Posts

'নিখোঁজ ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উ. কোরিয়া'

Image
মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেছেন, কোরীয় যুদ্ধের সময় নিখোঁজ হওয়া ২০০ সেনার দেহাবশেষ বুধবার ফেরত দিয়েছে উত্তর কোরিয়া। তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ট্রাম্প বলেন, আমরা আমাদের মহান বীরদের ফেরত পেয়েছি। আমরা এরইমধ্যে ২০০ সেনার দেহাবশেষ ফেরত পেয়েছি। মিনোসোটাতে এক জনসমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, উত্তর কোরিয়া বেশ কিছু সেনার দেহাবশেষ আগামী কয়েকদিনের মধ্যে হস্তান্তর করবে। এসব দেহাবশেষ দক্ষিণ কোরিয়ায় মোতায়েন জাতিসংঘ কমান্ডের কাছে দেয়া হবে তারপর সেখান থেকে হাওয়াই দ্বীপের মার্কিন হিকাম বিমানঘাঁটিতে নেয়া হবে।    গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন। পরে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়েছেন কিম। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুসারে, ১৯৫০ দশকের কোরীয় যুদ্ধে ৩৬ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছিল। বিডি প্রতিদিন/২১ জুন ২০১৮/আর...

বিজেপির আনন্দিবেনের মন্তব্যে চটেছেন মোদিপত্নী যশোদাবেন

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর স্ত্রী যশোদাবেন। ছবি: সংগৃহীত ভারতের গুজরাটের বিজেপিদলীয় সাবেক মুখ্যমন্ত্রী ও মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের ওপর চটেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন ও তাঁর ভাই অশোক মোদি। যশোদাবেনকে নিয়ে আনন্দিবেন একটি বিরূপ মন্তব্য করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আনন্দিবেন গুজরাটের দিব্য ভাস্কর নামের একটি সংবাদপত্রে ১৯ জুন এক সাক্ষাৎকারে দাবি করেন, যশোদাবেনকে নাকি বিয়েই করেননি মোদি! তিনি অবিবাহিত। ইস্যুটি নিয়ে বিরোধীরা মুখর হওয়ার আগেই মোদিপত্নী যশোদাবেন ও তাঁর ভাই অশোক গুজরাটের উঞ্ছায় গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আনন্দিবেনের মন্তব্যে অবাক হয়েছেন যশোদাবেন ও অশোক। এ ধরনের মন্তব্য অনভিপ্রেত। গুজরাটে মোদির পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন আনন্দিবেন। পরে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপাল হন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোদি নিজেই লিখেছিলেন তাঁর স্ত্রী আছে। তিনি বিবাহিত। তাঁর সহধর্মিণীর নাম যশোদাবেন। যশোদাবেন গুজরাটের একটি স্কুলে শিক্ষকতা করতেন। বিজেপিরই নেত্রী ...

দীঘিনালায় শাকসবজির বাজার চড়া

Image
খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও বন্যার পর দীঘিনালায় শাকসবজি বাজার এখন চড়া। চাহিদার তুলনায় সবজির জোগান কম থাকায় পণ্য কেনা নিয়ে এক ধরণের প্রতিযোগিতা চলছে বাজারে। কৃষি বিভাগের তথ্য মতে বন্যায় দীঘিনালার ১৫ একর সবজি খেত নষ্ট হয়ে গেছে। এর মধ্যে মেরুং ইউনিয়নে উপজেলার চার ভাগের তিন ভাগ সবজি উৎপাদন হয়। ১১ থেকে জুন পর্যন্ত এই ইউনিয়নের ফসলি জমি ছিল পানির নিচে। উপজেলায় আটটি বাজার রয়েছে। এর মধ্যে সাতটিতে সাপ্তাহিক হাট বসে। বন্যার কারণে এর মধ্যে কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বোয়ালখালী নতুন পাইকারি বাজারের প্রতিদিন কেনাবেচা চলে। স্থানীয় হাটবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যার আগে করলার দাম ছিল প্রতি কেজি ৩০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ২০ টাকা কেজি ছিল বরবটি ও ঢ্যাঁড়স। এখন এসব সবজি বিক্রি হচ্ছে যথাক্রমে ৭০ ও ৮০ টাকা কেজিতে। টমেটো ১০০ টাকায়, পটল ৬০ টাকায়, কাঁকরোল ৭০ টাকায়, কাঁচা মরিচ ৯০ টাকায়, বেগুন ৬০ টাকায় ও আলু ২৫ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে বোয়ালখালী নতুন বাজারের পাইকারি বাজারের সবজি বিক্রেতা মো. কোরবান আলী (৫০), মো. ...

