Posts

ঝিনাইদহে মেয়েদের সাইক্লিং

Image
ঝিনাইদহে মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও সৃজনী বাংলাদেশ এর আয়োজনে আজ সোমবার সকালে শহরের হামদহ বাইপাস থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। সেখান থেকে শুরু হয়ে প্রতিযোগীরা ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন মেয়ে শিক্ষার্থী অংশ নেয়। পরে বাসটার্মিনালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজনী বাংলাদেশ'র চেয়ারম্যান ড. হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। আলোচনা সভা শেষে ক-গ্রুপে ১ম স্থান অধিকার করে জেসমিন আরাফাত জেসি, ২য় হয় জেসমিলা ফেরদৌস ও ৩য় স্থান অধিকার করে জুই খাতুন। খ-গ্রুপে ১ম হয় তানিয়া খাতুন, ২য় রিয়া ও ৩ স্থান অধিকার করে কুলসুম। গ-গ্রুপে ১ম হয় অফিয়া তাসরিন, ২য় শাবা ও ৩য় হয় সোনিয়া খা...

মিডিয়ার হাতে মসলা তুলে দেবেন না, সাংসদদের পরামর্শ মোদির

Image
প্রতিটি বিষয়েই আগ বাড়িয়ে কথা বলে গণমাধ্যমের হাতে মসলা তুলে দেবেন না- নিজের দলের সাংসদ ও বিধায়কদের এই পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার নরেন্দ্র মোদি অ্যাপের (নমো অ্যাপ) মাধ্যমে দলের সাংসদ ও বিধায়কদের সাথে কথা বলতে গিয়ে দলের জনপ্রতিনিধিদের বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার উপদেশ দেন মোদি। ধর্ষণসহ একাধিক ইস্যুতে দেশটির ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই পরামর্শ। প্রায় ২ মিনিটের ভিডিও চ্যাটে দলের নেতা-কর্মীদের উদ্যেশ্যে মোদির বার্তা ‘কখনও আমাদের কর্মীরা বলেন গণমাধ্যম এটা করে, গণমাধ্যম ওটা করে, কিন্তু আমরা কি কখনও ভেবে দেখেছি যে আমরাও ভুল করি এবং গণমাধ্যমের কর্মীদের হাতে মশলা তুলে দিই, যেন আমরা কত বড় বিজ্ঞজন। চিত্রসাংবাদিকদের দেখলেই আমরা বড় বড় ইস্যুগুলিতে বিশ্লেষণ করতে ছুটে যাই। এটা গণমাধ্যমের দোষ নয়, আমাদের নিজেদেরকে সংযত হতে হবে। একমাত্র যারা এই বিষয়ে দায়িত্বশীল, তাদেরই বলা উচিত। সকলেই যদি বলতে শুরু করে তবে আসল ইস্যুটাই বিপথগামী হয়ে যাবে এতে আমাদের দেশ, দল এবং ব্যক্তিগত ভাবমূর্তির ওপরও প্রভাব পড়বে’।  প্র...

সিরিয়ায় ৫,০০০ ট্রাক অস্ত্র পাঠিয়েছে আমেরিকা : এরদোগান

Image
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানে বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদের অস্ত্র দিচ্ছে যা তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তুর্কি এনটিভি-কে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, আমেরিকা ও তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদের অস্ত্র যোগান দিচ্ছে।  তিনি বলেন, আমরা অর্থ দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে পারি না অথচ দুঃখজনকভাবে আমেরিকা ও তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে। অতএব হুমকিটা কোথা থেকে আসছে? এই হুমকি প্রাথমিকভাবে আসছে কৌশলগত মিত্রদের কাছ থেকে।   তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে আমেরিকা। সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকা ৫,০০০ ট্রাক অস্ত্র পাঠিয়েছে। সিরিয়ার কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক। অন্যদিকে, তুরস্কের মিত্র আমেরিকা এই সংগঠনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং সিরিয়াদের মিত্র হিসেবে ব্যবহার করছে।...

