Posts

ত্রিপুরায় ভোট শেষ, গণনা ৩ মার্চ

Image
ত্রিপুরার ভোট গণনাকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। ছবি: সংগৃহীত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভোট নেওয়া শেষ। রাজ্যের ৫৯টি আসনেরই বৈদ্যুতিক ভোটযন্ত্র ইভিএম এখন বিভিন্ন স্ট্রং রুমে। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে আগামী ৩ মার্চ সকাল পর্যন্ত সেখানেই থাকবে। ওই দিন স্ট্রং রুম ভেঙে ইভিএম বের করে গণনা হবে। যেসব কক্ষে ইভিএম যন্ত্র রাখা, সেগুলোর বাইরে দিনরাত আধা সেনা জওয়ানেরা সতর্ক পাহারায় মোতায়েন। রাজ্য পুলিশেরও ভেতরে ঢোকার অধিকার নেই। উর্দি পরা পোশাক বা সাদাপোশাকে পুলিশ ব্যস্ত। মূল ফটক দিয়ে ভেতরে ঢুকলে আরও এক দফা নিরাপত্তাবলয়। কংক্রিটের ঘরগুলোর সামনে স্বয়ংক্রিয় রাইফেল রাতে আধা সেনাবাহিনীর জওয়ানেরা। দরজা শক্তপোক্তভাবে বন্ধ করা। ভেতরে সারি দিয়ে রাখা ইভিএম। বাইরে তাই এত নজরদারি। প্রতিটি ইভিএমেই আছে রাজনৈতিক দলগুলোর সিলমোহর। এমনকি দরজাতেও। তবু প্রতিটি কেন্দ্রের দুজন করে রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন ইভিএম প্রহরায়। এভাবেই চলবে ৩ মার্চ পর্যন্ত। সেদিন ভাঙা হবে দরজার সিল। বাইরে আসবে ইভিএম। আরও একপ্রস্থ নিরাপত্তা বন্দোবস্তের মধ্যেই ইভিএম খোলা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা ও নির্বাচন কম...

'ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেয়া হবে'

Image
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইসরাইল-লেবানন সম্পর্ক। আর তারই জের ধরে ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন। এছাড়া, আগ্রাসন মোকাবেলায় সম্ভাব্য সব উপায় অবলম্বন করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার এক টুইটার বার্তায় জেনারেল আউন আরও বলেন, যত বড় আঘাতই আসুক না কেন, লেবাননের সেনাবাহিনী ইসরাইলি হামলা মোকাবেলা করবেই। উল্লেখ্য, এর আগে লেবাননের সেনাপ্রধান বলেছেন, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক বাহিনীর সহযোগিতায় দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবানন সীমান্তে দেয়াল নির্মাণের পদক্ষেপ নিয়েছে এবং সাগরে লেবাননের গ্যাস ক্ষেত্রের ওপর মালিকানা দাবি করেছে। বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

ইরানে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

Image
দ্বিতীয় দিনের মতো অনুসন্ধানের পর সোমবার ইরানের ৬৬ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির খোঁজ পাওয়া গেছে। দেশটির কুহকিলোয়ি-বুয়ের আহমাদ প্রদেশের গভর্নর জাফর গোহারগানি উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার ঘোষণা দিয়েছেন। ইয়াসুজ শহরের কাছে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। তবে এ ব্যাপারে ইরানের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন এবং ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি খবরটিও নিশ্চিত করতে পারেনি। এর আগে, ইরানের মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় ৬৬ জন যাত্রী নিয়ে বিমানটি রবিবার বিধ্বস্ত হয়েছে। রাজধানী তেহরান থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুজে যাওয়ার পথে তেহরান থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণের সেমিরম শহড়ের কাছে পার্বত্য এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। উড্ডয়নের ৫০ মিনিট পর রাডার থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হেলিকপ্টারে করে উদ্ধারকর্মীদের পাঠানো হয়। তবে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছিল। বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

চীনকে আরো চাপে রাখতে চাচ্ছে ভারত!

