Posts

খুন-ধর্ষণ-লুট করেনি মিয়ানমারের সেনারা!

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ধর্ষণ ও লুটের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এসব অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদনে এ দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত ২৫ আগস্ট রাখাইনের বিভিন্ন পুলিশ তল্লাশিচৌকিতে একযোগে হামলার ঘটনার পর মিয়ানমারের সেনাবাহিনী ‘শুদ্ধি অভিযান’ শুরু করে। ব্যাপক দমন-পীড়নের মুখে লাখো রোহিঙ্গা যে পালিয়ে বাংলাদেশে গেছে, সে তথ্য-প্রমাণ বিবিসির কাছে আছে। জাতিসংঘও এটাকে ‘জাতিগত নিধনের প্রামাণ্য উদাহরণ’ বলেছে। সেনাবাহিনীর এই প্রতিবেদনকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘দোষ ঢাকার চেষ্টা’ বলে অভিহিত করেছে। তারা সত্য যাচাইয়ে জাতিসংঘের কমিটিকে দেশটিতে অবাধে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান। রোহিঙ্গাদের প্রতি চরম দমন-পীড়নের অভিযোগের মধ্যে কড়া নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যায় মিয়ানমার সরকার। তখন বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি জনাথন হেড চারপাশে ধ্বংসযজ্ঞ দেখতে পান। দেশটি থেকে পালিয়ে এখন পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। মিয়ানমার...

গান গেয়ে রেকর্ড গড়তে চায় সুচেতা

Image
১২ বছর বয়সী সুচেতা সতীশ। ভারতীয় বংশোদ্ভূত দুবাইপ্রবাসী এক ছাত্রী ৮৫টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়তে চাইছে। নাম তুলতে চাইছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ছাত্রীটির নাম সুচেতা সতীশ। সুচেতাদের বাড়ি ভারতের কেরালায়। এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকে। ১২ বছর বয়সী সুচেতা সেখানকার ভারতীয় স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। সুচেতা এখন ৮০টি ভাষায় গান গাইতে পারে। ইচ্ছে আছে ৮৫টি ভাষায় গান গাওয়ার আর বিশ্ব রেকর্ড করার। লক্ষ্য পূরণে আগামী ২৯ ডিসেম্বর দুবাইয়ের একটি বিশেষ কনসার্টে গান গাইবে সুচেতা, ৮৫টি ভাষায়। সুচেতা বলেছে, প্রথমে সে জাপানি ভাষায় গান শেখে। বাবার বন্ধুর কাছ থেকে গানটি শেখে সে। এরপর একের পর এক বিদেশি ভাষার গান শিখতে থাকে সে। জানাল, তার কাছে ফরাসি, জার্মান ও হাঙ্গেরিয়ান গান কঠিন বলে মনে হয়েছে। এর আগে ৭৬টি ভাষায় গান গাওয়ার বিশ্ব রেকর্ড রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের কেশিরাজু শ্রী নিবাসের। শ্রী নিবাস অন্ধ্র প্রদেশের গান্ধী হিলসে ২০০৮ সালে ৭৬টি ভাষায় গান গেয়ে নাম তুলেছিল গিনেস বুকে। সেই রেকর্ডই এবার ভাঙতে চাইছে সুচেতা। সব English

২০-দলীয় জোটের বৈঠক কাল

Image
২০-দলীয় জোটের বৈঠক। প্রথম আলো ফাইল ছবি প্রায় চার মাস পর কাল বুধবার রাত সাড়ে আটটায় বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের বৈঠক আহ্বান করার বিষয়টি জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বিএনপি সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়া সর্বশেষ ২০–দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রায় চার মাস পর আবার বৈঠকে বসছেন জোটের নেতারা। এতে দেশের বর্তমান রাজনৈতিক বিষয়, আগামী দিনের কর্মসূচি, জাতীয় সংসদ নির্বাচন, সহায়ক সরকার, প্রধান বিচারপতির পদত্যাগসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে।

