয়া এই ভূমিধ্বসের ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে সিক মু গ্রাম এলাকায় আয়িয়ার ইয়াদানার কোম্পানির একটি অব্যবহৃত খনি স্থলে ৯১.৪ মিটার উঁচু দেয়াল ভেঙ্গে পড়লে ব্যাপক ভূমিধ্বসের ঘটনা ঘটে। এদিকে গত ১৪ জুলাই এ অঞ্চলের সান-খার ও লন-খিন গ্রামে একই ধরনের ভূমিধ্বসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ নিহত ও ৪৩ জন আহত হয়। বাসস। ইত্তেফাক/ জেআর

উত্তেজনা বাড়িয়ে রুশ এস-৪০০ পরীক্ষার অপেক্ষায় চীন

Image
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব আবিষ্কার আর পাল্টাপাল্টি মহড়া। তারই জের ধরে এবার প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে কেনা এস-৪০০ মিসাইল প্রতিরক্ষাব্যবস্থা পেল চীন। জানা গেছে, বেইজিংকে এই প্রতিরক্ষাব্যবস্থার সব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষাসামগ্রী দ্রুত পরীক্ষা করে দেখতে চায় চীন। চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে কবে নাগাদ এস-৪০০ যুক্ত হবে তা পরিষ্কার নয়। তবে দ্রুত আমদানি ও পরীক্ষার ঘোষণায় প্রমাণ হয় শিগগিরই তা চীনের অস্ত্রাগারে যুক্ত করার আশা করা হচ্ছে। রাশিয়ায় প্রশিক্ষণ নেয়া চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দলটি চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে নিজেদের মাটিতে ওই প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছে বলে জানা গেছে।  উল্লেখ্য, সহজেই বহনযোগ্য রাশিয়ার তৈরি ট্রায়াম্ফ নামে পরিচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি। এই প্রতিরক্ষাব্যবস্থাটি ২৫০ কিলোমিটার উঁচুতে থাকা উড়োজাহাজ, ক্রুজ অথবা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।  ২০১৫ সালের এপ্রিলে রা...

যে কারণে ৩৬০ কোটি টাকার সুড়ঙ্গ দেখে ক্ষুব্ধ ক্রোয়েশিয়ার মানুষ!

Image
ক্রোয়েশিয়ার দক্ষিণে ৪৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬০ কোটি টাকার বেশি খরচ করে পাহাড়েরর ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল যানজট কমানোর জন্য। কিন্তু এখন তারা বুঝতে পারছে না, এই সুড়ঙ্গ তাদের কি কাজে লাগবে। আরটিএল ক্রোয়েশিয়ার খবর অনুযায়ী, ওমিস শহরের যানজট কমানোর উদ্দেশ্যে বাইপাস তৈরির জন্য একটি পাহাড়ের ভেতর দিয়ে ওই সুড়ঙ্গটি নির্মাণ করা হচ্ছিল। ওমিস ব্রিজ নামের একটি স্থানে সুড়ঙ্গের মুখ বের হবার কথা, যার ফলে ওমিসের বাসিন্দারা সহজেই উপকূলের সড়কে উঠতে পারবে। সুড়ঙ্গের কারণে শহরের ট্রাফিক জ্যাম কমবে বলেও আগে করা হয়েছিল। ছয় বছর আগে সুড়ঙ্গটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ১৪৭১ মিটার নির্মাণের পর দেখা গেল, সেটি বেরিয়েছে পাহাড়ের একটি খাদের ওপর, যেখান দিয়ে যাবার কোন পথ নেই। মূলত এ নিয়েই ক্ষুব্ধ ওমিস শহরের মানুষজন। ফ্রানি নামের একজন ব্যাঙ্গ করে বলছেন, 'এটা তাদের জন্য যেন একটা মজার ব্যাপার। হয়তো তারা ভেবেছে, ওখানে ব্যাটম্যান থাকে। শহরের জন্য যেখানে যানজট, সেখানে কোন খরচ করা হয়নি, কোন কাজ করা হয়নি। আরটিএল বলছে, শহরের কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, পুরো প্রকল্পট...