Image
শুধু ডোকলামই প্রথম নয়, চীনের ঔদ্ধত্য আগেও দেখেছে ভারত। বর্তমানে তাই চীনকে আরো চাপে রাখার কথাই ভাবছে ভারত। এবার দেশটির সাধারণ এয়ারপোর্ট থেকে সুখোই যুদ্ধবিমান ওড়ানোর ব্যবস্থা করছে ভারতের বিমানবাহিনী। কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, ১৯ ও ২০ ফেব্রুয়ারি দেরাদুনের ‘জলি গ্রান্ট’ এয়ারপোর্ট থেকে সুখোই যুদ্ধবিমান ওড়ানো হবে। বিমানবাহিনীর এই পদক্ষেপকে ভারতের কূটনৈতিক চাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অদূর ভবিষ্যতে চীন যদি ভারতের দিকে এক পা-ও এগোনোর চেষ্টা করছে, তাহলে ছেড়ে কথা বলবে না ভারত। আর তারও জোর প্রস্তুতি নিচ্ছে দেশটির এয়ার ফোর্স। কারণ সম্প্রতি উত্তরাখণ্ডের আকাশে চক্কর কাটতে দেখা গিয়েছিল চিনের এয়ারক্রাফটকে। চীনা আগ্রাসন প্রতিহত করাটাই এই মুহূর্তে ভারত সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। যেভাবে পাকিস্তান থেকে শুরু করে নেপাল-শ্রীলঙ্কার মত প্রতিবেশী দেশে চীন আধিপত্য বিস্তার করছে, তাতে রীতিমতো চিন্তিত ভারত।  বিডি প্রতিদিন/এ মজুমদার

বিশ্ব বাজারে ৫০০ কোটি পার করলো 'পদ্মাবত'

Image
সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত চলচ্চিত্র ‘পদ্মাবত’ নানা বিতর্ক শেষে মুক্তির পর থেকেই রেকর্ড গড়ে চলেছে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতসহ বিশ্ব বাজারে এখন পর্যন্ত ছবিটির আয় ৫২৫ কোটি রুপি পার করেছে। ইতিহাস নির্ভর ছবিটি শুধু ভারতেই মুক্তির চতুর্থ সপ্তাহ শেষে আয়ের পরিমাণ দাঁড়াবে ৩০০ কোটিতে। এখন পর্যন্ত ভারতে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মোট ২৭৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।  ছবিটি মুক্তির আগে নানা প্রতিবন্ধকতার শিকার হওয়া সত্ত্বেও দাপিয়ে ব্যবসা করে যাচ্ছে। পদ্মাবতের এই অভাবনীয় সাফল্যে দারুণ উচ্ছ্বসিত টিম পদ্মাবত। ছবিটির অনেক বড় বাণিজ্যের সম্ভাবনা তাঁদের আনন্দিত করছে। ‘পদ্মবত’-এ অভিনয় করে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর চলে গেছেন এক অনন্য উচ্চতায়। ‘পদ্মাবত’ নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। ছবিটি শুধু দেশে নয়, বিদেশেও ভালো ব্যবসা করছে। বিডি প্রতিদিন/এ মজুমদার

চসিকের সিদ্ধান্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হর্ন নিষিদ্ধ

Image
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হর্ন বা হুটার বাজানো নিষিদ্ধ করেছে। আজ দুপুরে চসিকের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চসিক মেয়র আ জ ম নাছির ‍উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিল, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। চসিক মেয়র বলেন, ‘নগরীর সব ধরণের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির, মসজিদ, প্যাগোডা, গীর্জার সামনে দিয়ে যাতায়াতের সময় কোনো গাড়ি হর্ন বা হুটার বাজাতে পারবে না। কারণ আজান দেওয়ার সময় বা উপাসনার সময় গাড়ির হর্ন মুসল্লীদের মনোযোগে বিঘ্ন ঘটায়। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন হর্নের বিকট আওয়াজে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। তাই নগরে শব্দ দূষণ কমাতে চসিক আগামী এক মাসের মধ্যে সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হর্ন না বাজানোর ট্রাফিক নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড লাগানো হবে।’ তিনি বলেন, ‘চসিকের কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন ব্যয় প্রায় ২০ কোটি টাকা। এর সঙ্গে আছে প্রশাসনিক ব্যয়সহ নানা খরচ। অথচ আমাদের রাজস্ব আদায় এখনো কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর...

ট্রাম্পের নাম ভাঙিয়ে ফ্ল্যাট বিক্রি, আজ ভারতে আসছেন ট্রাম্প জুনিয়র

Image
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম ভাঙিয়ে ভারতে ফ্ল্যাট বিক্রির অভিযোগ উঠেছে। এই আবাসন কোম্পানির প্রধান নির্বাহী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। আজ মঙ্গলবার তিনি ভারতে আসছেন। ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনে ট্রাম্পের নাম বিক্রি করা হচ্ছে। ট্রাম্প জুনিয়র তার সফরে ফ্ল্যাট ক্রেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন। এ নিয়ে গণমাধ্যমে সমালোচনা হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এবং তার ছেলে এমন কাজ করতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক উঠেছে। ভারতের মিডিয়ায় ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনে বলা হচ্ছে, ‘ট্রাম্প এখানে, আপনি কি আমন্ত্রণ পেয়েছেন? ২১ ফেব্রুয়ারির আগে ফ্ল্যাট বুকিং দিলেই ট্রাম্প জুনিয়রেরর সঙ্গে নৈশভোজ ও আলাপচারিতার সুযোগ মিলবে’। সিএনএন ইত্তেফাক/আনিসুর