Posts

কি অদ্ভুত দুনিয়া বাতাস বিক্রি করে ধনী হতে চায় দুইবোন!

Image
রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করেন চীনের বাসিন্দা দুই বোন। পর্বত থেকে ধরা একেবারে ফ্রেশ বাতাস। প্রতিব্যাগের দাম ১৫০ ইউয়ান। সাংহাই পোস্টের খবরে বলা হয়েছে, চীনের অব্যাহত বাতাস দূষণের মুখে এই ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে নেমে সফল হয়েছেন জিনইং প্রদেশের দুই বোন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিক্রির পাশাপাশি অনলাইনেও তারা বাতাস সরবরাহের আদেশ পেতে শুরু করেছেন। এমনকি পর্বত থেকে বাতাস ব্যাগে ধরার একটি ভিডিও তারা পোস্ট করেছেন। এক ব্যাগ বাতাস আনতে তাদের ১৫ ইউয়ান খরচ হয় জানিয়ে ওই দুই বোন বলেন ইতোমধ্যে তারা শতাধিক ব্যাগ বাতাস বিক্রি করতে সক্ষম হয়েছেন। চীনের জিনজিয়াং প্রদেশের এই দুই বোন ইতোমধ্যে বাতাস বেচে চারিদিকে বেশ সাড়া ফেলে দিয়েছেন। প্লাস্টিক পচনশীল না হওয়ায় তা পরিবেশের ক্ষতি করবে এই চিন্তা থেকে অনেকেই প্লাস্টিকের ব্যাগে করে বাতাস বিক্রির সমালোচনা করেছেন। তবে বাতাস বিক্রির এই ধারণা একেবারে অনন্য নয়। জিয়ান প্রদেশের বন বিভাগ বছরের শুরুতে নিকটবর্তী কিনলিং পর্বত থেকে বাতাস এনে বিক্রি শুরু করে। সাংহাই পোস্টের দাবি ওই প্রকল্পে সরকার ২ লাখ ইউয়ান বিনিয়োগ করেছে। বাতাস সংগ্রহের প্রক্রিয়া: হাতে তৈরি বিশেষ ...

রাখাইন পরিদর্শন বিদেশি কূটনীতিক ও জাতিসংঘ প্রতিনিধি দলের

Image
মিয়ানমারের রাখাইন পরিদর্শন করেছেন বিদেশি কূটনীতিক ও জাতিসংঘের একটি প্রতিনিধি দল। সফরের পর গতকাল সোমবার জাতিসংঘ বলেছে, রাখাইনে মানুষের দুর্ভোগ অকল্পনীয়।  সংস্থাটির তিনজন প্রতিনিধি কূটনীতিকদের সঙ্গে রাখাইন সফর করেন। গত ২৫ আগস্ট রাখাইনে একটি হামলাকে কেন্দ্র করে রোহিঙ্গা মুসলিমদের ওপর সামরিক অভিযান চালায়। এর ফলে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এএফপি। ইত্তেফাক/সেতু

বিল দিতে না পেরে তারে ঝুলে ১৯ তলা থেকে পালানোর চেষ্টা

Image
  হোটেলের বিল দিতে না পেরে জানালা দিয়ে টেলিফোন তারে ঝুলে ১৯ তলা থেকে পালানোর চেষ্টা করেছেন এক যুবক। দক্ষিণ-পশ্চিম চিনের গুইজহউতে শুক্রবার দিনেরবেলা এ ঘটনা ঘটেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রায় ১৯ তলা উঁচু এক ভবন থেকে টেলিফোনের তারে ঝুলে পাশের আরেক ভবনে যেতে চেয়েছিলেন ঐ যুবক। এই দৃশ্য দেখে স্থানীয় লোকজন হঠাৎ বিস্মিত হয়ে পড়েন। তার এই অদ্ভুত কাণ্ড দেখে ছবি তোলা ও ভিডিও করতে থাকেন অনেকে।  এনডিটিভির খবরে বলা হয়েছে, হোটেলের বিল দিতে না পারায় ওই ব্যক্তি নিজেকে বাঁচাতে হোটেলের জানালা দিয়ে টেলিফোন তার ধরে পালানোর চেষ্টা করেন। তার পরিকল্পনা ছিল, টেলিফোনের তার বেয়েই পাশের আর একটি ভবনে প্রবেশ করবেন। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন। টেলিফোনের চিকন তার ঐ যুবকের ভার সামলাতে না পেরে ছিঁড়ে যায়। আর তারে ঝুলতে থাকে যুবক। স্থানীয়দের সহায়তায় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। স্থানীয়দের ধারণ করা ঐ ভিডিও পরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতো ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হতে শুরু করে। এদিকে হোটেল বিল কত টাকা হয়েছিল তা জানা যায়নি।

