Posts

গুলিতে নিহত পাঁচ ফিলিস্তিনি, বিক্ষোভে উত্তাল গাজা

Image
হাজার হাজার ফিলিস্তিনি গাজা থেকে ইসরায়েলের সীমান্তের দিকে মিছিল করে যাওয়ার পর তাদের ওপর ইসরায়েলি সৈন্যরা গুলি চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ছয় সপ্তাহব্যাপী এক প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনিরা এই বিক্ষোভে অংশ নিচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, অন্তত পাঁচজন ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছে। আরও প্রায় সাড়ে তিনশো' মানুষ ইসরায়েলি সৈন্যদের চালানো গুলিতে আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অন্তত ছ'টি জায়গায় দাঙ্গা-হাঙ্গামা চলছে এবং তারা দাঙ্গায় 'উস্কানিদাতাদের' দিকে গুলি করছে। ফিলিস্তিনিরা তাদের এই মিছিলের নাম দিয়েছে 'গ্রেট মার্চ টু রিটার্ন' বা নিজের ভূমিতে ফিরে যাওয়ার মিছিল। সীমান্তের কাছে তারা পাঁচটি ক্যাম্প স্থাপন করে সেখানে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিরা ইসরায়েলের ভেতরে তাদের ফেলে আসা বাড়ি-ঘরে ফিরে যাওয়ার অধিকার চায়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা-ইসরায়েল সীমান্তের কাছে পাঁচটি জায়গায় প্রায় সতের হাজার মানুষ অবস্থান নিয়েছে। এরা সেখানে গাড়ির টায়ার জ্বালাচ্ছে এবং সীমান্তের প্রাচীরের দিকে মলোটভ ককটেল ছুঁড়ছে। ফিলিস্...

আসামে নাগরিকত্ব হারাচ্ছে ৫০ লাখ মানুষ

Image
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রায় ৫০ লাখ বাসিন্দা নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা বলছেন, ১৯৭১ সালের আগে ওই বাসিন্দাদের পরিবার যেখানে বসবাস করতো তারা সেগুলোর নথিপত্র দিতে ব্যর্থ হয়েছে।   আল জাজিরার খবরে বলা হয়েছে, দেশটির ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি)’র অন্তর্ভুক্ত করতে নাগরিকদের একটি প্রাথমিক তালিকা করছে আসাম সরকার।  কর্তৃপক্ষ বলছে, গত ৬০ বছরের মধ্যে প্রথমবার বাংলাদেশ থেকে আসা অনথিভুক্ত অভিবাসীদের শনাক্ত করার লক্ষ্যে প্রক্রিয়াটি আপডেট করা হচ্ছে। তবে এ প্রক্রিয়ার নিন্দা জানিয়ে সমালোচকরা বলছে, এই পদক্ষেপে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের মতো আসামেও মুসলিম নাগরিক এবং বাংলাদেশ থেকে আসা গৃহহীনরা হুমকিতে রয়েছেন।    আসামে ৩ কোটি ২০ লাখের বেশি মানুষের বাস।  তাদের মধ্যে এক তৃতীয়াংশই মুসলমান।    আসামের এনআরসি হালনাগাদের দায়িত্ব পালনকারী কর্মকর্তা প্রতিক হাজেলা গতকাল বুধবার আল জাজিরাকে জানান, আসামের ৪৫ লাখ মানুষ সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে।  তাই দ্বিতীয় দফায় এই তালিকা করা হচ্ছে। বুধবার রাজ্যের...

