Posts

৪৫০০ কিলোমিটার দূরে পড়ল উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র

Image
                                 রয়টার্স ফাইল ছবি উত্তর কোরিয়া আজ বুধবার ভোরে নতুন করে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি ৪ হাজার ৫০০ কিলোমিটার কৌণিক দূরত্ব পেরিয়ে জাপানের জলসীমায় গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার দাবি, এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, দেশটি বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আজ ভোরে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, ক্ষেপণাস্ত্রটি ৪ হাজার ৫০০ কিলোমিটার কৌণিক দূরত্ব পেরিয়ে জাপানের জলসীমায় গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে উত্তর কোরিয়া কোনো মন্তব্য করেনি। পিয়ংইয়ং এর আগে গত সেপ্টেম্বরে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। তা ছিল উত্তর কোরিয়ার ষষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বিশ্বব্যাপী নিন্দা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক এই ক্ষেপণাস...

সরকারই পার্বত্য চুক্তির বিরোধী

Image
পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে জেএসএস আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: প্রথম আলো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেছেন, সরকারই পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধী। এই চুক্তি বাস্তবায়ন সরকার করে না। উল্টো যারা চুক্তির বাস্তবায়ন করতে চায়, সেই জেএসএসের বিরুদ্ধে নানা অপবাদ দেওয়া হচ্ছে। আজ বুধবার রাজধানীর সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন সন্তু লারমা। পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জনসংহতি সমিতি। সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলেই পার্বত্য চুক্তি হয়েছিল। তাহলে তারা কেন চুক্তি বাস্তবায়ন করে না? তাদের যদি সদিচ্ছা ও আন্তরিকতা থাকে, তাঁরা যদি গণতান্ত্রিক হয়, অসাম্প্রদায়িক হয়, তাঁরা যদি দুর্নীতিমুক্ত হয়, তাঁরা যদি দেশের উন্নয়ন চায়, তাহলে আজ এই বাস্তবতা কেন? প্রতিবছর কেন একই কথা বলতে হয়। সন্তু লারমা বলেন, ‘বাংলাদেশের সুশীল সমাজ,...

বলিউডে আরেকটি বিয়ের গুঞ্জন

Image
              উদয় চোপড়া ও নার্গিস ফখরি বিয়ের মৌসুম শুরু হয়েছে। বলিউডেও এখন চলছে বিয়ের ধুম। এই সপ্তাহে ক্রিকেটার জহির খানের সঙ্গে মালাবদল করেছেন নায়িকা সাগরিকা ঘাটগে। আগামী ৩ ডিসেম্বর কৌতুক অভিনেতা ভারতী সিং তাঁর দীর্ঘদিনের প্রেমিক হর্ষের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। গতকাল মঙ্গলবার বিয়ে করেছেন ঈশিতা দত্ত ও ভাটসাল শেঠ। বলিউডে আরও এক জুটির বিয়ের বাদ্য বাজতে চলেছে। তাঁরা হলেন উদয় চোপড়া ও নার্গিস ফখরি। জোর গুঞ্জন, আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। উদয় চোপড়া ও নার্গিস ফখরি প্রেম করছেন অনেক দিন। তাই তাঁদের বিয়ের খবরে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই কাহিনিতেও ‘টুইস্ট’ আছে। চলতি বছর নিজের অভিনীত ‘আজহার’ ছবির মুক্তির আগেই হুট করে ভারত ছাড়েন নার্গিস। ‘হাউসফুল থ্রি’ ছবির প্রচারেও অংশ নেননি। এমনকি ‘ব্যাঞ্জো’ ছবির কিছু কাজ বাকি রেখেই নায়িকার যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ায় অবাক হয় বলিউড। ওই সময় নার্গিস তাঁর দেশ ছাড়া নিয়ে মুখ খোলেননি। কিন্তু নায়িকার ঘনিষ্ঠ সূত্র জানায়, মানসিকভাবে ভেঙে পড়ায় সবকিছু থেকে এই ‘রকস্টার’ ছবির তারকা পালিয়ে বেড়াচ্ছেন। বিয়ের ঘোষণা দেওয়ার জন্য ন...

News via #FOX NEWS

Image
#News via #FOXNEWS "National forecast for Wednesday, November 29" Source   VotarEsNuestroDebe

CHAKMA GAAN VIDEO MIZORAM

Image

Chakma Video Mizoram

Image

NEW CHAKMA SONG from MIZORAM

Image