চার গ্রুপে উদ্ধার হচ্ছে আটকে পড়া ফুটবলাররা, প্রস্তুত হেলিকপ্টার
থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের লুয়াং নং নন গুহায় আটক দলটিকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যেতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। চারটি দলে ভাগ করে ১৩ জনের দলটিকে উদ্ধার করা হবে। ইতোমধ্যেই প্রথম দলটি গুহার ভেতর থেকে রওনা দেয়ার কথা। চিয়াং রাই প্রদেশের সবেচেয়ে ভালো হাসপাতালটি গুহা থেকে ৬০ মাইল দূরে। তাই সেখানে তাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসকে সত্য প্রমাণ করে আবারো মুষলধারে বৃষ্টি শুরু হয় গুহা এলাকায়। যেখানে দুই সপ্তাহ ধরে আটকে আছে ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয় আজ রবিবার সকাল ১০টায়। বিপদসংকুল এই উদ্ধার অভিযানে অংশ নিয়ে ১৮ ডুবুরি গুহায় প্রবেশ করে। জানা যায়, ১৮ ডুবুরির ১৩ জন বিদেশী ও ৫ জন থাই নেভি সিলের ডুবুরি। গুহায় আটকে পড়া ফুটবল দলের প্রথম দলটিকে বের করে আনতে প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে। স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রথম দলটিকে বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। থাইল্যান্ডের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে উদ্ধার অভিযান শেষ হত...