Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব–কন্যা

Image
আলায়নাকে কোলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফেসবুক • সাপ্তাহিক ছুটির দিনে সাকিব-কন্যা আলায়নার সঙ্গে দারুণ কিছু সময় কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। • সাকিব-কন্যার প্রতিভায় প্রধানমন্ত্রী অভিভূত। • পরে সাকিবের স্ত্রী ফেসবুকে জানিয়েছেন, নিজেদের মুগ্ধতার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেক রঙের বল তুলছেন হাতে আর আলায়না হাসানের কাছে জানতে চাইছেন, তাঁর হাতে থাকা বলের রংটা কী? আলায়না তোতা পাখির মতো বলে যাচ্ছে, সবুজ, লাল, হলুদ...। সাকিব-কন্যার প্রতিভায় প্রধানমন্ত্রী অভিভূত-মুগ্ধ, ‘সব জানে সে’! অ্যাকোরিয়ামের মাছ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফেসবুক হতে পারেন সরকারপ্রধান, হতে পারেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের প্রধান। কিন্তু কঠিন সব কাজের ভিড়ে তাঁর কোমল মনটা তো আর তাতে আড়াল হয় না। শিশুদের প্রতি তাঁর আলাদা মমত্ববোধ কাজ করে সব সময়ই। আজ সেটি দেখা গেল আরেকবার। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের মেয়েকে কাছে পেয়ে শেখ হাসিনা যেন আর প্রধানমন্ত্রী নন, হয়ে গেলেন আলায়নার ‘দাদু’! অনিন্দ্য সুন্দর এ দৃশ্য ফ্রেমবন্দী করে ফেসবুকে পোস্ট করেছেন আলায়নার মা উম্মে আহমেদ শিশির। প্রধানম...

দুই বউ, বেশি বেতন চান প্রেসিডেন্ট

Image
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: রয়টার্স সব সময় সংবাদমাধ্যমে আলোচনায় থাকা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবার নিজের বেতন বাড়ানোর কথা বললেন। কারণ, দুই বউয়ের ভরণপোষণ দিতে তিনি নাকি হিমশিম খাচ্ছেন। আর এ ব্যাপারে খুবই খোলামেলাভাবে সরাসরি নিজের বেতন বাড়ানোর দাবি করে বসলেন দুর্তাতে। সম্প্রতি এক অনুষ্ঠানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, বর্তমান বাজার দর অনুযায়ী তাঁর বেতন একেবারেই চলার মতো নয়। বেতনে খাবার জন্য আলাদা টাকাও দেওয়া হয় না। বিতর্কিত বক্তব্যর জন্য প্রায় সময়ে আলোচনায় থাকা দুতার্তে বলেন, ‘আমি কত বেতন পাই আপনারা সবই জানেন। আমার ঘরে দুজন স্ত্রী। মাত্র ৩ হাজার ৮৬০ ডলার আয়ে সংসার আর চলে না। যদি প্রেসিডেন্ট হিসেবে সংসার চালানোর মতো বেতন পেতে হয় তাহলে আমাকে প্রতি মাসে ১০ লাখ ফিলিপাইনের পেসো দিতে হবে।’ তবে শেষের কথাটি রসিকতার সুরে বলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, ২০১৬ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো একটি নির্দেশিকায় সাক্ষর করে দেশের চাকরিজীবী ও সামরিক বাহিনীর কর্মীদের বেতন বাড়িয়েছেন। বর্তমান ফিলিপাইনের প্রেসিডেন্টের বেতন আগামী...

সীমান্তে সেনা বাংলাদেশকে লক্ষ্য করে নয়: মিয়ানমার

Image
দুই দেশের শূন্যরেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ঘিরে মিয়ানমার সেনাসমাবেশ বাড়িয়েছে। ছবি: এএফপি সন্ত্রাসী হামলার আশঙ্কায় বাংলাদেশ সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার। তারা বলেছে, বাংলাদেশের বিরোধিতা করা তাদের লক্ষ্য নয়। আজ শুক্রবার মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতে এএফপিকে এ কথা বলেন। বাংলাদেশ যত দ্রুত সম্ভব মিয়ানমারকে সেনা প্রত্যাহার করতে বলেছে। সেনা মোতায়েনের ঘটনায় দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনা মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে বিলম্বিত করবে বলে ধারণা করা হচ্ছে। এএফপির খবরে জানানো হয়, দুই দেশের শূন্যরেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ঘিরে এ সপ্তাহে মিয়ানমার সেনাসমাবেশ বাড়িয়েছে। মিয়ানমারে সামরিক বাহিনীর নৃশংস অভিযানের কারণে গত বছরের আগস্ট মাসে দেশটি থেকে রোহিঙ্গারা পালিয়ে আসছে। এখন পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে এসেছে। এর মধ্যে অধিকাংশ বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। শূন্যরেখায় এখন প্রায় ছয় হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। দেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নে এ ঘটনা ঘটানো হচ্ছে বলে মিয়ানমারকে দোষারোপ করছে জাতিসং...

