Posts

চার গ্রুপে উদ্ধার হচ্ছে আটকে পড়া ফুটবলাররা, প্রস্তুত হেলিকপ্টার

Image
থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের লুয়াং নং নন গুহায় আটক দলটিকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যেতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। চারটি দলে ভাগ করে ১৩ জনের দলটিকে উদ্ধার করা হবে। ইতোমধ্যেই প্রথম দলটি গুহার ভেতর থেকে রওনা দেয়ার কথা। চিয়াং রাই প্রদেশের সবেচেয়ে ভালো হাসপাতালটি গুহা থেকে ৬০ মাইল দূরে। তাই সেখানে তাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসকে সত্য প্রমাণ করে আবারো মুষলধারে বৃষ্টি শুরু হয় গুহা এলাকায়। যেখানে দুই সপ্তাহ ধরে আটকে আছে ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয় আজ রবিবার সকাল ১০টায়। বিপদসংকুল এই উদ্ধার অভিযানে অংশ নিয়ে ১৮ ডুবুরি গুহায় প্রবেশ করে। জানা যায়, ১৮ ডুবুরির ১৩ জন বিদেশী ও ৫ জন থাই নেভি সিলের ডুবুরি। গুহায় আটকে পড়া ফুটবল দলের প্রথম দলটিকে বের করে আনতে প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে। স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রথম দলটিকে বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।  থাইল্যান্ডের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে উদ্ধার অভিযান শেষ হত...

গুহায় আটকে পড়া সেই ফুটবলারদের উদ্ধারে অভিযান শুরু

Image
থাইল্যান্ডের গভীরতম গুহায় আটক পড়া ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। গত ২৩ জুন গুহায় ঢুকে আটকা পড়ে তারা। আজ রবিবার ডুবুরীরা তাদের গুহার বাইরে নিয়ে আসতে অভিযান শুরু করেছেন।  আবহাওয়া অনুকূলে আসায় ও গুহার ভেতরে পানির স্তর কমতে থাকায় থাইল্যান্ডের চিয়াং রাইয়ের গভর্নর নারুংসাক ওস্তানাকর্ন রবিবার সকালে অভিযান শুরুর ঘোষণা দেন। উদ্ধার অভিযানে অংশ নেয়া ডুবুরীদের মধ্যে ৫ জন থাইল্যান্ডের এবং ১৩ জন বিদেশী ডুবুরী রয়েছেন।                 গুহায় আটকে পড়ার আগে কোচের সঙ্গে সেই ফুটবলাররা স্থানীয় সময় সকাল ১০টা অভিযান শুরু হয়। প্রথম জনকে উদ্ধারেই ১১ ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবাই বের করে আনতে দুই থেকে চার দিন লাগতে পারে। তবে সবকিছু আবহাওয়া ও গুহার ভেতরে থাকা পানির মাত্রার ওপর নির্ভর করছে। সূত্র: স্ট্যান্ডার্ড ইউকে বিডি প্রতিদিন ফারজানা

স্টার ওয়ারসের ‘লেজার একে-৪৭’ আনছে চীন

Image
কল্পকাহিনিভিত্তিক  সিনেমাগুলোতে ব্যবহৃত হয়, এমন বিধ্বংসী ‘লেজার গান’ বাস্তবে আনছে চীন। হাতে ধরা এ বন্দুকগুলো যে আলোর রশ্মি উৎপন্ন করে তা খালি চোখে দেখা যায় না। বন্দুকগুলো এমনই বিধ্বংসী যে মানুষের শরীরের হাড়-মাংস গলিয়ে ফেলতে সক্ষম। প্রায় এক কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তেজস্ক্রিয় রশ্মিসমৃদ্ধ এই ‘লেজার গান’। এ প্রকল্প সংশ্লিষ্ট চীনা বিজ্ঞানী ও গবেষকেরা এমনটাই জানিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, হলিউডের কল্পকাহিনিভিত্তিক সিনেমা স্টার ওয়ারসের বিধ্বংসী বন্দুক বাস্তবে নিয়ে আসছে চীন। তেজস্ক্রিয় রশ্মিসমৃদ্ধ এ বন্দুককে বলা হচ্ছে জেডকেজেডএম-৫০০ লেজার অ্যাসল্ট রাইফেল। হাতে ধরা এ বন্দুকগুলোর রশ্মি কঠিন ধাতু নির্মিত জানালার মধ্য দিয়েও যেতে পারে। অস্ত্রটিকে শক্তি জোগাবে বিশেষভাবে তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি; যা সাধারণ গুলি চেয়ে অনেকটাই হালকা। একটি ব্যাটারি থেকে প্রায় এক হাজার বার হামলা করা যাবে। ট্যাংক, বিমান ও জাহাজ থেকেও ব্যবহার করা যাবে এই অত্যাধুনিক অস্ত্রটি। একটি বন্দুকের দাম পড়বে প্রায় ১৫ হাজার মার্কিন ডলার। খবরে বলা হয়েছে, কারও গায়ের পোশাক যদি দাহ...

