Posts

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী নেতা ও স্ত্রীর মৃত্যু

Image
  উত্তর আমেরিকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী নেতা রয় বেনেট ও তার স্ত্রী হিদার নিহত হয়েছেন।    বুধবার মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তাদের সঙ্গে আরো তিনজন নিহত হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।    রয় বেনেট বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চ্ইেঞ্জ (এমডিসি) এর নেতা এবং দেশটিতে ব্যাপক জনপ্রিয়। দলের পক্ষ থেকে বেনেট ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি   ইত্তেফাক/আনিসুর

বরফের পানিতে পুতিনের ডুব, ভিডিও প্রকাশ

Image
বরফের পানিতেও ডুব দিতে পিছু হটলেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধর্মীয় রীতি পালন করতে গিয়ে তিনি বরফ-শীতল পানিতে নামেন।  যিশু খ্রিস্টের ব্যাপটিজম এর স্মরণে অ্যাপিফ্যানি পরব উপলক্ষ্যে তিনি মস্কো থেকে সাড়ে ৩শ’ কিলোমিটার দূরের সেলিজার নামে একটি হ্রদের শীতল পানিতে ডুব দেন।  এ সময় হ্রদের চারপাশের এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ও ১৯ জানুয়ারি এই আচার পালন করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, গত দুই বছর ধরেই পুতিন এমন পানিতে ডুব দিয়ে আসছেন। যদিও এবারই প্রথম জানা গেল।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, দারুন লাগছে। খবর বিবিসি। ইত্তেফাক/আনিসুর

কক্সবাজারে ‘রোহিঙ্গা’র গুলিতে ১ রোহিঙ্গা নিহত

Image
কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একদল মুখোশধারী ‘রোহিঙ্গা’র গুলিতে মোহাম্মদ ইউসুফ (৪৩) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান নিহত মো. ইউসুফ (৪৩) তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ৫/৬ জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে অতর্কিতে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। ইত্তেফাক/এএম।

১০ বছরের জন্য অজ্ঞাতবাসে যাচ্ছেন আমির খান!

Image
মাসখানেক ধরেই গুঞ্জন চলছিল বেদব্যাসের 'মহাভারত'-কে রূপালি পর্দায় নিয়ে আসছেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত আমির খান। সেই জল্পনাতেই এবার শিলমোহর দিল ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, মহাভারতের প্রিপ্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এজন্য আগামী ১০ বছর অন্য সমস্ত কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন আমির খান।  দীর্ঘদিন ধরেই মহাভারত বানানোর স্বপ্ন দেখছেন আমির খান। তবে মহাভারতের মতো মহাকাব্যকে পর্দায় আনা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই নিচ্ছেন আমির। পাঁচটি পর্বে রিলিজ হবে মহাভারত। ছবি তৈরি করতে লাগবে ১০ বছর। বর্তমানে 'ঠগস অব হিন্দুস্তান' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আমির খান। এটিই সম্ভবত মহাভারতের আগে আমিরের শেষ ছবি। তা আরও নিশ্চিত করেছে আমিরের একটি সিদ্ধান্ত। রাকেশ শর্মার বায়োপিক ছেড়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, মহাভারতে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে পারেন আমির খান। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। শোনা যাচ্ছে, আমির খান এখনও দোটানায়। যেকোনো চরিত্র নিয়ে আমির কতটা খুঁতখুঁতে, তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করলে ১০ বছর লেগে যাবে। সেক্ষেত্রে অন্য ...

