Posts

নতুন প্রযুক্তির পরমাণু অস্ত্র তৈরি করছে পাকিস্তান: যুক্তরাষ্ট্র

Image
সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইন্টেলিজেন্স' এর প্রধান ড্যান কোটস দাবি করেছেন, পাকিস্তান নতুন প্রযুক্তির পারমাণবিক অস্ত্র তৈরি করছে।  যুক্তরাষ্ট্র এমন সময় এ দাবি করল, যখন পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ সহ একাধিক ইস্যুতে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক আদায়-কাচকলায় রূপ নিয়েছে।  ইতোমধ্যে পাকিস্তানের সামরিক খাতে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন গোয়েন্দা প্রধানের এ দাবিতে নতুন করে নড়েচড়ে বসেছে দিল্লি। মার্কিন কংগ্রেসে ড্যান কোটস জানান, স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। এর ফলে আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট হতে পারে। তৈরি হতে পারে পরমাণু যুদ্ধের পরিস্থিতি। গোপন কেন্দ্রে সমুদ্র ও মাটি থেকে পরমাণু হামলায় সক্ষম ক্রুজ মিসাইল বানাচ্ছে পাকিস্তান। এছাড়াও দূরপাল্লার পারমাণবিক মিসাইল ও তৈরি করছে দেশটি। শুধু তাই নয় এদিন উত্তর কোরিয়ার থেকে আসা বিপদের বিষয়েও জানান তিনি।  মার্কিন গোয়েন্দা প্রধানের এমন প্রতিবেদনে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ভারতের প্রতিরক্ষা মহলে। সন্ত্রাসের আবহে যেকোনও মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত ও প...

সংসদে খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল উত্থাপন

Image
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ নামে জাতীয় সংসদে পৃথক দু’টি বিল উত্থাপিত হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিল দুটি উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলদু’টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল ২০১৮ আনা হয় ‘খ্রিস্টিয়ান রিলিজিয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্ট অধ্যাদেশ, ১৯৮৩’ রহিত করে। বিলে সংশোধিত আকারে আইনটি পুনঃপ্রণয়নের জন্য সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। আকেইভাবে ‘বুদ্ধিস্ট রিলিজিয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্ট অধ্যাদেশ, ১৯৮৩’ রহিত করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ আনা হয়। বিলে বিদ্যমান অধ্যাদেশের অধীন গঠিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বহাল রাখার প্রস্তাব করা হয়। একইসঙ্গে ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ১০ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। একইভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিলে বিদ্যমান অধ্যাদেশের অধীন গঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বহাল রাখার প্রস্তাব করা হয়। তবে ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা...

ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুণ্ড মালিনী উৎসব

Image
পাবনার ঈশ্বরদী পৌর শ্মশানের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে দুই দিনব্যাপী হর-মুণ্ড মালিনী উৎসব গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে। শ্মশানের শিব মন্দিরে শিব চতুর্দশী তিথিতে রাত ১২টা থেকে চার প্রহরব্যাপী বাবা ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মৌবাড়ি দুর্গা মন্দির থেকে জল নিয়ে বিশাল নগ্ন পদযাত্রা করে শ্মশানে শিবের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালে। দিনব্যাপী শ্মশানে কীর্তনের আয়োজন করা হয়েছে। জলঢালা অনুষ্ঠানের পর ভক্তরা শ্মশানে প্রসাদ সেবা গ্রহণ করেন। রাতে অমাবস্যা তিথিতে মুণ্ড মালিনী শ্মশান কালী মাতার পূজার আয়োজন করা  হয়েছে। দূর-দূরান্ত হতে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্তরা এই উৎসবে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বারোয়ারী পূজা কমিটির সভাপতি দিলিপ কুমার সরাফ, শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব নাথ পাল, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুণ্ডু, সহ-সভাপতি ডা. জহর লাল বাগচী, কোষাধ্যক্ষ মাধব চন্দ্র পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চক্রবর্তী, প্রকৌশলী প্রবীর বিশ্বাস, সুভাষ চন্দ্র ...

ভারত-পাকিস্তান আবার মুখোমুখি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি

Image
কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। শনিবার কাশ্মিরের ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ওই হামলায় ছয় সেনা এবং এক সেনার বাবা নিহত হয়। নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয় তিন জঙ্গি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামান বলেছেন, পাকিস্তান থেকেই যে জঙ্গি হামলা চালানো হয়েছে তার প্রমাণ আছে। তিনি সোমবার বলেন, জঙ্গিদের পাকিস্তান সীমান্ত থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে। দেশটি সন্ত্রাস বিস্তার করছে এবং অনুপ্রবেশ বাড়াতে সংঘর্ষবিরতি লংঘন করছে। সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তগীর খান বলেছেন, ভারত অহেতুক অভিযোগ করেছে। কোনো প্রমাণ দিতে পারছে না।  তিনি বলেন, ভারতের সামরিক আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মিথ্...

