চট্টগ্রামে আকাশচুম্বি সবজির দাম
চট্টগ্রামে কোনো মতেই কমছে না সবজির দাম। নিত্য এই পণ্যের দাম এখন আকাশচুম্বি। গত এক মাস ধরেই চট্টগ্রামের কাঁচা বাজারে সবজির মূল্যে আগুন জ্বলছে। সবজির দাম মাছ-মাংসের দামকেও ছাড়িয়ে গেছে। ফলে ক্রেতাদের এখন নাভিশ্বাস অবস্থা। চট্টগ্রাম নগরেরর রেয়াজুদ্দিন বাজার, চকবাজার, বক্সির হাট, বহদ্দারহাটসহ বিভিন্ন বাজারে খোজ নিয়ে এ তথ্য জানা যায়। শুক্রবার নগরের বাজারগুলোতে প্রতিকেজি ফুলকপি বিক্রি হয়ে ৮০-৯০ টাকা, শিম ১৬০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, মূলা ৫০, বরবটি ৬০-৭০ টাকা, তিতকরলা ৬০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পটল ৫০, কচুর ছরা ৩০, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, শসা ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা। গত প্রায় এক মাস ধরেই এই মূল্যে বিক্রি হচ্ছে নানা প্রকারের সবজি। বক্সিহাটের সবজি ক্রেতা আবদুল আলিম বলেন, ‘এখন চলছে শীত মৌসুম। এই শীতকালীন মৌসুমে নতুন নতুন নানা সবজি আসে বাজারে। বর্তমানে বাজারে নানা সবজিও আসছে। অথচ এখন প্রতিটি সবজির দাম আকাশচুম্বি। এ ব্যাপারে কারো কোনো প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। ’ বক্সিহাটের সবজি বিক...