Posts

শীতে পেঙ্গুইনও উষ্ণতা খুঁজছে

Image
হিমজগতের পাখি হিসেবে পরিচিত পেঙ্গুইন। মাইনাস ডিগ্রি তাপমাত্রায়ও বরফের মধ্যে খেলতে ভালোবাসায় এদের তো এই অভিধাই মানায়! কিন্তু কানাডায় যে শীত পড়ছে তাতে শুধু মানুষই নয়, জবুথবু হয়ে পড়ছে বরফের এই প্রাণীটিও। শীতের কবল থেকে বাঁচতে পেঙ্গুইনও নিরাপদে স্থানে আশ্রয় নিচ্ছে, খুঁজছে উষ্ণ স্থান। আর্কটিক বায়ুর প্রবাহে কানাডায় যে চরম ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, তার নিদারুণ চিত্র উঠে এসেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার ক্যালগারি চিড়িয়াখানায়। বিশেষায়িত এই চিড়িয়াখানায় পাঁচ প্রজাতির পেঙ্গুইন রয়েছে। এদের মধ্যে কিং পেঙ্গুইন খুব খারাপ আবহাওয়ায় চলাফেরায় ভারী অভ্যস্ত। কিন্তু এরাও এখন শীতের থাবা থেকে নিজেকে রক্ষা করতে উষ্ণ ও উঁচু স্থানকেই বেছে নিচ্ছে। শুধু চিড়িয়াখানায় নয়, কানাডাজুড়ে বসছে শৈত্যপ্রবাহ। আগেভাগে আসা শৈত্যপ্রবাহের কারণে ইংরেজি নববর্ষের দিনই কানাডায় তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। প্রবল বাতাসের কারণে ঠান্ডার এই অনুভূতি মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হচ্ছে। ক্যালগারি চিড়িয়াখানার কিউরেটর মালু সেল্লি বলেন, তাঁরা ১০টি কিং পেঙ্গুইনকে উষ্ণ স্থানে নিয়ে এসেছেন শ...

ত্রিপুরা নির্বাচন: হারছে বামেরা?

Image
ত্রিপুরা কি বামদের হাতছাড়া হয়ে যাচ্ছে? আজকের বুথ ফেরত জরিপ যদি সত্যি হয়, তবে উত্তর-পূর্ব ভারতের এ রাজ্যে বাম জমানার অবসান হচ্ছে। শুধু ত্রিপুরায় না, পাহাড়ি এ অঞ্চলের নাগাল্যান্ডে উড়তে পারে গেরুয়া বসন। আরেক রাজ্য মেঘালয়ে জয়ের সম্ভাবনা রয়েছে আঞ্চলিক দল এনপিপির। আজ বিকেলে নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা নির্বাচন শেষ হয়। ত্রিপুরার সঙ্গে এই দুই রাজ্যের নির্বাচনের ফলাফল বের হবে আগামী ৩ মার্চ। এক্সিস ইন্ডিয়া ও নিউজটুয়েনটি ফোরের যৌথ জরিপে দেখা যায়, ত্রিপুরায় বিজেপি ৪৫ থেকে ৫০টি আসন পেতে পারে। সেখানে বাম জোট পাবে ৯ থেকে ১০টি আসন। নিউজ এক্সের আরেক জরিপে দেখা যাচ্ছে, বিজেপি ত্রিপুরায় পাবে ৩৫ থেকে ৪৫টি আসন। আর বাম জোট পাবে ১৪ থেকে ২৩ আসন। তবে ত্রিপুরার সংস্থা ত্রিপুরা ইনফোডটের হিসাব বলছে ঠিক উল্টো কথা। ইনফোর হিসাব অনুযায়ী ত্রিপুরায় বামেরাই ফিরছে ক্ষমতায়। তাঁর পেতে পারে ৪০ থেকে ৪৯টি আসন। ১০ থেকে ১৯টি আসন পেতে পারে বিজেপি। ইনফোন ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত দেবনাথ দাবি করেন, তাঁদের অনলাইন ও অফ লাইন এবং মানবিক সমীক্ষার মাধ্যমে তথ্যের ভিত্তিতেই এ প্রতিবেদন। নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে প্রতি পদে...

