Posts

ঘুষের জন্য বাংলাদেশিদের হয়রানি করছে মালয়েশিয়া পুলিশ

Image
ঘুষের জন্য বাংলাদেশিদের হয়রানি করছে মালয়েশিয়া পুলিশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। বর্তমানে এ দেশটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি যাচ্ছে কাজের সন্ধানে। কিন্তু সেখানে বৈধ বাংলাদেশিদের থেকে অবৈধদের পরিমানই বেশি । এ কারণে মালয়েশিয়ার সরকার কিছুদিন আগে ই-কার্ডের মাধ্যমে নতুন ভাবে অবৈধ প্রবাসীদের বৈধ হবার সুযোগ দিয়েছিলো। যা এ বছর জুন মাসে শেষ হয়েছে। কিন্তু এবছরের ৩১ ডিসেম্বর পযর্ন্ত রিহায়রিংয়ের মাধ্যমে বৈধ হবার সুযোগ রয়েছে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের। রিহায়ারিং বা ই-কার্ডের মাধ্যমে বৈধ হলেও পুলিশের হয়রানি থেকে রেহাই পাচ্ছে না। বিভিন্ন ভাবে বৈধ বাংলাদেশি প্রবাসীরাও মালয়েশিয়ায় পুলিশের হয়রানির শিকার হচ্ছে। মালয়েশিয়া প্রবাসী চাকরীজীবি নাইম হাসান বলেন, বাংলাদেশিরা অন্যান্য দেশে প্রবাসীদের থেকে বেশি হয়রানির শিকার হচ্ছে পুলিশের কাছে। তার প্রধান কারণ হিসেবে তিনি জানান, বাংলাদেশিদের আটক করতে পারলে তাদের থেকে খুব সহজে ঘুষ আদায় করতে পারে মালয়েশিয়ার পুলিশ। যা অন্যান্য দেশের প্রবাসীদের থেকে আদায় করা সম্ভব হয় না। যার কারণে মালয়েশিয়ার পুলিশের ঘুষ আদায়ে প্রথম টার্গেট বাংলাদেশিরা বলেও জানা...

দীপিকার মুন্ডু কাটলে পুরস্কার ১০ কোটি রুপি, বিজেপি নেতার ঘোষণা

Image
আগে ছিল নাক কেটে ফেলার হুমকি, এবার দীপিকা পাড়ুকোনের মাথা কেটে আনলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে হরিয়ানা বিজেপির এক বড়সড় নেতা, রাজ্য দলের মিডিয়া মুখপাত্র সুরজ পাল আমু। একা দীপিকা নন, পদ্মাবতী পরিচালক সঞ্জয় লীলা বানসালীর জন্যও একই ঘোষণা সুরজের। ‘মাথার দাম’ নির্ধারণ করেছেন ১০ কোটি রুপি। একই সঙ্গে ছবির প্রধান অভিনেতা রণবীর সিংয়ের পা ভেঙে দেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছে। রাজস্থানের রাজপুত করণী সেনাকেও সমর্থন জানিয়েছেন এই বিজেপি নেতা। সুরজ বলেন, কেউ কেউ বানসালীর মাথার দাম পাঁচ কোটি বলছে। আমরা ১০ কোটি বলছি।’ পরে তিনি বলেন, ‘আইন আমরা নিজেদের হাতে নেব না। কিন্তু কেউ যদি আমাদের বোন বা মেয়েদের দিকে চোখ তুলে তাকায়, আমরা জানি কী ভাবে সেই চোখ উপড়ে নিতে হবে।’ ছবিতে রাজপুতদের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে শুটিংয়ের শুরু থেকে ঝামেলা চলছে, সমালোচনা করে আসছে করণী সেনা। চলতি বছরের জানুয়ারিতে জয়পুরে ছবির সেটে ভাঙচুর চালায় তারা। মারধর করা হয় পরিচালককে। ছবির শুটিং সাময়িক ভাবে বন্ধ করতে বাধ্য হন সঞ্জয়। সম্প্রতি ছবির পোস্টার আর ট্রেলার প্রকাশের পর বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। যার রেশ থেকেই এই ঘোষণা। আপ...

দুইদিনের ট্রিপের প্রথম দিন

Image
দুইদিনের ট্রিপের প্রথম দিন। তিন ঘণ্টা ধরে পাহাড় ডিঙ্গানর পর বিলাইছড়ির ধূপপানিছড়া গ্রামে। পুত্রধন হেঁটেছেন; তাঁর এক মামুর কাঁধে চড়ে দুইদিনের পুরোটা পথ হেঁটেছেন। Source   Ghyana Chakma Jummo

রাঙামাটির ফুরমোন নিচপাড়া অভাব তাড়িয়ে সংসারের হাল ধরেছেন নারীরা/১৭ নভেম্বর ২০১৬, ০০:৫৮

