Posts

আজ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন ট্রাম্প গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্যিক ইস্যু

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার জানিয়েছেন, তিনি তার প্রথম বার্ষিক ভাষণে অভিবাসন এবং বাণিজ্যকে গুরুত্ব দেবেন। তিনি এসব ইস্যুতে ডেমোক্র্যাটদের সমর্থন আশা করবেন।  স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রী হিসেবে অ্যালেক্স আজারের শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিরপেক্ষ অভিবাসন নীতি করতে চান। আর মার্কিন বাণিজ্য আরো বাড়াতে চান। যুক্তরাষ্ট্রে যাতে বিদেশিরা আরো বেশি করে বিনিয়োগ করেন সেই চেষ্টা করবেন তিনি। রয়টার্স ইত্তেফাক/আনিসুর

কেমন ছিল মহাত্মা গান্ধীর জীবনের শেষ দিনগুলো

Image
মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের অন্যতম প্রধান একজন রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন, এবং স্বাধীনতার পর ভারত তাঁকে জাতির জনকের মর্যাদা দেয়। সময় ১৯৪৮ সাল। ৩০শে জানুয়ারি। ভারত ভাগের প্রায় দেড় বছর পরেই দিল্লির বিরলা হাউজে হত্যা করা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে, বেশীরভাগ মানুষ যাকে চেনেন মহাত্মা গান্ধী নামে। আজ মঙ্গলবার গান্ধী হত্যার ৭০ বছর পূর্তি হচ্ছে। সারা ভারত ঘুরে বেড়ানো মোহনদাস গান্ধী কেন শেষ সময়ে দিল্লির বিরলা হাউসে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৪৭ সালের ৯ সেপ্টেম্বর শেষবারের মত গান্ধী দিল্লিতে আসেন। এর আগে যখনই তিনি দিল্লি এসেছেন, প্রত্যেকবার তিনি 'ভাঙ্গি কলোনি' নামের এক জায়গায় থাকতেন। কিন্তু শেষবার যখন তিনি দিল্লি আসেন, তখন শহরের বিভিন্ন জায়গায় শরণার্থীরা অবস্থান করছিল। তাই তিনি অবস্থান নেন বিরলা হাউজে। মোহনদাস করমচাঁদ গান্ধী দিল্লি আসেন কোলকাতা থেকে। সে সময় হিন্দু আর মুসলমানদের মধ্যে অশান্তি চলছিল- সেটা থামিয়ে তিনি দিল্লিতে আসেন। কিন্তু দিল্লিতে এসে দেখলেন এখানে মুসলমানদের উপর হামলা হচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত ন...

ভোলায় ৩০ মণ জাটকা উদ্ধার

Image
সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে সোমবার রাতে ৩০মণ জাটকা (ছোট ইলিশ) উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। রাত ১২টার দিকে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকাগুলো বরিশালের উদ্দেশ্যে পাচারকালে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পেটি অফিসার মো. মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অসহায় ও দরিদ্রদের মাঝে এসব জাটকা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, সরকার দেশের ইলিশ সম্পদ রক্ষা ও বৃদ্ধির জন্য গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারা দেশে জাটকা শিকার, বিক্রি, পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইত্তেফাক/মোস্তাফিজ

'উন্নয়নে এনজিও'র গুরুত্ব অনেক'

Image
বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সবক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নেই। তবে অনেক বিষয়াদি আছে যেখানকার উন্নয়নে এনজিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন (এডাব) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব বলেন বক্তারা।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের টেকনোক্র্যাট সদস্য ও সমন্বয়ক অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও এডাব'র সাবেক চেয়ারপার্সন এবং সজাগ'র নির্বাহী পরিচালক আবদুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপার্সন রফিকুল আলম।  প্রধান অতিথি অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি মানুষের নিজস্ব জাতিসত্ত্বা নিয়ে পূর্ণ নাগরিক মর্যাদায় বেচেঁ থাকার অধিকার রয়েছে। এই দেশের সার্বিক উন্নয়নে প্রত্যেক শ্রেণি পেশার মানুষের যেমন অবদান রয়েছে। আর পিছিয়ে মানুষদের উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা রয়েছে বেশি। যেখানে...

ত্রিপুরায় বিজেপির মুসলিম প্রার্থী

Image
ত্রিপুরায় বিজেপির প্রার্থী বাহারুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে একজন মুসলিমকে প্রার্থী করল বিজেপি। তাঁর নাম বাহারুল ইসলাম মজুমদার। গতকাল রোববার রাতে ৬০ সদস্যের রাজ্য বিধানসভার একটি আসনে বিজেপি প্রার্থী হিসেবে বাহারুলের নাম ঘোষণা করা হয়। তিনি বক্সনগরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও শাসক দল সিপিএমের প্রার্থী সহিদ চৌধুরীর বিরুদ্ধে লড়বেন। গত বছর অনুষ্ঠিত উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি একজন মুসলিমকেও প্রার্থী করেনি। ত্রিপুরায় বিজেপির মুসলিম প্রার্থী বাহারুল ইসলাম এ রাজ্যের সাবেক মন্ত্রী মনসুর আলীর ছেলে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রথম আলোকে মুঠোফোনে বাহারুল ইসলাম বলেন, তিনি খুশি। নিজের বিজয়ের বিষয়েও আশাবাদী তিনি। একই সঙ্গে তাঁর দাবি, বিজেপি যে অসাম্প্রদায়িক দল, সেটা তাঁর মনোনয়নেই প্রমাণিত। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ৫১টি আসনে লড়াই করছে। বাকি ৯টি আসন ছেড়ে দিয়ে জোটসঙ্গী আঞ্চলিক দল আইপিএফটিকে। চারটি আসনে বিজেপির হয়ে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাসক বামপন্থীরা এবারের বিধানসভা নির্বাচনে তিনজন মুসলিমকে প্রার্থী করেছে। কংগ্রেসে...

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন যাচ্ছেন মোদী

Image
ইসরাইলের সঙ্গে সখ্যতা সত্ত্বেও প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আগামী মাসে ফিলিস্তিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন মোদী। আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনের রামাল্লায় যাবেন তিনি। এর আগে, গত বছরই ইসরাইল সফরে গিয়েছিলেন তিনি। এর পর, এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ফিলিস্তিনে। স্বাভাবিকভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গত বছর ইসরাইল সফরে গেলেও ফিলিস্তিনের পথ মাড়াননি মোদী।  তবে জেরুজালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইসরাইলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুজালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইসরাইলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানিয়াহু’র সফরে তার কোনো প্রভাব পড়েনি। এবার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরো স্পষ্ট করবেন মোদী, এমন মতামতই বিশেষজ্ঞদের। এনডিটিভি। ইত্তেফাক/সেতু

অনশন ভাঙলেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

Image
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনশন ভেঙেছেন। শিক্ষা কর্মকর্তাদের আশ্বাসে তারা অনশন ভাঙেন।  জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সোমবার শিক্ষকদের কাছে যান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।  বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির আহ্বায়ক আব্দুল খালেক বলেন, আমাদের জাতীয়করণের দাবি প্রধানমন্ত্রী আগামী বাজেটে দেখবেন বলে আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। নন-এমপিওদের দাবি পূরণে সরকার আশ্বাস দেওয়ার পর জাতীয়করণের দাবিতে গত ১০ জানুয়ারি প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই শিক্ষকরা। ১৫ জানুয়ারি থেকে তারা শুরু করেন ‘আমরণ অনশন’। ইত্তেফাক/এমআই