Posts

সন্ত্রাস চুক্তি বিড়ম্বনা না হয়, তৎপর পাকিস্তান

Image
সাংহাই সহযোগিতা সংগঠন তথা এসসিও-র শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবিরোধী চুক্তিতে সই করবে চিন, রাশিয়া-সহ এর সদস্য দেশগুলি। তাৎপর্যপূর্ণ ভাবে এই চুক্তিতে সইদাতাদের মধ্যে থাকছে গোষ্ঠীর নতুন দুই সদস্য ভারত ও পাকিস্তানও। ৯ ও ১০ জুন সম্মেলনটি হবে চিনের কিনদাও প্রদেশে। তার আগে ইসলামাবাদ বেজিংয়ের কাছে দরবার চালাচ্ছে, যাতে পাক মদত পাওয়া জঙ্গি সংগঠনগুলির নাম ওই চুক্তিতে না থাকে। এমনকি ওই জঙ্গি গোষ্ঠীগুলি নিয়ে আলোচনাও যেন না হয় সম্মেলনে। ফলে সন্ত্রাসবিরোধী ওই চুক্তিতে কী থাকবে এবং কী বাদ দেওয়া হবে, তাই নিয়ে শেষ মুহূর্তেও চলছে কূটনৈতিক চাপান-উতোর। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, পাকিস্তান এ নিয়ে বিশদে কথা বলেছে চিনের সঙ্গে। চিনও চেষ্টা করছে চুক্তির জঙ্গি-তালিকাটি যেন পাকিস্তানের বিড়ম্বনার কারণ না হয়। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, আইএস এবং আফগানিস্তানের তালিবান জঙ্গি সংগঠনগুলির একটি অংশকে রাখা হবে চুক্তিতে। সাউথ ব্লক সূত্রের বক্তব্য, ভারত এসসিও সম্মেলনে জঙ্গি তালিকা নিয়ে বিরাট কোনও সংঘাতে যেতে চাইছে, এমনও নয়। একমাত্র হক্কানি নেটওয়ার্কের নাম তালিকায় রাখার জন্য চাপ দিচ্ছে নয়াদিল্লি। সীমান্ত-সন্ত্রাস বা জইশ-ই-ম...

সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠক ঘিরে থাকবে গোর্খা বাহিনী

Image
হোটেলের সামনে কড়া প্রহরা গোর্খাবাহিনীর। ছবি - রয়টার্স ঐতিহাসিক দিন। সব কিছু ঠিক থাকলে ১২ জুন সাক্ষাৎ হচ্ছে দুই শাসকের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের। আর ওই ঐতিহাসিক দিনে নেপালের যোদ্ধাবাহিনী গোর্খারাই সামলাবেন নিরাপত্তার দায়িত্ব। দুই নেতার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশেষ দায়িত্ব পালন করবে ওই গোর্খা বাহিনী। পরনে বর্ম, হাতে বেলজিয়ামের তৈরি বিশেষ স্কার কমব্যাট রাইফেল এবং পিস্তল-সহ বৈঠকের দিন নিরাপত্তা নিয়ে সদাসতর্ক থাকবে গোর্খা বাহিনী। দুই নেতার নিরাপত্তার জন্য গোর্খা বাহিনীর কাছে থাকবে খুকরি এবং পায়ের হোলস্টারে অ্যাসল্ট রাইফেলও। আরও পড়ুন :  ইফতার পার্টির আয়োজন করছেন ট্রাম্প, সঙ্গে নৈশভোজও আরও পড়ুন :   ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক ১২ জুন, সিঙ্গাপুরে সিঙ্গাপুরের এলিট পুলিশের বিশেষ গোর্খাবাহিনীই রয়েছে এই দায়িত্বে। সম্মেলন স্থান, দুই নেতার যাত্রাপথ, রাস্তা, হোটেলেও নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁরা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের বৈঠকের সময়ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন ...

একজন রাজন, ইসরায়েলের চোরাগোপ্তা গুলি

Image
৩০ মার্চ থেকে বিক্ষোভ করে আসছে গাজাবাসী। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিরা যে ভূখণ্ড হারিয়েছে, তা ফিরে পাওয়ার দাবিতে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভের লাশের মিছিলে যুক্ত হলেন এক নারী স্বাস্থ্যকর্মী। তাঁর নাম রাজন আল-নাজ্জার। তিনি ছিলেন আরবের ঊষর মরুপ্রান্তরে পীড়িত মানুষের জন্য একজন নাইটিঙ্গেল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী রাজন আল-নাজ্জার (২১) গত শুক্রবার খান ইউনিসে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত বিক্ষোভকারীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন নাজ্জার। এই তরুণীর সঙ্গে আরও তিনজন গুলিবিদ্ধ হন। জেনেভা সনদ অনুযায়ী, স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া যুদ্ধাপরাধ। এমন যুদ্ধাপরাধ ইসরায়েল হরহামেশাই করে যাচ্ছে, যা বিশ্ব মানবতার কাছে বরাবরই উপেক্ষিত। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত স্বাস্থ্যকর্মী রাজন আল-নাজ্জারের জানাজায় শনিবার হাজারো মানুষের ঢল নামে। নাজ্জার নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে জাতিসংঘের দূত নিকোলা ম্লাদেনভ শনিবার এক টুইটে লেখেন, স্বাস্থ্যকর্মীরা লক্ষ্যবস্তু হতে পারেন না। বলপ্রয়োগের ক্...

ভারতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Image
ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান। ছবি: ভারতীয় বিমানবাহিনীর ওয়েবসাইট থেকে  ভারতের গুজরাটে বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গুজরাটের জামনগর বিমান ঘাঁটি থেকে ছেড়ে যাওয়ার পর কাছেই একটি গ্রামে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন এয়ার কমান্ডার সঞ্জয় চৌহান। প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র জানান, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে যুদ্ধবিমানটি চালানো হচ্ছিল। আহমেদাবাদ থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে কুচ শহরের মুন্দ্রা গ্রামে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। জাগুয়ার যুদ্ধবিমানটি দুই ইঞ্জিনের। ঘটনা তদন্তে বিমানবাহিনীর সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক মাস আগে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার আসামের মাজুলি দ্বীপে বিধ্বস্ত হয়। তখনো দুই পাইলটের মৃত্যু হয়।

ইরানের পারমাণবিক চুক্তি ভাঙ্গতে ইউরোপ সফরে নেতানিয়াহু

Image
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে যেতে বিশ্ব নেতাদের সম্মত করার চেষ্টায় ইউরোপ সফর করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। তবে তার বৈঠক সফল হয়নি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়, মোট তিনটি ইউরোপীয় দেশে সফর করার কথা রয়েছে নেতানিয়াহুর। এর মধ্যে জার্মানিতে ইতিমধ্যেই সফর শেষ করেছেন তিনি। সেখানে মার্কেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ইসরাইলের নিরাপত্তার অধিকারের প্রসঙ্গ টেনে মার্কেলকে ইরানের সঙ্গে চুক্তি ভঙ্গ করার আহবান জানান নেতানিয়াহু। তবে মার্কেল তার আহবান প্রত্যাখ্যান করেছেন। মার্কেল বলেন, আমরা ইসরাইলের নিরাপত্তার অধিকারের বিষয়টি সমর্থন করি। আর ইরানের সঙ্গে এ বিষয়ে আমাদের অনেকবার কথা হয়েছে। আমাদের লক্ষ্যও এটাই যাতে করে, ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম দেশে পরিণত হতে না পারে। আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা সেটা কিভাবে করবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ঘোষণা দেন যে, তিনি ইরানের সঙ্গে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন।  কিন্তু...

ট্রাম্প ও কিম বৈঠকে প্রাধান্য পাবে যেসব ইস্যু

Image
চরম নাটকীয়তার পর আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। পরমাণু ইস্যুতে বৈঠক হলেও তাদের এ বৈঠক নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা ধরণের কূটনীতিক বিশ্লেষণ। যদিও এই বৈঠকের বিস্তারিত জানানো হয়নি এখনও।  হোয়াইট হাউজের পক্ষ থেক জানানো হয়েছে স্থানীয় সময় সকাল ৯টায় দুই নেতা দেখা করবেন। তবে পারমাণবিক অস্ত্রের কার্যক্রম বন্ধ করার আগ পর্যন্ত উত্তর কোরিয়ার বিপক্ষে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। সিঙ্গাপুরে হতে যাওয়া বৈঠকের খুব সামান্য খুঁটিনাটিই জনসাধারণকে জানানো হয়েছে। দুই নেতার বৈঠকের স্থানও এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, বৈঠকের প্রধান আলোচনার বিষয় হবে কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ করার ইস্যুটি। কয়েকজন বিশ্লেষক ধারণা করছেন দুই কোরিয়ার মধ্যকার দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তিও হতে পারে এই বৈঠকের মাধ্যমে। দুই নেতার বহ প্রতীক্ষিত বৈঠকটি শেষপর্যন্ত হবে কিনা তা নিয়েই সন্দেহ ছিল। গতমাসে একপর্যায়ে মি. ট্রাম্প এই বৈঠকটি বাতিলও ঘোষণা করেছিলেন। সোমবার হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের জানান যে, "উত্...

সৌদিতে প্রথমবারের মতো ড্রাইভিং লাইসেন্স পেল ১০ নারী

Image
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। মুসলিমদের পূণ্যভূমি খ্যাত এ দেশে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে নারীদের দেওয়া শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমবারের মতো দেশটির ১০ জন নারী গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) এ তথ্য নিশ্চিত করেছে।  সিআইসি জানিয়েছে, ১০ সৌদি নারী সোমবার গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। এর মাধ্যমে নতুন ইতিহাস রচিত হলো। পরবর্তী সপ্তাহে দুই হাজার নারী এই তালিকায় যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। এই লাইসেন্স গ্রহণের পর রেমা জাওয়াদ নামের এক নারী বলেন, গাড়ী চালাতে আমি ভীষণ পছন্দ করি। আজ আমার স্বপ্ন পূরণ হলো।   প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এর ফলে, আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারবেন। বিডি-প্রতিদিন/ ই-জাহান