আরও কঠিন হতে চলেছে ইউটিউবে উপার্জন

Image
ফাইল ছবি ইউটিউব থেকে টাকা উপার্জন আর সহজ হবে না বলে মনে করা হচ্ছে। কারণ ইউটিউবকোম্পানি তার পার্টনার প্রোগাম আপডেট করেছে বলে জানা গেছে। ফলে চ্যানেল বা ক্রিয়েটর যদি বেশি টাকা উপার্জন করতে চায় তাহলে তার সাবস্ক্রাইবার বেশি হতে হবে।   জানা গেছে, এবার থেকে সেইসব চ্যানেলই বিজ্ঞাপন পাবে যাদের কাছে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার রয়েছে এবং ১২ মাসে কমপক্ষে ৪,০০০ ঘন্টা ভিডিও ওই চ্যানেলে দেখা গেছে। প্রসঙ্গত, এর আগে কোম্পানি ন্যূনতম ভিউজ ১০,০০০ রেখেছিল, অর্থাৎ ১০,০০০ ভিউজ হলে বিজ্ঞাপন পাওয়া যেত। ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে ২০ ফেব্রুয়ারি শেষ তারিখ, এর মধ্যে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ঘন্টার ভিডিও না থাকলে বিজ্ঞাপন পাওয়া যাবে না। লক্ষ লক্ষ মানুষ ইউটিউবের পার্টনার প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর প্রচুর অর্থ উপার্জন করে থাকে। কিন্তু ইউটিউবের এই নতুন নিয়মের পর এবার থেকে ক্রিয়েটর-দের টাকা প্রতিদিন বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন ক্রিয়েটরদের নিজেদের চ্যানেল শুরু করতে গিয়েও সমস্যায় পড়তে হবে পারে। ইউটিউবের মতে, কোম্পানি এই নিয়ম এই জন্য করেছেযাতে কোম্পান...

জেদ্দা টাওয়ার হবে এক কিলোমিটার উঁচু

Image
একুশ শতকের বিস্ময় হিসেবে আবির্ভূত হয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের ‘বুর্জ খলিফা’। রকেটের মতো দেখতে এই ভবনটির উচ্চতা ছিল ৮২৮ মিটার (দুই হাজার ৭১৭ ফুট)। কিন্তু বুর্জ খলিফার সেই দম্ভকে গুঁড়িয়ে দিতে সৌদি আরব তৈরি করছে এক কিলোমিটার (প্রায়  ৩৩০০ ফুট) উচ্চতার ভবন ‘জেদ্দা টাওয়ার’। ১৭০ তলা বিশিষ্ট ভবনটির প্রাথমিক নির্মাণ ব্যয় ৪.৬ বিলিয়ন সৌদি রিয়েল (১.২ বিলিয়ন ডলার) ধরা হলেও শেষ পর্যন্ত তা আরো অনেক বাড়বে। ২০২০ সাল নাগাদ পাহাড় আর মেঘের জলরাশির মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা রয়েছে জেদ্দা টাওয়ারের। নির্মাণ কাজ শেষ হলে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারের মর্যাদা লাভ করবে জেদ্দা টাওয়ার। লোহিত সাগরের পাশেই মাথা উঁচু করে দাঁড়াতে যাওয়া জেদ্দা টাওয়ারটি তৈরি করতে ৮০ হাজার টন ইস্পাতের প্রয়োজন হবে। ভবনটির নকশা করেছেন বুর্জ আল খলিফার নকশাবিদ মার্কিন স্থপতি আদ্রিয়ান স্মিথ। কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান যুবরাজ আল ওয়ালিদ বিন তালাত ও জেদ্দা ইকোনোমিক কোম্পানি যৌথভাবে এই টাওয়ার নির্মাণ করছেন। জেদ্দা টাওয়ারের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান সৌদি বিন লাদেন গ্রুপ। ৫৯টি লিফট, ১২টি দ্রুত গ...

আইভীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

Image
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   শুক্রবার সকাল ১০টায় ল্যাবএইড হাসপাতালে গিয়ে কাদের আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ল্যাবএইডের সিসিইউ-১ এ চিকিৎসাধীন আছেন। আইভীকে দেখে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আইভীর সঙ্গে কথা হয়েছে। তিনি তার পায়ে ইটের আঘাত লাগার কথা বলেছেন। তাকে এখন অনেকটা ভালোই মনে হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। বাসস ইত্তেফাক/ইউবি