ভারতে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, পুণরায় পরীক্ষা ২৮ লাখ শিক্ষার্থীর

Image
বাংলাদেশে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ হর-হামেশাই উঠছে। কদিন আগে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়টি তো সংবাদমাধ্যমগুলোর শিরোনামের খোরাক হয়েছে। বিষয়টি বেশ চাঞ্চল্যও সৃষ্টি করে। এবার এমনই ঘটনা ঘটলো ভারতে। দেশটিতে মাধ্যমিক পরীক্ষায় দুটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রায় ২৮ লাখ শিক্ষার্থীকে পুণরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক পরীক্ষা বোর্ডের (সিবিএসই)  মুখপাত্র আনিতা কারোয়াল এ ঘোষণা করেন। সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,  প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ১৮ শিক্ষার্থীসহ পাঁচ স্কুল শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে হাতে লেখা ফাঁস হওয়া প্রশ্নের পাণ্ডুলিপি পাওয়া যায়। এ ছাড়া ফাঁস হওয়া প্রশ্ন এক হাজার শিক্ষার্থীর হাতে পৌছে গিয়েছিলো বলে আশঙ্কা করছে দিল্লি তদন্তকারী পুলিশ। তদন্তকারীরা জানান,  প্রশ্ন কিনতে ৩৫ হাজার রুপি গুনতে হয়েছে একজনকে। পরে শিক্ষার্থীদের অভিভাবকরা সেই টাকা উশুল করতে প্রতি প্রশ্নের কপি পাঁচ হাজার রুপি দরে বিক্রি করেছেন বলে জানা গেছে। থানায় দায়ের করা এফআইআর থেকে জানা যায়, প...

পাকিস্তান ও ভারত ‘পার্মানেন্ট ইন্দুজ কমিশন’ বৈঠকে বসবে আজ

Image
আজ বৃহস্পতিবার ‘পার্মানেন্ট ইন্দুজ কমিশনে’র বৈঠকে বসতে যাছে ভারত ও পাকিস্তান। দুই দিনের এ বৈঠকে ইন্দুজ ওয়াটার্স ট্রিটি (আইডাব্লিউটি)’র অধীনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এটা হবে পার্মানেন্ট ইন্দুজ কমিশনের (পিআইসি) ১১৪তম বৈঠক। আইডাব্লিউটি অনুযায়ী এই কমিশনের বছরে অন্তত একবার বৈঠকে বসার কথা। বার্ষিক এ বৈঠকে ভারতের ইন্দুজের পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার পি কে স্যাক্সেনা, টেকনিক্যাল বিশেষজ্ঞ দল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ভারতীয় দলে থাকবেন। পাকিস্তানের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সৈয়দ মুহাম্মদ মেহার আলী শাহ। পাকিস্তানী কূটনীতিকদের ভারতে হয়রানি করার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে যে মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে, সে সময় এ বৈঠক অনুষ্ঠিত হতে যাছে। একটি সরকারী সূত্র পিটিআইকে জানিয়েছে, ২৯ ও ৩০শে মার্চ এ বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র অনুযায়ী, বৈঠকে ভারতের রাতলে জলবিদ্যুৎ প্রকল্প, জম্মু ও কাশ্মীরের পাকুল ডুল এবং লোয়ার কালনাই প্রকল্পের বিষয়টি আলোচনা হতে পারে। পাকিস্তান অভিযোগ করে আসছে, ১৯৬০ সালে যে আইডাবিøউটি স্বাক্ষরিত হয়, রাতলে (৮৫০ মেগাওয়াট), পাকুল ডু...

