Posts

সিঙ্গাপুর পৌঁছেছেন ট্রাম্প

Image
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে ঐতিহাসিক বৈঠক উপলক্ষে সিঙ্গাপুর পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান। আগামী ১২ জুন বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কানাডায় জি-সেভেন সম্মেলন শেষ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন ডোনাল্ড ট্রাম্প। কিম আসলে ব্যক্তিগত উড়োজাহাজে সিঙ্গাপুরে গেছেন নাকি এয়ার চায়নার একটি ফ্লাইটে, তা নিয়ে এর আগে রহস্য তৈরি হয়েছিল। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছেন, এয়ার চায়না-৭৪৭ নামের একটি জাম্বো জেট উড়োজাহাজ চাঙ্গিতে অবতরণ করার কিছুক্ষণ পরই বিমানবন্দর থেকে একটি রাষ্ট্রীয় গাড়িবহর বেরিয়ে যেতে দেখা যায়। ১২ জুনের বৈঠকটি হবে নর্থ কোরীয় কোনো নেতার সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক। বিডি প্রতিদিন/১০ জুন ২০১৮/আরাফাত

কিমের পরেই সিঙ্গাপুরে অবতরণ করলেন বোন কিম ইয়ো জং

Image
সিঙ্গাপুরের স্থানীয় সময় রবিবার দুপুরে চেঙ্গি বিমানবন্দরে অবতরণ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এরপরেই তার বহরের তৃতীয় বিমানে করে বোন কিম ইয়ো জংসহ অন্য উচ্চ-প্রতিনিধিরা সেখানে পৌঁছান। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সিঙ্গাপুরের পথে আছেন। রবিবার রাতে তার সিঙ্গাপুরে পৌঁছানোর কথা। বার্তা সংস্থা সিএনএন জানাচ্ছে, এয়ার চায়না ৭৪৭ নামের একটি জাম্বো জেট উড়োজাহাজ চেঙ্গিতে অবতরণ করার কিছুক্ষণ পরই বিমানবন্দর থেকে একটি রাষ্ট্রীয় গাড়িবহর বেরিয়ে যেতে দেখা যায়। আর তার অল্প সময় পরই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান তার টুইটার পেজে কিমকে স্বাগত জানানোর ছবি পোস্ট করেন। সিঙ্গাপুরের দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোনকে বহনকারী তৃতীয় একটি বিমান সিঙ্গাপুরে পৌঁছেছে। রবিবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় কিম ইয়ো জংকে বহনকারী বিমানটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে।  ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকের তারিখটি বেশ কিছুদিন আগে নির্ধারিত হলেও আচমকা গত ২৪ মে উনের সঙ্গে বৈঠকটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের এ সিদ্ধান্তে উত্তর ...

ভারত-চীন বন্ধুত্বের নতুন বার্তা

Image
চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর বৈরী। নানা সময়ে নানা জটিলতায় গত কয়েক দশকে দুই দেশের সম্পর্ক বেশ একটা ভাল যায়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের আজ বৈঠকের পর নতুন এক বার্তা পাওয়া গেল। গত দেড় মাসের মধ্যে চীনে দ্বিতীয়বার গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিনদাওয়ে সাংহাই সহযোগীতা সংগঠন তথা এসসিও-র ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পাড়ি জমান মোদী। সম্মেলনের আগে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক হয়। এ বৈঠক থেকে এলো দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের বার্তা। বাণিজ্য ঘাটতি কমাতে ভারত থেকে বাসমতি চাল আমদানী করবে চীন। এছাড়া ২০১৯ সালে ভারতে ঘরোয়া বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট শি। বৈঠকে সই হয় দুটি সমঝোতা পত্র। প্রথমটি নদীর জল সংক্রান্ত তথ্যের আদান প্রদান। উল্লেখ্য, চীনের সাংপো ভারতে ঢুকে নাম হয়েছে ব্রহ্মপুত্র। গত বছর ব্রহ্মপুত্রের জলে অস্বাভাবিকভাবে কাদা ও দূষণের পরিমাণ বেড়ে যায়। আর তা নিয়ে ভারতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সে জন্য এই সমঝোতা চুক্তি। দ্বিতীয়টি ভারতের চাল রফতানি বিষয়ে। বাসমতি চাল ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে অন্য চাল নিতেও সম...

কিমের সঙ্গে বৈঠক, সিঙ্গাপুরের পথে ট্রাম্প

Image
অনেক প্রতীক্ষার পর অবশেষে আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন। এতে একধাপ এগিয়ে বৈঠকের দুইদিন আগেই রবিবার দুপুরে সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দরে অবতরণ করেছেন কিম। মঙ্গলবার সিঙ্গাপুরের সেন্তাসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে বৈঠকে মিলিত হবেন এ দুই নেতা। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, কানাডায় জি সেভেন সম্মেলন শেষে শনিবার (৯ জুন) সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন ট্রাম্প ও তার সফরসঙ্গীরা। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ৮:৩৫ মিনিটের দিকে তাদের সিঙ্গাপুরের পায়া লেবার বিমানঘাঁটিতে পৌঁছানোর কথা। সেখান থেকে শাংরি লা হোটেলে যাবে মার্কিন দলটি। ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স-ওয়ান বিমানে থাকবেন- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।  অপেক্ষাকৃত নিরাপদ এবং সুবিধাজনক স্থান বিবেচনায় বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরকে বেছে নেয়া হয়েছে। পৃথিবীর অল্প কয়েকটি দেশের মধ্যে সিঙ্গাপুরে একইস...