গণতন্ত্রে নজর ভারতের মায়ানমারে লগ্নিতে বহু এগিয়ে চিন

Image
                      ইয়াঙ্গনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্রি। গণতান্ত্রিক মায়ানমারের ধীরে ধীরে মুক্ত হতে থাকা আর্থিক পরিমণ্ডলে ভারতের বিনিয়োগ বা অনুদানের পিছনে কোনও ব্যবসায়িক স্বার্থ নেই বলে দাবি করলেন ইয়াঙ্গনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্রি। ‘ভারত-মায়ানমার সম্পর্কের আগামী দিন’- শীর্ষক এক সম্মেলনে শনিবার এই মন্তব্য করেন তিনি। বলেন, শুধুমাত্র এ দেশের সরকারের পাশে দাঁড়াতেই নয়াদিল্লি প্রায় ১২ হাজার কোটি টাকা ঢালছে। রাস্তা, সেতু-সহ নানা পরিকাঠামো প্রকল্প নির্মাণ করে সরাসরি মায়ানমারের হাতে তুলে দেওয়া হবে। এর পরেই ভারতের রাষ্ট্রদূতের হুঁশিয়ারি, ‘‘যারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে মায়ানমারে লগ্নি করছে, তাদের উদ্দেশ্য নিয়েই ভাবা উচিত।’’ সম্মেলনে উপস্থিত সকলেই বোঝেন, রাষ্ট্রদূতের এই সতর্কবার্তার লক্ষ্য ছিল চিনের আগ্রাসী বিনিয়োগ। এ দেশে ব্যাঙ্কিং, কৃষি পণ্যের ব্যবসা, যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা-সহ প্রায় সব ক্ষেত্রেই চিনাদের প্রতিপত্তি। ভারত যেখানে মায়ানমারে ১২ হাজার কোটির বিনিয়োগ করেছে, সেখানে শুধুমাত্র বেসরকারি ক্ষেত্র...

ঢাকার শিশুকে বাঁচালেন এ পারের চিকিৎসক / পারিজাত বন্দ্যোপাধ্যায়

Image
দুই চিত্র: ব্রঙ্কোস্কপি চলছে ঢাকার হাসপাতালে (বাঁ দিকে) এখন আজমাইন কিব্রিয়া। নিজস্ব চিত্র ভিআইপি নয়। তবু একরত্তি আজমাইনকে সুস্থ করে তুলতে দু’দেশের চিকিৎসকেরা এই ভাবে ঝাঁপিয়ে পড়বেন— তা কল্পনাও করতে পারেননি বাবা-মা! সকলের চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সদ্যোজাত। কাঁটাতারের বেড়া, নিয়মের পাঁচিল, কূটনৈতিক কচকচি পিছনে ফেলে জিতল মানবিকতা। গুরুতর অসুস্থ আজমাইন ভেন্টিলেশনে ছিল বলে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা যাচ্ছিল না। তা হলে উপায়? শেষ পর্যন্ত কলকাতার শিশুবক্ষ-বিশেষজ্ঞ পল্লব চট্টোপাধ্যায়কে জরুরি ভিত্তিতে ঢাকায় উড়িয়ে নিয়ে যেতে যুদ্ধকালীন তৎপরতায় তাঁর ভিসা, বাংলাদেশের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন (বিদেশ থেকে চিকিৎসক গিয়ে অস্ত্রোপচার করলে তার প্রয়োজন) ও প্রয়োজনীয় নথিপত্রের ব্যবস্থা হয়েছিল। ঢাকা বিমানবন্দরে ওই চিকিৎসককে সিকিউরিটি চেকের জন্য দাঁড়াতে হয়নি, লাগেজের জন্য অপেক্ষা করতে হয়নি। আবার বিমানবন্দর থেকে ঢাকা কম্যান্ড হাসপাতালে (এখানেই ভর্তি ছিল শিশুটি) যন্ত্রপাতি-সহ চিকিৎসককে দ্রুত পৌঁছে দিতে তাঁর যাতায়াতের সব রাস্তার সিগনালের আলো সবুজ করে রাখা হয়েছিল। Ads By  Da...