Image
রাঙামাটির সাপছড়ির ফুরমোন নিচপাড়ার বাসিন্দা সুমিতা চাকমা (৩৫)। বছর দুয়েক আগেও সংসারে ছিল টানাটানি। স্বামী প্রিয়ময় চাকমার (৪০) দিনমজুরির টাকায় কোনো রকমে দিন পার করছিলেন। তখন তিনবেলা খাবার জোটাতে হিমশিম খেতে হতো তাঁকে। তার ওপর এক ছেলে ও এক মেয়ের ভরণপোষণ। শেষে অভাবের কাছে পরাস্ত না হয়ে অভাব দূর করার সংকল্প করলেন। এরপর নিজের চাহিদার পাশাপাশি জুম ও বনে বাড়তি সবজির চাষ করতে থাকেন। এই বাড়তি সবজি বাজারে বিক্রি করে বছর খানেকের মধ্যে অভাব তাড়ালেন তিনি।  শুধু সুমিতা নন, একইভাবে সংসারে সচ্ছলতা আনতে সবজি চাষকেই বেছে নিয়েছেন এই পাড়ার আরও ১১ পরিবারের নারীরা। রাঙামাটি শহর থেকে ২০ কিলোমিটার ও রাঙামাটি-চট্টগ্রাম সড়ক থেকে এক কিলোমিটার দূরে ফুরমোন নিচপাড়ার অবস্থান।  পাড়ার লোকজন বলেন, স্বামীরা দৈনিক মজুরি করে ২০০ থেকে ২৫০ টাকা রোজগার করেন। তাও সব সময় কাজ পান না। আবার স্বামী অসুস্থ হয়ে পড়লে রোজগার বন্ধ থাকে। তখন অর্ধাহারে-অনাহারে থাকতে হয়। এরপর পাড়ার সব নারী ঐক্যবদ্ধ হলেন। শুরু করলেন সবজি চাষ। আশপাশের বনে গিয়েও বিভিন্ন সবজি সংগ্রহ করেন তাঁরা। পরে পাড়া থেকে এক কিলোমিটার দূরে রাঙামাটি-চট্টগ্রাম স...

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজে সন্ত্রাসী হামলা, আহত ৬ প্রকাশঃ ১৯-১১-২০১৭, ৩:৪৭ অপরাহ্ণ

Image
খাগড়াছড়ি প্রতিনিধি:   খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজে প্রতিপক্ষের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদ (এমএন) গ্রুপের ৬ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে দীঘিনালা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা সকলেই ডিগ্রি পরীক্ষার্থী বলে জানা গেছে। জেএসএস (এমএন) গ্রুপ পাহাড়ি ছাত্র পরিষদ এ হামলার জন্য ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ১০টার দিকে ১০/১২জন সশস্ত্র সন্ত্রাসী দীঘিনালা সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রদের এলোপাথারী কুপাতে থাকে। এতে ৬জন গুরুতর আহত হয়। হামলায় আহতরা হলো- রনজিত চাকমা, অমর চাকমা, মিণ্টু চাকমা, সুকেশ চাকমা, নেছার চাকমা ও শুভ রঞ্জন চাকমা। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা হাসপাতালে নেওয়া হলে রনজিত চাকমা ও অমর চাকমাকে খাগড়াছড়...

হিজাব পরায় ভারতে চাকরি মিলল না মুসলিম নারীর!

Image
কাজের সন্ধানে ভারতের পাটনা থেকে দিল্লি এসেছিলেন নেডাল জোয়া (২৭)। একটি ভাল চাকরিও প্রায় জুটিয়ে ফেলেছিলেন। হিজাব পরার কারণেই শেষ পর্যন্ত চাকরিটি দেওয়া হল না জোয়াকে। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ইসলামোফোবিয়া যে কতটা মারাত্মক আকার ধারণ করেছে এই ঘটনাই তার উদাহরণ। মুম্বাইয়ের টাটা ইন্সিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিস) মাস্টার্স করেছেন জোয়া। গত অক্টোবরে আবেদন করেন দিল্লির কোটলা মুবারকপুরে অবস্থিত একটি নারী অরফানেজ হোমের সোশ্যাল ওয়ার্কার পদে। শর্ট লিস্টের পর ওই অরফানেজ হোমের সিইও হরিশ ভার্মা আবেদনকারী জোয়াকে অনলাইন টেস্টে বসার জন্য বলেন। তার একটি ছবি পাঠানোর কথাও বলা হয়। নিয়োগের একটি প্রাথমিক শর্ত হিসাবে জোয়াকে তার হিজাবটি খুলে ফেলার পরামর্শ দেওয়া হয়। তা করতে অস্বীকার করায় জোয়াকে একটি মেইল পাঠান সিইও হরিশ ভার্মা। সেখানেই ভার্মা জানান, আমি সত্যিই হতবাক যে জোয়া মানবিকতাকে অগ্রাধিকার না দিয়ে কট্টর ইসলামকেই অগ্রাধিকার দিচ্ছেন। জোয়ার সমস্ত উচ্চশিক্ষাই নর্দমায় চলে গেছে। তার ওই অরফানেজের ভিতর কোনরকম ধর্মমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। ওই পদের জন্য অন্য একজন মুসলিম নারীকে নিয়োগ দ...

'হাইপারসনিক' পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে চীন!

Image
                                                                সংগৃহীত ছবি যুদ্ধ ক্ষেত্রে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে নিত্য নতুন সমরাস্ত্র তৈরি করে চলেছে পরাশক্তিরা।  এবার পরমাণু হামলার 'হাইপারসনিক' প্রস্তুতি নিচ্ছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন।  দেশটির হাইপারসনিক যুদ্ধবিমান মাত্র ১৪ মিনিটে পৌঁছে যাবে মার্কিন উপকূলে, চালাতে পারবে পরমাণু হামলাও।   শুধু যে যুক্তরাষ্ট্র তা নয়, খুব অল্প সময়েই যুদ্ধবিমানটি পারমাণু বোমা ফেলতে পারবে পৃথিবীর যে কোনও প্রান্তে।  দুই-তিন বছরের মধ্যেই এই হাইপারসনিক জেট আকাশে উড়বে বলে দাবি করেছে হংকং ভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট। হাইপারসনিক জেটটি তৈরির কাজ চলছে বলে এক চীনা বিজ্ঞানীকে উদ্ধৃত করে তারা জানিয়েছে।  জেটটিকে পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে। সেই বিশেষ উইন্ড টানেলও এখন নির্মাণাধীন। এদিকে ২০২০ সালের মধ্যেই টানেলটি তৈরি হয়ে যাবে ...