আজ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন ট্রাম্প গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্যিক ইস্যু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার জানিয়েছেন, তিনি তার প্রথম বার্ষিক ভাষণে অভিবাসন এবং বাণিজ্যকে গুরুত্ব দেবেন। তিনি এসব ইস্যুতে ডেমোক্র্যাটদের সমর্থন আশা করবেন। স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রী হিসেবে অ্যালেক্স আজারের শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিরপেক্ষ অভিবাসন নীতি করতে চান। আর মার্কিন বাণিজ্য আরো বাড়াতে চান। যুক্তরাষ্ট্রে যাতে বিদেশিরা আরো বেশি করে বিনিয়োগ করেন সেই চেষ্টা করবেন তিনি। রয়টার্স ইত্তেফাক/আনিসুর