ফের বৈঠকে মোদী-ট্রাম্প, পরস্পরের ভূয়সী প্রশংসা ভারত-আমেরিকার

Image
নতুন আন্তর্জাতিক জোটের ইঙ্গিত দিয়ে রবিবারই ম্যানিলায় জাপান-অস্ট্রেলিয়া-আমেরিকার বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে বসেছিলেন ভারতীয় প্রতিনিধিরা। আজ, সোমবার আসিয়ান শিখর সম্মেলনের ফাঁকে আরও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করল ভারত। বৈঠক হল  ভারত এবং আমেরিকা র মধ্যে। তবে এ বার আর কোনও নির্দিষ্ট মন্ত্রকের কর্তারা নন, পরস্পরের মুখোমুখি হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতাই ইঙ্গিত দিলেন, আরও বাড়তে চলেছে দ্বিপাক্ষিক সহযোগিতা। দুই নেতাই পরস্পরের ভূয়সী প্রশংসাও করলেন। ম্যানিলার সোফিতেলে এ দিন বৈঠক করেছেন মোদী এবং ট্রাম্প। আসিয়ান শিখর সম্মেলনে যোগ দিতে গিয়ে মোদী যে হোটেলে উঠেছেন, সেই ম্যারিয়ট থেকে সোফিতেল মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। বৈঠকে মোদী নিজের প্রারম্ভিক বিবৃতিতে বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসতে পেরে আমি খুশি।  ভারত-মার্কিন সম্পর্ক ক্রমশ প্রশস্ত এবং গভীরতর হচ্ছে  এবং আপনারাও বুঝতে পারছেন যে, শুধুমাত্র ভারতের স্বার্থ চরিতার্থ করার মধ্যে আর সীমাবদ্ধ নেই এই সম্পর্ক, এশিয়ার ভবিষ্যৎ এবং গোটা মানবজাতির কল্যাণের জন্য...

ট্রাম্পের সঙ্গে বৈঠকে চিনেই নজর মোদীর

Image
সাক্ষাৎ: নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প। ম্যানিলায় রবিবার। ছবি: পিটিআই এক দিকে প্রাচীন ‘সিল্ক রুট’কে চাঙ্গা করতে চাইছে বেজিং। অন্য দিকে গোটা ভারত মহাসাগরে রক্তচক্ষু দেখাচ্ছে চিনা নৌসেনা। এমনই পরিস্থিতিতে আজ ম্যানিলায় আসিয়ান-ভারত সম্মেলন ও পূর্ব এশিয়ার দেশগুলির বৈঠকে যোগ দিতে পৌঁছলেন নরেন্দ্র মোদী। ওই সম্মেলনের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর  পার্শ্ববৈঠকের দিকে আপাতত উৎসুক ভাবে তাকিয়ে রয়েছেন  কূটনীতিকেরা। ইতিমধ্যেই নৈশভোজের আসরে ট্রাম্প ও চিনা প্রধানমন্ত্রী লি খ্যছিয়াংয়ের সঙ্গে কিছুটা কথা হয়েছে তাঁর। এশিয়ায় চিন ক্রমাগত আগ্রাসী মনোভাব দেখানোয় সম্প্রতি একটি গোষ্ঠী গড়তে উদ্যোগী হয়েছে আমেরিকা। ভারত ছাড়া তাতে রয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। ফিলিপিন্সের রাজধানীতে এই সম্মেলনে হাজির ওই দু’দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ম্যালকম টার্নবুলও। তাঁদের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করবেন মোদী। ফলে ম্যানিলায় ওই গোষ্ঠীর ভবিষ্যৎ কর্মকাণ্ডের নীল নকশা তৈরির কাজ  আরও এগোবে আশা সাউথ ব্লকের। Ads By  Datawrkz সরকারি সূত্রের খবর, আগামিকাল ট্র...