টুইন টাওয়ারের নিচে যত কষ্ট
শত শত পুলিশ এসে শুরু করলো সাঁড়াশি অভিযান। পাসপোর্ট কাগজপত্র ওয়ার্ক পারমিট সব তল্লাশি। গ্রেফতার করা হলো চারশও বেশি প্রবাসী শ্রমিককে। অভিযান শেষ হওয়ার পরেও বহুক্ষণ অাতঙ্ক থাকলো বাংলাদেশিদের মধ্যে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের যে হোটেলে অামাদের প্রোগ্রাম চলছে তার খুব কাছেই জালান অালোর ও জালান ছাংখাতে এই অভিযান চলে। পর্যটন এলাকা জালান আলো এবং জালান ছাংকাতের রেস্তোরাঁগুলোতে যারা কাজ করেন তাদের অধিকাংশেরও বেশি শ্রমিক বাংলাদেশি। তাদের ধরতেই এই অভিযান। জালান মানে সড়ক। অামাদের হোটেল থেকে এই দুই সড়ক কয়েক মিনিটের দূরত্ব। অামি সন্ধ্যায় বের হয়ে দেখি তখনো এই এলাকায় পুলিশের অানাগোনা। অামার সাথে দেখা করতে অাসা এখানকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অাবু সালেহ পুলিশের গতিবিধি দেখাতে দেখাতে বললো, বুকিত বিনতাং পর্যটন এলাকা। অাগে পুলিশ এসব এলাকায় অভিযান চালাতো না। কিন্তু এখন কোথাও ছাড় দিচ্ছে না। এতো বাংলাদেশি অবৈধভাবে কেন অাসছে অামার এমন প্রশ্ন শুনে সালেহ বললো ভাইয়া অাপনি তো সবই জানেন। ...