আগরতলা বিমানবন্দরের নামবদল

Image
বদলে গেল ত্রিপুরা বিমানবন্দরের নাম। বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে। গতকাল বুধবার ভারত সরকার এই সিদ্ধান্ত নেয়। ভারতে সীমান্ত লাগোয়া আর কোনো বিমানবন্দর নেই। ভারত ভাগের আগেই ব্রিটিশ সরকার এই বিমানবন্দরটি চালু করে। ত্রিপুরার শেষ মহারাজা বাংলাদেশের চাকলা রোসনাবাদের শেষ জমিদার ছিলেন, বীর বিক্রম কিশোর মানিক্য। চলতি বছরে ত্রিপুরা বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিশ্রুতি ছিল প্রয়াত আদিবাসী মহারাজার নামেই বিমানবন্দরের নাম দেওয়া হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা নামবদলের প্রস্তাবটি দিল্লিতে পাঠায়। গতকাল ভারতের মন্ত্রিসভা সেই প্রস্তাবকে স্বীকৃতি দেয়। নাম বদলের পর টুইটে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীকে রাজ্যবাসীর পক্ষ থেকে পাল্টা অভিনন্দন জানিয়েছেন। গতকাল রাতেই দিল্লি থেকে আগরতলা ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে মন্ত্রী, বিধায়ক ও বিজেপি সদস্যরা বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জ...

আতঙ্কে আসামের ৯০ লাখ মুসলমান

Image
আতঙ্কে আছেন আসামে বসবাসকারী ৯০ লাখ মুসলমান। সেখানে জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি) হালনাগাদ করার কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে চলা এই প্রক্রিয়া আসামে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নাম তালিকাভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হবে। এনআরসি’তে বিদেশী হিসেবে চিহ্নিত হলে তাদের ভাগ্যে কি ঘটতে চলেছে সে বিষয়ে কোন ধারণা নেই তাদের। খবর বিবিসি’র। খবরে বলা হয়, এনআরসি’র কারণেই আসামে বসবাসকারী বাংলাভাষী প্রায় ৯০ লাখ মুসলমান ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছেন। সংখ্যাটা মুসলমানদের তুলনায় অনেক কম হলেও বাঙালি হিন্দুদের একটা অংশের মধ্যেও রয়েছে আতঙ্ক। বর্তমানে আসামের বাংলাভাষী মুসলমানদের মধ্যে যে প্রশ্ন বিরাজ করছে তা হচ্ছে, এনআরসি শেষে যেসব মানুষকে ‘বিদেশি’ বলে চিহ্নিত করা হবে, তাদের ভবিষ্যৎ কী! ভারত আর বাংলাদেশের মধ্যে যেহেতু বিদেশি বা বাংলাদেশি বলে চিহ্নিত ব্যক্তিদের ফেরত পাঠানোর কোনো চুক্তি নেই। তাহলে যেসব মানুষ কয়েক প্রজন্ম ধরে ভারতকেই নিজেদের দেশ বলে মনে করে এসেছেন, তাদের নিয়ে কী করা হবে। সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ভারত আর বাংলাদেশের মধ্যে ‘বিদেশি’ বলে চি...

আমেরিকাকে চড়ামূল্য দিতে হবে : রুহানি

Image
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানকে একঘরে করার জন্য ওয়াশিংটন নতুন করে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে। একইসঙ্গে তিনি বলেন, শত্রুর এসব ষড়যন্ত্রের মুখে ইরানি জাতি আরো বেশি মাত্রায় ঐক্যবদ্ধ এবং দৃঢ়চেতা হবে। স্থানীয় সময় মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একদল প্রবাসী ইরানিদের সমাবেশে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিনীরা দাবি করছেন যে তারা বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে চান। কিন্তু তাদের এ উদ্দেশ্য কখনোই পূরণ হবে না।  তিনি বলেন, কেবল মার্কিনীরাই বিশ্বের একচ্ছত্র ক্ষমতার অধিকারী নন। অতীতে আমেরিকা যখনই ইরানি জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে তখন হয়ত বিশ্বের একটি অংশ তার পাশে দাঁড়িয়েছে। কিন্তু আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে সেই পরিবেশ ও পরিস্থিতি পাল্টে গেছে এবং ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের শত্রুতামূলক নীতিকে এখন খুব কম দেশই সমর্থন করে।   ২০১৫ সালে বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া প্রসঙ্গে রুহানি বলেন, কেবল হাতে-গোনা কয়েকটি দেশ ওয়াশিংটনের এই একতরফা সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে...

বিশ্ববাজারে চাহিদা মেটাতে বাড়তি তেল উত্তোলন করবে সৌদি

Image
আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা পূরণের জন্য প্রতিদিন বাড়তি ২০ লাখ ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।  মঙ্গলবার সৌদি মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। ওই বৈঠকে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ উপস্থিত ছিলেন।  বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে তেল সরবরাহ ও চাহিদার ক্ষেত্রে যে কোনো পরিবর্তনের মুখে ভারসাম্য ধরে রাখার জন্য সৌদি আরব তার অব্যবহৃত সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে। ভবিষ্যত পদক্ষেপের বিষয়ে রিয়াদ তেল উৎপাদানকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে। ইরান ও ভেনিজুয়েলার তেলের শূন্যতা পূরণের জন্য সৌদি আরব তেল উত্তোলনের মাত্রা বাড়াতে রাজি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার কয়েকদিন পর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।  ট্রাম্প এক টুইট বার্তায় দাবি করেছিলেন, তার আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরব ২০ লাখ ব্যারেল বাড়তি তেল উত্তোলন করতে রাজি হয়েছে। সৌদি আরব বর্তমানে বিশ্বে প্রতিদিন সবচেয়ে বেশি এক কোটি ব্যারেল তেল উত্তোলন করে।    সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন যে, ইরানকে তারা কোনো তেল বিক্রি করতে দেবে না। এতে বিশ...