Posts

কর্ণাটকে সরকার গঠন করতে বিজেপিকে আমন্ত্রণ রাজ্যপালের আজ শপথ অনুষ্ঠান, সুপ্রিম কোর্টে কংগ্রেস

Image
ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের সরকার গঠন করতে বিজেপিকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল ভাজুভাই ভালা।  বুধবার  সন্ধ্যায় তিনি বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী বি এস ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। এর আগে কংগ্রেস এবং জনতা দল (সেক্যুলার) রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্ করে সরকার গঠনের অনুমতি দেওয়ার আবেদন জানান। কিন্তু তাদের আবেদন প্রত্যাখান করা হয়। আজ শপথ গ্রহণ করবেন ইয়েদুরাপ্পা। খবর  এনডিটিভি’র কংগ্রেস রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। দলটি প্রধান বিচারপতি দীপক মিশ্রের কাছে বিজেপিকে সরকার গঠনে রাজ্যপালের সিদ্ধান্ত বাতিল করার আবেদন জানিয়েছে। রাতেই যেন শুনানি করে সিদ্ধান্ত স্থগিত করা হয় সেই আবেদনও জানানো হয়েছে যাতে আজ শপথ অনুষ্ঠান না হয়। আজ সকাল ৯টায় শপথ নেবেন বিএস ইয়েদুরাপ্পা। রাজ্যপাল বিজেপিকে বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে ১৫ দিন সময় দিয়েছেন। বিজেপি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা দেখানোর পর মন্ত্রিসভা শপথ নেবে। এদিকে কংগ্রেস এবং জেডি (এস) অভিযোগ করেছে, তাদের বিধায়কদের অর্থ এবং মন্ত্রিত্বের লোভ দেখানো হচ্ছে। ৫ জন এমপি ইতোমধ্যে নিখোঁজ ...

নেপালে বিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত

Image
নেপালে বুধবার খারাপ আবহাওয়ার কারণে একটি পরিবহন বিমান বিধ্বস্ত হলে পাইলট ও কো-পাইলট নিহত হয়। দেশটিতে এটিই সর্বশেষ বিমান দুর্ঘটনা। দ্য মাকালু বিমান সংস্থার পরিবহন বিমানটির উড্ডয়নের পর পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। খবর এএফপি’র। উত্তর-পশ্চিম জেলা হুমলা জেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিমানের ধ্বংসাবশেষ প্রায় ৩ হাজার ৯শ’ মিটার উঁচু একটি পাহাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। হুমলা জেলা প্রধান মাধব প্রসাদ দুংগানা জানান, দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ হারিয়ে ফেলে এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।’ এএফপি। ইত্তেফাক/সেতু

সিরিয়ায় ক্লোরিন গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়েছে ওপিসিডব্লিও

Image
অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স(ওপিসিডব্লিও) নিশ্চিত করেছে তারা সিরিয়ায় বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বুধবার তারা জানিয়েছে গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় নিষিদ্ধ ক্লোরিন গ্যাস ব্যবহার হয়ে থাকতে পারে। সরকার না সরকার বিরোধীরা ইদলিবের সারকিবে রাসায়নিক হামলা চালিয়েছিল সে সম্পর্কে কিছু বলেনি ওপিসিডব্লিও। ওপিসিডব্লিও’র তদন্তকারী দল বলেছে সিরিয়ার সারাকিবে সিলিন্ডার থেকে ক্লোরিন গ্যাস ছেড়ে দেওয়া হয়েছিল। রাসায়নিক হামলার পর বহু লোক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সারাকিবে দুটি খালি সিলিন্ডার পাওয়া গেছে যেগুলোকে পরীক্ষা করে জানা গেছে সেগুলোতে ক্লোরিন গ্যাস ছিল।-রয়টার্স

আফগানিস্তানে বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত

Image
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে মঙ্গলবার আফগান বিশেষ বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জঙ্গি নিহত হয়েছে। বুধবার বিশেষ বাহিনীর কমান্ড এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। অপারেশনাল কোঅর্ডিনেশন গ্রুপ আফগানিস্তান জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেহ ইয়াক-ই-কালান গ্রামে এই হামলা চালানো হয়। এতে ১৫ তালেবান জঙ্গি নিহত ও আরও একজন আহত হয়েছে।’ মঙ্গলবার প্রাদেশিক রাজধানী ফারাহ নগরীতে কয়েকশ তালেবান সমন্বিত হামলা চালিয়ে একটি অংশ দখল করে নেয়। তবে সৈন্যরা রাতে পাল্টা হামলা চালিয়ে আবার তা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে। বিডি প্রতিদিন/১৬ মে ২০১৮/এনায়েত করিম

ইরানকে সুপার জেট দিচ্ছে রাশিয়া!

