Posts

বিশ্ব পরমাণু ক্লাব’-এ যুক্ত হলো বাংলাদেশ

Image
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ পর্বের প্রাথমিক কাজ শুরুর (ফার্স্ট কংক্রিট পৌরিং বা এফসিপি) অংশ হিসেবে ‘ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স’ পেল বাংলাদেশ আণবিক শক্তি কমিশন (বিএইসি)। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম ইউনিটের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বিএইআরএ)। বিএইআরএর চেয়ারম্যান নঈম চৌধুরী আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান দিলিপ কুমার সাহার কাছে লাইসেন্স তুলে দেন। এই লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব পরমাণু ক্লাব’ (নিউক্লিয়ার নেশন)-এ যুক্ত হলো। বাংলাদেশ এই ক্লাবের ৩২তম দেশ। আগামী ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল্য কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বিকেলে স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএইআরএ শর্তসাপেক্ষে এই লাইসেন্স দিয়েছে। এখন নিঃশর্ত লাইসেন্স পাওয়ার জন্য প্রকল্পের মালিক আণবিক শক্তি কমিশনকে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। এর মধ্যে রয়েছে প্রকল্প এলাকার বেলেমাটি পরমাণু চুল্লি (রিঅ্যাক্টর) স্থাপনের উপযোগী করে তোলা, পদ্মা...

যেকোন মুহূর্তে হামলা চালাতে প্রস্তুত ‘গ্লোবাল থান্ডার’ / কাগজ অনলাইন প্রতিবেদক

Image
বিশ্বের যেকোন স্থানে, যেকোন মুহূর্তে হামলা চালাতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল থান্ডার’! রাশিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক দিনের মধ্যেই শুরু হল মার্কিন ‘গ্লোবাল থান্ডার। ’ গুরুত্বপূর্ণ এই মহড়ার মাধ্যমে মার্কিন বাহিনীর পরমাণু প্রস্তুতি বাড়ানোর দিকে লক্ষ্য দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। বিশ্বের যেসব স্থানে মার্কিন গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে, মহড়ার প্রয়োজনে যখন ইচ্ছে তখনই তাদের সক্ষমতা যাচাই করা হবে। এমনটাই জানিয়েছেন স্টার্টকমের কমান্ডার মার্কিন বিমান বাহিনীর জেনারেল জন হাইটেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ার মাধ্যমে স্ট্রার্টকমের আওতাধীন সব সক্ষমতার সমন্বয় ঘটানো হবে। বিশ্বের যে কোন স্থানে, যেকোন মুহূর্তে, যেকোন মার্কিন শত্রুর বিরুদ্ধে অভিযানের লক্ষ্যে এই সমন্বয় ঘটানো হবে বলেও বিবৃতি উল্লেখ করা হয়। তবে এরই মধ্যে মহড়ার বিষয়ে রাশিয়াকে অবহিত করেছে পেন্টাগণ।

জন্মদিনের পার্টিতে আহত শাহরুখকন্যা

Image
অনলাইন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখের জন্মদিন শুধু খান পরিবারের কাছে নয় সকল সিনেপ্রেমীদের কাছে একটা বিশেষ দিন। বরাবরের মতো এবারও পরিবার এবং বন্ধুদের নিয়ে সেলিব্রেশনের মুডে ছিলেন তিনি। কিন্তু সেখানেই ঘটে গেল দুর্ঘটনা। আহত হয়েছেন শাহরুখের মেয়ে সুহানা খান। মিড ডে-র খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে আলিবাগের বাংলোয় শাহরুখের জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল। একদিকে শাহরুখের বন্ধুরা অর্থাৎ ফারহা খান, করণ জোহর, দিপীকা পাড়ুকোন, আলিয়া ভাট ছিলেন। অপরদিকে, ইন্ডাস্ট্রিতে গৌরীর বন্ধু হিসেবে পরিচিত শ্বেতা বচ্চন, সুজান থান, মনদীপ কউর, সীমা খানরা ছিলেন। পার্টিতে বন্ধুদের নিয়ে ছিলেন শাহরুখের সন্তান আরিয়ান এবং সুহানাও। জন্মদিনের পার্টির পর মধ্যরাতে সমুদ্রের পাড়ে বাইক রাইড করছিলেন তারকারা বলে জানা গেছে। শাহরুখের বাইকে ছিলেন দিপীকা। একটি বাইকে ছিলেন আলিয়া-সিদ্ধার্থ। অন্য একটি বাইকে আরিয়ানের পিছনে বসেছিলেন সুহানা। বাইক রাইড সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আরিয়ান ব্যালান্স হারিয়ে ফেলেন। বাইক থেকে পড়ে যান সুহানা। সুহানা পড়ে যাওয়ার পরই দৌড়ে আসেন শাহরুখ। আরিয়ানকে বরফ নিয়ে আসতে বলেন। ওই রাতেই চি...