মুক্তি পেল সেই প্রতিবাদী ফিলিস্তিনি কিশোরী তামিমি

Image
আহেদ তামিমি। ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা তামিমি ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে এক প্রতিবাদী মুখ। অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলি সেনাদের চড়থাপ্পড় ও লাথি দেয়ার অভিযোগে গত বছর তাকে আটক করা হয়েছিল। রবিবার ইসরায়েলের শ্যারন কারাগার থেকে মুক্তি পেয়েছেন আহেদ তামিমি। ইসরাইলের এক কারা মুখপাত্র বলেন, শ্যারন কারাগার থেকে তামিমি মুক্তি পেয়েছে। সে পশ্চিমতীরে তার গ্রামের পথে রয়েছে। এর আগে, অধিকৃত পশ্চিমতীরে তার গ্রাম নাবি সালেহে নিজ পরিবারের সদস্যদের ওপর বিনাকারণে হামলার ঘটনায় ক্ষুব্ধ তামিমি দুই সেনাসদস্যের ওপর চড়াও হন। তিনি সেনাদের চড় ও লাথি মারেন। এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেল তিনি প্রশংসা কুড়ান। পরে গত বছরের ১৯ ডিসেম্বর তাকে আটক করা হয়েছিল। এ ঘটনায় তামিমির মা নারিমান এবং তার চাচাতো বোন নাওরকেও আটক করা হয়। এর আগে আহেদের বাবা বাসেম আল তামিমি বলেন, তার মেয়ে ১৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে। বিশেষ মূল্যায়নে ইসরাইলি কারা কর্তৃপক্ষ কারও কারা মেয়াদ কমিয়ে আনতে পারেন। গত মার্চে দেশটির সামরিক আদালত তাকে আট মাসের সাজা দিয়েছেন। ফিলিস...

মুসলিম তরুণীর আকুতি ‘আমায় একটু একা থাকতে দিন’

Image
বেশ ভালই চলছিল ভারতের কেরালার একটি বেসরকারি কলেজের বিএসসি তৃতীয় বর্ষের নারী শিক্ষার্থী হানান হামিদের।  কোচির মাধবনা এলাকার বাসিন্দা হানানের তালাকপ্রাপ্ত মা জাইরাবির চিকিৎসা, ভাইয়ের স্কুলের খরচ, নিজের কলেজে পড়ার খরচ চালানো-সবমিলিয়ে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য নিজের মতো লড়াই করছিলেন হানান।  প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ওঠেই পাশের বাজারে গিয়ে মাছ কিনে এনে পাশের এক বন্ধুর বাসায় ফ্রিজে রেখে আসতো হানান। এরপর বাসায় এসে একটু পড়াশোনা করে সাড়ে ৭ টা নাগাদ বাস ধরে বাসা থেকে ৬০ কিলোমিটার দূরে কলেজে চলে যেতো সে। কলেজ শেষ করেই ওই মাছ নিয়ে এরনাকুলামের থাম্মানাম বাজারে বসে মাছ বিক্রি করতো হানান।  এরপর সেই রুপি দিয়েই চাল-ডাল-শব্জি কিনে বাড়ি ফিরতো সে। সংসার চালাতে হানানের এই হাড় ভাঙা পরিশ্রমের খবর গত বুধবার প্রকাশিত হয় মালয়ালাম পত্রিকা ‘দৈনিক মাতৃভূমি’তে। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত বিখ্যাত হয়ে যায় হানান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার গল্প।  সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, পরিচালক সকলের হৃদয় ছুঁয়ে যায়। অসংখ্য শুভেচ্ছা আসতে থাকে। সেই সাথে আর্থিক সহায়ত...