ফেসবুকের ত্রুটি খুঁজে দিন, অর্থ নিন

Image
সাম্প্রতিক কেমব্রিজ অ্যানালাইটিকা তথ্য কেলেঙ্কারিতে ফেসবুক কর্তৃপক্ষের সমালোচনা করছেন অনেকে। এ নিয়ে ফেসবুকের বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি টেসলা, প্লেবয়ের মতো জনপ্রিয় অনেক ব্র্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এ ক্ষতি ঠেকাতে নতুন কিছু উদ্যোগ নিতে দেখা যাচ্ছে ফেসবুককে। কর্তৃপক্ষ বলছে, তারা প্রাইভেসি সেটিংস আরও উন্নত করছে। এ ছাড়া ব্যবহারকারীদের আরও নিরাপত্তা দিতে তাদের বাগ বাউন্টি বা সফটওয়্যার ত্রুটি খুঁজে দেওয়ার কর্মসূচিটি বাড়াচ্ছে। ফেসবুক প্ল্যাটফর্মে কোনো ত্রুটি আছে কি না, তা খুঁজে বের করতে শুরুতে হ্যাকার বা নিরাপত্তা গবেষকেদের জন্য এ কর্মসূচি চালু হয়েছিল। এখন যেসব অ্যাপ্লিকেশন ফেসবুক তথ্যের অপব্যবহার করছে, তাদের সম্পর্কেও ফেসবুককে তথ্য জানিয়ে অর্থ পুরস্কার পাওয়া যাবে। ফেসবুকের অফিশিয়াল এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ফেসবুকের বাগ বাউন্টি কর্মসূচি বাড়ানো হচ্ছে। এতে ডেভেলপাররা তথ্যের অপব্যবহার করছে কি না, সে সম্পর্কে ফেসবুককে জানানোর সুযোগ থাকবে। এ কর্মসূচি চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। শিগগিরই হালনাগাদ তথ্য পাওয়া যাবে। বর্তমানে কেউ যদি ফেসবুক ওয়েবসাইটে কারিগরি কোনো ত্রুটি খুঁ...

যে কারণে ডানপন্থী ইহুদি নেতাদের সঙ্গে সাক্ষাৎ ক্রাউন প্রিন্স সালমানের

Image
ফাইল ছবি বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি পরিষেবা সংস্থা বা 'নাই বি'রিথ এর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। শুধু তাই নয়, যুক্তরাজ্য সফরে বেশ কয়েকটি ডানপন্থী ইহুদি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মুহাম্মদ বিন সালমানের ভ্রমণবৃত্তান্ত ঘেঁটে দেখার পর একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স যে সকল ডানপন্থী ইহুদি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই দলগুলোর মধ্যে অনেকেই অবৈধ বসতি নির্মাণে মিলিয়ন মিলিয়ন ডলার অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি আরো যেসব সংগঠনের সঙ্গে আলাপ করেছেন, তাদের বেশিরভাগই ইসরায়েলপন্থী এবং অবৈধভাবে বসতি নিমার্ণে অর্থায়ন করা সংস্থা। কাতার ইউনিভার্সিটির গালফ স্টাডিস প্রোগ্রামের পরিচালক মাহজোব জেইরি বলেন, আরব নেতাদের কাছে অতি পুরনো একটি ধারণা হলো, ওয়াশিংটনের দরজাগুলো ইসরায়েলি নেতাদের দ্বারা সুরক্ষিত। মুহাম্মদ বিন সালমান তাদের অনুসরণ করেছেন। তিনি মার্কিনদের দেখানোর চেষ্টা করেছেন যে, ই...

কিম জং উনের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে আছি: ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে তার পরিকল্পিত সাক্ষাৎ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ঠিকই কিন্তু তা সত্ত্বেও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হবে। বুধবার এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, যতক্ষণ উত্তর কোরিয়া নিজের পরমাণু অস্ত্র ধ্বংস না করছে ততক্ষণ ‘যেকোনো মূল্যে’ দেশটির বিরুদ্ধে চাপপ্রয়োগ অব্যাহত থাকবে। চীনের প্রেসিডেন্ট শি নিজপিং-এর সঙ্গে কিম জং-উনের সাম্প্রতিক সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার টুইটার বার্তায় লিখেছেন, “গতরাতে শি জিনপিংয়ের কাছ থেকে আমি এই মর্মে বার্তা পেয়েছি যে কিম জং-উনের সঙ্গে তার সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে এবং কিম আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমিও তার সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছি।” ট্রাম্প আরো লিখেছেন, “ততদিনে যেকোনো মূল্যে (উত্তর কোরিয়ার ওপর) সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রাখা হবে।” কয়েকদিনের জল্পনা শেষে চীন বুধবার জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম তিনদিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট শি ...