Posts

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।  আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানররত সব নৌযান ও মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

নদী পারাপার যেন অভিযান

Image
চীনের দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশের একটি পাহাড়ি গ্রামের নাম লাজিমি। এই লাজিমি গ্রাম আর নুজিয়াং লিসু অটোনোমাস প্রিফেকচারের মাঝখানে নু নদী। লাজিমি গ্রামবাসীকে বিভিন্ন প্রয়োজনে যেতে হয় ওপারে। কিন্তু কাছাকাছি কোনো সেতু নেই। একটি আছে, তা-ও প্রায় ২০ কিলোমিটার দূরে। নৌকাও ব্যবহার করতে পারেন না তাঁরা। কেননা পাথুরে হিংস্র নদীতে নৌকা খেই হারিয়ে ফেলে। কিন্তু নদী তো পার হতে হবে। নদী পার হতে গ্রামবাসী নদীর ওপর দিয়ে তার টেনেছেন। সেই তারে ঝুলে তাঁরা প্রতিদিন নদী পার হচ্ছেন। ঝুঁকিপূর্ণ এই নদী পারাপারের ছবিগুলো ২৮ মের। বাজার থেকে কেনাকাটা শেষে গ্রামে ফিরছে এক পরিবার। ছবি: রয়টার্স শিশুকে নিয়ে দুঃসাহসিক যাত্রায় এক মা। ছবি: রয়টার্স এভাবে তারে ঝুলে নদী পার হওয়া গ্রামবাসীর নিত্যদিনের কাজ। ছবি: রয়টার্স ঝুঁকি থাকলেও নিরুপায় হয়েই গ্রামবাসী এ পথে। ছবি: রয়টার্স সতর্কতার সঙ্গে নদী পার হচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে সফর করবেন উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান

Image
যুক্তরাষ্ট্র সফরে যাবেন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা ও সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং-চল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অনুষ্ঠেয় বৈঠক নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে  আলোচনা করার উদ্দেশ্যে এই সফর করবেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, জুনের ১২ তারিখ সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে সোমবার উত্তর কোরিয়ায় সফর করে একটি মার্কিন প্রতিনিধিদল।এর পরপরই ইয়ং-চলের  যুক্তরাষ্ট্রে সফরের খবর প্রকাশিত হল । তিনি কিম জং উনের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন কিম ইয়ং-চল। এর আগে তিনি বেইজিং-এ থামবেন। ২০০০ সালের পরে তিনিই হবেন যুক্তরাষ্ট্র ভ্রমণকারী সবচেয়ে উচ্চ পর্যায়ের উত্তর কোরীয় কর্মকর্তা।   সম্প্রতি নানা নাটকীয়তা শেষে আসন্ন বৈঠকটি সফল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। গত বৃহস্পতিবার কিমকে পাঠানো এক চিঠির মাধ্যমে বৈঠকটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তীতে আবার মত পা...

রেলিংয়ে ঝুলে থাকা শিশুকে উদ্ধারকারী শরণার্থীকে নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স

Image
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলে একটি চারতলা ভবনের বারান্দার রেলিং ধরে ঝুলে থাকা শিশুকে বাঁচিয়ে সাড়া ফেলে দিয়েছেন এক শরণার্থী যুবক। এবার মালি থেকে আসা অভিবাসী মামুদু গাসামাকে (২২) নাগরিকত্ব দেয়ার ঘোষণা করেছে ফ্রান্সের সরকার। রবিবার এই দুঃসাহসিক কাজ করে মেয়রের চোখে পড়ে যান তিনি। প্যারিসের মেয়র আনা হিদালগো এই বীরত্বের প্রশংসা করে তার অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে একটি টুইট করেন। তিনি লিখেন, ‘বীরত্বপূর্ণ এই কাজের জন্য মোহাম্মদ গাসামাকে অভিনন্দন। আমি তার সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদও জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ফ্রান্সে আশ্রয় পাওয়ার ক্ষেত্রে আমরা তাকে সাহায্য করব।’  এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন তাকে এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানান এবং ঘোষণা করেন যে গাসামাকে নাগরিকত্ব দেয়া হবে। পাশাপাশি তাকে একটি পদক দেয়া হয় এবং ফরাসি দমকল বাহিনীতে তাকে চাকরি দেয়া হবে বলেও জানানো হয়। নিজের প্রাণ তুচ্ছ করে শিশুটিকে রক্ষা করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানান। ইতিমধ্যে গাসামার সেই বীরত্বের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে...

