ঘুষের জন্য বাংলাদেশিদের হয়রানি করছে মালয়েশিয়া পুলিশ
ঘুষের জন্য বাংলাদেশিদের হয়রানি করছে মালয়েশিয়া পুলিশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। বর্তমানে এ দেশটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি যাচ্ছে কাজের সন্ধানে। কিন্তু সেখানে বৈধ বাংলাদেশিদের থেকে অবৈধদের পরিমানই বেশি । এ কারণে মালয়েশিয়ার সরকার কিছুদিন আগে ই-কার্ডের মাধ্যমে নতুন ভাবে অবৈধ প্রবাসীদের বৈধ হবার সুযোগ দিয়েছিলো। যা এ বছর জুন মাসে শেষ হয়েছে। কিন্তু এবছরের ৩১ ডিসেম্বর পযর্ন্ত রিহায়রিংয়ের মাধ্যমে বৈধ হবার সুযোগ রয়েছে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের। রিহায়ারিং বা ই-কার্ডের মাধ্যমে বৈধ হলেও পুলিশের হয়রানি থেকে রেহাই পাচ্ছে না। বিভিন্ন ভাবে বৈধ বাংলাদেশি প্রবাসীরাও মালয়েশিয়ায় পুলিশের হয়রানির শিকার হচ্ছে। মালয়েশিয়া প্রবাসী চাকরীজীবি নাইম হাসান বলেন, বাংলাদেশিরা অন্যান্য দেশে প্রবাসীদের থেকে বেশি হয়রানির শিকার হচ্ছে পুলিশের কাছে। তার প্রধান কারণ হিসেবে তিনি জানান, বাংলাদেশিদের আটক করতে পারলে তাদের থেকে খুব সহজে ঘুষ আদায় করতে পারে মালয়েশিয়ার পুলিশ। যা অন্যান্য দেশের প্রবাসীদের থেকে আদায় করা সম্ভব হয় না। যার কারণে মালয়েশিয়ার পুলিশের ঘুষ আদায়ে প্রথম টার্গেট বাংলাদেশিরা বলেও জানা...