Posts

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে 'ধূসর' তালিকায় পাকিস্তান

Image
প্যারিসে এফএটিএফ’র বৈঠক সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানকে অর্থনৈতিক সংক্রান্ত আন্তর্জাতিক নজরদারির কথিত ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী জুন মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।  ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ'র সপ্তাহব্যাপী বৈঠকের পর স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। পাকিস্তান বলছে, এফএটিএফ'র এ সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভবিষ্যত সহযোগিতার ওপর প্রভাব ফলবে।  এর আগে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। চীন, তুরস্ক ও সৌদি আরব মার্কিন ওই প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমেরিকা পেছনে থেকে কাজ করে আসছিল।    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকে বলে আসছেন- পাকিস্তান সন্ত্রাসীদেরকে অর্থ যোগান দিচ্ছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করেছে। এছাড়া, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতাকামীদের প্রতি পাকিস্তানের সমর্থনের বিষয়টিও ...

বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করায় ঘরছাড়া বালিকা

Image
মালয়েশিয়ায় বাংলাদেশি এক সৎবাবার যৌন নির্যাতনের শিকার হয়ে অভিযোগ করায় ঘরছাড়া হয়েছেন বালিকা। ১৫ বছর বয়সী ওই বালিকাকে বাসা থেকে বের করে দেয়ার পর এক ব্যক্তি ওই বালিকাকে পুলিশের কাছে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। চায়না প্রেসকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন স্টার।  মালয়েশিয়ার অনলাইন স্টারে বলা হয়েছে, মালয়েশিয়ার কেপং মেট্রো প্রিমা এলাকায় ৩১ জানুয়ারি রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে নির্যাতিত বালিকা তার মায়ের কাছে অভিযোগ করে জানায়, সৎপিতা রান্নাঘরে তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়। এতে সে বাধা দিলে তাকে নির্যাতন করতে থাকে। এ কথা শুনে ওই বালিকার মাও তার ওপর চড়াও হয়। এর তিনদিন পরে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়।  পুলিশে অভিযোগ করায় এখন ঘটনার তদন্ত চলছে। এরপরই ওই বালিকার মা পাল্টে গেছেন। তিনি পুলিশের কাছে তার স্বামী সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, তাদের ওই মেয়েটি যখন গোসল করতো তখন তার স্বামী সেখানে উঁকি দিতো। তাকে যৌন নির্যাতনের চেষ্টা করতো। ৮ই ফেব্রুয়ারি তামান মেলাওয়াত এলাকায় একটি এপার্টমেন্টে নিয়ে যায় মেয়েকে। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালায়।  বিডি প্...

মেঘালয়ের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী নিহত

Image
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের মেঘালয় রাজ্যের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সোহান ডি.শিরা নিহত হয়েছে। রাজ্যটির গারো হিলসে অত্যন্ত সক্রিয় 'বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী' গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ)’এর কমান্ডার-ইন-চিফ ছিল এই সোহান। শনিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ডোবু এ'চাকপেক নামক একটি জায়গায় যৌথ অভিযান চালায় গারো হিলস পুলিশ ও মেঘালয় স্পেশাল ফোর্সের ১০ কমান্ডার। সেখানে দুই পক্ষের গোলাবর্ষণে নিহত হয় এই শীর্ষ সন্ত্রাসী। পুলিশ জানিয়েছে, আসন্ন বিধানসভার নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ ফেব্রুয়ারি রাতে প্রচারণায় বেরিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হয় উইলিয়ামনগরের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রার্থী জোনাথন এন সাংমা। ওই ঘটনার পরই সোহান ডি. শিরা’র মাথার দাম ধার্য করা হয় ১০ লাখ রুপি। ওই হামলায় সাংমা ছাড়াও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও দুই দলীয় কর্মী নিহত হয়। রাজ্য পুলিশের চাকরি ছেড়ে ২০১০ সালে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জিএনএলএ’এর প্রতিষ্ঠা করে সিনিয়র পুলিশ কর্মকর্তা পাকচারা আর.সাংমা। পৃথক রাজ্য ‘গারোল্যান্ড’ গঠনের দাবিতে যে কয়টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দীর্ঘদিন ধরেই আন্দো...

