সেই হেনস্তাকারীকে গ্রেপ্তার
দঙ্গল’ ছবির তারকা জাইরা ওয়াসিম গত শনিবার ফ্লাইটের ভেতর শ্লীলতাহানির শিকার হন। তিনি জানান, ভিস্তারা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে মধ্যবয়স্ক এক ব্যক্তি তাঁকে হয়রানি করেন। মহারাষ্ট্র পুলিশের কাছে অভিযোগ করার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিকাশ সচদেব নামের অভিযুক্ত সেই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তাঁর পরিবার জানিয়েছে, বিকাশ দিল্লিতে তাঁর এক আত্মীয়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর সেখান থেকে ভিস্তারার ওই ফ্লাইটে মুম্বাইয়ে ফিরছিলেন। গতকাল রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে জাইরা তাঁর শ্লীলতাহানির অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। সেখানে তিনি পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই শিল্পীর ভক্তরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এর বিচার দাবি করেন। বিষয়টি ভারতের জাতীয় নারী কমিশনের নজরে আসার পর তারা ভিস্তারা এয়ারলাইনসকে একটি নোটিশ পাঠায়। মুম্বাই পুলিশও জাইরার সাহায্যে এগিয়ে আসে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযুক্ত বিকাশ সচদেবের স্ত্রী দিব্যার দাবি, তাঁর স্বামী নির্দোষ, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি বলেন, ‘আমার...