Posts

ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিলেন ট্রাম্পকে

Image
ইরানের তেল রপ্তানি বন্ধ হলে অন্য দেশও কোথাও তেল বিক্রি করতে পারবে না, এমনটাই হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী। সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছে আন্তর্জাতিক মহলে ইরানের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে এসব কথা বলেন। সম্প্রতি ট্রাম্পের চাহিদা অনুযায়ী রেকর্ড হারে তেল উত্তোলন করবে সৌদি আরব। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমছে। সৌদি আরব বিশ্বে তেল উত্তোলনকারী বৃহত্তম দেশ। ইরানের এমন হুঁশিয়ারিতে বিপদের আঁচ পাচ্ছেন বিশেষজ্ঞরা। রুহানী বলেন, ট্রাম্প ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিতে চায়। এমন হলে আরবের অন্যান্য দেশগুলোকে খেসারৎ দিতে হবে। তিনি সরাসরি ঘোষণা করেন, আমাদের কিছু হলে অন্য দেশও তেল বিক্রি করতে পারবে না। আন্তর্জাতিক মহলের অভিমত, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে খারাপ যাচ্ছে। ইরানী পরমাণু চুক্তি ঘিরে দুই রাষ্ট্রের দ্বন্দ্ব চলছে। যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিতে এসব হুঁশিয়ারি দিচ্ছেন হাসান রুহানী। রুহানী তার বক্তব্যে আরও বলেন, আমাদের দেশ কারো কাছে নতি স্বীকার করবে না। আমাদের দেশের মানুষের সম্মান আমি রুখবই। এটা আমার পবিত্র দা...

ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে উচ্ছ্বসিত পুতিন

Image
চলতি মাসের ১৬ তারিখে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন। আসন্ন বৈঠক নিয়ে বেজায় খুশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কয়েকদিন আগে দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বৈঠকের সময় ও তারিখ নির্ধারণের ঘোষণা দেয় হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কোথাও এ বৈঠক অনুষ্ঠিত হবে না। ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এ বৈঠক। গতকাল কনফারেন্স কলে পেসকভ সাংবাদিকদের জানান, পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে অনেক উচ্ছ্বসিত। এ বৈঠক নিয়ে অনেক আশাবাদী তিনি। তিনি আরও বলেন, পুতিন চলতি সপ্তাহে রাশিয়ায় আসা যুক্তরাষ্ট্রের আইনপ্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না এখন পর্যন্ত কিছু ঠিক করেননি।  ইত্তেফাক/নূহু

লামায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত

Image
উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাইয়া পাড়ায় পাহাড় ধসে মাটি চাপায় শিশু ও নারীসহ  একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। নিহতদের নাম মোঃ হানিফ (৩০), তার স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও শিশু কন্যা হালিমা বেগম (৩)।  মঙ্গলবার দুপুরে মুষলধারে বৃষ্টি হলে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।  সরই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফ আলী জানান, অতি বর্ষণে পাহাড় ধসে এ ঘটনাটি ঘটেছে। পূর্ব দিকে অনেক দুর থেকে পাহাড় ধসে আসলে নিহত পরিবারে সদস্যদের মাটি চাপা পড়ে  নিহত হয়। ধারণা করা হচ্ছে পাহাড় ধসের ঘটনার সময় নিহতের পরিবার সকলে দুপুরের খাবারের পর ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন।  লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, সরই ইউ.পি চেয়ারম্যান ফরিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  সরই ক্যাজু পাড়া পুলিশ ফাঁড়ির আই.সি মোহাম্মদ কাসেম আলী জানিয়েছেন, পাহাড় ধসের ঘটনার ৩০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় নিহত ৩ জনের লাশ উদ্ধার করেছে।  ইত্তেফাক/রেজা

থাই ফুটবলার দলকে উদ্ধারের খবর সঠিক নয়

Image
থাইল্যান্ডে গুহায় আটকে পড়া সেই ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে কয়েক মাস সময় লাগতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। এর আগে তাদের উদ্ধার করা হয়েছে বলে খবর প্রকাশ করে বিভিন্ন দেশি-বিদেশি সংবামাধ্যম। পরে জানা যায় যে, উদ্ধারের খবরটি সঠিক নয়।  প্রায় ১০ দিন আগে আটকে পড়া ফুটবলারদের সবার বয়স ১১-১৬ এর মধ্যে। তাদের কোচের বয়স ২৫ বছর। বন্যার পানির কারণে তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তারা সবাই জীবিত আছে। আজ মঙ্গলবার তাদের খাবার ও প্যারাসিট্যামল ও উচ্চমাত্রার ক্যালরিসহ ওষুধ পাঠানো হয়েছে। থাইল্যান্ড আর্মড ফোর্স এর নেভি ক্যাপ্টেন জানিয়েছেন, আমরা আরও চার মাসের খাবার পাঠানোর প্রস্তুতি নেব। পানি সরিয়ে নেয়ার পাশাপাশি ফুটবলারদের বের করে আনতে প্রশিক্ষণ দেয়ারও প্রস্তুতি নেয়া হচ্ছে। সূত্র: টেলিগ্রাফ বিডি প্রতিদিন/ফারজানা

