Posts

ইয়েমেনের বিদ্রোহী নেতা হত্যার দাবি সৌদি আরবের

Image
সৌদি আরব গত সপ্তাহে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি। ওই হামলায় হুতি বিদ্রোহীদের দ্বিতীয় প্রধান নেতা নিহত হয়েছে। হুতি বিদ্রোহীরা এই হত্যার প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ার করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালেদ বিন সালমান মঙ্গলবার রাতে টুইটারে জানান, ‘রয়েল এয়ার ফোর্সের বীরেরা হুতি মিলিশিয়া নেতা সালেহ্ আল-সাম্মাদের ওপর সফল হামলা চালিয়েছে।’ খবর এএফপি’র। ইরানের মিত্র বিদ্রোহী সংগঠনটি জানায়, মঙ্গলবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে হোদেইদায় হুতির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সাম্মাদ নিহত হয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। প্রিন্স খালেদ বলেন, তার ভাই যুবরাজ মোহাম্মদ বিন সালমান হামলাটির তত্ত্বাবধায়নে ছিলো।  সাম্মাদ সৌদি আরবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ার পর তাকে হত্যা করতে এ বিমান হামলা চালানো হয়। ইয়েমেনে তিন বছরের এই যুদ্ধে প্রায় ১০ হাজার প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এএফপি। ইত্তেফাক/সেতু

মাধ্যাকর্ষণ শক্তিতেই 'বন্দী' ভিনগ্রহীরা

Image
ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে আলোচনা আর গবেষণা। এ ব্যাপারে স্টিফেন হকিংয়ের দৃঢ় বিশ্বাস ছিল, ভিনগ্রহীরা আছে। আসরা যেমন ওদের খুঁজছি, ওরাও তেমন আমাদের খুঁজছে। হকিংয়ের গবেষণালব্ধ দাবিই আরও জোরাল করল জার্মানির সেন্নেবার্গ অবজারভেটরি'র বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, ভিনগ্রহীরা যে গ্রহে বাস করছে, সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির এতই তীব্র যে সেই শক্তিতেই বন্দি হয়ে রয়েছে তারা। সেই সুপার-আর্থ আমাদের পৃথিবীর চেয়ে ১০ গুণ বড়। এ ব্যাপারে গবেষক দলের প্রধান মাইকেল হিপকের কথায়, 'পৃথিবীর চেয়ে অনেক বড় আকারের পাথর ও তীব্র মাধ্যাকর্ষণ ওই বিশ্বে।' বিজ্ঞানীরা আরও বলছেন, ওই সুপার-আর্থে একটি মহাকাশযান নামানো প্রায় অসম্ভব। কারণ, মাধ্যাকর্ষণ শক্তি সেখানে এতটাই বেশি। আর যদি মহাকাশযান নামানোও হয়, সে ক্ষেত্রে তীব্র মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ৪ লক্ষ মেট্রিকটনের রকেট লাগবে। কারণ প্রচুর জ্বালানি প্রয়োজন।  বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল

Image
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৪ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য সময় দেওয়া থাকলেও তা পিছিয়ে আগামী ৭ মে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।  আজ বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট: সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। মোস্তাফা জব্বার বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে। উৎক্ষেপণের সময়ে যে পরিবর্তন আসতে পারে, সে কথা আগেই জানানো হয়েছিল বলেও জানান তিনি।  যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী ৪ মে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ উৎক্ষেপণ হতে যাচ্ছে জানিয়ে গত ১৬ এপ্রিল স্যাটেলাইটটির প্রকল্প পরিচালক মোহাম্মদ মেসবাহুজ্জামান বলেছিলেন, এরই মধ্যে এটির নির্মাণ, অবকাঠামো ও গ্রাউন্ড স্টেশনের কাজ শেষ হয়েছে।  বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

সিরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেবে রাশিয়া

Image
ফাইল ছবি সিরিয়া ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক মহল। আর তারই জের ধরে এবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল সের্গেই রুদস্কয় জানালেন, অদূর ভবিষ্যতে সিরিয়ার কাছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হবে। এ ব্যাপারে জেনারেল সের্গেই রুদস্কয় বলেন, রুশ বিশেষজ্ঞরা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে সমস্ত বিষয়ে। খুব শিগগিরই সিরিয়াকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে, তা ব্যবহারের প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে সিরিয়াকে কোন মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে তা স্পষ্ট করেননি জেনারেল রুদস্কয়। উল্লেখ্য, সিরিয়ায় ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। এরপরই সিরিয়ার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর রাশিয়া ঘোষণা করে, তারা সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করতে পারে যাত...

চীনা পর্যটকদের দেখতে হাসপাতালে কিম

Image
উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে পড়ে যাওয়ায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন দেশটির সর্বচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার তিনি আহতদের খোঁজ খবর নেন। এছাড়া, সোমবার উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেন কিম। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানান। এর আগে, রবিবার রাতে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে চীনের পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত হন অন্তত ৩৬ জন। যাদের মধ্যে ৩২ জনই চীনা নাগরিক বলে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ

কলকাতায় সপ্তাশ্চর্যের ছোঁয়া

Image
কলকাতাবাসী বিশ্বের সপ্তাশ্চর্য দেখে চোখ জুড়াচ্ছ, মন ভরাচ্ছে। ভাবছেন কীভাবে? প্রশ্নটা যৌক্তিক। কারণ, সপ্তাশ্চর্য তো বিশ্বের বিভিন্ন মহাদেশে ছড়িয়ে। রহস্যটা বলছি, আসল সপ্তাশ্চর্যের আদলে ঐতিহ্যবাহী কলকাতা শহরে গড়া হয়েছে সপ্তাশ্চর্য। এটা দেখেই কলকাতাবাসী সপ্তাশ্চর্য দেখার সাধ মেটাচ্ছে। নিউটাউন কলকাতার রাজারহাটের নতুন শহর। নিউটাউনের একটি লেক ধরে ৪৮০ বর্গ একর জমিজুড়ে গড়ে উঠেছে প্রাকৃতিক তীর্থ বা প্রাকৃতিক পার্ক। ইংরেজিতে বলা হচ্ছে ‘ইকোপার্ক’। এই পার্কেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্ব সপ্তাশ্চর্য। পার্কটির উদ্বোধন হয় ২০১২ সালের ২৯ ডিসেম্বর। এটি নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের হাউজিং ইনফ্রাস্ট্রাকচারার ডেভেলপমেন্ট করপোরেশন বা হিডকো। হিডকোর দাবি, এটিই এখন ভারতের বড় পার্ক। পার্কে রয়েছে ১০৪ বর্গ একরের লেক। একটি দ্বীপও আছে লেকে। পার্কটি অপূর্ব সুন্দর। শিশু থেকে বৃদ্ধ—সবার জন্য এই পার্কে রয়েছে চিত্তবিনোদনের নানা ব্যবস্থা। আর এই ইকোপার্কের এক পাশে তৈরি করা হয়েছে বর্তমান বিশ্বের সপ্তাশ্চর্য। চীনের প্রাচীর থেকে মিসরের পিরামিড, আগ্রার তাজমহল থেকে জর্ডনের পেত্রা নগরী—সবই আছে এখানে। ইকোপার্কে...

কিম জং উন সম্মানিত মানুষ: ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি মনে করি, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সত্যিকারে একজন খোলা মনের মানুষ এবং সম্মানিত। শিগগিরই আমরা বৈঠকে বসতে যাচ্ছি। তিনি বলেন, উত্তর কোরিয়ানরা বৈঠকের জন্য চাপ দিচ্ছে। তারা বলছেন, যতো দ্রুত সম্ভব আমাদের দুজনকে বৈঠক করতে। আমরাও সেই বিষয়ে ভালভাবেই এগুচ্ছি।  ট্রাম্প আরো বলেন, উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত হতে হবে।-সিএনএন। ইত্তেফাক/মোস্তাফিজ