মৃত্যুর পর বয়স কমে ৫২ হলো শ্রীদেবীর!

Image
১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্ম হয় শ্রীদেবীর। উইকিপিডিয়ায় দেওয়া তথ্য অনুসারে মৃত্যুকালে বলিউডের এই অভিনেত্রীর বয়স ৫৪ বছর। কিন্তু দুবাই সরকারের দেওয়া এমবামিং সার্টিফিকেটে শ্রীদেবীর বয়স ৫২ বছর হিসাবে উল্লেখ করা হয়েছে। গালফ নিউজ প্রকাশিত সেই সার্টিফিকেট ভারতীয় সংবাদ মাধ্যমের হাতে এসে পৌঁছতেই ফের তৈরি হয়েছে বিতর্ক। শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট-এ বানান ভুল নিয়ে এর আগেই ভ্রূ কুঁচকেছেন অনেকে। এবার এমবামিং সার্টিফিকেটে শ্রীদেবীর বয়স ৫২ দেখে অনেকেরই প্রশ্ন, কীভাবে এমন ভুল হচ্ছে এবং তা নজরেও আসছে না কেন?     হার্ট অ্যাটাকে বলিউড ডিভা শ্রীদেবীর মৃত্যুর খবরে শনিবার সকালে হৃদয় ভেঙেছিল ভারতের ১৩০ মানুষের। এরপর ময়নাতদন্তের পর জানা গেল হৃদরোগ নয়, বাথটবের পানিতে ডুবেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে (যদিও মৃত্যুর এই কারণ নিয়েও অনেকে নানা প্রশ্ন তুলছে)। এরপর দুবাই থেকে আম্বানিদের বিশেষ চার্টাড বিমানে গ্রিন পার্কের বাসগৃহে ফেরান হয় নায়িকার মরদেহ। বুধবার লোখন্ডওয়ালার ভিলে পার্লে শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এরই মধ্যে বয়স বিতর্কে ফের শিরোনামে শ্রীদেবী। সূত্র: জি নিউজ বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি...

তালেবানকে রাজনৈতিক দলের স্বীকৃতি দেয়ার পরিকল্পনা আফগান প্রেসিডেন্টের

Image
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বুধবার তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর পরিকল্পনা প্রকাশ করেছেন। এই পরিকল্পনার মধ্যে তালেবানকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জঙ্গি গোষ্ঠীটির পক্ষ থেকে সরাসরি সমঝোতায় বসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানোর কয়েকদিনের মধ্যে এই পরিকল্পনার ঘোষণা দেয়া হল। ট্রাম্প প্রশাসনের অধিকতর সামরিক শক্তি প্রয়োগের নতুন কৌশলের জবাবে তালেবান জঙ্গিরা সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের নগরী ও শহরগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাবুলে অনুষ্ঠিত একটি সম্মেলনে ঘানি তার এই পরিকল্পনা প্রকাশ করেন। পরিকল্পনার আওতায় তালেবান রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে। ঘানি বলেন, ‘অবশ্যই অস্ত্রবিরতি জরুরি। তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়া উচিত এবং এতে করে পারস্পরিক আস্থা অর্জনের প্রক্রিয়া শুরু হবে।’ তিনি আরো বলেন, ‘এখন এটা আপনাদের হাতে। শান্তিকে বেছে নিয়ে আসুন আমরা এই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনি।’ ঘানি বলেন, শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে ...

