Posts

সেই হেনস্তাকারীকে গ্রেপ্তার

Image
দঙ্গল’ ছবির তারকা জাইরা ওয়াসিম গত শনিবার ফ্লাইটের ভেতর শ্লীলতাহানির শিকার হন। তিনি জানান, ভিস্তারা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে মধ্যবয়স্ক এক ব্যক্তি তাঁকে হয়রানি করেন। মহারাষ্ট্র পুলিশের কাছে অভিযোগ করার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিকাশ সচদেব নামের অভিযুক্ত সেই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তাঁর পরিবার জানিয়েছে, বিকাশ দিল্লিতে তাঁর এক আত্মীয়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর সেখান থেকে ভিস্তারার ওই ফ্লাইটে মুম্বাইয়ে ফিরছিলেন। গতকাল রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে জাইরা তাঁর শ্লীলতাহানির অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। সেখানে তিনি পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই শিল্পীর ভক্তরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এর বিচার দাবি করেন। বিষয়টি ভারতের জাতীয় নারী কমিশনের নজরে আসার পর তারা ভিস্তারা এয়ারলাইনসকে একটি নোটিশ পাঠায়। মুম্বাই পুলিশও জাইরার সাহায্যে এগিয়ে আসে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযুক্ত বিকাশ সচদেবের স্ত্রী দিব্যার দাবি, তাঁর স্বামী নির্দোষ, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি বলেন, ‘আমার...

অন্তর জ্বালার 'আমরা রোদে পুড়ি' (ভিডিও)

Image
পরীমণি ও জায়েদ খান অভিনীত 'অন্তর জ্বালা' বড় পর্দায় উঠবে আগামী ১৫ ডিসেম্বর। মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ছবিটি। এছাড়া দিন দিন চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে একে ঘিরে। এ বছর বেশ কয়েকটি ছবি সাফল্যের শীর্ষ বিন্দু ছুঁয়েছে। আর কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই বছরের শেষে ফিল্মপাড়ার লোকজনও মুখিয়ে আছেন এ ছবিটির দিকে। মুক্তির দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সিনেমাটির একের পর এক গান ইউটিউবে প্রকাশ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার প্রকাশ করা হলো 'আমরা রোদে পুড়ি' শিরোনামের একটি গান। গানটিতে ছেলেবেলার দৃশ্য দেখানো হয়েছে। এজন্য রবিবার সন্ধ্যায় গানটির লিংক নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করে পরীমণি লিখেছেন, হয়তো তোমার ছেলেবেলা... এদিকে, মুক্তির আগেই রেকর্ডসংখ্যক হল বুকিংয়ের খবরে আলোচনায় উঠে এসেছে 'অন্তর জ্বালা'। ছবিটি ১৭৫টি হলে মুক্তি দেওয়ার আশা ব্যক্ত করেছেন পরিচালক নিজেই। মালেক আফসারী জানান, এই হল সংখ্যা আরও বাড়তে পারে। বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যে জুটিবদ্ধ হয়েছেন জায়েদ-পরী। এই ছবিটি তাদের রসায়নের ‘এসিড টেস্ট’ বলে মনে করছেন...

তৈমুরের সঙ্গী সেই দুই শিশুর আসল পরিচয় সনাক্ত

Image
                                                                 সংগৃহীত ছবি ছবিটার একদম বাঁদিকে হলুদ জামা পরে বসে রয়েছে তৈমুর আলি খান। গত প্রায় এক বছরে সাইফ-কারিনার সন্তানের ছবি এতবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে, তৈমুরকে সহজেই চেনা যাচ্ছে। কিন্তু তার পাশে বসে থাকা শিশু দুটি চেনা মুশকিল। তবে খুব বেশি রহস্যের অবকাশ নেই। কারণ এই ছবি শেয়ার করেছেন পরিচালক করণ জোহর। তৈমুরের সঙ্গে থাকা সেই দুই শিশু করণের সন্তান যশ ও রুহি জোহর। সম্প্রতি এই তারকা সন্তানেরা রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিল। সেখানেই তোলা হয়েছে এই ছবি। পার্টিতে বহু তারকা উপস্থিত থাকলেও লাইমলাইট ছিল এই খুদে তারকাদের ওপরেই। বলিউড টাউনে অনেকেই এই ছবি দেখে বলছেন, নতুন বন্ধুত্বের সূচনা হল। ওয়েব দুনিয়াতেও আপাতত ভাইরাল এই তিন খুদে তারকা।

এবার নগ্ন ছবি প্রকাশ করে ইন্সটাগ্রামে তোলপাড় বাণীর!