গাজীপুরে ফোমের কারখানার আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

Image
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয় বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক একটি কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করেছে। প্রাথমিক তথ্যে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। ছবি: মাসুদ রানা জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানাটিতে ফোম ও সিনথেটিক কাপড় তৈরি করা হয়। কারখানা ও গুদাম টিনশেডের। কারখানাটিতে ফোম ও সিনথেটিক কাপড় তৈরি করা হয়। ছবি: মাসুদ রানা জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক ফাইবারের বেড (ফোম) ও সিনথেটিক কাপড় তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুন নেভাতে অনেক সময় লাগতে পারে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা।

কনের বয়স ১১ বছর, বরের ৪১

Image
মালয়েশিয়ার আইন অনুযায়ী, বয়স ১৮ হলেই বিয়ে দেওয়া যাবে। তবে ইসলামি শরিয়া আদালত চাইলে ১৬ বছরের কম বয়সীদের ক্ষেত্রেও বিয়ে অনুমোদন দিতে পারেন। ছবি: সংগৃহীত পাত্রীর বয়স ১১ এবং পাত্রের ৪১ বছর। ওই ব্যক্তির আছে আরও দুজন স্ত্রী। ছয় সন্তানের ওই জনকের বিয়ে নিয়ে চলছে সমালোচনা। এই অসম বয়সের বিয়ে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে মাহাথির মোহাম্মদের মালয়েশিয়ায়। সমালোচনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ করার দাবি উঠেছে। বিবিসি ও ফক্স নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি মালয়েশিয়ার আবদুল করিম আবদুল হামিদ লুকিয়ে থাইল্যান্ডের ১১ বছর বয়সী এক শিশুকে বিয়ে করছেন। আবদুল করিমের একজন স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। থাইল্যান্ডে ওই শিশুটির মা-বাবা জানিয়েছেন, একটি শর্তে তাঁরা মালয়েশিয়ার ওই ব্যক্তির সঙ্গে তাঁদের সন্তানের বিয়ে দিয়েছেন। তৃতীয় স্ত্রী হওয়ার অনুমতির সেই শর্ত হলো ওই শিশুর ১৬ বছর পর্যন্ত মা-বাবার কাছেই থাকবে। মালয়েশিয়ার সরকার বলছে, তাদের এখানে এ বিয়ে অনুষ্ঠিত হয়নি। এটি থাইল্যান্ডে ঘটেছে এবং তারা ঘটনাটির তদন্ত করছে। ওই ব্যক্তি একজন সমৃদ্ধিশালী ব্যবসায়ী। শিশুটির পরিবার দরিদ্র। অসম এ বিয়ে নিয়...

শ্রীলংকার ৪০ শতাংশ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে চীন

Image
শ্রীলংকায় চলমান অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোর ৪০ শতাংশ বাস্তবায়ন করছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। শ্রীলংকার একটি ব্যবসায়ী সংগঠন এই তথ্য জানিয়েছে। খবর সাউথ এশিয়ান মনিটরের।   খবরে বলা হয়, শ্রীলঙ্কায় নির্মাণাধীন অবকাঠামোর প্রকল্পগুলোতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অংশীদার হিসেবে নেওয়ার দাবি জানিয়েছে প্রকৌশলী ও নির্মাতাদের সংগঠন সিলন ইন্সটিটিউট অব বিল্ডার্স (ক্লোব)।   ক্লোব জানিয়েছে,  চায়না ইন্টারন্যাশনাল কন্টাক্টরর্স এসোসিয়েশন শ্রীলংকার ৪০ শতাংশ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।   শুক্রবার কলম্বোতে সপ্তম নির্মাণ শিল্প প্রদর্শনী- কনস্ট্রাকশন এক্সপো ২০১৮ উদ্বোধনকালে ক্লোব প্রেসিডেন্ট রোহান করুনারত্ন এমনটা দাবি করেন।    তিনি বলেন, চীনারা আগামী তিন বছরে তাদের অংশ ৭০ শতাংশে উন্নীত করতে চায়। এটা আমাদের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর। সাউথ এশিয়ান মনিটর।   ইত্তেফাক/ জেআর