Posts

যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল

Image
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া। তিনি বলেন, ইসরাইলি হামলার পর গত কয়েক ঘন্টায় বিভিন্ন মাধ্যমে সমঝোতা হয়েছে। এর আগের দিন রাতে হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। তবে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হলেও ইসরাইল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। - আল জাজিরা

পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার বিশেষ দূত

Image
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার বিশেষ দূত ও সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল কিম ইয়ং-চল। ম্যানহাটনে একটি ভবনে এক সঙ্গে রাতের খাবার খান তারা। সেসময় জুনের ১২ তারিখ সিঙ্গাপুরে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার অনুষ্ঠেয় বৈঠকটি নিয়ে আলোচনা করেন দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তা। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, ম্যানহাটনে রাতের খাবার খাওয়া ছাড়াও বৃহস্পতিবার আরো দুইবার সাক্ষাৎ হয় পম্পেও ও জেনারেল কিমের মধ্যে। কিম জং উনের শীর্ষ দূত, জেনারেল কিম বুধবার নিউ ইয়র্কে পৌঁছান। জেনারেল কিম উত্তর কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত। সম্প্রতি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও কিম জং উনের মধ্যকার একটি বৈঠকে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন তিনি। উল্লেখ্য, আসন্ন ট্রাম্প-কিম বৈঠকের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফর করেছেন। সেখানে তিনি উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’র সঙ্গে দেখা করবেন। ...

বার্গারের দোকান খুলতে চান কিম

Image
‘শুভেচ্ছার নিদর্শন’স্বরূপ বার্গারের দোকান খুলতে চাইছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ফাস্টফুডে আসক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তিনি এটি করত চান। তিনজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় নেতা আদৌ পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হবেন না। তবে তিনি সম্ভবত ‘শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পিয়ংইয়ংয়ে ওয়েস্টার্ন হ্যামবার্গারের ফ্র্যাঞ্চাইজি খুলবেন’। এটি বার্গারপ্রেমী প্রেসিডেন্টের অনুগ্রহ পাওয়ার চেষ্টা বলেই মনে করছেন। সিআইএর রিপোর্টে অবশ্য উত্তর কোরিয়া কোন ব্র্যান্ডের ফাস্টফুড আনবে, তা উল্লেখ করা হয়নি। কিন্তু কিম ভাবছেন, আলোচনার টেবিলে ট্রাম্পের পছন্দের খাবার পরিবেশনের মানে হবে পশ্চিমা বিনিয়োগের জন্য তাঁর দেশের দরজা খোলা। বার্গারপ্রেমী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে আটলান্টায় এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, তিনি কিমকে রাষ্ট্রীয় ভোজে আমন্ত্রণ জানাবেন। সেখানে তারা ফাস্টফুড দিয়ে ভোজ করবেন। আরও বলেছিলেন, ‘রাষ্ট্রীয় ভোজের কথা ভুলে আমরা কনফারেন্স টেবিলে হ্যামবার্গার খেতে চীন ও অন্যদের সঙ্গে ভালো ভালো চুক্তি ক...

যুক্তরাষ্ট্র পৌঁছেছেন কিমের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠক নিয়ে চলছে জল্পনা। এরইমধ্যে বুধবার নিউ ইয়র্ক পৌঁছেছেন উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ও কিমের বিশ্বস্ত উপদেষ্ঠা কিম ইয়ং চোল। গত ১৮ বছরের মধ্যে তিনিই উত্তর কোরিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ নেতা যিনি যুক্তরাষ্ট্রের মাটিতে সে দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।                           কিম জং উনের পাশে কিম ইয়ং চোল (বাঁ থেকে প্রথম) কিম ও ট্রাম্পের ঐতিহাসিক বৈঠককে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিম ইয়ং চোল। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। নানা অভিযোগ এনে গত সপ্তাহে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক বাতিল ঘোষণা করে বিশ্বকে চমকে দেন ট্রাম্প। পরে সুর পাল্টে জানান বৈঠক হতেও পারে। সবকিছু ঠিক থাকলে এবং ট্রাম্প ফের তার অবস্থান না বদলালে প্রথমবারের মতো মুখোমুখি হবেন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ দুই নেতা। আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সূত্র: গার্ডিয়ান ও বিবিসি...

উত্তর কোরিয়ার পরমাণু বোমা ত্যাগে সময় লাগবে ১৫ বছর!

Image
দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু। এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও লক্ষ্য করা গেছে। সর্বশেষ পরমাণু নিরস্ত্রীকরণে দুই কোরিয়ার ঐকমত্যে পৌঁছায়।  তবে উত্তর কোরিয়ার এই পরমাণু নিরস্ত্রীকরণে ১৫ বছর লেগে যেতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের এক শীর্ষ উপদেষ্টা সিগফ্রিড এস হেকার। অন্তত চারবার তিনি পিয়ংইয়ংয়ের গোপন পরমাণু প্লান্টগুলো ঘুরে দেখেছেন। তিনিই একমাত্র মার্কিন অস্ত্রবিজ্ঞানী যিনি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ল্যাব প্রত্যক্ষ করেছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিউ মেক্সিকোয় লস আলামোস ওয়েপন্স ল্যাবরেটরির সাবেক পরিচালক এবং বর্তমানে ট্রাম্প সরকারের শীর্ষ উপদেষ্টা হেকার সম্প্রতি এক রিপোর্টে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের বিভিন্ন ধাপ ও টাইমটেবিল উল্লেখ করেছেন। সিগফ্রিড এস হেকার বলেন, যুক্তরাষ্ট্র বড়জোর আশা করতে পারে, কয়েক ধাপে বা পর্যায়ক্রমে শেষ হবে এই নিরস্ত্রীকরণ। তবে ঠিক কি কারণে এত সময় লাগতে পারে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি হেকার। পরমাণু নি...

উ. কোরিয়ার সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়টি বিবেচনা করছে জাপান

Image
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনার বিষয়টি বিবেচনা করছে জাপান। আগস্ট মাসে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হতে পারে বলে বুধবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। তবে এ ব্যাপারে জাপানের কর্মকর্তারা নিশ্চিতভাবে কিছু জানাননি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন এর মধ্যকার অনুষ্ঠেয় ঐতিহাসিক বৈঠকটিকে কেন্দ্র করে এ ধরনের খবর প্রকাশিত হচ্ছে। এক সরকারি সূত্রের বরাত দিয়ে মাইনিচি শিম্বুন পত্রিকা জানায়, আগস্ট মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরাম এর ফাঁকে দুদেশের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকটি হতে পারে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এই খবরের সত্যতা নিশ্চিত করেননি। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা সংবাদ মাধ্যমের খবরটি সম্পর্কে অবগত আছি। তবে এমন কিছুই এখনও চূড়ান্ত হয়নি।বাসস।  ইত্তেফাক/ জেআর

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

Image
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একথা জানিয়ে বলেছে, সফরকালে ল্যাভরভ পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অন্যান্য সমস্যা নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপি’র। এর আগে, গত মাসে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ব্যতিক্রমী বৈঠক করেন। এদিকে, বৃহস্পতিবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন উত্তর কোরিয়ার বিশেষ দূত ও সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল কিম ইয়ং-চল। এএফপি।