কানাডার প্রধানমন্ত্রী 'চরম অসৎ এবং দুর্বল' : ট্রাম্প

Image
কানাডার 'অসততা'কে দায়ী করে জি-সেভেন সম্মেলন শেষে স্বাক্ষরিত যৌথ ঘোষণা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিল্পোন্নত অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর 'বড় ধরনের শুল্ক' আরোপ করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।  ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডার সঙ্গে ট্রাম্প প্রশাসনের মতবিরোধ চলছিল। তা সত্বেও শিল্পোন্নত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জি-৭ সম্মেলনে 'নিয়মানুযায়ী বাণিজ্য ব্যবস্থাপনায়' সমর্থন জানিয়ে যৌথ প্রজ্ঞাপনে সম্মত হন।  ট্রাম্পের প্রত্যাহারের পর ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে বলে ধারণা পর্যবেক্ষকদের। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে অংশ নিতে সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগেই সিঙ্গাপুর যাওয়ার পথে করা এক টুইটে ট্রাম্প যৌথ ঘোষণা থেকে সরে আসার কথা জানান। তিনি বলেন, জি-৭ সম্মেলনে থাকা মার্কিন প্রতিনিধিদের যৌথ ওই প্রজ্ঞাপনটি অনুমোদন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে ছেয়ে যাওয়া অটোমোবাইল পণ্যের শুল্কের পরিমা...

পাকিস্তানে ভোটে লড়ছেন শাহরুখ খানের বোন

Image
বলিউডের মেগাস্টার শাহরুখ খানের চাচাতো বোন নূরজাহান পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। বৃহস্পতিবার এ খবর দিয়েছে পাকিস্তানি দৈনিক 'এক্সপ্রেস ট্রিবিউন'। পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তান পার্লামেন্টের পিকে-৭৭ আসনে (পেশোয়ার) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার জন্য ইসলামাবাদে নির্বাচন কমিশনের দফতর থেকে তার মনোয়নপত্র তুলেছেন নূর জাহান। 'এক্সপ্রেস ট্রিবিউন'কে নূরজাহান জানিয়েছেন, আমি নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করতে চাই। নির্বাচনে জিতলে আমার কেন্দ্রের সমস্যাগুলো পাক পার্লামেন্টে তুলে ধরব। নূরজাহানের নিজের ভাই মনসুর বোনের হয়ে ভোটের প্রচারে নেমেছেন। তিনি জানান, রাজনীতিতে আমাদের পরিবার একেবারেই নতুন নয়। আবদুল গাফফার খানের খোদাই খিদমতগার আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তার পরিবার ও পূর্বপুরুষরা। আমাদের পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতা আছে। আমার বোন নূরজাহানও এর আগে পেশোয়ারের একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পাশাপাশি তিনি আরও জানান, আওয়ামী ন্যাশনাল পার্টি (ANP)-এর পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে আমার দিদি নূরজাহানকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল,...

জাকারবার্গের প্রতিদ্বন্দ্বী হতে গিয়ে লেজেগোবরে বাবা রামদেব

Image
আগে তিনি টেলিভিশনে যোগব্যায়ামের শো করতেন। সেখান থেকেই পরিচিতি বাড়ে। ধীরে ধীরে ব্যবসা করার বুদ্ধি আসে মাথায়। কোম্পানি খুলেও ফেলেন। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠনের পর ব্যবসার পালে লাগে উত্তাল হাওয়া। এবার ফেসবুকের সঙ্গে টক্কর দিয়ে প্রযুক্তি খাতে দুপয়সা কামানোর স্বপ্ন দেখেছিলেন। তবে শুরুতেই লেগে গেল ভজকট। এই ‘তিনি’টা হলেন বাবা রামদেব। যোগব্যায়ামের আধ্যাত্মিক গুরু হিসেবেই তাঁর পরিচিতি বেশি। তাঁর কোম্পানির নাম পতঞ্জলি আয়ুর্বেদ। সেই কোম্পানির পণ্যের তালিকায় কী নেই! আছে ঘি, মধু চ্যাবনপ্রাশ। পাবেন সাবান, শ্যাম্পু ও ফেসওয়াশ। আবার ওষুধও বানায় পতঞ্জলি আয়ুর্বেদ। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠনের পর বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবসার পালে লাগে উত্তাল হাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাবা রামদেবের সম্পর্কও ঘনিষ্ঠ। ছবি: রয়টার্স এবার একটু ভিন্ন জগতে পা রাখতে চেয়েছিলেন বাবা রামদেব। স্বঘোষিত আধ্যাত্মিক নেতা রাম রহিমের জেল-জরিমানা ও নানা কেচ্ছা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে ভারতের এই ‘বাবা’রা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। শুধু রাম রহিম নন, একে এ...