Image
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া তেহরানকে সুখোই সুপার জেট-১০০ বিমান সরবরাহ করবে। এমনটাই জানিয়েছে রাশিয়ার সুখোই সিভিল এয়ারক্রাফট। সুখোই কোম্পানি বলেছে, ইরানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সুখোই সিভিল এয়ারক্রাফটের প্রেসিডেন্ট আলেকেজান্ডার রুব্তসোভ বলেন, ইরানকে যেসব বিমান দেওয়া হবে তাতে মার্কিন নির্মিত কোন যন্ত্রাংশ কিংবা উপাদান ব্যবহার করা হবে না। এতে করে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে। গত মাসে ইউরেশিয়া এয়ার শো-তে ইরান ও সুখোই কোম্পানির মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়। চুক্তি অনুসারে ইরানের অসেমান এয়ারলাইন্স ও ইরান এয়ার ট্যুরস সুখোই কোম্পানির কাছ থেকে ৪০টি যাত্রীবাহী আধুনিকমানের বিমান কিনবে। এসব বিমান ১০০ যাত্রী বহন করতে সক্ষম। ইরান এয়ার ট্যুরসের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা যেসব বিমান কিনবেন তার জন্য সুখোই কোম্পানিকে ১০০ কোটি ডলার দিতে হবে। কোম্পানিটি আগামী বছর থেকে বিমান সরবরাহ শুরু করবে।  কলকাতা টুয়েন্টিফোর। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

ব্রাসেলসে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে তিন দেশের আলোচনা

Image
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার পর ইরানের সঙ্গে সম্পাদিত আন্তর্জাতিক পরমাণু চুক্তির কার্যকারিতা নিয়ে আশা ব্যক্ত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।  আজ বুধবার ইউরোপের তিন দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত আন্তর্জাতিক পরমাণু চুক্তির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে আলোচনায় বসেন। এর আগে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রাসেলসে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছিল। আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, ‘পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বের হয়ে গেলেও আমরা এই চুক্তি রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাব। তবে এই চুক্তির ভাগ্য নির্ভর করছে আগামী দিনে আমাদের পারস্পরিক আলোচনার সাফল্যের ওপর।’ ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক যেন আবারও কোনো সংকটে না পড়ে, সে বিষয়ে গ্যারান্টির বিষয়ে তিনি কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিটির সমাধা...

মেগানে শাশুড়ি ডায়ানার ছায়া!

Image
বিয়ের বাদ্য বাজছে। আর তিন দিন পরই আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজবধূ হতে যাচ্ছেন মেগান মর্কেল। কিন্তু এরিমধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে। নতুন বউ মেগানের উপরে কি পড়তে যাচ্ছে তার শাশুড়ি প্রিন্সেস ডায়ানার ছায়া? গণমাধ্যমকে সামাল দেবার ক্ষেত্রে মেগানের রয়েছে দারুণ নৈপুণ্য। ঠিক প্রিন্সেস ডায়ানার মতো। মার্কিন এই অভিনেত্রী নিজেও একজন সুদক্ষ ‘কমিউনিকেটর’। ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে মেগান সবসময় সপ্রতিভ। একইভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রেও তিনি দুর্দান্ত। অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করে মেগান খ্যাতি পেয়েছেন। এছাড়া সাক্ষাৎকার, ভ্রমণ, বক্তৃতা ও ভক্তবৃন্দের সাথে বিভিন্ন আশরে যোগ দিয়েছেন। ফলে, গণমাধ্যমকে সামলানোর তরিকা মেগান হয়তো বেশ ভালই রপ্ত করেছেন। কিন্তু এখন তো তিনি হতে যাচ্ছেন ব্রিটিশ রাজবধূ! রাজবধূ হিসেবে এখন থেকে দিনে-রাতে অষ্টপ্রহর তাকে ঘিরে থাকবে পাপারাজ্জির চোখ। সারাক্ষণ তার দিকে তাক করা থাকবে কারো না কারো ক্যামেরার ল্যান্স। তাই গুঞ্জন উঠেছে, এতো তীব্র চাপ মেগান সামলাতে পারবেন তো? রাজবধূ হতে যাওয়া মেগানের ভাগ্যও যেন ডা...