Posts

ভারতের যে গ্রামে প্রকাশ্যে চলে চুম্বন-অশ্লীলতা! / প্রকাশ : ১৬ অক্টোবর, ২০১৭ ১৯:৫৭

Image
প্রকাশ্যে চুম্বনের জ্বালায় নাজেহাল এলাকার মানুষ। যুগলের কাণ্ড-কারখানায় অস্বস্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই এবার ভারতের গোয়ার একটি গ্রামে নিষিদ্ধ হল প্রকাশ্য চুম্বন। পানাজি থেকে খানিক দূরেই রয়েছে সালভোদোর দো মুন্ডো নামের এই ছোট্ট গ্রামটি। গোয়ায় ঘুরতে এসে পর্যটকরা প্রায়ই এই গ্রামে পিকনিক করতে আসেন। কিন্তু পিকনিকের পাশে বসে মদের আসর। চলে প্রকাশ্যে অশ্লীলতা। গ্রামের ডেপুটি সরপঞ্জ রীনা ফর্নান্ডেজ বলেন, এই গ্রামে বহু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। যার ফলে অস্বস্তির মধ্যে পড়তে হয় গ্রামের মানুষকে। তাই বাধ্য হয়েই গ্রামে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এদিনই এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান তিনি। প্রকাশ্যে চুমু খাওয়ার পাশাপাশি মদ খাওয়া, জোড়ে মাইক বাজানো এবং বনভোজনও নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর বিডিপ্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৭/ ই জাহান

'শারীরিক সম্পর্কে বুদ্ধি বাড়ে', প্রমাণ করল ব্রিটিশ গবেষণা /প্রকাশ : ১৬ অক্টোবর, ২০১৭ ১৩:৪৯

Image
বয়স হলে হাড়ে ঘুন ধরে, জীবনে কমে আসে আনন্দ, এমন ধারণা থাকলে তা বোধহয় বদলাতে হবে। অন্তত ব্রিটিশ গবেষণা তেমনই বলেছে। যৌনতার প্রতি অনীহা, সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হননি এমন পঞ্চাশোর্ধ মানুষের উপর একটি গবেষণা চালিয়ে ইংল্যান্ডের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। আর সেই গবেষণা প্রমাণ করে দিল, "যৌনতা বুদ্ধি বিকাশের অন্যতম একটি সহায়ক উপাদান, বিশেষ করে বয়স্কদের মধ্যে এর উপকারিতা সর্বাধিক। "  জার্নালস অব জার্নোটলজি (বার্ধক্যবিদ্যা), সিরিজ বি: সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইন্স-এ  ইংল্যান্ডের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষক হেলে রাইট জানিয়েছেন, "যারা মনে করেন বয়স্করা যৌনতায় অক্ষম তারা ভুল ধারণা লালন-পালন করে চলছেন। আমাদের উচিত এই 'ট্যাবু'কে ভেঙে ফেলা। শারীরিক এবং মানসিক, উভয় ক্ষেত্রেই নিয়মিত যৌনতা পঞ্চাশোর্ধ মানুষের উপর যে কী দারুণ প্রভাব ফেলে তা সবাইকে জানানো উচিত, সকলকে এই বিষয়ে সচেতন করা উচিত। "  ৫০ থেকে ৮৩ বছরের ৭৩ জনের মধ্যে এই গবেষণা করেন হেলে রাইট। গবেষণালব্ধ ফল প্রকাশের পর গবেষক রাইট জানান, "প্রতিটি সম্পর...

পূর্বের জন্মে মঙ্গলে ছিলাম, অদ্ভুত দাবি রুশ নাগরিকের

Image
কয়েক দশক ধরে মঙ্গল গ্রহে বসতি স্থাপন সম্ভব বা মঙ্গলে বসতির স্বপ্ন কথা মানুষ নিয়মিতই শুনছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ২০৩০ সাল নাগাদ মঙ্গলে মানুষ পাঠানোর কথা বলে আসছে। নাসা অনেক দূর এগিয়েও এ ক্ষেত্রে। কিন্তু এর আগেই রাশিয়ার ২০ বছর বয়সী একজন ব্যক্তি দাবি করে বসলেন পূর্বের জন্মে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলেন তিনি। মেট্রোর বরাত দিয়ে ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়েছে, মঙ্গলে ছিলে বলে দাবি ২০ বছর বয়সী ওই ব্যক্তির নাম বরিস্কা কিপ্রিইয়ানোভিচ। তিনি দাবি করেছেন, পূর্বের জন্মে মঙ্গল গ্রহে ছিলেন। এরপরই এক যুদ্ধে জীবন শেষ হয়ে যায় তার। তিনি পরে পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করেন। তিনি দাবি করেন, একজন পাইলট হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন। জি নিউজের খবরে বলা হয়েছে, বরিস্কা কিপ্রিইয়ানোভিচের পরিবারের দাবি, জন্মের কয়েক মাসের মধ্যেই সবাইকে চমকে দিয়ে কথা বলতে শেখে সে। এরপরই থেকেই না কি ভিনগ্রহের সভ্যতা ও জীবন নিয়ে নানান কথা বলা শুরু করে বরিস্কা। ১৯৯৬ সালে বরিস্কার জন্ম। জন্মের এক বছরের মাথায় সে দৈনিক পত্রিকার শিরোনাম পড়তে পারত। পেশায় চিকিৎসক বরিস্কার মা জানান, ছেলের বিশেষ প্রতিভার ব্যাপারটি তারা বু...