কাতার সীমান্তে খাল কাটছে সৌদি আরব!

Image
উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের তিন দিকে সমুদ্র, আর শুধু একদিকে রয়েছে স্থলসীমান্ত- যা সৌদি আরবের সঙ্গে সংযুক্ত। এবার এই স্থল সীমান্তে খাল খনন করে কাতারকে দ্বীপ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে রিয়াদ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই জানিয়েছে, ‘সালওয়া ক্যানেল’ নামে খালটি খননের জন্য চলতি মাসের ২৫ জুনের মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। ৬০ কিলোমিটার দীর্ঘ খালটি খননের জন্য ইতিমধ্যে ৫টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র জমা দিয়েছে। ২৫ জুনের পরবর্তী ৯০ দিনের মধ্যে সৌদি সরকার প্রকল্পের জন্য মনোনীত কোম্পানির নাম জানাবে। সৌদি দৈনিক ‘মক্কা’ জানিয়েছে, কাজ শেষ করার জন্য এক বছর সময় পাবে সংশ্লিষ্ট কোম্পানি। ৫ লাখ ৩০ হাজার ডলার বাজেটের খালটি ৬০ কিলোমিটার দীর্ঘ, ২০০ মিটার প্রশস্ত এবং ১৫ থেকে ২০ মিটার গভীর হবে। ৩৩ মিটার লম্বা এবং ৩০০ মিটার দীর্ঘ জাহাজ খালটিতে চলাচল করতে পারবে। খালটির তীরে হোটেল, রিসোর্ট নির্মাণের পরিকল্পনাও আছে। এছাড়া সেখানে একটি সামরিক ঘাঁটি এবং পারমাণবিক বর্জ্য ফেলারও একটি জায়গা থাকবে। পুরো প্রকল্পটি সৌদি ভূখণ্ডে হওয়াতে কাতারের অভিযোগ করার সুযোগ থাকবে না। আরব আমিরাত ও সৌদি বেসরকারি...

তালেবানের আক্রমণে ৩০ আফগান সেনা নিহত

Image
আফগানিস্তানে যুদ্ধবিরতি শেষে আজ দেশটির পশ্চিম প্রদেশ বাদঘিজে তালেবানের আক্রমণে ৩০ আফগান সেনা নিহত হয়েছেন। ঈদুল ফিতরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সামরিক বাহিনীর ওপর এ হামলা চালিয়েছে সশস্ত্র তালেবানরা। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাদঘিজ প্রদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।  এদিকে ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি গত রবিবার (১৭ জুন) শেষ হয়। যদিও ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছিলেন। গত শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন। এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। বিডি প্রতিদিন/এ মজুমদার

নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত

Image
অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো.আবুল কালাম মল্লিক আজ বুধবার এ কথা জানান। তিনি জানান, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি আরো জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দুর্বল থেকে মোটামুটি সক্রিয় রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। সেই সময় সরাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটিভাবে সক্রিয় থাকায় দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসহ বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ফেনী, কুমি...

জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার

Image
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ (ইউএনএইচআরসি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিষয়ক সংস্থাটির বিরুদ্ধে ‘রাজনৈতিক পক্ষপাতিত্বের’ অভিযোগ এনে এমন ঘোষণা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো ও বিশ্ব নেতারা। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। সংস্থাটির ১২ বছরের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এই পদক্ষেপ নিচ্ছি, কেননা, আমাদের প্রতিশ্রুতি আমাদেরকে এমন  ভণ্ডামীপূর্ণ ও স্বার্থপর সংগঠনের থাকার অনুমোদন দেয়না। এসময় তিনি বলেন, ইউএনএইচআরসি মানবাধিকার নিয়ে উপহাস করছে। হ্যালির ঘোষণা দেয়ার কয়েক মিনিট পরেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার জেইদ রাদ আল হুসেইন, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণাটিকে ‘অবাক করা না হলেও, হতাশাজনক’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, বর্তমান দুনিয়ায় মানবাধিকার পরিস্থিতি বিবেচনা করে...