নরেন্দ্র মোদী একজন সন্ত্রাসবাদী: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ‘সন্ত্রাসবাদী’ হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এছাড়া দেশটির হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস’কে একটি ‘জঙ্গি সংগঠন’ বলেও উল্লেখ করেন তিনি। সোমবার পাকিস্তানের জিও টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আসিফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, ‘মোদী আদতে একজন সন্ত্রাসবাদী। তার হাতে মুসলিমদের রক্ত লেগে রয়েছে। গুজরাটে মুসলিম খুন করেছেন তিনি।’ এরপর আরো একধাপ এগিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতে এখন আসলে ক্ষমতায় রয়েছে জঙ্গি সংগঠন আরএসএস।’ সম্প্রতি জাতিসংঘের সভায় সন্ত্রাসে মদদ দেয়ার প্রসঙ্গে পাকিস্তানকে এক হাত নিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেছিলেন, ‘পাকিস্তান জঙ্গি রফতানির সর্বশ্রেষ্ঠ কারখানা। আমরা আইআইটি, আইআইএম, এইমস এবং ইসরো তৈরি করেছি। আর পাকিস্তান? পাকিস্তান তৈরি করেছে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মুহম্মদ, হাক্কানি নেটওয়ার্ক, হিজবুল মুজাহিদিন।’ এ নিয়ে আন্তর্জাতিক চাপে পড়ে গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ...

রোজার উপর গবেষণা করে নোবেল জয় করলেন ভিনধর্মী ওসুমি , জেনে নিন বিস্তারিত

Image
মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় ’সিয়াম’। খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলা হয় ’ফাস্টিং’। হিন্দু বা বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলা হয় ’উপবাস’। বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলা হয় ’অনশন’। আর, মেডিক্যাল সাইন্সে রোজা রাখকে বলা হয় ’অটোফেজি’।তবে মুসলিমদের রোজা রাখার ধরনের সাথে অন্যদের কিছু পার্থক্য আছে। খুব বেশি দিন হয়নি, মেডিক্যাল সাইন্স ’অটোফেজি’র সাথে পরিচিত হয়েছে। ২০১৬ সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার ’ওশিনরি ওসুমি’-কে অটোফেজি আবিষ্কারের জন্যে পুরষ্কার দেয়। এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে রোজা রাখতে শুরু করে। ইউটিউবে অনেক ভিডিও পাবেন । যেখানে রোজা রাখার জন্যে আধুনিক সচেতন নারী ও পুরুষেরা কেমন ব্যস্ত হয়ে পড়ছে, দেখুন!!! শত হলেও, মেডিক্যাল সাইন্স বলে কথা!!যাই হোক, Autophagy কি? এবার তা বলি। Autophagy শব্দটি একটি গ্রিক শব্দ। Auto অর্থ নিজে নিজে, এবং Phagy অর্থ খাওয়া। সুতরাং, অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া। না, মেডিক্যাল সাইন্স নিজের গোস্ত নিজেকে খেতে বলে না। শরীরের কোষগুলো বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন মেডিক্যাল সাইন্সের ভাষা...

'প্রধান বিচারপতি অসুস্থতার কারণে ছুটিতে'

Image
প্রধান বিচারপতি এসকে সিনহা অসুস্থতার কারণে এক মাসের ছুটিতে গেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এই কথা জানান। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এ দিন এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি বিভিন্ন রোগে অসুস্থ আছেন। এ জন্য তিনি ছুটিতে যেতেই পারেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ০৩ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুরের বিষয়ে অনুমোদন করেছেন। আর এই সময়ে আপিল বিভাগের সমস্ত কাজে প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করা হয়েছে। ইত্তেফাক/জামান

লা লিগা ছাড়ার কথা ভাবছে বার্সেলোনা

Image
অন্য লিগে খেলার কথা ভাবছে বার্সেলোনা পরিচালনা পর্ষদ। ছবি: এএস। কাতালুনিয়া প্রদেশ যদি সত্যি সত্যি স্বাধীন হয়ে যায়, তাহলে বার্সেলোনাকে লা লিগা ছেড়ে দিতে হবে এমনিতেই। গণভোটে যে রায় মিলেছে, তার ভিত্তিতে এ ব্যাপারে ভাবনা-চিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ক্লাবটি। সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউর মতে, মাতৃভূমির স্বাধীনতার কথা মাথায় রেখে বিকল্প চিন্তা করতে হবে স্প্যানিশ লিগের জনপ্রিয় এই ক্লাবকে।  গণভোটের দিন সহিংস পরিস্থিতিতে লাস পালমাসের বিপক্ষে লা লিগার ম্যাচটি খেলতে চায়নি বার্সা। এ ব্যাপারে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের কাছে আবেদন করেও ফল হয়নি। শেষ পর্যন্ত চাপে পড়েই দর্শকবিহীন ন্যু ক্যাম্পে খেলেছে তারা। ৩-০ গোলে জয় পেলেও কাতালুনিয়া যদি স্বাধীন হয়ে যায়, তাহলে বার্সার পরবর্তী করণীয় নিয়েই আলোচনাটা বেশি হয়েছে। স্পেনের কেন্দ্রীয় সরকার এর মধ্যেই গণভোটকে ‘অবৈধ’ বলে ঘোষণা দিয়েছে। সোমবার সে ঘটনার সুর ধরেই বার্তোমিউ বলেছেন, ‘এখনো পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে আলোচনা করবে ক্লাবের পরিচালনা পর্ষদ। এখানে মাথা গরম করার সুযোগ নেই।’ পরিস্থিতি সামা...