‘ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সৌদি আরব’

Image
সৌদি আরব ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু বলে মন্তব্য করেছে খোদ ইসরায়েলি একটি দৈনিক হারেতজ। সম্প্রতি কাতারের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করল ইসরাইলি ওই সংবাদ মাধ্যম। বর্তমান সৌদি বাদশাহ সালমান সিংহাসনে বসার পর থেকে গত তিন বছরে সৌদি আরবের মধ্যপ্রাচ্য নীতি পর্যালোচনা করে সংবাদ মাধ্যমটি এমন মন্তব্য করেছে।  খবরে বলা হয়, গত বছরের জুনে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনের উত্তরাধিকারি যুবরাজের পদে অধিষ্ঠিত হওয়ার পর থেকেই সৌদি আরব ইসরায়েলবিরোধী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক কমিয়ে আনছে। আবার কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলের দিকে ঝুঁকে পড়েছে সৌদি আরব। কাতারের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা সৃষ্টি হওয়ায় ইসরায়েল ব্যাপক খুশি হয়েছিল। সেই সাথে ইসরায়েল প্রকাশ্যেই সৌদির পক্ষে অবস্থান নেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল বহুদিন ধরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে দার করানোর চেষ্টা চালিয়ে আসছে। ইরান ও সৌদি আরব এবং কাতার ও সৌদি আরবের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার পেছনেও বড় একটি কারণ হচ্ছে ইসরায়েলের প্ররোচনা। কারণ ম...

ভেনিজুয়েলায় মাদুরো বিরোধী দুই জেনারেল আটক

Image
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত সপ্তাহে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন জেনারেলও রয়েছেন। রবিবার তাদের আইনজীবী একথা জানান। এই দুই জেনারেলের বিরুদ্ধে আট সেনা ও এক বেসামরিক লোকের একটি দলের নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওই দুই সেনা কর্মকর্তার আইনজীবী আলফোনসো মেদিনা রোয়া বলেন, সামরিক আদালতে তাদের বিরুদ্ধে ‘জন্মভূমির বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি, বিদ্রোহে উস্কানি প্রদান ও সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।’ মাদুরো গত সপ্তাহে এক ভাষণে এই দলটিকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন। মানবাধিকার সংগঠন এনজিও ফোরো পেনাল এই গ্রেফতারকে রাজনৈতিক আটক হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি ৩৫০ জনকে আটকের কথা উল্লেখ করে। এদের মধ্যে ৭০ সেনা সদস্য রয়েছে। এএফপি। ইত্তেফাক/সেতু

ভারতকে কেউ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলে না'

Image
ফাইল ছবি পাকিস্তানের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ।   কিছুদিন আগে ভয়েস অব আমেরিকা নামে একটি অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি বলেন, ‘‌ভারত যে পরমাণু অস্ত্রের হুমকি দেয় তা নিয়েও একবারও কেউ কোনও প্রশ্ন তোলে না। অথচ পাকিস্তান পরমাণু অস্ত্র তৈরি করলেই বার বার এই নিয়ে প্রশ্ন তোলা হয়। আমেরিকার উচিত ভারতকে থামতে বলা। আমরা সবসময় আমাদের পরিকল্পনা সর্বসমক্ষে প্রকাশ করে থাকি।’‌ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে মোশারফ বলেছেন, ‘‌পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী এবং মনমোহন সিং দু’‌জনের সঙ্গেই কথা বলেছি আমি। তারা শাস্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইতেন। কিন্তু মোদি আলোচনার কোনও উদ্যোগই নেননি।’‌ মোদি শাস্তি স্থাপন চায় না। শুধু আধিপত্য বিস্তার করতে চায় বলেও অভিযোগ করেছেন মোশারফ।  বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর