রাশিয়ার রাস্তায় ফের চুমু খাওয়ার চেষ্টা নারী সাংবাদিককে
জুলিয়া গুইমারাইস টিভি গ্লোবো ও স্পোর্টটিভি’র হয়ে কাজ করেন রাশিয়া বিশ্বকাপ ফুটবলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন এক নারী ক্রীড়া সাংবাদিক। একতেরিনবুর্গে একটি লাইভ প্রতিবেদন নিয়ে কর্মরত ছিলেন জুলিয়া গুইমারাইস নামের এই ব্রাজিলিয়ান সাংবাদিক। এসময় তাকে চুমু খাওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। তবে তিনি সরে গিয়ে, এর প্রতিবাদ জানান। খবর বিবিসি’র। খবরে বলা হয়, কয়েকদিন আগেই বিশ্বকাপের শুরুতে কলম্বিয়ান এক নারী সাংবাদিককে হতে হয়েছিল যৌন হয়রানির শিকার। জুলিথ গঞ্জালেস থেরান নামের ওই সাংবাদিক জার্মান সংবাদ চ্যানেল ডয়েচে ভেলের হয়ে রাশিয়ায় অবস্থান করছেন। রাশিয়ার সসানস্ক শহরের একটি বিশ্বকাপ কাউন্টডাউন ঘড়ির সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে কথা বলার সময় এক ব্যক্তি এসে তাকে জড়িয়ে ধরে চুমু দেন। তিনি তখন লাইভ অনুষ্ঠানে কথা বলছিলেন। এমন ভয়াবহ ঘটনার পরও ঘাবড়ে না গিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে নিজের বক্তব্য শেষ করেন থেরান। কিন্তু চুপ থাকেননি জুলিয়া। বরঞ্চ কাজ থামিয়ে প্রতিবাদ করেছেন। কলম্বিয়ান নারী সাংবাদিক জুলিথ গঞ্জালেস থেরানকে রাশিয়ার সসানস্ক শহরের রাস্তায় কর্মরত অবস্থায় চুমু ...