মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন
তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে তাদের বৈঠকে দু’পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়ন কিংবা কোন ধরণের সমঝোতা অর্জিত হয়নি। খবর এএফপি’র। বুলগেরিয়ায় ইইউ’র প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ-ক্লদ জাংকারের সঙ্গে এরদোগানের এক ভোজসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিরোধপূর্ণ ইস্যুগুলোর ব্যাপারে উভয় পক্ষই অনড় থাকলে তাদের মধ্যে কোন প্রকার সমঝোতা ছাড়াই বৈঠকটি শেষ হয়। বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ২০১৬ সালে তুরস্কে এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন, সাংবাদিকদের গ্রেফতার, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুর্কি সেনাবাহিনীর অভিযান ও ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকাতে আঙ্কারার সঙ্গে করা চুক্তির বিষয়গুলো স্থান পায়। বৈঠকে দু’পক্ষের মধ্যকার এই মতানৈক্য ও পারস্পরিক অভিযোগ ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগ দেয়ার বিষয়টিকে আরো কঠিন ও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কৃষ্ণ সাগর উপকূলীয় নগরী ভারনায় এই বৈঠক থেকে বড় ধরনের অর্জনের আশা করা হচ্ছিল। ...