বিটকয়েন খুঁজতে গিয়ে বিদ্যুৎ সংকটে যে দেশ!

Image
প্রতীকী ছবি আইসল্যান্ডে বড় বড় ডাটা সেন্টার প্রতিষ্ঠা করে বিটকয়েন খোঁজার যে হিড়িক পড়েছে তাতে দেশটি এখন বিদ্যুৎ সংকটে পড়তে পারে। দেশটির একটি জ্বালানি কোম্পানি এইচএস ওরকা জানিয়েছে, এসব ডাটা সেন্টার চালাতে গিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে। কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন, এ বছর আইসল্যান্ডে সব বাড়িতে যত বিদ্যুৎ খরচ হবে, তার চেয়ে হয়তো বেশি বিদ্যুৎ খরচ হবে এসব ডাটা সেন্টারে। তিনি জানান, আরও অনেকে এখন এসব ডাটা সেন্টার স্থাপনের দিকে ঝুঁকছে। সব প্রকল্প যদি বাস্তবায়িত হয়, সেগুলো চালানোর মতো বিদ্যুৎ আইসল্যান্ডে থাকবে না। আইসল্যান্ডের জনসংখ্যা খুব কম, মাত্র তিন লাখ ৪০ হাজার। কিন্তু সম্প্রতি এই দ্বীপে নতুন ডাটা সেন্টার গড়ার হিড়িক পড়েছে। যেসব কোম্পানি এসব ডাটা সেন্টার স্থাপন করছে তারা দেখাতে চায় যে তারা পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করছে। আইসল্যান্ডে উৎপাদিত বিদ্যুতের শতকরা একশো ভাগই আসে নবায়নযোগ্য উৎস থেকে। বিটকয়েন মাইনিং: বিটকয়েন মাইনিং বলতে বোঝায় বিশ্বজুড়ে যে বিটকয়েন নেটওয়ার্ক আছে তার সঙ্গে কম্পিউটারকে যুক্ত করা এবং এই ক্রিপ্টো কারেন্সীর যে লেন-দেন হচ...

তুরস্কের ড্রোন ভূপাতিত করল কুর্দি জঙ্গিরা

Image
সংগৃহীত ছবি আফরিন এলাকার আাকাশসীমায় সিরিয়ার তুরস্কের ড্রোন ভূপাতিত করেছে কুর্দি জঙ্গিরা। সোমবার সন্ধ্যায় তুরস্কের একটি বাইরেক্টার টিবি-২ দূরপাল্লার ড্রোন ভূপাতিত করেছে কুর্দি বাহিনী। এ ড্রোন মধ্যম মাত্রার উচ্চতায় উঠতে পারত। ড্রোনটি আফরিনের কুদে এলাকায় গোয়েন্দাগিরি করছিল বলে জানা গেছে।  অন্যদিকে, তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২০ জানুয়ারি তুর্কি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৩৬৯ জন কুর্দি জঙ্গি নিহত হয়েছে।  এছাড়া, তুর্কি বিমান হামলায় ওয়াইপিজি’র ১৫টি শক্ত ঘাঁটি ও অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে। সিরিয়া সংকটে ওয়াইপিজিকে সমর্থন ও মদদ দিয়ে আসছে আমেরিকা। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আংকারার মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে। বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

ডোকলামের গা ঘেঁষে উড়ল ভারতের যুদ্ধবিমান, সতর্ক চীন

Image
ডোকলাম ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি-মহড়া। আর তারই জের ধরে এবার আচমকা ডোকলামের গা ঘেঁষে যুদ্ধবিমান ওড়াল ভারত। আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই ভারত যুদ্ধবিমান উড়িয়েছে। যদিও এর সঙ্গে ভারত-চীন সংঘাতের কোনো সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে।  এদিকে, চলতি বছরের জানুয়ারিতেই দেখা গেছে, বাগডোগরা এয়ারবেসে Su-30 MKI রয়েছে। এর আগে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল হাসিমারায় নিয়ে যাওয়া হচ্ছে এই যুদ্ধবিমানগুলো। ডোকলামের পরই এই যুদ্ধবিমান নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তখনই অনুমান করা হয়েছিল, পরে হাসিমারা থেকে বাগডোগরায় নিয়ে যাওয়া হবে এই যুদ্ধবিমান।  এছাড়া হাসিমারায় গত জানুয়ারিতে পাঁচটি Hawk MK 132 ট্রেনার এয়ারক্রাফট নিয়ে যাওয়া হয়েছে। Hawk-এর আশেপাশেই MIG- 27 ML দেখা গেছে। যদিও MIG- 27 -এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানানো হয়েছিল। তবে, এখনও সেখানে কয়েকটি মিগ বিমান রয়েছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে। ডোকলামের কাছের একটি এয়ারবেস হল বাগডোগরা। মাল্টি-রোল যুদ্ধবিমানগুলো নির্ধারিত সময়ের আগেই ম...