Posts

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে ইইউ প্রতিনিধি দল রোহিঙ্গা হত্যাযজ্ঞ নিয়ে রয়টার্সের প্রতিবেদনে জাতিসংঘের উদ্বেগ

Image
ফাইল ছবি রোহিঙ্গাদের দুর্দশা পর্যবেক্ষণ করতে সোমবার কক্সবাজার যাচ্ছেন ইউরোপিয়ান পার্লামেন্টের চারটি প্রতিনিধি দলের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের ১১ সদস্যের সমন্বয়ে গঠিত চারটি টিমের মধ্যে একটি টিমের সদস্যরা শনিবার ঢাকায় পৌঁছেছে। বাকি তিনটি টিমের সদস্যদের রবিবার সকালে পৌঁছানোর কথা রয়েছে।  ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাবকমিটির নেতৃত্ব দেবেন পিয়ের অ্যান্টোনিও প্যানজেরি। এই টিমের অন্য সদস্যরা হলেন, জখিম জেলার, সোরায়া পোস্ট, বারবারা লোচবিলার। ইউরোপিয়ান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি’র প্রতিনিধি হিসেবে আসছেন উরমাস পায়েট। দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক টিমের সদস্য হিসেবে আসছেন মার্ক তারাবেল্লা। এছাড়া দক্ষিণ এশীয় দেশগুলো সম্পর্কিত প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জিন ল্যামবার্ট। এ দলে আরো আছেন জেমস নিকোলসন, রিচার্ড করবেট, ওয়াজিদ খান এবং সাজ্জাদ করিম।  ইইউ প্রতিনিধি দলের সদস্যরা সফরকালে ব্যবসা-বাণিজ্য এবং মানবাধিকার অধিকার নিয়েও আলোচনা করবেন। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ইইউ প্রতিনিধি দলের কয়েকন সদস্য মিয়ানমারে সফরে যেতে পারেন। সেখানে ম...

রাতারাতি কোটিপতি এক গ্রামের মানুষ!

Image
বোমজার ১০০ শতাংশ পরিবারই এখন কোটিপতি। অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তের কাছে প্রত্যন্ত গ্রাম বোমজা। গতকাল বৃহস্পতিবার কোটিপতি বনে গেছে ওই গ্রামের সব মানুষ।  দিল্লির কাছে সোনপতের রাধাধনা গ্রাম আগে ‘কোটিপতিদের গ্রাম’ বলে পরিচিত ছিল। কিন্তু সেখানে ধনীদের পাশাপাশি আছে প্রায় ২০০ ভূমিহীন দলিত পরিবার। বোমজা গ্রামে কোনো বৈষম্য নেই। সেনাবাহিনীর বরাত দিয়ে ভারতের গণমাধ্যমের খবরে জানানো হয়, বোমজার শতভাগ পরিবারই এখন কোটিপতি। অরুণাচলের তাওয়াং জেলায় অবস্থিত বোমজা। চীন সীমান্তের কাছে তাওয়াংয়ে সেনা ঘাঁটি মজবুত করার পরিকল্পনা সেনাবাহিনীর অনেক দিনের। ‘তাওয়াং গ্যারিসন’ তৈরির জন্য অনেক দিন ধরেই জমি চাইছিল সেনাবাহিনী। কিন্তু তাওয়াং চু নদীর পাশে, ভুটান সীমান্তের দিক থেকে তৃতীয় গ্রাম বোমজার বাসিন্দারা জমি দিতে রাজি হচ্ছিলেন না। কারণ বোমজার বাসিন্দাদের কাছে পাহাড়, জমি ‘পবিত্র সম্পদ’। তবে প্রশাসন তাদের বোঝাতে শুরু করে, পাহাড়ের মালিকানা ধরে রেখে মনে শান্তি থাকলেও আয় হচ্ছে না। তাই প্রায় ২০০ একর জমি দেশের নিরাপত্তার স্বার্থে দিয়ে দেওয়াই ভালো। ভালো দাম পাওয়া যাবে। তাওয়াংয়ের জেলা শাসক সাং ফুন্টসক বলেন, প...

মার্কিন পক্ষপাতিত্বের কারণে আলোচনায় চীনকে চায় ফিলিস্তিন

Image
ইসরায়েলের সাথে ভবিষ্যতে কথিত শান্তি আলোচনায় চীন ও আরব লীগকে অন্তর্ভুক্ত করতে চায় ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর একথা বলেছেন। ইসরায়েলের সাথে আলোচনায় মার্কিন সরকার তেল আবিবের প্রতি পক্ষপাতিত্ব করার কারণে এমন অবস্থান নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। রিয়াদ মানসুর বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে; মার্কিন কর্তৃত্বের অধীনে নয়। বৃহস্পতিবার ফিলিস্তিনের এ কূটনীতিক সাংবাদিকদের বলেন, আমরা বলছি আলোচনায় কয়েকটি শক্তির উপস্থিতি আলোচনা সফল হতে সহায়তা করবে। ইসরায়েলের সাথে অতিমাত্রায় ঘনিষ্ঠ দেশের কর্তৃত্বের বদলে সম্মিলিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।  তিনি বলেন, কথিত এই শান্তি আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদও যুক্ত হতে পারে। গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এ ঘটনায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ আমেরিকার প্রতি মারাত্মক ক্ষুব্ধ হয়েছে।  ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তখন ঘোষণা করেছিলেন, তিনি আর ...