যেভাবে লক্ষ্যে আঘাত হানে ব্যালাস্টিক মিসাইল!(ভিডিও)

Image
সংগৃহীত ছবি বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য বিস্তারের পরাশক্তিগুলো গড়ে তুলেছে অত্যাধুনিক সমরাস্ত্র। যা মধ্যে অন্যতম একটি হল মিসাইল বা ক্ষেপণাস্ত্র। ক্ষমতাধর এসব দেশের কল্যাণে এখন সবার মুখে মুখে 'ব্যালাস্টিক মিসাইল'। যদিও এই আলোচনা ছড়ানোর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে যে দুটি দেশ তারা হলো যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। কিছু দিন পরপরই উত্তর কোরিয়া ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা করেছে। এতে নিয়ম করে কড়া প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রও। কারণ উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় মিসাইলের আওতায় যুক্তরাষ্ট্রও রয়েছে। এমনকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা আমেরিকার 'ছাই' করার হুমকিও একাধিকবার দিয়েছেন। সর্বশেষ উত্তর কোরিয়া হাওয়াজং-১৫ নামে একটি অন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালায়। ১৩ হাজার কিলোমিটার পাল্লার এই মিসাইল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়। মিসাইলটি প্রায় ৯৪০ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে আঘাত হানে। কী এই ব্যালাস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল হল সেই সব ক্ষেপণাস্ত্র, যেগুলো শুধু ছুঁড়ে দেওয়ার সময়ের ধাক্কাতেই পথ চলে না। এটি প্রথম ধ...

ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড

Image
ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণের শিকার হলে অপরাধীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। শনিবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ-সংক্রান্ত জরুরি নির্বাহী আদেশ সই হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। ভারতে ধর্ষণের বিরুদ্ধে চলমান বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিশু ধর্ষণকারীর এই শাস্তির ব্যবস্থা করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভায় এই নির্বাহী আদেশ স্বাক্ষরিত হলো। নারী ও শিশু উন্নয়নবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী গত সপ্তাহে শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এমন ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রস্তাব পাঠানো হয় মন্ত্রিসভায়। ভারতে এতদিন শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড। মোদি সরকার চলতি বছরের শুরু পর্যন্ত শাস্তি বাড়ানোর বিপক্ষে ছিল। জানুয়ারিতে কেন্দ্রীয় আইন কর্মকর্তা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, ‘মৃত্যুদণ্ডই সবকিছুর জবাব হতে পারে না।’ সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর আট বছরের...

এইচএসসির স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ মে

Image
প্রতীকী ছবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্থগিতের পর ঢাকা বোর্ড পরীক্ষার নতুন এ তারিখ নির্ধারণ করে।  রবিবার নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে ভূগোল প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে স্থানীয় ট্রেজারি থেকে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়। স্থানীয় জেলা প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহবার হোসাইন পরীক্ষা স্থগিত করেন।  অভিন্ন পদ্ধতিতে এ পরীক্ষা আয়োজিত হওয়ায় আগামীকাল সোমবারের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে বলে তিনি জানান।  এদিকে, এ ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি স্থানীয় জেলা প্রশাসক ও অন্যটি ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অধীনে হবে। এ কমিটি নেত্রকোনার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে কীভাবে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেয়া হলো তা খতিয়ে দেখবে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে ...

মাতাল অবস্থায় বিয়ে করতে এসে বউ ছাড়া ফিরতে হলো বরকে

Image
মদ খেয়ে মাতাল হয়ে বিয়ে করতে এসে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে বর ভূধর সহিস। বিয়ে বাড়িতে হবু মাতাল বর তাণ্ডব করায় বেঁকে বসেন কনে। পরে বউ ছাড়াই বাড়ি ফিরতে হয় ভূধর সহিসকে। বৃহস্পতিবার রাতে ভারতের বাঁকুড়া জেলার তেলকল পাড়ায় বিয়ে করতে এসেছিলেন পুরুলিয়ার ভূধর সহিস। ভূধর পেশায় স্কুলশিক্ষক।  সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না মাতাল ভূধর।  মাতাল অবস্থায় তিনি লাথি মেরে বিয়ের পিঁড়ি ফেলে দেন। গালিগালাজ করতে থাকেন পুরোহিতকে। বলে থাকেন, বিয়ের আচার-অনুষ্ঠান তার পছন্দ নয়। বউ নিয়ে সেই মুহূর্তে বাড়ি ফেরার জন্য বায়না ধরেন বর ভূধর। হবু বরের এমন কীর্তি দেখে বিয়ে করতে বেঁকে বসে কনে। এমন ছেলেকে তিনি কিছুতেই বিয়ে করবেন না বলে জানিয়ে দেন পাত্রী। শেষপর্যন্ত মাতাল পাত্রের তাণ্ডব থামাতে খবর দেয়া হয় থানায়। পুলিশ এসে ভূধর সহিস ও তার এক ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। বিয়ে করতে এসে শেষমেশ একা খালি হাতেই ফিরতে হয় বরকে। ইত্তেফাক/ইউবি