রাজধানীতে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Image
                                                        প্রতীকী ছবি রাজধানীর কামরাঙ্গীরচরে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বধুবার ভোরের দিকে কামরাঙ্গীর চরের আলী নগর তিন নম্বর গলিতে এ ঘটনা ঘটে। লিপির মা হাজেরা বেগমের অভিযোগ, যৌতুকের জন্য স্বামী জাহাঙ্গীর প্রায়ই লিপিকে মারপিট করতো। কয়েকদিন আগে তাকে ৫৫ হাজার টাকা দিয়েছি। টাকা নিয়ে সে জুয়া খেলে। এখন ফের সে টাকা চাইছে। জাহাঙ্গীর টাকার জন্যই আমার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে তাকে মারার চেষ্টা করেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, গৃহবধূ লিপিকে ভোরে তার স্বামী জাহাঙ্গীর হোসেন ও দেবর রনি অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ণ ইউনিটে ভর্তি করেন। বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল

নেটদুনিয়ায় বিকিনিতে ভাইরাল সোনম কাপুর

Image
বলিউডের হালের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন সোনম কাপুর। এবার নেটদুনিয়ায় তার বিকিনি পরিহিত ছবি ও ভিডিও ঝড় তুলেছে। মূলত তার এক বন্ধুর মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বলিপাড়ায়। তারপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সেটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুটিংয়ের মাঝেও নিজের জন্য সময় বের করে নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন সোনম। ‘ভীর দি ওয়েডিং’-এর শুটের ফাঁকে হাতে একটু সময় পেয়েই বোন রিয়া ও প্রিয় বান্ধবী স্বরাকে নিয়ে পৌঁছে গিয়েছেন সুইমিং পুলে।   আর সেখানে অফ শোল্ডার বিকিনিতে নায়িকার বিশ্রামের কাহিনি নিজের ইনস্টাগ্রামে ফাঁস করে দিয়েছেন স্বরা ভাস্কর। অনিল-কন্যার এ রূপ ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। কেউ করেছেন প্রশংসা, কেউ আবার নিন্দা। তবে নিন্দার তোয়াক্কা কোনও দিন করেননি সোনম। পর্দার সামনেও বোল্ড হতে তেমন আপত্তি করেননি অভিনেত্রী। তাঁর স্টাইল সেন্সেরও বেশ কদর রয়েছে গ্ল্যামার জগতে। তারই নমুনা মিলল এই ছবিতে। নতুন বছরেই মুক্তি পাবে পরিচালক শশাঙ্ক ঘোষের ‘ভীর দি ওয়েডিং’। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলকে করিনা, সোনমের পাশাপাশি নজর কেড়েছেন স্বরা ভাস্...

গোটা পৃথিবী তোলপাড় করা ভুতুড়ে হাঙরের ভিডিও!

Image
                                          সংগৃহীত ছবি পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে নিত্য নতুন সব ঘটনা।   প্রাণি জগত, সমুদ্রের তলদেশ, মানব সমাজ সর্বত্র এসব ঘটনার ছড়াছড়ি।   কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ভুতুড়ে হাঙরের বিচরণের ভিডিও ধরা পড়ে ২০০৯ সালে। যেটি গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। ভিডিওটিতে দেখা যায়, ঘোলাটে, প্রাণহীন, নিশ্চল দু’টো চোখ। তীক্ষ্ণ ফলার মতো সামনের দিকে ঠিকরে এসেছে নাকটা। চোয়ালের আকার আর মাথাটাকে ঘিরে থাকা ছোপগুলো যেন কোনও সুদূর প্রাগৈতিহাসিক সময়ের চিহ্ন বহন করছে। ‘ভুতুড়ে হাঙর’। আরও একটা নাম রয়েছে তার— শিমেরা। গ্রিক পূরাণে এই নাম প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল। সমুদ্র বিশেষজ্ঞ বা সমুদ্রজীবীদের কাছে ভুতুড়ে হাঙর কিন্তু পরিচিত নাম। কিন্তু শুধু নামটাই পরিচিত, অস্তিত্বটা কারও কাছেই তেমন স্পষ্ট ছিল না। ভুতুড়ে হাঙরের সঙ্গে আলাপ হোক, নাবিকরা এমনটা চানও না সচরাচর। কেন চান না, নামটা শুনলেই সেটা বেশ খানিকটা স্পষ্ট হয়ে যায়। আতঙ্কটা প্রথম বার হানা দিয়েছ...

২৪ ঘণ্টার মাথায় আরো এক সউদী শাহজাদা নিহত / ইনকিলাব ডেস্ক:

Image
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শাহজাদা মানসুর বিন মুকরিন নিহতের ২৪ ঘণ্টার মাথায় সউদী আরবের আরও একজন শাহজাদা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আবদুল আজিজ বিন ফাহাদ নামের এ শাহজাদা পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের স্বাধীকারের পক্ষে সোচ্চার ছিলেন। সিয়াসাত ডেইলি এবং ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে তার মৃত্যুর কথা বলা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে টুইটারে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সিয়াসাত ডেইলি’র প্রতিবেদনে বলা হয়েছে, শাহজাদা মানসুর বিন মুকরিন নিহতের কয়েক ঘণ্টার মধ্যেই রাজপরিবারের কনিষ্ঠতম এ শাহজাদা নিহত হন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আল এইচ সৌফান তার নিহতের খবর নিশ্চিত করেছেন। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আবদুল আজিজ-এর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া হওয়া গেছে। তার বয়স ছিল ৪৪ বছর। এর আগে সাবেক ক্রাউন প্রিন্সের পুত্র শাহজাদা মানসুর বিন মাকরিন’কে মৃত ঘোষণা করা হয়।’ এ টুইটে অবশ্য শাহজাদা আবদুল আজিজ বিন ফাহাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, খবর পাওয়া যাচ্ছে শাহজা...