Posts

শ্বাসরুদ্ধকর ১৬২ সেকেন্ড!!

Image
ছবি : সংগৃহীত অাজাদুল হক বৃহস্পতিবার ১০ই মে বিকেলে (ফ্লোরিডা সময়) ফ্যালকন ৯ এর নয়টা মার্লিন ইঞ্জিন ১৬২ সেকেন্ড ধরে পুড়ে ১৮ লক্ষ পাউন্ড থ্রাস্ট তৈরী করে মহাকাশে নিয়ে যাবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু -১। জানি এই খবরটা একেকজন একেক রকমভাবে দেখবেন। যারা সবকিছু রাজনীতির চশমা দিয়ে দেখেন তারা কেউ কেউ অতিরঞ্জিত করে ফেলবেন দু’ভাবেই। কেউ একে মহাকাশ বিজয় বলবেন, আবার কেউ বলবেন এটা টাকা ওড়ানোর বা বানানোর ফন্দী। আমি রাজনৈতিক ব্যক্তি নই। আমি শুধু দেখছি বিজ্ঞানের দৃষ্টি ভঙ্গীতে। এক সময় নাসাতে কাজ করতাম। তখন মিশন কন্ট্রোল রূমে বসে দেখেছি কিভাবে লঞ্চ হয়। ফ্লাইট ডিরেক্টর কিভাবে প্রতিটি খুটিনাটি দেখে বলতেন, “ইটস আ গো”। এরপর যখন কাউন্ট ডাউন হত, তখন গায়ের সবগুলো পশম দাঁড়িয়ে যেত, দু’চোখ ভিজে যেত। লঞ্চ হবার পর থেকে আমরা মুহূর্ত গুনতাম প্রথম স্তরের রকেট গুলো না পোড়া পর্যন্ত। ইস সেই রোমাঞ্চকর মুহূর্ত গুলো লিখে বোঝানো যায় না। এরপর এক সময় সবাই দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ দু হাত তুলে “ইয়েস” বলে চিৎকার করে উঠতাম ছোট্ট শিশুদের মত। একটি ছোট্ট ভুলের জন্য মুহূর্তেই পুরে ছাই ছাই...

সোনালী ব্যাংকের ৭৪৮ পদের লিখিত পরীক্ষা ১৮ মে

Image
সোনালী ব্যাংক লিমিটেডের ‘অফিসার (ক্যাশ)’ পদের লিখিত পরীক্ষা ১৮ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন ঢাকার তিনটি কেন্দ্রে সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৭ এপ্রিল এই পদে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ২৩৫ জন প্রার্থী পাস করেছেন। এখন তাঁদের লিখিত পরীক্ষা হবে। এরপর মৌখিক পরীক্ষার পর তাঁরা চূড়ান্ত নিয়োগ পাবেন। মোট ৭৪৮ জন নিয়োগ পাবেন। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ১০০০৫১-১৮৭৭৬০ রোল পর্যন্ত; মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, কাফরুল, মিরপুর ১০-এ ১৮৭৮১৪-৩০৩০৯৪ রোল এবং গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মিরপুরে ১০৩০৩১২২-৩৫৬২৪৭ রোল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, পরীক্ষার শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আগের প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়...

তিন কারণে ইরান চুক্তি থেকে বেরিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তির ঘোরতর বিরোধী আগে ছিলেন না। কিন্তু পর্দার আড়ালে এ নিয়ে অনেক বার্তা বিনিময়ের পরই চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। তাকে ঠেকানোর জন্য মিত্র পশ্চিমা দেশগুলোর নেতারা এবং যুক্তরাষ্ট্রের ভেতরের সমর্থকরাও শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন। কিন্তু তারা সফল হননি। বিবিসি’র এক খবরে বলা হয়েছে, চুক্তি থেকে বেরিয়ে ট্রাম্পের আসার পেছনে মূলত তিনটি কারণ কাজ করেছে। প্রথমত, ওবামার উত্তরাধিকারকে উড়িয়ে দেওয়া। প্রেসিডেন্ট হবার পর থেকেই তিনি তার পূর্বসূরির বড় বড় অর্জনগুলোর প্রায় প্রতিটিকেই বাতিল করতে উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে তিনি ট্রান্স প্যাসিফিক বাণিজ্য আলোচনা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। বারাক ওবামার সময় অনিবন্ধিত অভিবাসীদের জন্য সুরক্ষাগুলোও তুলে নিয়েছেন তিনি। আর ওবামার স্বাস্থ্য বীমা বাতিলের চেষ্টা তো আছেই, যদিও তা খুব একটা সফল হয়নি। জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে আসতে চেয়েছেন। এসবের পর ওবামা-যুগের একমাত্র বড় উত্তরাধিকার হিসেবে টিকে ছিল এই ইরান চুক্তি, এবার সেটাতেও হাত দিলেন ট্রাম্প। দ্বিতীয়ত, ইসরাইলের নেতানিয়াহুর প্রতি সমর্থ...

গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ইরানের রকেট

Image
সিরিয়ার অংশে গোলান মালভূমিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ইরানি সেনারা রকেট ছুড়েছে। এই দাবি করে ইসরায়েলি সেনারা বলছে, এর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলি সেনারা। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ইসরায়েলি সেনারা বলছে যে তাদের লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ড সকালে ২০টি রকেট ছোড়ে। এর কয়েকটি ধ্বংস করা হয়। এতে কোনো প্রাণহানি ঘটেনি। চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল দাবি করে, ওই অঞ্চলে ইরানি সেনাদের নিয়মবিরুদ্ধ কিছু তৎপরতা তারা পর্যবেক্ষণ করেছিল। এ কারণে সেনাদের সতর্ক করে বেসামরিক লোকদের আশ্রয় খুঁজে নিতে বলা হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, ঘটনাটিকে তারা কঠোরভাবে দেখছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। জোনাথন কনরিকাস নামে সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে। অবশ্য তিনি এর বিস্তারিত জানাননি। সিরিয়ার সংবাদ সংস্থা সানা বলছে, সিরিয়ার ওপর ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরোধী প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে ফেলা হয়। গত মঙ্গলবার দামেস্কে সেনাঘাঁটিতে ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র হাম...

কিমের জুতা নিয়ে গবেষণায় ৭ বিশেষজ্ঞ!

Image
কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী। এই নেতার ব্যক্তি জীবন, পোশাক-পরিচ্ছদ, চলা-ফেরা, খাওয়া-দাওয়া নিয়ে প্রায়ই গণমাধ্যমে মুখরোচক খবর আসে। এবার আলোচনায় কিমের জুতা।  গত ২৭ এপ্রিল স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় দুই কোরিয়ার নেতা সীমান্তে উপস্থিত হন। দক্ষিণ কোরিয়ায় কিম জং উন পা রাখার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে হাত মেলান। দুই নেতা সাংবাদিকদের উদ্দেশে হাতও নাড়েন। কোরীয় উপদ্বীপ তো বটেই, গোটা বিশ্বের জন্যই এটি একটি ঐতিহাসিক ঘটনা। তবে এ সময় ভিন্ন একটি কারণে কিমের দিকে নজর দিয়েছেন অনেকেই। সেটি হলো কিমের উচ্চতা। কিমের উচ্চতা বলা হয় পাঁচ ফুট সাত ইঞ্চি। তার বাবার উচ্চতা ছিল পাঁচ ফুট দুই ইঞ্চি। তবে তিনি উঁচু জুতা পরে কিছুটা হলেও সেই ঘাটতি দূর করতেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় কিমের সফরের সময় আবার নতুন করে তার উচ্চতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে তারা বলছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। কিন্তু উভয়ের সাক্ষাতের সময় কিমকে এক ইঞ্চি খাটো দেখা যায়।  তবে বাস্তবে তিনি আরো খাটো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ কোর...

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

Image
হোয়াইট হাউসে চুক্তি বাতিলের ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। ছবি: রয়টার্স ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধের ঘোষণাও এসেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের কাছ থেকে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ডিপ্লোমেটিক কক্ষে চুক্তি বাতিলের ঘোষণা দেন ট্রাম্প।  ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা চুক্তিটিকে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ক্ষয়ে যাওয়া, পচা’ বলে মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে করা এই পরমাণু চুক্তির কারণে মার্কিন নাগরিক হিসেবে আমি লজ্জিত।’ বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে। এদিকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার বিরোধিতা করেছে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। আর ইসরায়েল, সৌদি আরব ট্রাম্পের চুক্তি বাতিলের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে। এর আগে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা পরমাণু চুক্তি থেকে যেকোনো সময় যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডো...

ইরান চুক্তি নিয়ে ইউরোপ ও চীন-রাশিয়ার লাভ-ক্ষতি

Image
যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যুতে স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে শুরু হয়েছে লাভ-ক্ষতির বড় হিসাব-নিকাশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বহুজাতিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ায় ইরানের ঘনিষ্ঠ বলে পরিচিত চীন ও রাশিয়ার কী সুবিধা হবে, পশ্চিমা গণমাধ্যমে তার চুলচেরা বিশ্লেষণ চলছে। সিএনএন তাদের এক বিশ্লেষণে বলছে, ট্রাম্পের সিদ্ধান্তে ক্রেমলিন খুশিই হবে। যুক্তরাষ্ট্র আর ইউরোপের জোট যদি ভাঙা যায়, তা হবে রাশিয়ার পররাষ্ট্র নীতিরই জয়। মস্কো তখন যুক্তরাষ্ট্রকে অনির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে ফুটিয়ে তুলতে পারবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে থাকা মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে তুরস্ক, সিরিয়া, লিবিয়ায় আরও ইতিবাচক নীতি গ্রহণ করতে পারবে। এ তো গেল রাশিয়ার লাভের কথা। চীন কেন জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) বা ‘ইরান চুক্তি’ টিকিয়ে রাখার পক্ষে? এর পেছনে রয়েছে দেশটির বেশ কিছু স্বার্থ। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে পশ্চিমা বিশ্ব বহু বছর ধরে দেশটির ওপর বাণিজ্য অবরোধ দিয়ে রাখে। এতে কাজ না হওয়ায় ২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সমঝোতা চুক্তি...