নিলামে উঠছে শ্রীদেবীর আঁকা দু'টি ছবি

Image
সংগৃহীত ছবি বলিউড অভিনেত্রী শ্রীদেবীর অভিনয়ের পাশাপাশি ছবি আঁকার নেশাও ছিল। ছোটবেলা থেকেই ছবি আঁকার কাজটি ভালোবাসতেন বলিউডের চাঁদনী। আর মৃত্যু অবধি সেই কাজেই মগ্ন ছিলেন তিনি। দুবাইয়ে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠান শেষে থেকে যাওয়ার কারণও ছিল সেই ছবি। এর আগেও স্বামী বনি কাপুরের উদ্যোগে তার আঁকা ছবির প্রদর্শনী হয়েছে। এবার হওয়ার কথা ছিল দুবাইয়েই। যে কারণে, বনি কাপুর ছোট মেয়ে খুশিকে নিয়ে দেশে ফিরে এলেও, শ্রীদেবী থেকে গিয়েছিলেন সেখানেই।এবার ছবির প্রদর্শনীর পাশাপাশি নিলাম হওয়ারও কথা ছিল। আর নিলামের অর্থ তিনি কোনও জনকল্যাণমূলক কাজেই দান করবেন, এমনটাই ভাবনা ছিল প্রয়াত অভিনেত্রীর।  জানা যায়, দেবর অনিল কাপুরের বড় কন্যা সোনমের ছবি এঁকেছিলেন শ্রীদেবী। সোনমের প্রথম ছবি 'সাওয়ারিয়াঁ'য় তার লুক যেন এক অন্য মাত্রা পেয়েছে শ্রীদেবীর তুলির ছোঁয়ায়। সেই ছবিটিই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন উমেশ তনওয়ার। দুবাইয়ে, সোনম কাপুরের জনপ্রিয়তা বিপুল। সেই কারণে, শ্রীদেবী তাকেই বেছে নেন নিজের সাবজেক্ট হিসেবে। পাশাপাশি, মাইকেল জ্যাকসনের ছবিও আঁকেন তিনি। কারণ, প্রয়াত পপ তারকা ছিলেন অভিনেত্রীর অত...

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

Image
রাজশাহীতে ধর্ষণের অভিযোগে মো. মংলা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এই থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মংলা নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত এলাহী ভরসার ছেলে। মংলার সৎ মেয়ে (১৫) নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে নগরীর তেরোখাদিয়া এলাকায় ভাড়া থাকেন ব্যবসায়ী মংলা। সকালে মংলা তার সৎ মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় অভিযান চালিয়ে বাড়ি থেকেই মংলাকে আটক করা হয়। ওসি জানান, মংলার সৎ মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলে সে দাবি করে, মংলা তাকে ধর্ষণ করেছেন। পরে ধর্ষণের অভিযোগে সে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে মংলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  ওসি হাফিজুর রহমান বলেন, মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হা...

কেনোভাবেই ঠেকানো যাবেনা, এমন ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিলেন পুতিন

Image
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘এমন এক অপরাজেয় ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে তার দেশ, যা দিয়ে সমগ্র পৃথিবীতে পরমাণু হামলা চালানো সম্ভব এবং এটিকে কোনোভাবেই প্রতিহত করা যাবেনা।’ মস্কোতে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে এ ঘোষণা দেন পুতিন।  রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ১৭ দিন আগে বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণ দেন পুতিন। মার্চের ১৮ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনেও চতুর্থ বারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি, বিশেষজ্ঞরা এমনটিই জানাচ্ছেন। এসময় রাশিয়ার ‘তৈরিকৃত’ নতুন ক্ষেপণাস্ত্র এবং পানির তলদেশ দিয়ে চলাচলে সক্ষম একটি ড্রোন এর কার্যাবলীর ভিডিও প্রদর্শন করেন পুতিন। পরমাণু অস্ত্র পরিবহণে সক্ষম নতুন এ ক্রুজ ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন বলেন, ‘এটি ইউরোপ ও এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা কোনোভাবেই প্রতিহত করা সম্ভব নয়। কারণ এটিকে সনাক্ত করাটাই প্রায় অসম্ভব। এটি অসীম পাল্লার ও এটি দুর্ভেদ্য এবং অদম্য।’ বিবিসি। ইত্তেফাক/সেতু

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৮ তুর্কি সেনা নিহত

Image
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের আট সৈন্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সেখানে কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের এসব সৈন্য নিহত হয়। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। গত ২০ জানুয়ারি সিরিয়ার আফরিন জেলায় পিপলস প্রটেকটিভ ইউনিটের (ওয়াইপিজি) বিরুদ্ধে আন্তসীমান্ত অভিযান শুরুর পর থেকে আঙ্কারার জন্য বৃহস্পতিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। তুরস্কের সামরিক বাহিনীর দু’টি পৃথক বিবৃতিতে হতাহতের এ সংখ্যা জানানো হয়। প্রথম বিবৃতিতে বলা হয়, ‘আফরিনে অভিযান চালানোর সময় আমাদের পাঁচ বীর সেনা শহীদ ও অপর সাত আহত হয়েছেন। এর পরপরই তাদের দেয়া দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, তুরস্ক সামরিক বাহিনীর আরো তিন সৈন্য নিহত ও ছয় আহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন টুইটার বার্তায় বলেন, ‘আমরা আফ্রিনে শাহাদৎবরণ করা আমাদের সৈন্যদের রুহের শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’ খবর এএফপি’র। ইত্তেফাক/মোস্তাফিজ