Image
                                                                      সংগৃহীত ছবি বলিউড অভিনেত্রী বাণী কাপুর। এরই মধ্যে কয়েকটি ছবিতে আবেদনময়ী উপস্থাপনায় নজর কেড়েছেন সবার। সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তিনি। নাম না ঠিক হওয়া এ ছবিটি প্রযোজনা করবেন রাকেশ রোশান।   তবে নতুন খবর হলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের নগ্ন ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বাণীর এমন কাণ্ডে অবাকও হয়েছেন তার ভক্তরাও। অনেকেই বলেছেন, হঠাৎ এ কি করলেন বাণী! কোন কারণ ছাড়াই এমন নগ্ন ছবি প্রকাশের কোন যৌক্তিকতা খুঁজে পাননি তার ভক্তরা।   তবে সমালোচনার জবাব দিয়েছেন বাণী। তাও একটি পোস্টের মাধ্যমে। তিনি বলেন, আমি কিভাবে নিজেকে উপস্থাপন করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কেউ কিছু বলার অধিকার রাখে না। আর কারোও বলায় আমার কিছ...

বিমানে জাইরা ওয়াসিমকে শ্লীলতাহানি, কর্মকর্তা গ্রেফতার

Image
                                                              ফাইল ছবি বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিমকে উড়ন্ত বিমানে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত মুম্বাইয়ের একটি সংস্থার সিনিয়র এক্সিকিউটিভকে গ্রেফতার করেছে পুলিশ।   গ্রেফতারকৃতের নাম বিকাশ সচদেব (৩৯)। তবে ওই ব্যক্তির দাবি, অনিচ্ছাকৃতভাবে তাঁর পা স্পর্শ করেছিল অভিনেত্রীকে। এ জন্য জাইরা ওয়াসিমের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।   জাইরার অভিযোগ, শনিবার দিল্লি থেকে মুম্বাইগামী বিমানে এক যাত্রী তাঁর শ্লীলতাহানি করেছে। সফর শেষে নিজের অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন এ দঙ্গল কন্যা। সেই ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেছেন। আন্ধেরির বাসিন্দা বিকাশ মুম্বাইয়ের একটি বিনোদন সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ। তাঁর দাবি, তিনি একটি দিল্লিতে শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে মুম্বাই ফিরছিলেন। দীর্ঘ সময় তাঁর ঘুম না-হওয়ায় খুবই ক্লান্ত ছিলেন। সে জন্যই কেবিন ক্রু-কে বলে রেখেছিলেন, তাঁকে যেন কে...

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারীদের বক্তব্য শোনা উচিৎ: হ্যালি

Image
                                                  ফাইল ছবি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আলোচনা-সমালোচনার শীর্ষে ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যৌন হয়রানির অভিযোগও এসেছে তার বিরুদ্ধে। তবে এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে সব নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন তাদের বক্তব্য শোনা উচিৎ। রবিবার সিবিএস টেলিভিশন চ্যানেলের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প যৌন হয়রানি করেছেন এমন অভিযোগকারী নারীদের দীর্ঘ তালিকার ব্যাপারে জনগণের মূল্যায়ণ কেমন হওয়া উচিৎ। হ্যালি বলেন, ‘কোনো নারী কারো বিরুদ্ধে অভিযোগ করলে তার বক্তব্য শোনা উচিৎ। তাদের কথা শোনা উচিৎ এবং তাদের সমস্যার সমাধান করা উচিৎ। আমি মনে করি আমরা নির্বাচনের আগে অংশগ্রহণ করার আগে অভিযোগকারীদের বিষয়ে শুনেছিলাম। আমি মনে করি, যে নারী অবমাননার শিকার হয়েছেন অথবা অভদ্র আচরণের শিকার হয়েছেন, তাদের কথা বলার অধিকার রয়েছে। ’ এদিকে গত অক্টোব...

যে কারণে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা

Image
                                               সংগৃহীত ছবি প্রায় ৭০ বছরের মার্কিন পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। অন্যদিকে প্রাচীন এই শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করার মার্কিন সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে জাতিসংঘ। ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে উত্তেজনা বেড়েই চলছে।   ট্রাম্পের যে স্বীকৃতি দিয়েছে তার আসল কারণ বিশ্লেষন করেছেন অনেকে। তাদের মতে ট্রাম্পের আশঙ্কা, তিনি যদি এই স্বীকৃতি না দেন তাহলে মার্কিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হারাবেন তিনি। ট্রাম্পের উপদেষ্টারাও বলেছেন, গত বছরের মার্কিন নির্বাচনে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়েছেন।   দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, সারা বিশ্বের নেতাদের হুশিয়ারি সত্ত্বেও বুধব...