ছাগলনাইয়ায় ৩১ প্রাইমারি স্কুলে নেই প্রধান শিক্ষক

Image
ফেনীর ছাগলনাইয়ার ৩১টি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের পদে কোন লোক নেই। শিক্ষার মানোন্নয়নে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এলেও প্রধান শিক্ষক পদায়নের ক্ষেত্রে সন্তোষজনক কোন অগ্রগতি নেই বলে জানা গেছে। সহকারী শিক্ষক দিয়ে চলছে প্রধান শিক্ষকের দাফতরিক কার্যক্রম। প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষকের অনেক পদ পূর্ণ হয়ে রয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকার কারণে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে ব্যাঘাত ঘটছে। শিক্ষক শূন্যতার কারণে সমাপনী পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ৩১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে।৭৮টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অনুমোদিত পদের সংখ্যা ৪২৯ টি। সেখানে ১৬২ জন পুরুষ ও ১৮৬ জন মহিলা সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন। যে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেগুলো হলো- পূর্ব দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর যশপুর, এলনা পাথর, উত্তর সতর নদীর কুল, পূর্ব সোনাপুর, হরিপুর আলী আকবর, বাথানিয়া, দক্ষিণ সতর নদীর কুল,হিছাছড়া, নিজপানুয়া কাশিপুর নিচিন্তা, লক্ষীপুর...

মিস ওয়ার্ল্ড ২০১৭-তে তৃতীয় হলো বাংলাদেশ! /জাগো বাংলা ডেস্ক

Image
প্রথম বারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের মেয়ে জেসিয়া ইসলাম। ফলে এটা বাংলাদেশের জন্য একটু বেশিই গুরুত্ববহন করছে। কারণ প্রথমত বাংলাদেশ এখানে প্রথম অংশগ্রহণ করছে, দ্বিতীয়ত এবারে বাংলাদেশে এটা প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। তবে যারা এটা নিয়ে এতো বেশি মাতামাতি করেছেন, তাদের অনেকেই হয়তো জানেন না প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড-২০১৭-তে অংশ নিয়েই বাঝিমাত করে ফেলেছে বাংলাদেশ। কারণ প্রতিযোগিতা শুরু না হতেই ৩য় স্থান অধিকার করে নিয়েছে বাংলাদেশ! বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও খবরটি কিন্তু কিছুটা সত্য। কারণ সম্প্রতি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনলাইনেও জনসাধারণের কাছে থেকে ভোট নেওয়া হচ্ছে যে, সাধারণ জনগণের মতে কোন দেশ থেকে মিস ওয়ার্ল্ড-২০১৭ হওয়া উচিত? অনলাইনে দ্যা গ্রেট প্যাগেন্ট কমিউনিটি ডট কম সুন্দরী প্রতিযোগীদের ভোট দেয়ার জন্য একটি পেইজ চালু করেছে। সেখানে আজ শুক্রবার সকালে দেখা যায় বাংলাদেশের জেসিয়া ইসলাম ৩’য় স্থানে অবস্থান করছেন। চীনে আয়োজিত ৬৭ তম মিস ওয়ার্ল্ড-২০১৭- এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। বিশ্বের ১২০টি দেশ থেকে বিভিন্ন দেশের সুন্দরীরা অংশ নিয়েছেন এই ...

ঢাকাকে উড়িয়ে দিল সিলেট

Image
বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে ৯ উইকেটে ঢাকাকে হারলো সিলেট। টস জয়ের মধ্য দিয়ে বিপিএলের যাত্রা শুরু করে নবাগত দল সিলেট সিক্সার্স। বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডাইনামাইটসের সঙ্গে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট সিক্সার্স। ম্যাচ শুরুর আগে উভয় দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। ক্রিকেটের সর্বশেষ সংস্করণের ব্যাট-বলের লড়াই দেখতে স্টেডিয়ামে প্রচুর দর্শকের সমাগম হয়। সিলেটের লাক্কাতুরা চা বাগানে অবস্থিত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি এবারই প্রথম বিপিএলের ভেন্যু হয়েছে। প্লেয়ারদের অনুপ্রেরণা দিতে দর্শকরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে এসেছেন। দর্শকদের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে স্টেডিয়ামের চারদিকে ব্যবসার পসরা নিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। স্টেডিয়ামে প্রবেশের পথে দর্শকরা কিনে নিচ্ছেন তাদের পছন্দের দলের জার্সি, ক্যাপ বা পতাকা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানেই গুটিয়ে যায় ঢাকা। ঢাকার পক্ষে সর্বেচ...

বরিশালে আবদুর রহমান বিশ্বাসের প্রথম জানাজা অনুষ্ঠিত

Image
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের প্রথম জানাজা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল সরকারি জিলা স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা।  জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের লাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরআগে লাশ বিমানযোগে বরিশালে নিয়ে আসা হয়। জানাজায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, ডিআইজি শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক হাবিুবর রহমানসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা জানাজায় উপস্থিত ছিলেন।