শ্রীদেবীর মৃত্যু নিয়ে জট, জেরার মুখে বনি

Image
• শ্রীদেবীর মৃত্যুর ‘রহস্য’ উদ্‌ঘাটনে মাঠে নেমেছে তদন্ত দল।  • সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও হোটেল কর্মীকে। • ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে সপরিবারে দুবাই যান শ্রীদেবী। শ্রীদেবীর মৃত্যুর ‘রহস্য’ উদ্‌ঘাটনে মাঠে নেমেছে তদন্ত দল। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও হোটেল কর্মীকে। আজ মঙ্গলবার দুবাইয়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। দুবাই পুলিশ সূত্র জানায়, আজ জিজ্ঞাসাবাদ শেষে শ্রীদেবীর মরদেহ ছাড়া হবে। একটি সূত্র জানায়, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমাদের কিছু প্রশ্ন জেগেছে। আমরা মনে করছি, বিষয়টি আবার পুনঃ তদন্ত করা প্রয়োজন।’ ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই যান শ্রীদেবী। সঙ্গে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশিও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে শেষে মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফেরেন বনি। শ্রীদেবী থেকে গিয়ে ছিলেন। ছিলেন জুমেইরাহ ইমিরেটস হোটেলে। স্ত্রীকে চমকে দিতে বনি গত শনিবার বিকেলে দুবাই ফিরে যান। পরে স্বামীর সঙ্গে নৈশভোজে যাওয়ার জন্য প্রস্তুত হতে যান তিনি। বেশ কিছ...

মিয়ানমারকে ৪৮০ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Image
যুক্তরাষ্ট্রের সহায়তামূলক এজেন্সি ইউএসএইড মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪৮০ লাখ ডলারের উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছে। জানা গেছে, মিয়ানমারের কায়াহ রাজ্যে এ সহায়তা দেওয়া হবে। কায়াহ হচ্ছে দেশটির সবচেয়ে অনুন্নত রাজ্য। সেখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। সেখানে ওই পরিমাণ অর্থ দিয়ে মৌলিক সেবা খাতগুলোর উন্নয়ন করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইউএসএইড। ওই এজেন্সি থেকে দেয়া একটি বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্কট মারসিয়েল বলেন, মিয়ানমারের জনগণ, বিশেষ করে সংঘাতকবলিত সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন প্রতিশ্রুতিবদ্ধ, তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক পটপরিবর্তনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্থানীয় বিভিন্ন গ্রুপ, সুশীল সমাজ ও সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুমোদন করে যুক্তরাষ্ট্র। ইউএসএইডের ওই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘অ্যাডভান্সিং কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন সাউদার্ন মিয়ানমার’। স্থানীয় চারটি সংগঠন যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও পয়ঃনি...

১৬ দেশের সঙ্গে বিশাল নৌমহড়ায় ভারত, সতর্ক চীন

Image
ফাইল ছবি বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করতে মুখিয়ে আছে ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার আটদিনের বড়সড় নৌমহড়ায় যোগ দিতে ভারতে আসছে ১৬টি দেশ। ৬ মার্চ থেকে শুরু হবে সেই মহড়া। এদিকে, সমুদ্রে নিরাপত্তা বাড়াতেই এই যুদ্ধ মহড়ায় অংশ নিচ্ছে ভারত। ইন্দো-পেসিফিক অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে আন্দামান-নিকোবরে হচ্ছে সেই মহড়া। যার নাম ‘মিলন’। এ ব্যাপারে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডিকে শর্মা জানিয়েছেন, ‘মিলন চলাকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশের নৌসেনা প্রধানদের সঙ্গে। সমুদ্রে বেআইনি কার্যকলাপ নিয়ে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হবে বলেও জানা গেছে। এই মহড়ায় যোগ দিতে উপস্থিত থাকবে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মরিশাঁস, মালদ্বীপ, মিয়ানমার, নিউজিল্যান্ড ও ওমানের মতো দেশ। বিভিন্ন ধরনের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি লড়াই করতে, কি ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েই চলছে আলোচনা। এদিকে মালদ্বীপে ‘ওসান অবজারভেশন স্টেশন’ এর নাম করে চীন গোপনে একটি সাবমেরিন বেস তৈরি করতে চলেছে বলে শোনা যাচ্ছে। এ নিয়ে সতর্ক অবস্থানে আছে ভারত। বিডি প...