‘স্ত্রীকে বলেছি আরও সন্তান চাই’

Image
বিজেপি বিধায়কের মন্তব্যে ফের বিতর্কের ঝড় উঠেছে। ভারতের উত্তরপ্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর আইন না হওয়া পর্যন্ত  হিন্দুরা আরও বেশি করে সন্তানের জন্ম দিক।’   সাইনি উত্তরপ্রদেশের খাটাউলের বিধায়ক। শুক্রবার মজফ্ফরনগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার স্ত্রীকে বলেছি, ‘যতদিন আইন না হয় ততদিন একের পর এক সন্তানের জন্ম দিতে হবে। যদিও আমার স্ত্রী দু'য়ের বেশি সন্তান চায় না। আমি চাই অন্তত ৪ থেকে ৫টি সন্তান হোক আমাদের।’  এই প্রথম নয়। সাইনির মুখ থেকে এর আগেও বারবার বিতর্কিত মন্তব্য বেরিয়েছে। চলতি বছর জানুয়ারিতে তিনি বলেছিলেন, ''ভারত হিন্দুদের দেশ। কারণ ভারতের নাম হিন্দুস্থান।' তার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছিল। ইত্তেফাক/ইউবি

স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, সৎ মামার বিরুদ্ধে ধর্ষণ মামলা

Image
অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী ভাগনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সৎমামার বিরুদ্ধে। ধর্ষণের কারণে মেয়েটি এখন ৩৩ সপ্তাহের (প্রায় ৮মাস) অন্তঃসত্ত্বা বলে অভিযোগ করেছে ওই কিশোরীর পরিবার। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া পুকুরপাড় এলাকায়। এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মেয়েটির চাচা বাদী হয়ে ধর্ষণে সহযোগিতায় সৎমা রোজিনা আক্তার ও ধর্ষক সৎমামা হাসানের (১৯) নামে মামলা করেছেন। হাসান উপজেলার কচুয়া দক্ষিনপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে। ধর্ষণের শিকার মেয়েটি উপজেলার কচুয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়লেও অন্তঃসত্ত্বা হওয়ায় প্রায় চার মাস ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।         ওই ছাত্রী, তার পরিবার ও মামলার বিবরণ থেকে জানা গেছে, মেয়েটির বাবা কয়েক বছর ধরে চাকরিসূত্রে সৌদি আরবে রয়েছেন। সাত-আট বছর আগে মেয়েটিকে রেখে তার মা অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর চার বছর আগে সৎমা রোজিনাকে বিয়ে করেন বাবা। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় সৎমা রোজিনা আক্তার বছর দুয়েক ধরে তার ভাইকে বাড়িতে এনে রাখছেন। হাসান একা ঘরে থাকলে স্বপ্নে তাকে ‘বোবায়’ ধরে এ...

আবারও উত্তপ্ত বিতর্কিত চীন সাগর, 'প্রাচীর' গড়ছে বেইজিং

Image
বিতর্কিত দক্ষিণ চীন সাগর ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। জানা গেছে, বিতর্কিত ঐ অঞ্জলে নিজেদের আধিপত্য বিস্তারে এবার ‘Great Underwater Wall’ তৈরি করছে চীনা বাহিনী। পাশাপাশি জাহাজ এবং সাবসারফেস সেন্সরের মধ্যে একটি নেটওয়ার্কও তৈরি করছে বলে জানা গেছে। এতে এই বিতর্কিত এলাকায় বিদেশি জাহাজের গতিবিধি এবং অন্যান্য সাবমেরিনের ওপর নজর রাখতে সুবিধা হবে। জানা গেছে, চীন তার হাইনান পাওয়ার গ্রিড ইন্টার কানেকশন প্রজেক্ট সম্পূর্ণ করেছে। সাবমেরিন কেবলটি কিয়ংঝাউ স্ট্রেইট এবং হাইনান প্রদেশের লিনসি আইল্যান্ডের মধ্যে দিয়ে গেছে। তবে পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) তাদের গতি ১০নটস-এর মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিয়ংঝাউ স্ট্রেইটের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনোরকম ছবিও তুলতে নিষেধ করা হয়েছে। এদিকে, হাইনান স্ট্রেইটে সমস্ত বিদেশি জাহাজের প্রবেশ নিষেধ। অন্যদিকে চীনা জাহাজ সেখানে প্রবেশের ৪৮ঘন্টা আগে অনুমতি নিতে হবে। সেইসঙ্গে রাডারের ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রয়োজনে বিশেষ অনুমতিতে তা ব্যবহার করা যেতে পারে। বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

উত্তেজনা বাড়িয়ে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

Image
আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। পাশাপাশি চলছে ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার মধ্যমপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করার কথা জানিয়েছে ভারত। পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ ব্যাপারে ভারতের নিরাপত্তা সূত্র দাবি করেছে, মঙ্গলবার অগ্নি-২ ক্ষেপণাস্ত্রটি উড়িষ্যা উপকূলের আবুল কালাম দ্বীপ থেকে ছোঁড়া হয় এবং এ পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছেন ভারতের কর্মকর্তারা। ভারতের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এ পরীক্ষা চালায়। এতে সহযোগিতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও। জানা গেছে, ২০ মিটার লম্বা অগ্নি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ১৭ টন। পাশাপাশি এক টন ওজনের ওয়ারহেড বহন করে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি। আগেই এ ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক বাহিনীতে সংযুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে কেন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হলো তা পরিষ্কার নয়। বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