ইসরাইলের জঙ্গিবিমান ভূপাতিত করল সিরিয়া

Image
ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত সিরিয়ার সামরিক বাহিনী। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরাইলি জঙ্গিবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। বিভিন্ন গনমাধ্যম সূত্রে জানা যায়, এর আগে আজ সকালেই ইসরাইলি জঙ্গিবিমান থেকে সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এদিকে, ইসরাইল কর্তৃপক্ষ তাদের জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। পাশাপাশি, জঙ্গিবিমানের দুই পাইলট বেঁচে গেছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি করছে তেলআবিব। বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মায়ের সামনে শিশুকে অ্যাসিড নিক্ষেপ

Image
প্রতিকি ছবি দুলাভাইয়ের দেয়া কুপ্রস্তাবে রাজি হয়নি শ্যালিকা। আর সেই ক্ষোভ থেকেই শ্যালিকার দু’বছরের শিশুপুত্রের শরীরে কার্বলিক অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ভারতের নন্দীগ্রামের হরিপুরের ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত রবিশঙ্কর মাইতিকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে আগেও একাধিকবার এলাকার শিশুদের মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার হরিপুরে নিজের শিশুপুত্রের সঙ্গে দুলাভাই রবিশঙ্করের বাড়িতে যান ওই নারী। তিনি নয়নানের বাসিন্দা। পরে রবিশঙ্কর ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় সে নারীর পুত্রের গায়ে অ্যাসিড ছুড়ে মারে। এ ঘটনায় শিশুটির কান অ্যাসিডে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরে গ্রামবাসীদের একাংশ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এমনকি, সালিশি সভাও করেন গ্রামের মাতব্বরেরা। পুলিশ জানিয়েছে, আক্রান্তের পরিবার এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে ...

মিসরজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু

Image
মিসর দেশজুড়ে সন্ত্রাসবিরোধী এবং অপরাধমূলক উপাদানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। সামরিক এক মুখপাত্র গতকাল এ খবর জানিয়েছেন। সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল তামের রিফাই শুক্রবার ঘোষণা দেন যে, দেশে সশস্ত্র গ্রুপগুলোকে পুরোপুরি নির্মূল করার পরিকল্পনার আওতায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথমেই থাকছে সিনাই উপদ্বীপ, পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এবং নীল নদের আশেপাশের এলাকা। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে রিফাই বলেন, আইন প্রয়োগকারী বাহিনীগুলো সকালে তাদের সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান শুরু করেছে। অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে সন্ত্রাসবাদ এবং অপরাধমূলক তত্পরতার শেকড় উপড়ে ফেলা। আর এর জন্য তাদের প্রয়োজনীয় যা যা করা উচিত তারা তা-ই করবে। সে কারণেই তারা উত্তর ও মধ্য সিনাই, পশ্চিমাঞ্চলীয় নীল উপত্যকা এবং বদ্বীপসমূহের আশেপাশের এলাকায় এ অভিযান শুরু করেছে। তিনি বলেন, বন্দর এলাকাসমূহে তাদের কঠোর নিরাপত্তা বলয় এবং নিয়ন্ত্রণের মধ্যে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে । তিনি আরো বলেন, এরই মধ্যে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকে...

দক্ষিণ কোরিয়ায় কিম জং উনের বোন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়াই উদ্দেশ্য

Image
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ছোটবোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। ব্যক্তিগত বিমানে করে শুক্রবার তিনি দক্ষিণ কোরিয়ার ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। উত্তর কোরিয়ার অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যামসহ দেশটির শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তা তার সফরসঙ্গী হয়েছেন। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক- ২০১৮। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ইয়ো জং সেখানে গেছেন। গত বছর উত্তরের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোতে পদোন্নতি পাওয়া এই নারীই দক্ষিণ কোরিয়ায় আসা কিম পরিবারের প্রথম সদস্য। আর কিম ইয়ং ন্যাম হলেন সীমানা পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় যাওয়া উত্তরের সবচেয়ে শীর্ষ কর্মকর্তা। রাজনীতিতে প্রভাবশালী ইয়ো-জং এর উপস্থিতিতেই দুই কোরিয়ার খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে এক পতাকার নিচে হাঁটবেন। অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলবে বলে আশা করা হচ্ছে। ১৯৮৭ সালে জন্ম নেওয়া কিম ইয়ো-জং  ভাই কিমের চার বছরের ছোট।  সুইজারল্যান্ডের বের্নেতে দুজন একই সময়ে পড়াশোনা করেছেন। সাম্প্রতিক বছরগ...